Monday, November 2, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৯৯

 

আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৯৯

১) হিমালয়ের দক্ষিণের পর্বতশ্রেণী টি কি নামে পরিচিত?

ক) কালী
খ) শিবালিক✓
গ) দেরাদুন
ঘ) কুমায়ুন

২) লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত?

ক) বিজাপুর
খ) বারানসি
গ) মাদুরাই
ঘ) ভুবনেশ্বর✓

৩) মিরিক পাহাড়ের দক্ষিণের পর্বতশ্রেণী কি নামে পরিচিত?

ক) রেংমা পাহাড়✓
খ) বেতলিংশিব
গ) শিলং পিক
ঘ) কোনোটিই নয়

৪) জাস্কর কোন হিমালয়ের পর্বত শৃঙ্গ?

ক) উচ্চ হিমালয়
খ) ট্রান্স হিমালয়✓
গ) কেন্দ্রীয় হিমালয়
ঘ) মধ্য হিমালয়

৫) ভারতের বিখ্যাত লেগুন হ্রদ হল-

ক) ডাল হ্রদ

খ) চিলকা হ্রদ✓

গ) পুলিকট হ্রদ

ঘ) মানস সরোবর

৬) মাজুলী দ্বীপ কোথায় অবস্থিত?

ক) ব্রহ্মপুত্র নদী ,আসাম✓
খ) গঙ্গা নদী, বিহার
গ) কাবেরী নদী, কর্ণাটক
ঘ) মহানদী ,পশ্চিমবঙ্গ

৭) কোন রাজ্যে ধাসান খাল  দেখা যায়?

ক) উত্তর প্রদেশ✓
খ) বিহার
গ) উড়িষ্যা
ঘ) অন্ধ্রপ্রদেশ

৮) একটি গুরুত্বপূর্ণ মুক্ত চাষের কেন্দ্র হল-

ক) কান্ডালা
খ) তুতিকোরিন✓
গ) কোচিন
ঘ) নভসেবা

৯) The central Institute of postal engineering for fisheries কোথায় অবস্থিত?

ক) বিশাখাপত্তনম
খ) বেঙ্গালুরু✓
গ) কোচি
ঘ) চেন্নাই

১০) কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন?

ক) বিম্বিসার✓
খ) চন্দ্রগুপ্ত
গ) প্রদ্যুৎ
ঘ) অজাত শত্রু

১১) চন্দ্রগুপ্ত মৌর্য কাকে হত্যা করে মগধের সিংহাসনে লাভ করেছিলেন?

ক) মহাপদ্ম নন্দ
খ) ধননন্দ✓
গ) অজাত শত্রু
ঘ) বিম্বিসার

১২) ইস্ট হলো-

ক) এককোষী প্রোক্যারিওট
খ) বহুকোষী ছত্রাক
গ) এককোষী ইউক্যারিওট✓
ঘ) এককোষী ব্যাকটেরিয়া

১৩) " অপরিহার্য অ্যামাইনো এসিড"  নিচের কোনটিকে বলা যাবে?

ক) ভিটামিন✓
খ) হরমোন
গ) স্টেরয়েড
ঘ) উৎসেচক

১৪) গাছের রান্নাঘর বলা হয়-

ক) কান্ড কে
খ) পাতাকে✓
গ) মূলকে
ঘ) প্রশাখা কে

১৫) একটি পাথরকে সুতোয় বেঁধে উলম্ব বৃত্তাকার পথে ঘোরানো হলে ,সুতোর টান সর্বনিম্ন হবে যখন-

ক) পাথরটি সর্বনিম্ন অবস্থানে থাকবে
খ) পাথরটি সর্বোচ্চ অবস্থানে থাকবে✓
গ) পাথরটি মধ্যবর্তী অবস্থানে থাকবে
ঘ) সর্বোচ্চ সম্মান হবে

১৬) তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোন অর্ধপরিবাহীর রোধ-

ক) প্রথমে বাড়ে, তারপর কমে
খ) একই থাকে
গ) বাড়ে
ঘ) কমে✓

১৭) রেডিয়াম তেজস্ক্রিয় (২২৬) বিভাজন এর দ্বারা কোন গ্যাস পাওয়া যায়?

ক) আর্গন
খ) নিয়ন
গ) রেডন✓
ঘ) ক্রিপটন

১৮) নিম্নলিখিত কোনটি তড়িৎ এর সুপরিবাহী?

ক) লাল ফসফরাস
খ) কালো ফসফরাস✓
গ) বেগুনি ফসফরাস
ঘ) স্কারলেট ফসফরাস

১৯) নিচের কোনটি সার নয়?

ক) ইউরিয়া
খ) সুপার ফসফেট
গ) সোডিয়াম সালফেট✓
ঘ) পটাশিয়াম নাইট্রেট

২০) বিরজু মহারাজ কোন জাতীয় নৃত্যের সঙ্গে সংযুক্ত?

ক) কত্থক✓
খ) মোহিনীঅট্টম
গ) মনিপুরী
ঘ) কথাকলি

২১) "ভাস্কো-ডা-গামা"নামক রেল স্টেশন কোন রাজ্যে রয়েছে?

ক) কেরালা✓
খ) উত্তর প্রদেশ
গ) গোয়া
ঘ) তামিলনাড়ু

২২) ভারতের বাণিজ্যিক রাজধানী কোনটি?

ক) দিল্লি
খ) মুম্বাই✓
গ) কলকাতা
ঘ) চেন্নাই

২৩) কুতুব মিনার কে তৈরি করেছিলেন?

ক) কুতুবউদ্দিন✓
খ) ইলতুৎমিস
গ) বলবন
ঘ) সুলতানা রাজিয়া

২৪) কত সালে দিল্লি মেট্রো রেল চালু হয়েছিল?

ক) 1985
খ) 1995
গ) 2002✓
ঘ) 2004

২৫) এক পশলা বৃষ্টির পরে রামধনু দেখা যায়-

ক) সূর্যের দিকে
খ) সূর্যের বিপরীত দিকে✓
গ) যে কোন দিকে
ঘ) সূর্য না থাকলে

২৬) কোন ভারতীয় বিমান বন্দরকে বিশ্বের দ্বিতীয় নিরাপদ বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে?

ক)চৌধুরী চরন সিং আন্তর্জাতিক বিমানবন্দর
খ) ডাব্লু এম আন্তর্জাতিক বিমানবন্দর
গ) সরদার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর
ঘ) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর✓

২৭) ২০২১ সালের ফেব্রুয়ারী মাস পর্যন্ত Financial Action Task Force (FATF)-এর ‘গ্রে লিস্ট’-এই থাকছে কোন দেশ?

ক) শ্রীলংকা
খ) ভারত
গ) পাকিস্তান✓
ঘ) বাংলাদেশ

২৮) কোন কোম্পানি বিশ্বের প্রথম Rollable TV চালু করেছে?

ক) Samsung
খ) MI
গ) LG✓
ঘ) Sony

২৯) চিনের তৈরী করোনার ভ্যাকসিন না কেনার সিদ্ধান্ত নিল কোন দেশের রাষ্ট্রপতি?

ক) আমেরিকা
খ) ইতালি
গ) ব্রাজিল✓
ঘ) ভারত

৩০) ভারতের প্রথম স্যান্ড দুন পার্কের সূচনা হচ্ছে কোন রাজ্যে?

ক) উড়িষ্যা
খ) পশ্চিমবঙ্গ
গ) গোয়া✓
ঘ) অন্ধ্রপ্রদেশ









No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...