Thursday, November 12, 2020

WBP/KP/Abgari Special পর্ব-৩

 


WBP/KP/Abgari Special

পর্ব-৩

১) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার?

ক) ভারতরত্ন✓

খ) পদ্মবিভূষণ

গ) পদ্মভূষণ

ঘ) পদ্মশ্রী


২) ভারতের কোন রাজ্যে কন্নড় ভাষাভাষী  মানুষ বাস করে?


ক) উড়িষ্যা

খ) কর্ণাটক✓

গ) গুজরাট

ঘ) ছত্রিশগড়


৩) নিম্নলিখিত শহর গুলির মধ্যে কোনটি আফগানিস্তানের রাজধানী?

ক) বাগদাদ

খ) কান্দাহার

গ) কাবুল✓

ঘ) বসরা



৪) বিখ্যাত আজমির নিম্নলিখিত কোন সুফি সন্তের সঙ্গে সম্বন্ধযুক্ত?

ক) বাবা ফকির

খ) বাহাউদ্দিন জাকারিয়া

গ) শাহ আলম বুখারী

ঘ) খাজা মইনুদ্দিন চিশতী✓



৫) ভারতীয় রেলওয়ে ডিজেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত?

ক) চেন্নাই

খ) বারানসি✓

গ) মুম্বাই

ঘ) চিত্তরঞ্জন


৬) ফরাসি উপনিবেশ চন্দননগর কত সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়?

ক) 1911

খ) 1954

গ) 1956✓

ঘ) 1962


৭) ভারতে প্রথম কোন ইউরোপীয় জাতি এসেছিল?

ক) ইংরেজ

খ) দিনেমার

গ) ফরাসি

ঘ) পর্তুগিজ✓


৮) মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন?

ক) লোকমান্য তিলক

খ) মতিলাল নেহেরু

গ) গোপাল কৃষ্ণ গোখলে✓

ঘ) আচার্য্য বিনোবা ভাবে


৯) পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হয়েছেন?

ক) ইন্দিরা গান্ধী

খ) গোল্ড মেয়ার

গ) মার্গারেট থ্যাচার

ঘ) শ্রীমাভো বন্দরনায়েক✓


১০) কোন সালে প্রথম অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল?

ক) 677 খ্রিস্টপূর্ব

খ) 627 খ্রিস্টপূর্ব

গ) 756 খ্রিস্টপূর্ব

ঘ) 776 খ্রিস্টপূর্ব✓



১১) " শক " ক্যালেন্ডারে প্রথম মাস কোনটি?


ক) বৈশাখ

খ) মাঘ

গ) ভাদ্র

ঘ) চৈত্র ✓


১২) নিচের কোনটি বায়ুর ক্ষয় কার্যের ফলে তৈরি হয়?

ক) ইয়ারদাভ

খ) ইনসেলবার্জ✓

গ) জিউগেন 

ঘ) রসেমতানে


১৩) টিক্কা রোগ কোন ফসলে দেখা যায়?

ক) ধান

খ) গম

গ) ভুট্টা

ঘ) চিনাবাদাম✓


১৪) বেরিবেরি রোগে মানুষের দেহের কোন অঙ্গ আক্রান্ত হয়?

ক) মস্তিষ্ক

খ) পেশী তন্ত্র

গ) বৃক্ক

ঘ) স্নায়ুতন্ত্র✓



১৫) নিম্নলিখিত কোনটি টাংস্টেন এর আকরিক?

ক) উলফ্রামাইট

খ) কেলিয়ে

গ) লিমেনাইট

ঘ) সিনাবার

১৬) হলুদ বিপ্লব কিসের সাথে জড়িত?

ক) মৎস্য চাষ

খ) তৈলবীজ উৎপাদন✓

গ) দুগ্ধ উৎপাদন

ঘ) ধান উৎপাদন


১৭) বীচবৃক্ষ কোন দেশের জাতীয় প্রতীক?

