Bengali Current Affairs 19th December, 2020
1.গঙ্গা মিশনের জন্য ভারতের সঙ্গে সমঝোতা চুক্তি(MoU) স্বাক্ষর করলো কোন দেশ?
ⓐ অস্ট্রিয়া
ⓑ নরওয়ে✓
ⓒ জাপান
ⓓ ইজরায়েল
◉ রাজধানী- অসলো
◉ মুদ্রার নাম- ক্রোন
◉ বর্তমান প্রধানমন্ত্রী- Erna Solberg
2. ‘Dak Pay’-নামে ডিজিটাল পেমেন্ট অ্যাপ লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?
ⓐ Paytm Payment Bank
ⓑ India Post Payments Bank✓
ⓒ Airtel Payment Bank
ⓓ HDFC Bank
◉ হেডকোয়াটার- নিউ দিল্লি
◉ প্রতিষ্ঠা সাল- ২০১৮ সালের ১লা সেপ্টেম্বর
◉ CEO- J Venkatramu
3.ভারতের প্রথম রাজ্য হিসাবে প্যাঙ্গোলিন সংরক্ষণের জন্য অ্যাকশন প্ল্যান পাচ্ছে কোন রাজ্য?
ⓐ তামিলনাড়ু
ⓑ মহারাষ্ট্র✓
ⓒ আসাম
ⓓ উত্তরাখণ্ড
◉ প্যাঙ্গোলিন হল বিশ্বের সবথেকে বেশী পাচার হওয়া প্রাণী, তাই এদের সংরক্ষণ প্রয়োজন।
4.২০২১ সালে প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হলেন কে?
ⓐ পুতিন
ⓑ বরিস জনসন✓
ⓒ জো বাইডেন
ⓓ স্কট মরিসন
◉ তিনি বর্তমানে ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে আছেন।
5. ‘Policy Leadership’ বিভাগে ‘2020 Champions of the Earth Award’ জয়ী Frank Bainimarama, কোন দেশের প্রধানমন্ত্রী?
ⓐ ফিনল্যান্ড
ⓑ ফিজি✓
ⓒ সিঙ্গাপুর
ⓓ নরওয়ে
◉ রাজধানী- সুভা
◉ মুদ্রার নাম- ফিজিয়ান ডলার
6.সম্প্রতি প্রয়াত Roddam Narasimha, কোন ক্ষেত্রে বিজ্ঞানী ছিলেন?
ⓐ কৃষি
ⓑ প্রযুক্তি
ⓒ মহাকাশ✓
ⓓ মৃত্তিকা
◉ ২০১৩ সালে তিনি পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন।
◉ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৮৭ বছর
7.তেলেঙ্গানা হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে কে নিযুক্ত হলেন ?
ⓐ মোহাম্মদ রফিক
ⓑ হিমা কহলি ✓
ⓒ দীপঙ্কর দত্ত
ⓓ ওসমান আলী খান
◉ এর আগেই পদে নিযুক্ত ছিলেন রাঘবেন্দ্র সিং চৌহান।
◉ তেলেঙ্গানা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় 1954 সালে।
8.সম্প্রতি রাজ্যেবাসীকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন প্রদানের অনুমোদন দিল কোন রাজ্যের মন্ত্রীসভা?
ⓐ মহারাষ্ট্র
ⓑ বিহার✓
ⓒ উত্তরপ্রদেশ
ⓓ গুজরাট
◉ বিহার বিধানসভা ভোটের আগে জনগনকে ফ্রিতে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
◉ বিহারের রাজধানী- পাটনা
◉ মুখ্যমন্ত্রী- নীতিশ কুমার
◉ রাজ্যপাল- ফাগু চৌহান
9.NASA-র দ্বারা ‘SpaceX Crew-3’ মিশনের কমান্ডার হিসাবে নির্বাচিত হলেন কোন ভারতীয় বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্স কলোনেল?
ⓐ বিক্রম দুবে
ⓑ রাজা চারি✓
ⓒ কৈলাশ মালহোত্রা
ⓓ স্যামন জোশী
◉ NASA-র পুরো কথা- National Aeronautics and Space Administration
◉ হেডকোয়াটার- ওয়াশিংটন
◉ প্রতিষ্ঠা সাল- ১৯৫৮ সালের ১লা অক্টোবর
◉ Founder: Dwight D. Eisenhower
◉ Administered by: Jim Bridenstine
10. Human Development index 2020 ভারতের স্থান কত?
ⓐ 131 তম ✓
ⓑ 130 তম
ⓒ 102 তম
ⓓ 100 তম
◉ Index released by - United Nations development programme
◉ এই index টি 189 টি দেশ নিয়ে প্রকাশিত হয় ।
◉ Human Development index 2020প্রথম স্থানে আছে নরওয়ে ,দ্বিতীয় স্থানে আছে আয়ারল্যান্ড, তৃতীয় স্থানে সুইজারল্যান্ড, চতুর্থ স্থানে হংকং, পঞ্চম স্থানে আইসল্যান্ড
◉ 189 নম্বরে আছে নাইজার
◉ ভারতের প্রতিবেশী দেশ ভুটান 129 তম স্থানে, বাংলাদেশ 133 তম স্থানে , নেপাল 142 তম স্থানে,পাকিস্তান 154 তম স্থানে ।
11. Asia Pacific broadcasting Union এর vice president পদে কে নিযুক্ত হলেন?
ⓐ শেখর কাপুর
ⓑ শশী শেখর ভেম্পতি✓
ⓒ নানা পাটেকার
ⓓ শাহিদ কাপুর
◉ তিনি Asia Pacific broadcasting Unionএর ভাইস প্রেসিডেন্ট পদে তিন বছরের জন্য নির্বাচিত হলেন।
◉ Asia Pacific broadcasting Union headquarter - Kuala Lumpur, Malaysia
◉ Asia Pacific broadcasting Union President: İbrahim Eren
◉ Formation: 1 July 1964; 56 years ago
12. International migrant Day কবে পালিত হয়?
ⓐ 16 ডিসেম্বর
ⓑ 18 ডিসেম্বর ✓
ⓒ 15 ডিসেম্বর
ⓓ 19 ডিসেম্বর
◉ Theme : "Re-imagining Human Mobility "
13. 2030 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
ⓐ জাপান
ⓑ কাতার ✓
ⓒ মালয়েশিয়া
ⓓ সিঙ্গাপুর
◉ 2022 সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে চিনে।
◉ 2022 সালে এশিয়ান গেমস 19 তম।
◉ কাতারের রাজধানী : Doha
◉ মুদ্রা: Riyal
No comments:
Post a Comment