Wednesday, November 25, 2020

Bengali Current Affairs 24th November, 2020

 



Bengali Current Affairs 24th November, 2020

1. নতুন আইসিসির নীতি অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য সর্বনিম্ন বয়সসীমা কত হতে হবে?

ⓐ 15 বছর✓

ⓑ 18 বছর

ⓒ 16 বছর

ⓓ 17 বছর

◔ ICC এটা ঘোষণা করে 19 November ,2020

◔ ICC formation -15 June 1909

◔ Headquarter - Dubai, United Arab Emirates

◔ CEO - Manu Sawhney

◔ Chairman - Imran Khawaja


2. . কোন কেন্দ্রীয় মন্ত্রী " my stamp on chhath puja "প্রকাশ করলেন?

ⓐ নরেন্দ্র মোদি

ⓑ রমেশ পক্রিয়াল

ⓒ রবিশঙ্কর প্রসাদ✓

ⓓ রাজনাথ সিং

◔ Ministry of communication electronic and information technology and law and justice Minister - Ravi Shankar Prasad

◔ Theme : Chhath - A symbol of simplicity and cleanliness


3.ISRO-র চেয়ারম্যান K. Sivan-কে ‘ডক্টর অফ সায়েন্স’ উপাধী প্রদান করলো কোন রাজ্যের রাজ্যপাল?

ⓐ কর্নাটক✓

ⓑ কেরালা

ⓒ মহারাষ্ট্র

ⓓ দিল্লি

◔ কর্ণাটকের রাজ্যপাল-বাজুভাই বালা

◔ মুখ্যমন্ত্রী- B. S. Yediyurappa

◔ ISRO-র পুরো কথা- Indian Space Research Organisation

◔ হেডকোয়াটার- বেঙ্গালুরু

◔ প্রতিষ্ঠা সাল- ১৯৬৯ সালের ১৫ই আগস্ট


4. . প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্ম বার্ষিকী কবে পালিত হল?

ⓐ 20 নভেম্বর

ⓑ 19 নভেম্বর✓

ⓒ 18 নভেম্বর

ⓓ 21 নভেম্বর

◔ ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী  ১৯ নভেম্বর ,১৯১৭ - অক্টোবর ৩১, ১৯৮৪) ভারতের ৪র্থ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 

◔ ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।

◔ ইন্দিরা গান্ধী 1971 সালে ভারতরত্ন পুরস্কার পান


5. ‘ANANDA’-নামে নতুন বিজনেস ডিজিটাল অ্যাপ্লিকেশন লঞ্চ করলো কোন কোম্পানী?

ⓐ JIO

ⓑ TATA

ⓒ LIC✓

ⓓ Bajaj

◔ LIC-এর পুরো কথা- Life Insurance Corporation

◔ হেডকোয়াটার- মুম্বাই

◔ প্রতিষ্ঠা সাল- ১৯৫৬ সালের ১লা সেপ্টেম্বর

◔ বর্তমান চেয়ার পারসন- M. R. Kumar

6.মহিলা উদ্যোক্তাদের জন্য USAID-এর সঙ্গে ‘Project Kirana’ যৌথভাবে লঞ্চ করছে কোন কোম্পানী?

ⓐ Visa

ⓑ Mastercard✓

ⓒ Microsoft

ⓓ Coursera

◔ হেডকোয়াটার- নিউ ইয়র্ক

◔ প্রতিষ্ঠা সাল- ১৯৬৬ সালের ১৬ই ডিসেম্বর

◔ বর্তমান CEO- Ajaypal Singh Banga

◔ USAID-এর পুরো কথা- United States Agency for International Development

◔ হেডকোয়াটার- ওয়াসিংটন

◔ প্রতিষ্ঠা সাল- ১৯৬১ সালের ৩রা নভেম্বর


7.Haeal কোম্পানীর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার?

ⓐ বিরাট কোহলী

ⓑ সঞ্জু স্যামসন✓

ⓒ রোহিত শর্মা

ⓓ কে. এল. রাহুল


8. কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে মাস্ক না পরার জন্য 2000 টাকা জরিমানা ঘোষণা করল?

