H/W 19th November,2020
১) ভারতের প্রথম হাইকোর্ট হিসাবে কোর্টের শুনানী ইউটিউবে লাইভ স্ট্রিম করবে কোন হাইকোর্ট?
- গুজরাট হাইকোর্ট
২) Namami Gange Project-এর জন্য ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হচ্ছে কোন কমিক চরিত্র?
- চাচা চৌধুরী
Bengali Current Affairs 20th November, 2020
1.HDFC Mutual Fund-এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ অমিতাভ কান্ত
ⓑ আদিত্য পুরী
ⓒ নভনীত মুনত✓
ⓓ কৈলাশ কুমার
2. ‘Prof. A N Bhaduri Memorial Lecture Award 2020’ দ্বারা সম্মানিত হলেন কোন সিনিয়র সায়েন্টিস্ট?
ⓐ ড. কৌশিক চক্রবর্তী
ⓑ ড. সুশান্ত কর✓
ⓒ ড. অংকুশ মালহোত্রা
ⓓ ড. সুমন পাখিরা
3.NASA-র ৪ জন মহাকাশচারীকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে প্রেরণ করলো কোন প্রাইভেট কোম্পানী?
ⓐ ESA
ⓑ SpaceX✓
ⓒ ISRO
ⓓ ROSCOSMOS
❏ এই ৪ জনের মধ্যে ৩ জন হলো আমেরিকান এবং ১ জন জাপানিজ।
❏ কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন রকেটের সাহায্যে তাদেরকে লঞ্চ করা হয়েছে।
❏ এবারের ক্যাপসুলটির নাম দেওয়া হয়েছে- “Resilience”
❏ SpaceX-এর হেডকোয়াটার- ক্যালিফোর্নিয়া
❏ প্রতিষ্ঠা সাল- ২০০২ সালের ৬ই মে
❏ প্রতিষ্ঠাতা এবং CEO- Elon Musk
❏ NASA-র পুরো কথা- National Aeronautics and Space Administration
❏ হেডকোয়াটার- ওয়াশিংটন
❏ প্রতিষ্ঠা সাল- ১৯৫৮ সালের ১লা অক্টোবর
4.সম্প্রতি প্রয়াত নোবেল জয়ী Masatoshi Koshiba, কোন শাস্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন?
ⓐ রসায়ন বিদ্যা
ⓑ পদার্থ বিদ্যা✓
ⓒ গণিত
ⓓ জীব বিদ্যা
❏ মৃত্যুকালীন তাঁর বয়স- ৯৪ বছর
❏ মহাজাগতিক নিউট্রিনো সনাক্তকরণের জন্য তিনি ২০০২ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
❏ তিনি জাপানের বাসিন্দা।
5.12th BRICS Summit-এ ভারতের হয়ে ভার্চুয়ালি অংশগ্রহণ করবে কে?
ⓐ নির্মলা সিথারামন
ⓑ নরেন্দ্র মোদী✓
ⓒ প্রহ্লাদ সিং প্যাটেল
ⓓ এস. জয়শঙ্কর
❏ এটি হোস্ট করবে রাশিয়া।
6.এশিয়ার প্রথম সৌর শক্তিচালিত টেক্সটাইল মিল তৈরী হচ্ছে কোথায়?
ⓐ গুজরাট
ⓑ পাঞ্জাব
ⓒ মহারাষ্ট্র✓
ⓓ আসাম
❏ এটি মহারাষ্ট্রের পারভানি জেলায় তৈরী হচ্ছে।
❏ 30 একর জমি জুড়ে এটা তৈরি হবে যার জন্য ব্যয় হবে 100 কোটি টাকা।
❏ মহারাষ্ট্রের রাজধানী -মুম্বাই
❏ মহারাষ্ট্রের রাজ্যপাল- ভগৎ সিং কষিয়ারি
❏ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী- উদ্ভব ঠাকরে
7.Reserve Bank Innovation Hub-এর প্রথম চেয়ার পারসন হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ শক্তিকান্ত দাস
ⓑ কৃষ গোপালকৃষ্ণন✓
ⓒ মাইকেল পাত্র
ⓓ বিষ্ণু শ্রীবাস্তব
8.Vize কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার?
