Wednesday, December 16, 2020

Bengali Current Affairs 15th December, 2020

 



Bengali Current Affairs 15th December, 2020

1.‘World Violin Day’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?

ⓐ ১৪ই ডিসেম্বর

ⓑ ১৩ই ডিসেম্বর✓

ⓒ ১৪ই ফেব্রুয়ারী

ⓓ ১৩ই জানুয়ারী


2.উন্নয়নশীল দেশ গুলিতে করোনা ভ্যাকসিন সহজলভ্য করতে ‘APVAX’-নামে ৯ বিলিয়ন মার্কিন ডলারের উদ্যোগ লঞ্চ করলো কোন সংস্থা?

ⓐ আন্তর্জাতিক মুদ্রা তহবিল

ⓑ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ⓒ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক✓

ⓓ জাতি সংঘ


❍ হেডকোয়াটার- Mandaluyong, ফিলিপাইনস

❍ প্রতিষ্ঠা সাল- ১৯৬৬ সালের ১৯শে ডিসেম্বর

❍ বর্তমান প্রেসিডেন্ট- Masatsugu Asakawa

❍ সদস্য রাষ্ট্রসংখ্যা- ৬৮


3.২০২৩ সালে ‘FIH Men’s Hockey World Cup’ হোস্ট করবে কোন রাজ্য?

ⓐ গুজরাট

ⓑ উড়িষ্যা✓

ⓒ আসাম

ⓓ দিল্লি


❍ উড়িষ্যার রৌরকেল্লা ও ভুবনেশ্বরে এটি অনুষ্ঠিত হবে

❍ রাজধানী- ভুবনেশ্বর

❍ মুখ্যমন্ত্রী- নবীন পটনায়েক

❍ রাজ্যপাল- গনেশী লাল


4.সম্প্রতি হাতি স্বাস্থ্য শিবিরের আয়োজন করলো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এটি কোন রাজ্যে অবস্থিত?

ⓐ আসাম✓

ⓑ পশ্চিমবঙ্গ

ⓒ নাগাল্যান্ড

ⓓ মেঘালয়

❍ এই ন্যাশনাল পার্কটি ১৯০৮ সালে তৈরী হয়েছে।

❍ ১৯৮৫ সালে এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ প্লেস তালিকায় অন্তর্ভুক্ত হয়।


5. World malaria report 2020 অনুসারে ভারতের ম্যালেরিয়া কমানোয় কোন রাজ্য তালিকার শীর্ষে রয়েছে ? 

ⓐ ঝাড়খন্ড 

ⓑ মেঘালয়✓

ⓒ অন্ধ্রপ্রদেশ

ⓓ মধ্যপ্রদেশ

❍ তালিকায় দ্বিতীয় স্থানে আছে উড়িষ্যা রাজ্য এবং তৃতীয় স্থানে আছে ঝাড়খন্ড রাজ্য।

❍ মেঘালয়ের রাজধানী : শিলং

❍ মেঘালয় রাজ্যপাল : সত্যপাল মালিক 

❍ মেঘালয়ের মুখ্যমন্ত্রী : কনরাড সংমা


6.‘Dharma: Decoding the Epics for A Meaningful Life’-শিরোনামে নন-ফিকশন বই লিখলেন কে?

ⓐ গোকুল শর্মা

ⓑ ভেঙ্কাইয়া নাইডু

ⓒ অমিশ ত্রিপাঠী✓

ⓓ চেতন ভগৎ


7.২০২২ সালে ‘Asia Cup’ হোস্ট করতে চলেছে কোন দেশ?

ⓐ শ্রীলংকা

ⓑ পাকিস্তান✓

ⓒ মালদ্বীপ

ⓓ বাংলাদেশ

❍ ২০২১ সালে হোস্ট করবে শ্রীলংকা।


8.‘Gaofen 14’-নামে পৃথিবী পর্যবেক্ষণকারী নতুন স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ?

ⓐ ভারত

ⓑ চীন✓

ⓒ আমেরিকা

ⓓ ইজরাইল

❍ 2020 সালের নভেম্বরে চীন দেশ গ্রহাণু থেকে খনিজ সম্পদ সংগ্রহ করতে বিশ্বের প্রথম গ্রহাণু মাইনিং রোবটটি পাঠাতে চলেছে।

❍ রাজধানী- বেজিং

❍ মুদ্রার নাম- রেনমিনবি

❍ রাষ্ট্রপতি- সি জিনপিং



9.শিশু পর্নোগ্রাফি ট্র্যাক করতে ‘Crawler’-নামে সফটওয়্যার ব্যবহার করবে কোন রাজ্যের পুলিশ?

ⓐ উত্তরপ্রদেশ

ⓑ গুজরাট

ⓒ মহারাষ্ট্র✓

ⓓ দিল্লি


10. প্রথম কোন ভারতীয় NGO সংস্থা প্রাতিষ্ঠানিক বিভাগে " UN population award 2020 "লাভ করল ? 

ⓐ Help Age India ✓

ⓑ give India 

ⓒ Goonj 

ⓓ Evidyaloka

❍ Help Age India Founded :1978

❍ Founder: Mr. Jackson Cole, Samson Daniel

❍ Help Age India CEO : Rohit Prasad 

❍ HelpAge India is an Indian organization focused on the concerns of elders.

❍ Help Age India mission  : “to work for the cause and care of disadvantaged older persons and to improve their quality of life”. 


