Wednesday, November 11, 2020

Bengali Current Affairs 12th November, 2020

 

H/W 11 th November,2020

১) ভারতের প্রথম সি-প্লেন সার্ভিসের উদ্বোধন করা হবে কোন রাজ্যে?

- গুজরাট

২) ‘World Statistics Day’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?

- ২০শে অক্টোবর


Bengali Current Affairs 12th November, 2020

1.ভারতের কোন রাজ্যে দেশের দীর্ঘতম Single Lane Motorable Suspension সেতুর উদ্বোধন করা হলো?

ⓐ উত্তরাখান্ড✓

ⓑ কর্ণাটক

ⓒ মেঘালয়

ⓓ মধ্যপ্রদেশ


❂ 9 নভেম্বর 2020 উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত উত্তরাখণ্ডে তেহরী-গারোয়াল জেলায় এই ব্রিজটির উদ্বোধন করেন।

❂  ব্রিজটি 2.95 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।

❂ ব্রিজটির দৈর্ঘ্য 725 মিটার।

❂ 14 বছর ধরে ব্রিজটি নির্মিত হয়েছে।

❂ এই ব্রিজটি তেহরি এবং প্রতাপনগরের মধ্যে ভ্রমণের সময় 5 ঘন্টা থেকে কমিয়ে 1.5 ঘন্টা করবে।

❂ রাজধানী- দেরাদুন, Gairsain

❂ মুখ্যমন্ত্রী- ত্রিবেন্দ্র সিং রাওয়াত

❂ রাজ্যপাল- বেবীরানী মৌর্য্য


2.সম্প্রতি Paris Master 2020 শিরোপা জয়ী Daniil Medvedev (ড্যানিল মেদভেদেভ), কোন দেশের টেনিস খেলোয়াড়?

ⓐ ফ্রান্স

ⓑ রাশিয়া✓

ⓒ জাপান

ⓓ চীন

 রাশিয়ার রাজধানী : মস্কো

❂ রাশিয়ার রাষ্ট্রপতি : ভ্লাদিমির পুতিন

❂ রাশিয়ার প্রধানমন্ত্রী : মিখাইল মিসুস্তিন

 রাশিয়ার মুদ্রা  :রুশ রুবল


3.কোন মালায়লাম লেখক সাহিত্যে JCB Prize 2020 পেলেন?


ⓐ M Kutty

ⓑ Hariharan Tripathi

ⓒ S.Hareesh✓

ⓓ Ananda Barman

❂  'Moustache'-শিরোনামে উপন্যাসের জন্যই এই পুরস্কার জিতলেন।

❂ এটি ইংরেজিতে অনুবাদ করেছে Jayasree Kalathil

❂ এই পুরস্কারটি প্রথম চালু হয় 2018 সালে।

❂ পুরস্কার মূল্য 25 লক্ষ টাকা।

❂ পুরস্কার স্বরূপ লেখক পাবেন ২৫ লক্ষ টাকা এবং অনুবাদক পাবেন ১০ লক্ষ টাকা।


4. সম্প্রতি জাতীয় জলপথ 2019 দ্বারা কোন রাজ্য সর্বশ্রেষ্ঠ রাজ্যের তকমা পেল?

ⓐ পশ্চিমবঙ্গ

ⓑ উড়িষ্যা

ⓒ তামিলনাড়ু✓

ⓓ কেরালা

❂ তামিলনাড়ু মোট সাতটি পুরস্কার পেয়েছে।

❂ তামিলনাড়ুর রাজধানী- চেন্নাই

❂ তামিলনাড়ুর রাজ্যপাল- বানওয়ারী লাল পুরোহিত

❂ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী- এডাপ্পাদি কে. পালানিসামি


5.MCC Foundation-এর প্যাট্রন হিসাবে নিযুক্ত হলেন ওয়েস্ট ইন্ডিজের কোন প্রাক্তন ক্রিকেটার?