ⓐ রোহিত শর্মা
ⓑ বিরাট কোহলী✓
ⓒ ধোনী
ⓓ শচীন তেন্ডুলকার
9. ‘National Naturopathy Day’ পালন করা হয় কবে?
ⓐ ১৭ই নভেম্বর
ⓑ ১৮ই নভেম্বর✓
ⓒ ১৯শে নভেম্বর
ⓓ ২০শে নভেম্বর
❏ ২০১৮ সাল থেকে এই দিনটি পালনের ঘোষণা করে AYUSH মন্ত্রালয়।
10. খেলাধুলায় অসামান্য অবদানের জন্য কে Capital Foundation National Award 2020 পেলেন?
ⓐ মনিকা বাত্রা
ⓑ দীপা মালিক
ⓒ নরিন্দার বাত্রা✓
ⓓ সাইনা নেওয়াল
❏ নরিন্দার বাত্রা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন।
11. কোন ব্যাংক Neo banking platformলঞ্চ করল?
ⓐ ICICI Bank
ⓑ SBM Bank✓
ⓒ HDFC Bank
ⓓ SBI Bank
❏ SBI Bank (India) Limited headquarters : Mumbai ,Maharashtra
❏ SBI Bank (India)Limited MD and CEO : Sidharth Rath
❏ SBI Bank(India) Limited Tagline: We make banking convenient for you.
12. কোন ব্যাংক সাইবার জালিয়াতির উপর সচেতনতা বৃদ্ধির জন্য " Mooh Band Rakho " প্রচার অভিযান লঞ্চ এর কথা ঘোষণা করল?
ⓐ ICICI Bank
ⓑ Axis Bank
ⓒ HDFC Bank✓
ⓓ Kotak Mahindra Bank
❏ HDFC Bank CEO & MD : Shashidhar Jagadeesan
❏ Headquarter : Mumbai
❏ Founded : August 1994, India
13. How to be a writer বইটি কে লিখেছেন?
ⓐ আর সি দত্ত
ⓑ রাস্কিন বন্ড✓
ⓒ চেতন ভাগত
ⓓ কেউ না
14. কোন রাজ্য সম্প্রতি Oil plant project চালু করল?
ⓐ মনিপুর✓
ⓑ মেঘালয়
ⓒ অন্ধ্রপ্রদেশ
ⓓ ঝারখান্ড
❏ মণিপুরের রাজধানী : ইম্ফল
❏ মনিপুরের মুখ্যমন্ত্রী : এন বীরেন সিং
❏ মণিপুরের রাজ্যপাল : নাজমা হেপতুল্লা
15. কোন দেশ 10 বছরের জন্য গোল্ডেন ভিসা জারি করার কথা ঘোষণা করল?
ⓐ ব্রিটেন
ⓑ জাপান
ⓒ সংযুক্ত আরব আমিরশাহী ✓
ⓓ সিঙ্গাপুর
❏ সংযুক্ত আরব আমিরশাহী ডক্টর, ইঞ্জিনিয়ার, পিএইচডি হোল্ডার এদের জন্য গোল্ডেন ভিসা জারি করার কথা ঘোষণা করল।
❏ সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানী : আবুধাবি
❏ সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি : খলিফা বিন জায়েদ আল নাহিয়ান
❏ সংযুক্ত আরব আমিরশাহীর প্রধানমন্ত্রী :
মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম
16. কোন কোম্পানি One More Thingকার্যক্রম চালু করল?
ⓐ Amazon
ⓑ Apple✓
❏ Founded : April 1, 1976; 44 years ago
❏ Founders : Steve Jobs,Steve Wozniak,
Ronald Wayne
❏ Headquarters : Cupertino, California, U.S.
Question of the Day
১) Hockey India-র নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন কে?
২) কোন ভারতীয় সাংবাদিক " Best Prime Time News Show In Hindi Award " পেলেন?
No comments:
Post a Comment