11. Nicholae - Lonel ciuca  কোন দেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন ? 

ⓐ রোমানিয়া ✓

ⓑ মালয়েশিয়া 

ⓒ কানাডা 

ⓓ ভেনেজুয়েলা

❍ সম্প্রতি Ludovic Orban(লুডোভিক অরবান) রোমানিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেনএবং তার জায়গায় অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন Nicholae - Lonel ciuca  

❍ রাজধানী-Bucharest

❍ মুদ্রার নাম- রোমানিয়ান লেউ

❍ রাষ্ট্রপতি- Klaus Iohannis(ক্লাউস ইওহান্নিস)


12. RBL Bank এর non-executive director অতিরিক্ত হিসেবে কে নিযুক্ত হলেন ? 

ⓐ সোমনাথ ঘোষ ✓

ⓑ বিমল জালান 

ⓒ দীনেশ খারে 

ⓓ সুমিত জানা 


❍ RBL Bank MD & CEO -Mr Vishwavir Ahuja

❍ RBL Bank Headquarters : Mumbai, Maharashtra, India

❍ RBL Bank Founded : 1943

❍ RBL Bank Tagline:  Apno ka Bank


13. Nana Akufu Addo কোন দেশের পুনরায় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন ? 

ⓐ ঘানা ✓

ⓑ মালয়েশিয়া 

ⓒ নিউজিল্যান্ড 

ⓓ ইটালি 

❍ ঘানার রাজধানী : আক্রা 

❍ ঘানার মুদ্রার : ঘানাইয়ান সেডি

❍ ঘানার রাষ্ট্রপতি : জন আটা মিলস্


14. 12 ডিসেম্বর কোন দেশ স্বাধীনতা দিবস পালন করে থাকে ? 

ⓐ পাকিস্তান 

ⓑ কেনিয়া ✓

ⓒ সৌদি আরব 

ⓓ শ্রীলংকা 

❍ 1963 সালে কেনিয়া স্বাধীনতা লাভ করে এবং 1964 সাল থেকে এটি একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হয়।

❍ কেনিয়ার রাজধানী : নাইরোবি

❍ কেনিয়ার রাষ্ট্রপতি : উহুরু কেনিয়াত্তা

❍ মুদ্রা: কেনিয়ান শিলিং


15. IUCN সম্প্রতি মোট কতগুলি প্রজাতিকে  বিলুপ্ত ঘোষণা করেছে?

ⓐ ৬৪

ⓑ ৩১✓

ⓒ ৫৫

ⓓ ৪৮

❍ 31 টি প্রজাতির মধ্যে উদ্ভিদ প্রজাতি এবং প্রাণী প্রজাতি উভয় আছে ।

❍ IUCN full form : International Union for Conservation of Nature

❍ Headquarters: Gland, Switzerland

❍ CEO: Grethel Aguilar (গ্রেথেল আগুইলার)

❍ Founder: Julian Huxley

❍ Founded: 5 October 1948, 

❍ Motto: United for Life and Livelihoods


16. কে WTA player of the year 2020 স্বীকৃতি পেলেন ?

ⓐ সোফিয়া কেনিন 

ⓑ অভিনব বিন্দ্রা 

ⓒ পিভি সিন্ধু 

ⓓ রজার ফেডেরার

❍ সোফিয়া কেনিন একজন টেনিস খেলোয়াড় ।

17. সম্প্রতি কেন্দ্রীয় সরকার সারাদেশে মোট কতগুলো খেলো ইন্ডিয়া কেন্দ্র স্থাপন করবে ?

ⓐ 250

ⓑ 500 

ⓒ 1000 ✓

ⓓ 850

❍ উদ্দেশ্য : ছোট ছোট বাচ্চা এবং যুবকদের মধ্যে খেলার অভ্যাস গড়ে তোলার জন্যই খেলো ইন্ডিয়া কেন্দ্র স্থাপন করা হবে। 

❍ খেলার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করার জন্যই এই উদ্যোগ ।


18. সম্প্রতি কোথায় sustainable mountain development summit 2020 শুরু হলো ? 

ⓐ গৌহাটি 

ⓑ শিলিগুড়ি 

ⓒ দেরাদুন ✓

ⓓ কোচবিহার 

❍ এটা হল নবম সংস্করণ ।

❍ উত্তরাখণ্ডের রাজধানী-  দেরাদুন 


19. Walmart কোন দেশে 2027 সালের মধ্যে 10 বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ?

ⓐ ভারত ✓

ⓑ বাংলাদেশ 

ⓒ শ্রীলংকা 

ⓓ মায়ানমার 

❍ Walmart একটি মাল্টিন্যাশনাল কোম্পানি।

❍ Founded: 2 July 1962

❍ Founder: Sam Walton

❍ CEO: Doug McMillon(ডগ ম্যাকমিলন)


20. RBI সম্প্রতি কোন ব্যাংক এর উপর 10 লক্ষ টাকা জরিমানা করেছে ?

ⓐ HDFC Bank ✓

ⓑ SBI Bank

ⓒ PNB 

ⓓ Bandhan Bank 

❍ HDFC Bank Founded: August 1994 (26 years ago)

❍ Founder: Hasmukhbhai Parekh

❍ Headquarters : Mumbai

❍ CEO : Sashidhar Jagdishan

❍ HDFC Bank Tagline  : We Understand Your World

❍ RBI: Reserve Bank of India

❍ Established: 1 April 1935; 85 years ago

❍ Headquarters: Mumbai

❍ Governor: Shaktikanta Das



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...