Friday, November 20, 2020

Bengali Current Affairs 21st November, 2020

 


H/W 20th November, 2020

১) Hockey India-র নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন কে?

- জ্ঞানেন্দ্র নিগ্মোমবাম

২) কোন ভারতীয় সাংবাদিক " Best Prime Time News Show In Hindi Award " পেলেন?

- রবিস কুমার

Bengali Current Affairs 21st November, 2020

1.‘আন্তর্জাতিক পুরুষ দিবস’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?

ⓐ ১৯শে অক্টোবর

ⓑ ১৯শে নভেম্বর✓

ⓒ ১৯শে ডিসেম্বর

ⓓ ৯ই জুলাই

☢ আন্তর্জাতিক পুরুষ দিবস প্রতি বছর ১৯ নভেম্বর তারিখে পালিত হয়।

☢ সারা বিশ্বব্যাপী পুরুষদের মধ্যে লিঙ্গ ভিত্তিক সমতা, বালক ও পুরুষদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পুরুষের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার প্রধান উপলক্ষ হিসেবে এই দিবসটি উদযাপন করা হয়ে থাকে।

☢ ২০২০ সালের থিম ছিল- ‘Better health for men and boys’


2. Equitas Small Finance Bank-এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন মহিলা ক্রিকেটার?

ⓐ ঝুলন গোস্বামী

ⓑ মিথালী রাজ

ⓒ স্মৃতি মন্ধনা✓

ⓓ দীপ্তি শর্মা

☢ এই ব্যাঙ্কের হেডকোয়াটার- চেন্নাই

☢ প্রতিষ্ঠা সাল- ২০০৭

☢ বর্তমান CEO- Mr. Vasudevan P N

☢ বর্তমান চেয়ারম্যান- অরুণ রমানাথন


3.নৌসেনা মহড়া ‘Malabar 2020’-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে কোন সাগরে?

ⓐ বঙ্গোপসাগর

ⓑ আরব সাগর✓

ⓒ বাল্টিক সাগর

ⓓ কাস্পিয়ান সাগর

 ☢ দ্বিতীয় পর্বের Malabar Exercise 17 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে Northern Arabian sea তে।

☢ প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছিল বঙ্গোপসাগরে 3 নভেম্বর থেকে 6 নভেম্বর। 

☢ এবছর এটা 24 তম।

☢ এই মহড়ায় অংশ নিয়েছে- ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া


4. সম্প্রতি কে মহিলাদের স্বশক্তিকরণ এর জন্য লীলাবতী পুরস্কার 2020 চালু করলেন?

ⓐ নির্মলা সীতারামন

ⓑ রমেশ পোখরিয়াল✓

ⓒ স্মৃতি ইরানি

ⓓ নরেন্দ্র মোদি

☢ ভারতের শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল মহিলাদের স্বশক্তিকরণ এর জন্য লীলাবতী পুরস্কার 2020 চালু করলেন।


5.সম্প্রতি তারকিশোর প্রসাদ এবং রেনু দেবী কোন রাজ্যের ডেপুটি চিফ মিনিষ্টার হিসাবে শপথ গ্রহণ করলেন?

ⓐ মহারাষ্ট্র

ⓑ ঝাড়খন্ড

ⓒ বিহার✓

ⓓ দিল্লি

☢ রাজধানী- পাটনা

☢ মুখ্যমন্ত্রী- নীতিশ কুমার

☢ রাজ্যপাল- ফাগু চৌহান


6.সম্প্রতি অবসরের ঘোষণাকারী Javier Mascherano (জাভিয়ের মাসচেরানো) কোন দেশের ফুটবলার?

ⓐ জার্মানী

ⓑ আর্জেন্টিনা✓

ⓒ ব্রাজিল

ⓓ ইংল্যান্ড

☢ রাজধানী- Buenos Aires

☢ মুদ্রার নাম- আর্জেন্টাইন পেসো

☢ রাষ্ট্রপতি- Alberto Fernández


7.বিরসা মুন্ডার জন্মবার্ষিকীকে ‘Tribal Pride Day’ হিসাবে পালন করলো কোন রাজ্য?

ⓐ মধ্যপ্রদেশ✓

ⓑ মহারাষ্ট্র

ⓒ মনিপুর

ⓓ পশ্চিমবঙ্গ

☢ বিরসা মুন্ডার জন্মবার্ষিকী- ১৫ই নভেম্বর

☢ মধ্যপ্রদেশের রাজধানী- ভোপাল

☢ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী- শিবরাজ সিং চৌহান

☢ মধ্যপ্রদেশে রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল


8.পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডিতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ সুশীল সিংহল

ⓑ অজয় কুমার✓

ⓒ শ্রীমতি পদ্মজা

ⓓ গার্গী চৌধুরী

☢ রাজধানী- Gitega

☢ মুদ্রার নাম- Burundian franc

☢ রাষ্ট্রপতি- Évariste Ndayishimiye (এভরিস্টে নদায়িশিমিয়ে )


9.British Fashion Council-এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন অভিনেত্রী?

ⓐ করিনা কাপুর

ⓑ প্রিয়াঙ্কা চোপড়া✓

ⓒ ভূমি পাদনেকার

ⓓ কিয়ারা আদভানী

☢ হেডকোয়াটার- লন্ডন

☢ প্রতিষ্ঠা সাল- ১৯৮৩ সালের ৬ই জানুয়ারী


10. ত্রিপুরা পুলিশের নতুন ডিরেক্টর জেনারেল বা DGP হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ অখিল কুমার শুক্লা

ⓑ ভি.এস. যাদব✓

ⓒ আশীষ ভাটিয়া

ⓓ কৌশিক মজুমদার

☢ এনার আগে এই পদে ছিলেন-অখিল কুমার শুক্লা

☢ ত্রিপুরার রাজধানী- আগরতলা

☢ মুখ্যমন্ত্রী- বিপ্লব কুমার দেব

☢ রাজ্যপাল- রমেশ বাইস


11. করোনাভাইরাস এ কারণে মেয়েদের ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপ ফুটবল 2021 সালের পরিবর্তে 2022 সালে কোথায় অনুষ্ঠিত হবে?