ⓐ Shimron Hetmyer

ⓑ Michael Holding✓

ⓒ Dwayne Bravo

ⓓ Frank Worrell


6.Sasindran Kallinkeel(সাসিন্দ্রন কলিনকিল)-এর রচিত উপন্যাস ‘Rasaathi’(রসাতী ) কোন সম্প্রদায়ের উপর লেখা?

ⓐ তফশিলি

ⓑ সংখ্যালঘু

ⓒ রূপান্তরকামী✓

ⓓ দলিত


7.বিশ্বের সবথেকে বড়ো ‘Elephant Rehabilitation Centre’ স্থাপিত হতে চলেছে কোথায়?

ⓐ কর্নাটক

ⓑ তামিলনাড়ু

ⓒ কেরালা✓

ⓓ পশ্চিমবঙ্গ

❂ এটি কেরালার তিরুবন্তপুরমের Kottoor-এ স্থাপিত হবে।

❂ কেরালার রাজধানী- তিরুবনন্তপুরম

❂ কেরালার রাজ্যপাল - আরিফ মোহাম্মদ খান

❂ কেরালার মুখ্যমন্ত্রী- পিনারাই বিজয়ন 


8.২০২১ সালের কোন মাস থেকে সমস্ত চার চাকা গাড়ির জন্য FASTags বাধ্যতামূলক করলো কেন্দ্র?

ⓐ জানুয়ারী✓

ⓑ ফেব্রুয়ারী

ⓒ মার্চ

ⓓ জুন


9.যুক্তরাষ্ট্রে ‘ভারতীয় বিদ্যা ভবনের’ ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ কৌশিক অধিকারী

ⓑ সুধীর বৈষ্ণব✓

ⓒ অমিত প্যাটেল

ⓓ সুশান্ত শর্মা


10. World Science Day for Peace And Development পালন করা হয় কবে?

ⓐ ১৫ই জুন

ⓑ ১০ই নভেম্বর✓

ⓒ ১৪ই নভেম্বর

ⓓ ১২ই জানুয়ারী

❂ ২০২০ সালের থিম ছিল-'Science for and with Society'


11. অমিতাভ চৌধুরী কোন রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন?

ⓐ ত্রিপুরা

ⓑ ঝারখান্ড✓

ⓒ অন্ধ্রপ্রদেশ

ⓓ উড়িষ্যা

❂ ঝাড়খন্ডের রাজধানী -রাঁচি

❂ ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী -হেমন্ত সোরেন

❂ ঝাড়খণ্ডের রাজ্যপাল - দ্রৌপদী মুর্মু


12. IPL 2020 কোন দল জয়লাভ করলো?

ⓐ Mumbai Indians✓

ⓑ Delhi capitals

ⓒ Sunriser Hyderabad

ⓓ Royal Challengers Bangalore


❂ IPL 2020 Venue - United Arab Emirates

❂ এবছর এটা 13 তম।

❂  IPL 2019 সালে মুম্বাই ইন্ডিয়ান জয়লাভ করেছিল।


13. সম্প্রতি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সচামান লিম্ব  প্রয়াত হলেন?

ⓐ সিকিম✓

ⓑ মনিপুর

ⓒ মিজোরাম

ⓓ মেঘালয়

❂ সিকিমের রাজধানী - গ্যাংটক

❂ সিকিমের রাজ্যপাল - গঙ্গা প্রসাদ

❂ সিকিমের মুখ্যমন্ত্রী - প্রেম সিং তামাং


14. সম্প্রতি কে 13th Urban Mobility India Conference 2020  উদ্বোধন করলেন?

ⓐ হরদীপ সিং পুরি✓

ⓑ রাজনাথ সিং

ⓒ নরেন্দ্র মোদি

ⓓ পীযূষ গোয়েল

❂ Theme : Emerging Trends In Urban Mobility

❂ Inaugurated By Housing and Urban Ministry.



Question of the Day

১) ‘Pandemonium: The Great Indian Banking Tragedy’-শিরোনামে বই লিখলেন কে?

২) WWF এর মতে কোন ভারতীয় শহর জল সংকটের শীর্ষে থাকবে?






No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...