Bengali Current Affairs 17th December, 2020
1.দুবাইয়ে ‘ITF Doubles Title’ জিতলো কোন ভারতীয় টেনিস খেলোয়াড়?
ⓐ রিয়া ভাটিয়া
ⓑ অঙ্কিতা রায়না✓
ⓒ সানিয়া মির্জা
ⓓ কার্মান কৌর থান্ডি
2. ‘CMS-01’-নামে কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করছে কোন মহাকাশ সংস্থা?
ⓐ Jaxa
ⓑ ISRO✓
ⓒ NASA
ⓓ ESA
☑ ISRO-এর পুরো কথা- Indian Space Research Organisation
☑ হেডকোয়াটার- বেঙ্গালুরু
☑ প্রতিষ্ঠা সাল- ১৯৬৯ সালের ১৫ই আগস্ট
☑ প্রতিষ্ঠাতা- বিক্রম সারাভাই
☑ বর্তমান ডিরেক্টর- K.Sivan
3.সম্প্রতি প্রয়াত বিদ্যাবাচস্পতি গোবিন্দাচার্য্য, কোন বিষয়ে পন্ডিত ছিলেন?
ⓐ বাংলা
ⓑ সংস্কৃত✓
ⓒ গণিত
ⓓ জ্যোতিষবিদ্যা
☑ ২০০৯ সালে তিনি পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছিলেন
☑ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৮৫ বছর
4. ভারত ও বাংলাদেশের মধ্যে ‘স্বাধীনতা সড়ক’ চালু হবে ২০২১ সালের কোন তারিখে?
ⓐ ২৩শে জুন
ⓑ ২৬শে মার্চ✓
ⓒ ২৫শে মার্চ
ⓓ ৬ই মার্চ
5. ‘Money Mitra’-নামে ব্যাঙ্কিং চ্যানেল লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?
ⓐ State Bank of India
ⓑ Ujjivan Small Finance Bank✓
ⓒ ICICI Bank
ⓓ Bank of Baroda
☑ হেডকোয়াটার- ব্যাঙ্গালোর
☑ প্রতিষ্ঠা সাল- ২০১৭ সালের ১লা ফেব্রুয়ারী
☑ Founder : Samit Ghosh
6. "খুদ কামাও, ঘর চালাও যোজনা " কে চালু করেছে ?
ⓐ নরেন্দ্র মোদি
ⓑ সনু সুদ ✓
ⓒ রমেশ পক্রিয়াল
ⓓ মমতা বন্দ্যোপাধ্যায়
☑ এই যোজনায় উদ্দেশ্য হলো করোনা মহামারীতে রোজগার হারানো দরিদ্র মানুষদের রোজগারের পথ দেখানো।
☑ উপার্জন হারিয়ে যারা পথে বসেছেন তাদের সোনু সোনু ই- রিকশা বা টোটো রিক্সা উপহার দেবে। যাতে তারা আবার রোজগার করতে পারে।
☑ এর আগে সনু চালু করেন প্রবাসী রোজগার অ্যাপ । এর মাধ্যমে 50 হাজারের বেশি কর্মসংস্থান হয়েছে ।
7.Billiards and Snooker Federation of India-র প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ দেবেন্দ্র জোশী
ⓑ রাজন খিনভাসারা✓
ⓒ বিজয় গোয়েল
ⓓ অজিত চৌধুরী
☑ এবং ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন- বিজয় গোয়েল
☑ হেডকোয়াটার- ব্যাঙ্গালোর
☑ প্রতিষ্ঠা সাল- ১৯২৬
8.সম্প্রতি Nana Akufo-Addo, কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে পুনরায় নির্বাচিত হলেন?
ⓐ ফিনল্যান্ড
ⓑ ঘানা✓
ⓒ ফিলিপিন্স
ⓓ জার্মানী
☑ রাজধানী- Accra
☑ মুদ্রার নাম- সেদি
9.কোথায় অটোমেটেড ব্যাঙ্কনোট প্রসেসিং সেন্টার গড়ে তুলতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক?
ⓐ মুম্বাই
ⓑ জয়পুর✓
ⓒ নাসিক
ⓓ কলকাতা
☑ রিজার্ভ ব্যাঙ্কের হেডকোয়াটার- মুম্বাই
☑ প্রতিষ্ঠা সাল- ১৯৩৫ সালের ১লা এপ্রিল
☑ RBI 25th governor: Shaktikanta Das
10.সম্প্রতি যুক্তরাজ্যের সঙ্গে ‘ফ্রি ট্রেড এগ্রিমেন্ট’ স্বাক্ষর করলো কোন দেশ?
ⓐ মালেশিয়া
ⓑ ইজরায়েল
ⓒ সিঙ্গাপুর✓
ⓓ চীন
☑ রাজধানী : সিঙ্গাপুর
☑ রাষ্ট্রপতি : হালিমা ইয়াকুব
☑ প্রধানমন্ত্রী : লি সিয়েন লুং
☑ মুদ্রা : সিঙ্গাপুর ডলার
11. Ola ভারতের কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম স্কুটার কারখানা স্থাপন করতে চলেছে ?
ⓐ মধ্যপ্রদেশ
ⓑ তামিলনাড়ু ✓
ⓒ অন্ধ্রপ্রদেশ
ⓓ মহারাষ্ট্র
☑ এই প্রোজেক্টের জন্য ২৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
☑ কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা থাকবে দুই মিলিয়ন ইউনিট ।
☑ রাজধানী- চেন্নাই
☑ মুখ্যমন্ত্রী- Edappadi K. Palaniswami
☑ রাজ্যপাল- Banwarilal Purohit
☑ Ola-র হেডকোয়াটার- বেঙ্গালুরু
☑ প্রতিষ্ঠা সাল- ২০১০ সালের ৩রা ডিসেম্বর
☑ বর্তমান CEO- Bhavish Aggarwal
এই প্রোজেক্টের জন্য ২৪০০ কোটি টাকা বরাদ্দ টাকা বরাদ্দ করা হয়েছে।
12. RBL Bank এর non-executive director অতিরিক্ত হিসেবে কে নিযুক্ত হলেন ?
ⓐ সোমনাথ ঘোষ ✓
ⓑ বিমল জালান
ⓒ দীনেশ খারে
ⓓ সুমিত জানা
☑ RBL Bank MD & CEO -Mr Vishwavir Ahuja
☑ RBL Bank Headquarters : Mumbai, Maharashtra, India
☑ RBL Bank Founded : 1943
☑ RBL Bank Tagline: Apno ka Bank
No comments:
Post a Comment