Sunday, December 20, 2020

Bengali Current Affairs 20th December, 2020

 



 

Bengali Current Affairs 20th December, 2020

1. ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন কে ?

ⓐ রবার্ট লেওয়ান্ডোস্কি ✓
ⓑ লিওনেল মেসি
ⓒ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ⓓ নেইমার ডি সিলভা

☢ তিনি পোল্যান্ডের ফুটবলার এবং Bayern Munich ফুটবল ক্লাবের স্ট্রাইকার

 মহিলা বিভাগে সেরা ফুটবলারের অ্যাওয়ার্ড পেলেন ইংল্যান্ডের Lucy Bronze





2.কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম ‘রিনিউএবল এনার্জি পার্ক’-এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী?

ⓐ উত্তরপ্রদেশ
ⓑ গুজরাট✓
ⓒ পাঞ্জাব
ⓓ মহারাষ্ট্র

☢ গুজরাটের কচ্ছ জেলায় এটি উদ্বোধন করা হলো।
☢ এই এনার্জি পার্কের ক্ষমতা ৩০,০০০ মেগাওয়াট
☢ রাজধানী- গান্ধীনগর
☢ মুখ্যমন্ত্রী- বিজয়রূপানি
☢ রাজ্যপাল- Acharya Devvrat

3.করোনায় ক্ষতিগ্রস্ত শহুরে দরিদ্রদের রক্ষা করতে কোন সংস্থার সাথে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করলো ভারত?

ⓐ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক
ⓑ বিশ্ব ব্যাঙ্ক✓
ⓒ আন্তর্জাতিক মুদ্রা তহবিল
ⓓ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

☢ হেডকোয়াটার- ওয়াসিংটন
☢ প্রতিষ্ঠা সাল- জুলাই, ১৯৪৪
☢ প্রেসিডেন্ট- ডেভিড মালপাস

4. সম্প্রতি দেশের প্রথম চিড়িয়াখানা হিসেবে নেহেরু জুলজিক্যাল পার্ক ISO 9001 : 2015 quality management standard certification পেল।এটি কোথায় অবস্থিত ?

ⓐ বিশাখাপত্তনম
ⓑ আলিপুর
ⓒ হায়দ্রাবাদ ✓
ⓓ উড়িষ্যা

☢ এই সার্টিফিকেট প্রদান করল তেলেঙ্গানার বনমন্ত্রী  ইন্দ্র করণ রেড্ডি
☢ পশুর যত্ন ও স্বাস্থ্যকর রক্ষণাবেক্ষণের অসামান্য অবদানের জন্য এই সার্টিফিকেট প্রদান করা হলো।

5. UNESCO 2021 কে কোন বছর হিসেবে  ঘোষণা করল ?

ⓐ International year of animal health
ⓑ International year of language
ⓒ International year of creative economy for sustainable development ✓
ⓓ International year of planet

☢ UNESCO full form:  United Nations Educational, Scientific and Cultural Organization
☢ UNESCO headquarter : Paris , France
☢ UNESCO head : Audrey azoulay
☢ UNESCO founded :16 November, 1945

6. 2021 সালে G-7 summit কোথায় অনুষ্ঠিত হবে ?

ⓐ ইউনাইটেড কিংডম ✓
ⓑ ফ্রান্স
ⓒ জাপান
ⓓ জার্মানি

☢ G-7 summit ইউনাইটেড কিংডম এ আয়োজিত হবে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন ।  নরেন্দ্র মোদী আমন্ত্রণ গ্রহণ করেছেন।
☢ 2021 সালে G-7 summit 47 তম।
☢ 46 তম G-7 summit 2020 অনুষ্ঠিত হয় ইউনাইটেড স্টেট

7.ফোর্বসের ‘Highest-Paid Celebrities of 2020’ তালিকায় প্রথমস্থানে আছেন কে?

ⓐ Kanye West
ⓑ Kylie Jenner✓
ⓒ Tyler Perry
ⓓ Dwayne Johnson

☢ তিনি আমেরিকান মিডিয়া পার্সোনালিটি এবং মডেল
☢ টাইলার পেরি, হাওয়ার্ড স্টার্ন এবং ডোয়াইন জনসন সহ এই তালিকায় সেরা 10 জনের মধ্যে স্থান করে নিয়েছেন রজার ফেডেরার, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, নেইমার এবং লেবারন জেমস এর মত অ্যাথলিটরা ।
☢ কাইলি জেনার যিনি বিশ্বের শীর্ষস্থানীয় সেরা তারকাদের শীর্ষে আছেন তিনি 2020 সালে 6.1 বিলিয়ন ডলার আয় করেছিলেন ।

8.Golden Peacock Environment Management Award 2020 জিতলো কোন ভারতীয় কোম্পানী?

