Thursday, December 24, 2020

Bengali Current Affairs 23rd December, 2020

 


H/W 22nd December,2020

১) World Squash Federation-এর ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন কোন ভারতীয়?

- দেবেন্দ্রনাথ সারঙ্গী

২) রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীদের জন্য ‘Learnytic’ অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য?

- ঝাড়খন্ড


Bengali Current Affairs 23rd December, 2020

1.কোন রাজ্যের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নতি করতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের থেকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নিল ভারত?

ⓐ মহারাষ্ট্র
ⓑ উত্তরপ্রদেশ✓
ⓒ হিমাচল প্রদেশ
ⓓ বিহার

✔️ রাজধানী- লক্ষ্ণৌ
✔️ মুখ্যমন্ত্রী- যোগী আদিত্যনাথ
✔️ রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল
✔️ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের হেডকোয়াটার- Mandaluyong, Philippines
✔️ প্রতিষ্ঠা সাল- ১৯৬৬ সালের ১৯শে ডিসেম্বর
✔️ প্রেসিডেন্ট- Masatsugu Asakawa

2.  কাকে ASSOCHAM Enterprise Of The Century Award সম্মানিত করা হলো ?

ⓐ মুকেশ আম্বানি
ⓑ রতন টাটা ✓
ⓒ আজিম প্রেমজি
ⓓ সোমা মন্ডল

✔️ASSOCHAM Foundation week theme 2020 -India's resilence Atma nirvor roadmap towards 5 trillion economy .

3.সম্প্রতি কোন রাজ্য সম্পূর্ণরূপে ফ্লেক্স ব্যানার, বোর্ড, পোস্টার ব্যান করলো?

ⓐ মনিপুর
ⓑ নাগাল্যান্ড✓
ⓒ মেঘালয়
ⓓ আসাম

✔️ রাজধানী- কোহিমা
✔️ মুখ্যমন্ত্রী- Neiphiu Rio
✔️ রাজ্যপাল- RN Ravi

4.সম্প্রতি ৭৬ বছর বয়সে প্রয়াত Eric Freeman, কোন দেশের ক্রিকেটার ছিলেন?

ⓐ ইংল্যান্ড
ⓑ নিউজিল্যান্ড
ⓒ অস্ট্রেলিয়া✓
ⓓ পাকিস্তান

✔️ রাজধানী- ক্যানবেরা
✔️ মুদ্রার নাম- অস্ট্রেলিয়ান ডলার
✔️ প্রধানমন্ত্রী- স্কট মরিসন

5. ‘NETRA’-নামে কন্ট্রোল সেন্টার স্থাপন করলো কোন মহাকাশ গবেষণা সংস্থা?

ⓐ ISRO✓
ⓑ NASA
ⓒ ESA
ⓓ JAXA

✔️ NETRA-র পুরো কথা- NEtwork for space object TRacking and Analysis
✔️ ISRO-এর পুরো কথা- Indian Space Research Organization
✔️ প্রতিষ্ঠা সাল- ১৯৬৯ সালের ১৫ই আগস্ট
✔️ হেডকোয়াটার- বেঙ্গালুরু
✔️ ডিরেক্টর- কে. সিভান


6.কোন ফুটবলার Champion for the peace Of the Year 2020 ভূষিত হলেন ?

ⓐ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ⓑ লিওনেল মেসি ✓
ⓒ রবার্ট লেভানডোস্কি
ⓓ কালিয়ান এমবাপ্পে

✔️ Laureus world sports man of the Year 2020 হন লিওনেল মেসি
✔️ লিওনেল মেসি প্রথম ফুটবলার হিসেবে এই (Laureus world sports man of the Year 2020) পুরস্কার পান।

7.. MasterCard এর অংশীদারি তে কোন ব্যাংক প্রথম ধাতব  ক্রেডিট কার্ড PIONEER heritage লঞ্চ করল ?

ⓐ Axis Bank
ⓑ Kotak Mahindra Bank
ⓒ ICICI Bank
ⓓ IndusInd Bank ✓

✔️ MasterCard CEO:  Ajaypal Singh Banga
✔️ IndusInd Bank founded : 1994
✔️ Headquarter - Pune, Maharashtra, India
✔️ Founder - S.P. Hinduja
✔️ MD & CEO : Sumant Kathpalia

8.২০৩৪ সালে এশিয়ান গেমস হোস্ট করবে কোন দেশ?

