Monday, November 2, 2020

Bengali Current Affairs 3rd November, 2020



Bengali Current Affairs 3rd November, 2020

1.‘Bye Bye Corona’ শিরোনামে বিশ্বের প্রথম সাইন্সটুন বই রিলিজ করলেন কে?

ⓐ ড. হর্ষ বর্ধন
ⓑ আনন্দিবেন প্যাটেল✓
ⓒ ড. প্রদীপ শ্রীবাস্তব
ⓓ নরেন্দ্র মোদী

♛ তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল
♛ এই বইটি লিখেছেন- ড. প্রদীপ শ্রীবাস্তব
♛ বইটির প্রকাশক- বিজ্ঞান প্রসার
♛ পরবর্তী কালে এই বইটি 3D ভার্সন লঞ্চ করার পরিকল্পনা রয়েছে।
♛ এই বইটিকে করোনা ভাইরাস সম্পর্কে যাবতীয় তথ্য আছে।


2. সম্প্রতি কে অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া চেয়ারম্যান নিযুক্ত হলেন?

ⓐ প্রকাশ কুমার
ⓑ অডিলে সুমির বালা✓
ⓒ দীনেশ বাগচী
ⓓ রাজেশ খুল্লার

♛ AFI (Athletics Federation of India) এর পূর্বের নাম ছিল Amateur Athletic Federation of India (AAFI)
♛ AFI Founded: 1946
♛ Headquarters location: New Delhi

3. T-20ক্রিকেটে সর্বপ্রথম 1000 টি ছক্কা মেরে কে রেকর্ড গড়লেন?

ⓐ আন্দ্রে রাসেল
ⓑ ইয়ন মরগান
ⓒ ক্রিস গেইল✓
ⓓ এবি ডি ভিলিয়ার্স

♛ ক্রিস গেইল এর পূর্ণ নাম - ক্রিস্টোফার হেনরি গেইল
♛ ডাকনাম - গেইল-ফোর্স, গেইল-স্টর্ম, ওয়ার্ল্ড বস, ইউনিভার্স বস, মাস্টার স্টর্ম,
♛ তিনি বামহাতি ব্যাটসম্যান।
♛ তিনি ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেতৃত্ব দিয়েছেন।

4.ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির ক্ষেত্রে ভারত কোন দেশের সাথে সহযোগিতা স্মারক(MoC) স্বাক্ষর করলো?

ⓐ জাপান✓
ⓑ আমেরিকা
ⓒ রাশিয়া
ⓓ চীন

♛ রাজধানী- টোকিও
♛ মুদ্রার নাম- জাপানিজ ইয়েন
♛ প্রধানমন্ত্রী- ইয়োশিহিদে সুগা
♛ MoC= Memorandum of Cooperation

5. 30 অক্টোবর গুজরাটের কেভাদিয়াতে ‘সর্দার বল্লভভাই প্যাটেল জুলজিক্যাল পার্ক’-এর উদ্বোধন করলেন কে?

ⓐ বিজয় রূপানি
ⓑ নরেন্দ্র মোদী✓
ⓒ রামনাথ কোবিন্দ
ⓓ রাজনাথ সিং

♛ গুজরাটের রাজধানী- গান্ধীনগর
♛ গুজরাটের রাজ্যপাল - আচার্যদেব ব্রত
♛ গুজরাটের মুখ্যমন্ত্রী- বিজয় রুপানি

6.6th LAHDC (Ladakh Autonomous Hill Development Council), Leh-এর চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন কে?

ⓐ পঙ্কজ যাদব
ⓑ তাসি গ্যালটসন✓
ⓒ সুভাষ কুমার
ⓓ যদু ভার্গভ

7.মোট কত জনকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২০’ প্রদান করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা?

ⓐ ১০
ⓑ ৮✓
ⓒ ৫
ⓓ ১২

8. সম্প্রতি মেঘালয়ের ইউরেনিয়াম বিরোধী আন্দোলনের নেত্রী Spelity Lyngdoh Langrin (স্পিলিটি ল্যাংডোহ ল্যাংগ্রিন),কত বছর বয়সে মারা গেলেন?

ⓐ ৮৮
ⓑ ৯৫✓
ⓒ ৭৯
ⓓ ৭৫

9.Public Affairs Index-2020-তে ‘Best Governed State’-এর তকমা পেল কোন রাজ্য?

ⓐ কর্নাটক
ⓑ কেরালা✓
ⓒ গুজরাট
ⓓ মহারাষ্ট্র

♛ রাজধানী- তিরুবন্তপুরম
♛ মুখ্যমন্ত্রী-Pinarayi Vijayan
♛ রাজ্যপাল- Arif Mohammad Khan
♛ কেরালার পর দ্বিতীয় স্থানে তামিলনাড়ু তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ এবং চতুর্থ স্থানে কর্ণাটক রাজ্য।
♛ একেবারে শেষে আছে উত্তর প্রদেশ।
♛ ‘Best Governed Territory'- Chandigarh


10.‘World Vegan Day’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?

ⓐ ৩১শে অক্টোবর
ⓑ ১লা নভেম্বর✓
ⓒ ১৫ই জুন
ⓓ ১৮ই মার্চ

♛ ওয়ার্ল্ড ভেগান দিবস হ'ল একটি বার্ষিক অনুষ্ঠান যা প্রতি 1 নভেম্বর সারা বিশ্বে Vegan দ্বারা পালিত হয়।

♛ অনুষ্ঠানটি 1994 সালে লুই ওয়ালিস প্রতিষ্ঠা করেছিলেন।

11. কোন দেশ কোভিড ১৯ ভ্যাকসিনের জন্য বিশ্বব্যাংকের কাছে 500 মিলিয়ন মার্কিন ডলার অর্থ সমর্থন চাইল?