ⓐ TATA
ⓑ SAIL✓
ⓒ NTPC
ⓓ ITC

☢ SAILগত দু'বছর ধরে পরিবেশগত দায়বদ্ধ দায়িত্বের জন্যে এই পুরস্কার জিতেছে ।
☢ SAIL-এর পুরো কথা- Steel Authority of India
☢ হেডকোয়াটার- নিউ দিল্লি
☢ প্রতিষ্ঠা সাল- ১৯৫৪ সালের ১৯শে জানুয়ারী
☢ বর্তমান CEO- অনিল কুমার চৌধুরী
☢ SAIL-এর চেয়ারম্যান - সোমা মন্ডল

9.কৃষকদের ইনকাম দ্বিগুণ করতে ‘কিষান কল্যাণ মিশন’ লঞ্চ করছে কোন রাজ্যের সরকার?

ⓐ হরিয়ানা
ⓑ উত্তরপ্রদেশ✓
ⓒ পাঞ্জাব
ⓓ গুজরাট

☢ 'কিষান কল্যাণ মিশন’ অভিযান  রাজ্যের সমস্ত বিধানসভা কেন্দ্র কে আওতাভুক্ত করবে এবং কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য পুরোপুরি সহায়তা দেবে।
☢ উত্তরপ্রদেশের রাজধানী- লক্ষ্ণৌ
☢ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী- যোগী আদি
☢ উত্তরপ্রদেশের রাজ্যপাল-  আনন্দিবেন প্যাটেল


10. কটন উৎসব 2020 কোন শহরে অনুষ্ঠিত হল ?

ⓐ ভুবনেশ্বর
ⓑ ঢাকা ✓
ⓒ নাগপুর
ⓓ কলকাতা

☢ বাংলাদেশের রাজধানী : ঢাকা
☢ বাংলাদেশের প্রধানমন্ত্রী : শেখ হাসিনা
☢  President : Abdul Hamid
☢ বাংলাদেশের মুদ্রা : বাংলাদেশি টাকা


11. Global Power City index 2020 তে কোন শহর প্রথম স্থান দখল করেছে ?

ⓐ লন্ডন ✓
ⓑ নিউইয়র্ক
ⓒ সিঙ্গাপুর
ⓓ টোকিও

☢ দ্বিতীয় স্থানে আছে নিউইয়র্ক, তৃতীয় স্থানে আছে টোকিও , চতুর্থ স্থানে  প্যারিস এবং পঞ্চম স্থানে সিঙ্গাপুর।

12. কোন দিনটি Energy Conservation Day  হিসেবে পালিত হয় ?

ⓐ 15 ডিসেম্বর
ⓑ 14 ডিসেম্বর ✓
ⓒ 17 ডিসেম্বর
ⓓ 18 ডিসেম্বর

☢  গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ুর পরিবর্তন সম্পর্কে সচেতনতা প্রচার করার জন্য বা  প্রত্যেক বছর 14 ই ডিসেম্বর Energy Conservation Day হিসেবে পালন করা হয়।

13.  নিম্নের কোন সংস্থা Vision 2035 : public Health surveillance in India নামক মিশন চালু করল?

ⓐ ক্রীড়া মন্ত্রক
ⓑ NITI Aayog✓
ⓒ ICMR
ⓓ স্বাস্থ্যমন্ত্রক

☢ NITI Aayog 14 ই ডিসেম্বর এই মিশনটি চালু করেছে ।
☢ সর্বসাধারণের স্বাস্থ্যের প্রতি নজরদারি চালানোর জন্য NITI Aayog  এই মিশনটি চালু করেছে ।

☢ NITI Aayog এর চেয়ারম্যান:  নরেন্দ্র মোদি
☢ Vice Chairperson: Rajiv Kumar
☢ CEO : Amitabh Kant
☢ Headquarters : New Delhi
☢ Formed: 1 January 2015; 5 years ago


14. মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি কোন দেশের জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছেন ?

ⓐ বাংলাদেশ
ⓑ শ্রীলংকা
ⓒ পাকিস্তান ✓
ⓓ আফগানিস্তান

☢ 17 ডিসেম্বর 2020 সালে তিনি অবসর গ্রহণের বিষয়টি নিশ্চিত  করেছেন ।

15. 55 বছর পর চিলাহাটি-হলদিবাড়ি রেলযোগাযোগ টি ভারত এবং কোন দেশের মধ্যে পুনরায় চালু হবে ?

ⓐ নেপাল
ⓑ বাংলাদেশ ✓
ⓒ ভুটান
ⓓ চীন

☢ ভারত ও বাংলাদেশের মধ্যে যোগাযোগ ও পরিবহন বৃদ্ধির জন্য ভারত-বাংলাদেশ 55 বছরের পুরানো চিলাহাটি-হলদিবাড়ি রেল যোগাযোগ পুনরায় চালু করার প্রস্তুতি নিচ্ছে।
☢ 2020 সালের 17 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে ভার্চুয়াল দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনের সময় এই উদ্বোধন হয়েছে।
☢ 1965 ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই পথে বন্ধ করে দেওয়া হয়েছিল।









No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...