☢ ব্রাজিল

☢ ভারত✓

☢ রাশিয়া

☢ জাপান

☢ 2021 সালে 17 ই ফেব্রুয়ারি থেকে 27 মার্চ কলকাতা সহ ভারতের পাঁচটা শহরে হওয়ার কথা ছিল । সেটা হবে 2022 সালে।

☢ Headquarters of FIFA  : Zürich, Switzerland

☢ President of FIFA : Gianni Infantino

☢ Motto : For the Game. For the World.

☢ Founded : 21 May 1904; 116 years ago

☢ Founded at : Paris, France


12. সম্প্রতি প্রয়াত মৃদুলা সিনহা কোন রাজ্যের  প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন?

ⓐ গোয়া✓

ⓑ কর্ণাটক

ⓒ ঝাড়খন্ড

ⓓ বিহার

☢ মৃত্যুকালে তার বয়স হয়েছিল 77 বছর।

☢ গোয়ার রাজধানী : পানাজি

☢ গোয়ার রাজ্যপাল : ভগৎ সিং কোসিয়ারি

☢ গোয়ার মুখ্যমন্ত্রী: প্রমোদ সাওয়ান্ত 


13. কোন টেনিস খেলোয়াড় ATP tour no.1 ট্রফি জিতল?

ⓐ নোভাক জোকোভিচ✓

ⓑ রাফায়েল নাদাল

ⓒ রজার ফেদেরার

ⓓ অ্যান্ডি মারে

☢ নোভাক জোকোভিচ সার্বিয়ার টেনিস খেলোয়াড়।

☢ তিনি ছয়বার এই ট্রফি অর্জন করলেন।

☢ নোভাক জোকোভিচ 2011, 2012 ,2014, 2015, 2018 এবং 2020 সালে এই ট্রফি পেয়েছেন।


14. কোন রাজ্য সরকার গরু রক্ষার জন্য "Gau Cabinet "   স্থাপন করল?

ⓐ অন্ধ্রপ্রদেশ

ⓑ মধ্যপ্রদেশ✓

ⓒ বিহার

ⓓ ঝারখান্ড

☢ মধ্যপ্রদেশের রাজধানী- ভোপাল

☢ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী- শিবরাজ সিং চৌহান

☢ মধ্যপ্রদেশে রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল


15. World toilet day কবে পালিত হয়?

ⓐ 16 নভেম্বর

ⓑ 19 নভেম্বর✓

ⓒ 18 নভেম্বর

ⓓ 17 নভেম্বর

☢ স্যানিটেশন এর প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর এ দিনটি পালন করা হয়।

☢ Theme :  Sustainable sanitation and climate change

☢ 2012 সালের 19 নভেম্বর প্রথম দিনটি পালন করা হয়।

16. কোন দেশে থাকা বিশ্বের একমাত্র সাদা জিরাফের শরীরে GPS ডিভাইস সংযোগ করা হয়েছে?

ⓐ চীন

ⓑ দক্ষিণ আফ্রিকা

ⓒ কেনিয়া✓

ⓓ থাইল্যান্ড

☢ কেনিয়ার রাজধানী : নাইরোবি

☢ কেনিয়ার মুদ্রা : কেনিয়ান শিলিং 


17. সম্প্রতি জাপান এবং কোন দেশের মধ্যে ল্যান্ডমার্ক সুরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলো?

ⓐ অস্ট্রেলিয়া✓

ⓑ চীন

ⓒ জাপান

ⓓ আমেরিকা

☢ অস্ট্রেলিয়ার রাজধানী : ক্যানবেরা

☢ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী: স্কট মরিসন

☢ অস্ট্রেলিয়ার মুদ্রা : অস্ট্রেলিয়ান ডলার

☢ জাপানের রাজধানী : টোকিও

☢ জাপানের প্রধানমন্ত্রী : ইয়োশিহিদে সুগা

☢ জাপানের মুদ্রা : ইয়েন


18. সম্প্রতি ভারতের কোথায় হনুমানের উচ্চতম মূর্তি স্থাপন করা হবে?

ⓐ অযোধ্যা

ⓑ হাম্পি✓

ⓒ তিরুবনন্তপুরম

ⓓ হরিদ্দার

☢ হনুমানের মূর্তির উচ্চতা হবে 215 মিটার।

☢ এই মূর্তি টি তৈরীর জন্য বরাদ্দ 1200 কোটি টাকা।

☢ হাম্পি কর্ণাটক এর একটি প্রাচীন গ্রাম।

☢ কর্নাটকের হাম্পি তে বিরুপাক্ষ মন্দির অবস্থিত।


19. সম্প্রতি Francisco Sagasti কোন দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন?

ⓐ পেরু✓

ⓑ মালয়েশিয়া

ⓒ কম্বোডিয়া

ⓓ মালি

☢ পেরুর রাজধানী : লিমা

☢ পেরুর মুদ্রা : Sol


Question of the Day

১) ভূমি এবং সম্পত্তি রেজিস্ট্রেশনের জন্য ‘Dharani’ পোর্টাল লঞ্চ করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

২) 'জাতীয় শিক্ষা দিবস’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?








No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...