ⓐ বাংলাদেশ✓
ⓑ পাকিস্তান
ⓒ নেপাল
ⓓ ভুটান

♛ বাংলাদেশের প্রধানমন্ত্রী- শেখ হাসিনা
♛ বাংলাদেশের রাজধানী -ঢাকা

12. ভারতের সঙ্গে কোন দেশের BECA (basic exchange and cooperation agreement for Geo-Spatial cooperation) চুক্তি স্বাক্ষর হল?

ⓐ ইউনাইটেড স্টেট✓
ⓑ ইটালি
ⓒ শ্রীলংকা
ⓓ মালয়েশিয়া

♛ দুটি চুক্তি স্বাক্ষরিত হয়-  The Logistic Exchange Memorandum of Agreement (LEMOA ) and the Communications Compatibility And Security Agreement (COMCASA)

13. ভারতের প্রথম "টায়ার পার্ক "নির্মাণ করা হবে পশ্চিমবঙ্গের কোথায়?

ⓐ হাওড়া
ⓑ কলকাতা✓
ⓒ সিঙ্গুর
ⓓ দুর্গাপুর

 এটি কলকাতার এসপ্ল্যানেড এলাকায় স্থাপিত হবে

 এটি লঞ্চ করছে West Bengal Transport Corporation

 হেডকোয়াটার- কলকাতা

 প্রতিষ্ঠা সাল- ১৯৪৮ সালের ৩১শে জুলাই

 চেয়ারম্যান- রচপাল সিং

 ম্যানেজিং ডিরেক্টর- রাজনবীর সিং কাপুর♛  

14. সম্প্রতি কোন রাজ্যে টাটা গ্রুপ 5 হাজার কোটি টাকা বিনিয়োগ করবে?

ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ তামিলনাড়ু ✓
ⓓ গুজরাট

♛ তামিলনাড়ুর রাজধানী- চেন্নাই
♛ তামিলনাড়ুর রাজ্যপাল ;বানোয়ারী লাল পুরোহিত
♛ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী - এডাপাদ্দী .কে. পালানিস্বমি

15. প্রয়াত হলেন অস্কার বিজেতা অভিনেতা সিন কোনারি (Sean Conneri) ,কোন চরিত্রে অভিনয়ের জন্য তিনি বিখ্যাত?

ⓐ হ্যারি পটার
ⓑ লুই ফিলিপ
ⓒ মার্ক হেনরি
ⓓ জেমস বন্ড✓

♛ সিন কোনারি 1988 সালে Best Supporting Actor হিসেবে অস্কার পুরস্কার পান।
♛ মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর।

16. 3 নভেম্বর থেকে শুরু হবে মালাবার নৌসেনা অভ্যাস। এ অভ্যাস কোথায় আয়োজিত হবে?

ⓐ আটলান্টিক মহাসাগর
ⓑ বঙ্গোপসাগর✓
ⓒ আরব সাগর
ⓓ করমন্ডল উপকূল

17. পান্না টাইগার রিজার্ভ ইউনেস্কোর বায়োস্ফিয়ার রিজার্ভ এর মর্যাদা পেয়েছে এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

ⓐ মধ্যপ্রদেশ✓
ⓑ উত্তর প্রদেশ
ⓒ গুজরাট
ⓓ মহারাষ্ট্র

The Panna Tiger Reserve of Madhya Pradesh has been included in the 'World Network of Biosphere Reserves' list of UNESCO.
♛ মধ্যপ্রদেশের রাজধানী: ভোপাল
♛ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী -শিবরাজ সিং চৌহান
♛ মধ্যপ্রদেশের রাজ্যপাল - আনন্দিবেন প্যাটেল


18. সম্প্রতি প্রয়াত মেসুত ইলমাজ কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন?

ⓐ ইরান
ⓑ লিবিয়া
ⓒ তুরস্ক✓
ⓓ ইরাক

♛ তুরস্কের রাজধানী - আঙ্কারা
♛ তুরস্কের রাষ্ট্রপতি -রিসেপ তায়িপ এরদোয়ান
♛ তুরস্কের  প্রধানমন্ত্রী - বিনালি ইলদিরিম
♛ তুরস্কের মুদ্রা - তুর্কি লিরা

19. কোন রাজ্য স্কুল ছাড়ার হার কমানোর শীর্ষে?

ⓐ মহারাষ্ট্র
ⓑ পশ্চিমবঙ্গ✓
ⓒ উত্তর প্রদেশ
ⓓ মধ্যপ্রদেশ

♛ According to the Annual State Of Education Report (ASER) 2020 West Bengal occupies the top place in the decline of dropout rate among school students during 2018 - 2020



Question of the day

১) 14th Asian Film Awards-এ সেরা ছবি কোনটি?

২) সম্প্রতি কোন মহাকাশ এজেন্সির একটি বিমান চাঁদের যেসব স্থানে সূর্যালোক পৌঁছায় সেই সব স্থানে জল এর সন্ধান পেয়েছে?

৩) সম্প্রতি কোন দেশ 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্য করার লক্ষ্যমাত্রা রেখেছে?











No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...