ⓐ কাতার
ⓑ সৌদি আরব✓
ⓒ ইজরাইল
ⓓ জাপান

✔️ রাজধানী- রিয়াধ
✔️ মুদ্রার নাম- রিয়াল
✔️ বর্তমান কিং- Salman of Saudi Arabia
✔️ 2030 সালে এশিয়ান গেমস কাতারের দোহাতে অনুষ্ঠিত হবে ।

9.Individual World Cup 2020-তে প্রথম ভারতীয় হিসাবে সিলভার মেডেল জিতলেন কে?

ⓐ অংশু মালিক✓
ⓑ দীপা মালিক
ⓒ সাক্ষী মালিক
ⓓ মনিকা বাত্রা

✔️ তিনি ভারতের মহিলা রেসলার

10.সম্প্রতি Jewar Airport-এর নাম রাখা হলো নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটি কোন রাজ্যে অবস্থিত?

ⓐ মহারাষ্ট্র
ⓑ দিল্লি
ⓒ উত্তরপ্রদেশ✓
ⓓ পাঞ্জাব

11. BCCI এর vice president  পদে কে নির্বাচিত হলেন ?

ⓐ রাজীব শুক্লা ✓
ⓑ লক্ষ্মীরতন শুক্লা
ⓒ কপিল দেব
ⓓ সুনীল গাভাস্কার

✔️BCCI : Board of Control for cricket in India
✔️BCCI President : Sourav Ganguly
✔️ Secretary: Joy Shah
✔️ Headquarter:  Mumbai
✔️ Founded : December 1928


12. কোন ডিজিটাল অনলাইন পরিষেবা প্লাটফর্ম 24 * 7 RTGS facility লঞ্চ করল ?

ⓐ Paytm ✓
ⓑ phone pe
ⓒ PayPal
ⓓ Google pay

✔️Paytm headquarter:  Noida, Uttar Pradesh
✔️Paytm founder and CEO : Vijay Shekhar Sharma


13. সম্প্রতিJewar airport এর নাম পরিবর্তন করে
নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রাখা হল, এটি কোন রাজ্যে অবস্থিত?

ⓐ মহারাষ্ট্র
ⓑ উত্তর প্রদেশ✓
ⓒ উত্তরাখণ্ড
ⓓ ত্রিপুরা

✔️ উত্তর প্রদেশের রাজধানী : লখনউ
✔️ মুখ্যমন্ত্রী: যোগী আদিত্যনাথ
✔️ রাজ্যপাল : আনন্দিবেন প্যাটেল

14. কোন কেন্দ্রীয় মন্ত্রী Pandit Deendayal Upadhyay Telecom Skill Excellence Award প্রদান করল ?

ⓐ অমিত শাহ
ⓑ নির্মলা সীতারামন
ⓒ রবিশঙ্কর প্রসাদ ✓
ⓓ রমেশ পক্রিয়াল

✔️ Minister of Communications and Electronics and IT : Ravi Shankar Prasad
✔️   দুজন পুরস্কার প্রাপক হলেন Srinivas karanam from Bengaluru, এবং Subrata Kar  from New Delhi
✔️ কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদ উভয় পুরস্কার প্রাপক কে যথাক্রমে 50 হাজার টাকা এবং 30 হাজার টাকা নগদ পুরস্কার প্রদান করলেন।


15. Asian Development Bank (ADB) উত্তরপ্রদেশের গ্রামীণ বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক গুলিকে উন্নত করতে ভারত সরকারের সাথে কত মিলিয়ন লোন চুক্তি স্বাক্ষর করলো ?

ⓐ 200 মিলিয়ন মার্কিন ডলার
ⓑ 300 মিলিয়ন মার্কিন ডলার ✓
ⓒ 400 মিলিয়ন মার্কিন ডলার
ⓓ 350 মিলিয়ন মার্কিন ডলার

✔️Asian Development Bank headquarter Mandaluyong ,Philippines
✔️ President: Masatsugu Asakawa
✔️ Founded: 19 December, 1966


16. কোন ভারতীয় মহিলা ফুটবলার AFC International Player of the week নির্বাচিত হলেন ?

