Wednesday, November 25, 2020

WBP/KP/Abgari Special পর্ব-৬

 


WBP/KP/Abgari Special

পর্ব-৬

১) "জয় জওয়ান জয় কিষান "-এর বক্তা কে?

ক) লাল বাহাদুর শাস্ত্রী✓

খ) মহাত্মা গান্ধী

গ) বালগঙ্গাধর তিলক

ঘ) অটল বিহারি বাজপেয়ি


২) আইসোটোপ এর ক্ষেত্রে মৌলের পরমাণুর যেটি একই থাকে-

ক) পারমাণবিক ওজন

খ) ভর সংখ্যা

গ) পারমাণবিক সংখ্যা✓

ঘ) আণবিক ওজন


৩) কোন দেশ ইউরোপের ক্রীড়া ভূমি নামে পরিচিত?

ক) সুইজারল্যান্ড✓

খ) জার্মানি

গ) ইটালি

ঘ) স্পেন


৪) ডঃ অমর্ত্য সেন কোন বছর ভারতরত্ন উপাধি লাভ করেছিলেন?

ক) 1997 সালে

খ) 1999 সালে✓

গ) 1998 সালে

ঘ) 1996 সালে


৫) ব্রোকেন উইন্স গ্রন্থটির লেখক কে?

ক) লক্ষ্মী সায়গল

খ) সতীশ গুজরাল

গ) সরোজনী নাইডু✓

ঘ) অ্যানি বেসান্ত


৬) সেন্ট ফ্রান্সিস জেভিয়ার কে স্মরণ করে ভারতের কোন প্রদেশের খ্রিস্টধর্মাবলম্বী মানুষেরা উৎসব পালন করেন?

ক) গোয়া✓

খ) হিমাচল প্রদেশ

গ) নাগাল্যান্ড

ঘ) কর্ণাটক


৭) সংগীতের কোন ঘরানার টি সবচেয়ে প্রাচীন?

ক) হিন্দুস্তানি

খ) বেনারস

গ) জয়পুর

ঘ) গোয়ালিয়র✓


৮) ইন্দিরা কোন সাহিত্যিকের রচনা?

ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়✓

খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়


৯) পেরিয়ার অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত?

ক) তামিলনাড়ু

খ) রাজস্থান

গ) কেরালা✓

ঘ) অন্ধ্রপ্রদেশ


১০) বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর কে কি বলা হয়?

ক) স্ট্রাটোস্ফিয়ার

খ) ট্রপোস্ফিয়ার

গ) হোমোস্ফিয়ার✓

ঘ) থার্মোস্ফিয়ার


১১) নিচের কোনটি মৃতজীবী উদ্ভিদ নয়?

ক) পেনিসিলিয়াম

খ) মিউকর

গ) এগারিকাস

ঘ) সবকটি ✓


১২) সংস্কৃত থেকে বাংলা গদ্যে মহাভারত অনুবাদ করেছিলেন কে?

ক) কালীপ্রসন্ন সিংহ✓

খ) কাশীরাম দাস

গ) মাইকেল মধুসূদন দত্ত

ঘ) কৃত্তিবাস ওঝা


১৩) "সেই সময়" উপন্যাসটি কার লেখা?

ক) শীর্ষেন্দু মুখোপাধ্যায়

খ) সুনীল গঙ্গোপাধ্যায়✓

গ) শরৎ মুখোপাধ্যায়

ঘ) অতীন বন্দ্যোপাধ্যায়


১৪) বিখ্যাত আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?

ক) প্যারিস✓

খ) রোম

গ) বার্লিন

ঘ) মাদ্রিদ


১৫) "ওনাম" উৎসব কোন রাজ্যে পালিত হয়?

ক) কেরালা✓

খ) মহারাষ্ট্র

গ) নাগাল্যান্ড

ঘ) বিহার


১৬) "ডিভাইন কমেডি "নামক বিখ্যাত গ্রন্থটি কে লিখেছেন?

ক) শেক্সপিয়ার

খ) গেটে

গ) চসার

ঘ) দান্তে✓


১৭) কোন গ্রামে সাঁওতাল বিদ্রোহের সূত্রপাত হয়?

ক) বারকন্দা

খ) নীলগঞ্জ

গ) কৃষ্ণপুর

ঘ) ভাগনাডিহি✓


১৮) খাজুরাহো মন্দির কোন রাজবংশ নির্মাণ করেছিলেন?

ক) হোলকার

খ) সিনদ্রিয়া

গ) বুন্দেলা

ঘ) চান্দেল✓


১৯) কোথায় ভগবান বুদ্ধ মহাপরি নির্বাণ লাভ করেন?

ক) রাজগীর

খ) বুদ্ধগয়া

গ) সারনাথ

ঘ) কুশিনগর✓


২০) সালারজং মিউজিয়াম কোন রাজ্যে অবস্থিত?

ক) অন্ধপ্রদেশ✓

খ) মধ্যপ্রদেশ

গ) রাজস্থান

ঘ) কর্ণাটক


২১) ভাস্কোডাগামা কোথায় প্রথম অবতরণ করেছিলেন?

ক) কোচিন

খ) বোম্বে

গ) কালিকট✓

ঘ) গোয়া

২২) চেঞ্চু আদিবাসীরা ভারতের কোন রাজ্যে বাস করে?

ক) মধ্যপ্রদেশ

খ) ছত্রিশগড়

গ) ঝারখান্ড

ঘ) অন্ধ্রপ্রদেশ✓


২৩) বাংলাদেশের স্বাধীনতা দিবস টি হলো- 

ক) 26 মার্চ✓

খ) 26 জুন

গ) 26 আগস্ট

ঘ) 26 ডিসেম্বর


২৪) লখনৌ তে বড় ইমামবাড়া কে নির্মাণ করেন?

ক) নবাব আসফুদ্দৌলা✓

খ) সুজাউদ্দৌলা

গ) ওয়াজেদ আলী শাহ

ঘ) নবাব সলিমুল্লাহ


২৫) কার রাজত্বকালে ফা-হিয়েন ভারতবর্ষে আসেন?

ক) বিন্দুসার

খ) স্কন্দগুপ্ত

গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত✓

ঘ) চন্দ্রগুপ্ত মৌর্য


২৬) করোনা ভাইরাস ছড়ানো রুখতে পাবলিক ক্ষেত্রে ধূমপান নিষিদ্ধ করলো কোন দেশের সরকার?

ক) ইরান

খ) তুর্কি✓

গ) আফগানিস্তান

ঘ) ইজিপ্ট


২৭) সম্প্রতি ভারতের কোন জেলা জল সংরক্ষণে প্রথম স্থান অধিকার করল?

ক) বিলাসপুর

খ) নদীয়া

গ) কডোপ্পা✓

ঘ) দেরাদুন


২৮) How to be a writer বইটি কে লিখেছেন?

ক) আর সি দত্ত

খ) রাস্কিন বন্ড✓

গ) চেতন ভাগত

ঘ) কেউ না


২৯) এশিয়ার প্রথম সৌর শক্তিচালিত টেক্সটাইল মিল তৈরী হচ্ছে কোথায়?

ক) গুজরাট

খ) পাঞ্জাব

গ) মহারাষ্ট্র✓

ঘ) আসাম


৩০) কোন ব্যাংক সাইবার জালিয়াতির উপর সচেতনতা বৃদ্ধির জন্য " Mooh  Band Rakho " প্রচার অভিযান লঞ্চ এর কথা ঘোষণা করল?

ক) ICICI Bank

খ) Axis Bank

গ) HDFC Bank✓

ঘ) Kotak Mahindra Bank












No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...