Thursday, November 19, 2020

RRB NTPC & GROUP D Mock Test-২

 

RRB NTPC & GROUP D  Mock Test-২

বিগত বছরের প্রশ্ন

১) কত সালে হিন্দু বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়?

ক) 1850 সালে

খ) 1856 সালে✓

গ) 1862 সালে

ঘ) 1865 সালে


২) রেড ফ্ল্যাগ কোন শহরের সংবাদ সংস্থা?

ক) বেজিং✓

খ) প্যারিস

গ) মস্কো

ঘ) জাকার্তা


৩) পাল যুগে বাংলার শ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন?

ক) শ্রীধর

খ) মনীষী চক্রপাণি দত্ত✓

গ) উমাপতি ধর

ঘ) মাধব


৪) সম বৃষ্টিপাত যুক্ত রেখাকে কি বলে?

ক) আইসো ব্লন্ট

খ) আইসোহাইট✓

গ) আইসোরিজম

ঘ) আইসোহেলাইন


৫) "মালকোশ "রাগের সময়-

ক) মধ্যাহ্ন বেলা

খ)  অপরাহ্ন বেলা

গ) সান্ধ্যকালীন

ঘ) মধ্য রাত্রিকালীন✓


৬) কোনটিকে বিশুদ্ধ জল বলে?

ক) বৃষ্টির জল

খ) সমুদ্রের জল

গ) টিউবলের জল

ঘ) পাতিত জল ✓


৭)" সরকারি চাকরিতে সকলের সমান অধিকার "- কোন ধারায় বলা হয়েছে,?

ক) 19 নং ধারা

খ) 16 নং ধারা✓

গ) 20 নং ধারা

ঘ) 22 নং ধারা


৮) পৃথিবীতে জোয়ার ভাটার প্রধান কারণ-

ক) চন্দ্রের উপর পৃথিবীর আকর্ষণ

খ) পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ✓

গ) পৃথিবীর উপর সূর্যের আকর্ষণ

ঘ) কোনোটিই নয়


৯) কোন দেশের সরকারি নথি অরেঞ্জ বুক?

ক) জাপান

খ) বেলজিয়াম

গ) নেদারল্যান্ড✓

ঘ) পর্তুগাল


১০) "Ready money is Aladdin 's lamp"উক্তিটি কার?

ক) লর্ড বায়রন ✓

খ) অ্যারিস্টোটল

গ) নেপোলিয়ন

ঘ) হোমার


১১) প্রমাণ চাপে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত কেলভিন?

ক) 100

খ) 373✓

গ) 273

ঘ) 473


১২) প্রাচীন ইহুদী জাতির ভাষা কি ছিল?

ক) ল্যাটিন

খ) গ্রিক

গ) হিব্রু✓

ঘ) সংস্কৃতি


১৩) নিচের কোনটি পরিপাক গ্রন্থি নয়?

ক) লালাগ্রন্থি

খ) অগ্নাশয়

গ) যকৃত

ঘ) থাইরয়েড✓


১৪) বনফুলের আসল নাম কি?

ক) ঊষা প্রসন্ন মুখোপাধ্যায়

খ) অন্তিম কুমার সেনগুপ্ত

গ) বলাইচাঁদ মুখোপাধ্যায়✓

ঘ) রাধাপ্রসাদ গুপ্ত


১৫) আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন?

ক) দয়ানন্দ সরস্বতী✓

খ) লালা হরদয়াল

গ) মহাদেব গোবিন্দ রানাডে

ঘ) মাইকেল মধুসূদন দত্ত


১৬) "বন্দেমাতরম "গানটি কার রচনা?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) দ্বিজেন্দ্রলাল রায়

গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়✓

ঘ) মাইকেল মধুসূদন দত্ত


১৭) আয়তন এর সাপেক্ষে শুষ্ক বায়ুর প্রধান উপাদান টি কি?

ক) হাইড্রোজেন

খ) অক্সিজেন

গ) কার্বন ডাই অক্সাইড

ঘ) নাইট্রোজেন✓


১৮) নিম্নোক্ত কোন উপন্যাসটি রবীন্দ্রনাথের লেখা নয়?

ক) নষ্টনীড়

খ) নৌকাডুবি

গ) বউ ঠাকুরানীর হাট

ঘ) গৃহদাহ✓


১৯) নিচের কোন শহরটি ছিল মুসলিম শাসিত স্পেনের রাজধানী এবং খ্রিস্টান, ইহুদি এবং মুসলিম সংস্কৃতির মিলনকেন্দ্র?

ক) স্পার্টা

খ) কর্ডোভা✓

গ) মক্কা

ঘ) এথেন্স


২০) জমির জরিপ এবং কবুলিয়াত ও পাট্টা নামক দলিল প্রবর্তন কোন দিল্লির সম্রাটের কীর্তি?

ক) হুমায়ুন

খ) মুহাম্মদ বিন তুঘলক

গ) শেরশাহ✓

ঘ) আকবর


২১) কম্পাঙ্কের একক কি?

ক) হার্জ✓

খ) মিটার প্রতি সেকেন্ড

গ) লুমেন

ঘ) ক্যান্ডেলা


২২) অপটিকস কথাটির সঙ্গে কোন বিজ্ঞান জড়িত?

ক) আলোক✓

খ) শব্দ

গ) তড়িৎ

ঘ) চুম্বক


২৩) নিরক্ষরেখা থেকে 23 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা টির নাম কি?

ক) কর্কটক্রান্তি রেখা

খ) মকর ক্রান্তি রেখা✓

গ) সুমেরু বৃত্ত

ঘ) কুমেরু বৃত্ত


২৪) প্রথম অস্কার জয়ী ভারতীয় কে?

ক) সত্যজিৎ রায়

খ) মতিলাল

গ) শোভনা সমর্থ

ঘ) ভানু আথাইয়া✓


২৫) সিপাহী বিদ্রোহ কোন ব্রিটিশ গভর্নর জেনারেলের শাসনকালে সংঘটিত হয়েছিল?

ক) লর্ড ডালহৌসি

খ) লর্ড ক্যানিং✓

গ) লর্ড কার্জন

ঘ) লর্ড রিপন





No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...