WBP/KP/Abgari Special
পর্ব-৫
১) ভারতে প্রথম সূর্যোদয় হয় কোন রাজ্যে?
ক) মেঘালয়
খ) মনিপুর
গ) অরুণাচল প্রদেশ ✓
ঘ) মিজোরাম
২) ভাস্কোডাগামা কোথায় সর্ব প্রথম অবতরণ করেন?
ক) তমলুক
খ) ত্রিবান্দম
গ) কালিকট✓
ঘ) চট্টগ্রাম
৩) "আগ্রার অন্ধ পক্ষী "নামে কে পরিচিত ছিলেন?
ক) সুরদাস✓
খ) তানসেন
গ) রাজ বাহাদুর
ঘ) মীরাবাঈ
৪) জাহাঙ্গীরের রাজদরবারে অঙ্কিত পাখিদের নয়নাভিরাম চিত্রগুলি কে অঙ্কন করেছিলেন?
ক) রহিম খান
খ) মনসুর✓
গ) রিয়াজউদ্দিন
ঘ) মকবুল খান
৫) ছদন ক্রিয়ার তামার পাত্রে কোন গ্যাস মুক্ত হয়?
ক) অক্সিজেন
খ) হাইড্রোজেন✓
গ) কার্বন ডাই অক্সাইড
ঘ) নাইট্রোজেন
৬) এডভোকেট জেনারেল কে কে নিযুক্ত করেন?
ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী
গ) মুখ্যমন্ত্রী
ঘ) রাজ্যপাল✓
৭) চোখের কোন স্তরে কোন বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়?
ক) কর্নিয়া
খ) পিউপিল
গ) ভিট্রিয়াস হিউমার
ঘ) রেটিনা✓
৮) ভূগর্ভস্থ রেল পথে বায়ু শোধনের জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক) ওজন
খ) হাইড্রোজেন পার অক্সাইড✓
গ) অক্সিজেন
ঘ) নাইট্রোজেন
৯) বেলজিয়ামের অধিবাসীরা কি নামে পরিচিত?
ক) ফ্লেমিং✓
খ) কানসাস
গ) জেস্টা
ঘ) ডিউক
১০) সর্বাপেক্ষা নমনীয় ধাতু হলো-
ক) সোডিয়াম
খ) রুপা
গ) তামা
ঘ) সোনা✓
১১) এশিয়ার সর্ববৃহৎ স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত?
ক) মুম্বাই
খ) দুবাই
গ) টোকিও✓
ঘ) কুয়ালালামপুর
১২) নিম্নলিখিত কোন প্রাণীটি দৃষ্টিহীন?
ক) প্রজাপতি
খ) উইপোকা✓
গ) রেশম মথ
ঘ) পিঁপড়ে
১৩) কলহনের রাজতরঙ্গিনী কোন স্থানের ঐতিহাসিক বিবরণ?
ক) কলিঙ্গ
খ) কাশ্মীর✓
গ) অন্ধ্র
ঘ) বাংলা
১৪) নিচের কোনটি কালিদাস রচিত নয়?
ক) কাদম্বরী✓
খ) রঘুবংশ
গ) মালবিকাগ্নিমিত্রম
ঘ) মেঘদুত
১৫) কয়লার কার্বনীকরণ বলতে বোঝায় কয়লা কে উত্তপ্ত করা-
ক) হাইড্রোজেন এর উপস্থিতিতে
খ) অক্সিজেনের উপস্থিতিতে
গ) বাতাসের উপস্থিতিতে
ঘ) বাতাসের অনুপস্থিতিতে✓
১৬) ইউরোপের দীর্ঘতম নদী কোনটি?
ক) দানিয়ুব
খ) ভলগা✓
গ) টেমস
ঘ) রাইন
১৭) পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত নায়াগ্রা কোন নদীর উপর অবস্থিত?
ক) সেন্ট মিয়ার
খ) সেন্ট মেরি
গ) সেন্ট লরেন্স✓
ঘ) গ্রেট অয়েল
১৮) ইস্ট একটি-
ক) শৈবাল
খ) আদ্যপ্রাণী
গ) ছত্রাক✓
ঘ) মস বর্গীয় উদ্ভিদ
১৯) ক্লোরোফিল সূর্যালোকের কোন কণা শোষণ করে?
ক) নিয়ন
খ) ফোটন✓
গ) কোয়ান্টাম
ঘ) ক্রোমাটিন
২০) নিচের কোনটি কয়লার রূপভেদ নয়?
ক) স্ট্যালাকটাইট✓
খ) লিগনাইট
গ) অ্যানথ্রাসাইট
ঘ) বিটুমিনাস
২১) সেফটি ল্যাম্প কে আবিষ্কার করেছিলেন?
ক) গে- লুকাস
খ) মাইকেল ফ্যারাডে
গ) জগদীশচন্দ্র বসু
ঘ) হামফ্রে ডেভি✓
২২) পাথরকুচি গাছের মূল একটি-
ক) কান্ডজ মুল
খ) পত্রজ মূল✓
গ) গুচ্ছ মূল
ঘ) প্রশাখা মূল
২৩) বামন গ্রহ কাকে বলা হয়?
ক) বুধ
খ) শুক্র
গ) নেপচুন
ঘ) প্লুটো✓
২৪) সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান খাদ্য নিচের কোনটি ছিল না?
ক) গম
খ) যব
গ) ধান✓
ঘ) তিল
২৫) লন্ডন শহরে প্রথম অলিম্পিক কত সালে অনুষ্ঠিত হয়েছিল?
ক) 1912
খ) 1908✓
গ) 1916
ঘ) 1922
২৬) ভারতে ‘জাতীয় আয়ুর্বেদ দিবস’ পালন করা হয় কবে?
ক) ১২ই নভেম্বর
খ) ১৩ই নভেম্বর✓
গ) ১৪ই নভেম্বর
ঘ) ১৫ই নভেম্বর
২৭) কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম খেলনা জাদুঘর তৈরি হতে চলেছে?
ক) কেরালা
খ) মধ্যপ্রদেশ
গ) গুজরাট✓
ঘ) কর্ণাটক
২৮) ভারতের কোন রাজ্য প্রথম চন্দন কাঠ সংগ্রহশালা প্রতিষ্ঠিত হতে চলেছে?
ক) কর্ণাটক✓
খ) কেরালা
গ) ত্রিপুরা
ঘ) মেঘালয়
২৯) সম্প্রতি গুলজার এর জীবনী সম্পর্কে লিখিত Boskiyana নামক বইটি কে লিখেছেন?
ক) কমল পালেকার
খ) অপূর্ব মিশ্রা
গ) রাধাকৃষ্ণ প্রকাশন✓
ঘ) জাভেদ আখতার
৩০) ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে ইন্টারন্যাশনাল বার্ড ফেস্টিভাল অনুষ্ঠিত হবে কোথায়?
ক) কানপুর
খ) গোরখপুর✓
গ) ভাদোদরা
ঘ) গুয়াহাটি
No comments:
Post a Comment