ⓐ পুদুচেরি

ⓑ মধ্যপ্রদেশ

ⓒ দিল্লি✓

ⓓ গুজরাট

◔ দিল্লির মুখ্যমন্ত্রী- অরবিন্দ কেজরিওয়াল

◔ দিল্লির রাজ্যপাল- অনিল বাইজল


9.বিহারের নতুন শিক্ষামন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ মেবালাল চৌধুরী

ⓑ অশোক চৌধুরী✓

ⓒ কৈলাশ বৈজাল

ⓓ মনীষ কুমার

◔ বিহারের রাজধানী- পাটনা

◔ মুখ্যমন্ত্রী- নীতিশ কুমার

◔ রাজ্যপাল- ফাগু চৌহান


10.মহিলাদের সুবিধার্থে ‘দাই-দিদি’-নামে চলমান ক্লিনিক ভ্যান লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ আসাম

ⓑ ছত্তিশগড়✓

ⓒ পশ্চিমবঙ্গ

ⓓ উত্তরাখন্ড

◔ রাজধানী- রায়পুর

◔ মুখ্যমন্ত্রী- ভুপেশ বাঘেল

◔ রাজ্যপাল- Anusuiya Uikey


11. Green Climate Fund কোন দেশের জন্য 256.92 মিলিয়ন মার্কিন ডলার অর্থ বরাদ্দ করল?

ⓐ মালয়েশিয়া

ⓑ বাংলাদেশ✓

ⓒ জাপান

ⓓ আমেরিকা

◔ Green Climate Fund founded : 2010

◔ headquarter : South Korea

◔ বাংলাদেশের প্রধানমন্ত্রী - শেখ হাসিনা

◔ বাংলাদেশের রাষ্ট্রপতি - আব্দুল হামিদ


12. সম্প্রতি কোথায় তুঙ্গভদ্রা পুষ্করম  মহোৎসব এর উদ্বোধন হলো?

ⓐ অন্ধ্রপ্রদেশ✓

ⓑ উত্তর প্রদেশ

ⓒ মধ্যপ্রদেশ

ⓓ কর্ণাটক

◔ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী -জগনমোহন রেড্ডি

◔ অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল -বিশ্ব ভূষণ হরিচন্দন

◔ অন্ধ্রপ্রদেশের রাজধানী : Visakhapatnam (executive), Amaravati (legislative),

Kurnool (judicial)


13. সম্প্রতি কোন রাজ্যে ইন্দিরা গান্ধী মাতৃত্ব পোষণ  যোজনা চালু হলো?

ⓐ গুজরাট

ⓑ রাজস্থান✓

ⓒ কর্ণাটক

ⓓ অন্ধ্রপ্রদেশ

◔ এই যোজনায় যেসব মহিলারা দ্বিতীয়বার মা হবে তাদের 6000 টাকা দেওয়া হবে।

◔ রাজস্থানের রাজধানী: জয়পুর

◔ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট

◔ রাজস্থানের রাজ্যপাল: কলরাজ মিশ্রা

14. কোন রাজ্যে পরিবহন ব্যবস্থার উন্নয়নের জন্য ওয়ার্ল্ড ব্যাংক 120 মিলিয়ন ডলার ঋণ দিয়েছে?

ⓐ মিজোরাম

ⓑ মেঘালয়✓

ⓒ ঝারখান্ড

ⓓ বিহার

◔ মেঘালয়ের মুখ্যমন্ত্রী: কনরাড সাংমা

◔ মেঘালয়ের রাজ্যপাল : সত্যপাল মালিক

◔ মেঘালয়ের রাজধানী:  শিলং



Question of the Day

১) মহাত্মা গান্ধীর 151 তম জন্ম দিবস উপলক্ষে কোন দেশ "The Gandhi As I Understood"  নামক সংহিতা উন্মোচন করলেন?

২) বন্যপ্রাণী উদ্ধারের জন্য ‘Wildlife Rescue’-নামে মোবাইল অ্যাপ লঞ্চ করা হলো কোথায়?











No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...