ক) নেদারল্যান্ড

খ) স্পেন

গ) ফ্রান্স

ঘ) ডেনমার্ক✓


১৮) আলেকজান্ডার কোথায় মারা যান?

ক) ব্যাবিলন✓

খ) কানপুর

গ) বালুচিস্তান

ঘ) পার্সিয়া


১৯) বায়োটেকনোলজি সাহায্যে প্রথম যে হরমোনটি সংশ্লেষিত করা হয় তা হল-

ক) ইনসুলিন

খ) প্রোস্টাগ্ল্যান্ডিন✓

গ) কাইনিন

ঘ) পিটুইটারি হরমোন


২০) মুখ থেকে নিঃসৃত লালা রস কোনটি পরিপাকে সাহায্য করে?

ক) প্রোটিন

খ) ফ্যাট

গ) স্টার্চ শ্বেতসার✓

ঘ) ফাইবার


২১) ভ্রুণ মানব শিশু তে রূপান্তরিত হতে কত সময় নেয়?

ক) 200 দিন✓

খ) 356 দিন

গ) 365 দিন

ঘ) 310 দিন


২২) ক্ষীণ দুরদৃষ্টির কারণ-

ক) চোখের পেশির দুর্বলতা

খ) কর্নিয়াতে ঘা

গ) চোখের মনি প্রসারণ✓

ঘ) রেটিনা র দুর্বলতা


২৩) শিশুর জন্ম থেকে জরবুদ্ধি হওয়ার অনেক কারণের মধ্যে একটি কারণ হলো-

ক) মায়ের জাঙ্কফুড বেশি পরিমাণে খাওয়া

খ) মায়ের দুর্বলতা

গ) বাবা বা মায়ের ক্রোমোজোমে অস্বাভাবিকতা✓

ঘ) কোনোটিই নয়


২৪) রোদে গায়ের রং তামাটে হয় কারণ-

ক) সূর্য রশ্মির মধ্যে তামা আছে

খ) সূর্য রশ্মির অতিবেগুনি রশ্মির প্রভাব

গ) সূর্য রশ্মির হাত থেকে ত্বককে বাঁচাতে মেলানিন তৈরীর হার বেড়ে যায় ✓

ঘ) কোনোটিই নয়


২৫) কোন হরমোনের প্রভাবে ছেলেদের গলার স্বর গভীর ও গম্ভীর শোনায়?

ক) ইনসুলিন

খ) এন্ড্রোজেন✓

গ)  প্রোজেস্টেরন

ঘ) থাইরক্সিন


২৬) দূষণের বিরুদ্ধে জনগনের অংশগ্রহণ বাড়াতে ‘Green Delhi’ অ্যাপ লঞ্চ করলেন কে?

ক) অনিল বৈজাল

খ) অরবিন্দ কেজরীয়াল✓

গ) নরেন্দ্র মোদী

ঘ) রামবিলাস পাসওয়ান


২৭) T-20ক্রিকেটে সর্বপ্রথম 1000 টি ছক্কা মেরে কে রেকর্ড গড়লেন?

ক) আন্দ্রে রাসেল

খ) ইয়ন মরগান

গ) ক্রিস গেইল✓

ঘ) এবি ডি ভিলিয়ার্স


২৮) Mission Sagar-II’-এর অংশ হিসাবে কোন ভারতীয় নৌসেনা জাহাজটি সুদান পৌছালো?

ক) কনকলতা বড়ুয়া

খ) ঐরাবত✓

গ) কোরা

ঘ) শহীদ


২৯) মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন কে?

ক) Donald Trump

খ) Joe Biden ✓

গ) Jo Jorgensen

ঘ) Howie Hawkins


৩০) কোন ভারতীয় ক্রিকেটার 2020 একলব্য পুরস্কার পেলেন?

ক) বিরাট কোহলি

খ) কে এল রাহুল✓

গ) যুবরাজ সিং

ঘ) রোহিত শর্মা





No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...