ⓐ বালা দেবী ✓
ⓑ আশা লতা দেবী
ⓒ অদিতি চৌহান
ⓓ উপরের কেউ না

✔️ Asian football confederation President: Salman bin Ibrahim Al Khalifa
✔️Headquarters: Kuala Lumpur, Malaysia
✔️Founded: 7 May 1954, Manila, Philippines
✔️General Secretary: Windsor John


17 . 5th Annual Global Technology Summit 2020 কে সভাপতিত্ব করলেন ?

ⓐ রাজনাথ সিং
ⓑ নরেন্দ্র মোদি
ⓒ এস জয়শঙ্কর✓

ⓓ কিরেন রিজিযু

✔️এস জয়শঙ্কর ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী।
✔️ Theme 2020 : “The Geopolitics of Technology”.


18. প্রয়াত হলেন ডি অথিরাজ তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?

ⓐ ক্রিকেট
ⓑ ফুটবল ✓
ⓒ হকি
ⓓ গলফ

✔️ 1951 সাল থেকে 1962 সাল পর্যন্ত তিনি ভারতীয় ফুটবল দলে খেলেছেন ।

19. 2021 সালে G7 সম্মেলন কোথায় আয়োজিত হবে ?

ⓐ জাপান
ⓑ আমেরিকা
ⓒ ব্রিটেন ✓
ⓓ ফ্রান্স

✔️ বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন G7 সম্মেলন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন।
✔️ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে প্রজাতন্ত্র দিবসে chief guest হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন.
✔️ G7 সম্মেলন এর সাতটি দেশ হল USA, UK ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা, জাপান।


20. সম্প্রতি কোন ভারতীয় জার্মানিতে আয়োজিত বিশ্ব বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন?

ⓐ অমিত পাংঘাল ✓
ⓑ নেহাল সিং
ⓒ বিপিন কাটারিয়া
ⓓ বিনীত আগারওয়াল

✔️ জার্মানিতে আয়োজিত বিশ্ব বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন অমিত পাংঘাল।


21. The Light of Asia : The Poem That Defined the Buddha নামক বইটি কে রচনা করেন ?

ⓐ জয়রাম রমেশ ✓
ⓑ শশী থারুর
ⓒ রমেশ পক্রিয়াল
ⓓ পিঙ্গালি ভেঙ্কাইয়া


22. সম্প্রতি কোন রাজ্য 30000 পড়ুয়াকে প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য IBM এর সাথে চুক্তি করলো?

ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ তেলেঙ্গানা ✓
ⓒ উত্তর প্রদেশ
ⓓ ঝাড়খন্ড

✔️ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী :কে চন্দ্রশেখর রাও
✔️ তেলেঙ্গানার রাজ্যপাল : তামিলিসাই সৌন্দরারাজন
✔️ তেলেঙ্গানার রাজধানী : হায়দ্রাবাদ


23. সম্প্রতি ITBP এর ADG পদে কে নিযুক্ত হলেন ?

ⓐ মনোজ মুকুন্দ নারাভন
ⓑ মনোজ সিং রাওয়াত ✓
ⓒ কর্মবীর সিং
ⓓ কেউ নন

✔️ ITBP : Indo Tibetan Border Police
✔️ ADG : Additional Director General
✔️ DG : Surjeet Singh Deswal


24. ICC Women's World Cup 2022 কোথায় অনুষ্ঠিত হবে ?

ⓐ ভারত
ⓑ নিউজিল্যান্ড ✓
ⓒ অস্ট্রেলিয়া
ⓓ শ্রীলংকা

✔️ ICC full form : International Cricket Council
✔️ Formation : 15 June 1909; 111 years ago
✔️Headquarters : United Arab Emirates, Dubai,
✔️ Chairman : Greg Barclay
✔️ CEO: Manu Sawhney

25. Edutech startup class plusএর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন কে ?

ⓐ সৌরভ গাঙ্গুলী ✓
ⓑ বিরাট কোহলি
ⓒ সনু সুদ
ⓓ অমিতাভ বচ্চন 








No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...