Bengali Current Affairs 24th December, 2020
1.ভারতে ‘জাতীয় গণিত দিবস’ পালন করা হয় কবে?
ⓐ ২৮শে ফেব্রুয়ারী
ⓑ ২২শে ডিসেম্বর✓
ⓒ ২২শে জানুয়ারী
ⓓ ১৫ই এপ্রিল
▣ গণিতজ্ঞ রামানুজনের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই দিনটি পালিত হয় ।
▣ শ্রীনিবাস রামানুজনের 125 তম জন্মবার্ষিকী উপলক্ষে 2012 সাল থেকে প্রধানমন্ত্রী মনমোহন সিং ২২শে ডিসেম্বর দিনটিকে জাতীয় গণিত দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেন।
2.গ্রামীন অঞ্চলে জমি সংক্রান্ত বিরোধ মেটাতে ‘বরাসত ক্যাম্পেইন’ লঞ্চ করলো কোন রাজ্য?
ⓐ তেলেঙ্গানা
ⓑ গুজরাট
ⓒ উত্তরপ্রদেশ✓
ⓓ বিহার
▣ রাজধানী- লক্ষ্ণৌ
▣ মুখ্যমন্ত্রী- যোগী আদিত্যনাথ
▣ রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল
3.সম্প্রতি কোন দেশের ‘হকার কালচার’ UNESCO-র স্বীকৃতি পেল?
ⓐ মালদ্বীপ
ⓑ থাইল্যান্ড
ⓒ সিঙ্গাপুর✓
ⓓ ভারত
▣ UNESCO-র পুরো কথা- United Nations Educational, Scientific and Cultural Organization
▣ হেডকোয়াটার- প্যারিস, ফ্রান্স
▣ প্রতিষ্ঠা সাল- ১৯৪৫ সালের ১৬ই নভেম্বর
▣ বর্তমান হেড- Audrey Azoulay
4.বিহার পুলিশের নতুন ডিরেক্টর জেনারেল বা DGP হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ আশীষ ভাটিয়া
ⓑ এস.কে. সিংহল✓
ⓒ ভি. এস. যাদব
ⓓ সৌরভ কোঠারী
▣ বিহারের রাজধানী- পাটনা
▣ মুখ্যমন্ত্রী- নীতিশ কুমার
▣ রাজ্যপাল- ফাগু চৌহান
5.২০০ ফুট উঁচু কাঁচের ব্রিজ তৈরী হলো বিহারের কোন জেলায়?
ⓐ বেগুসরাই
ⓑ রাজগির✓
ⓒ ভাগলপুর
ⓓ দারভাঙ্গা
▣ এটা হল ভারতের দ্বিতীয় কাঁচের ব্রিজ ।
▣ ভারতে প্রথম কাঁচের ব্রিজ নির্মাণ করা হয় উত্তরাখণ্ডের ঋষিকেশ ।
▣ ব্রিজটির দৈর্ঘ্য 50 ফুট ,প্রস্থ 6 ফুট, উচ্চতা 200 ফুট
6. BBC sports personality of the Year 2020 শিরোপা জয় লাভ করলেন কে ?
ⓐ লুইস হ্যামিলটন ✓
ⓑ ব্রেন স্ট্রোক
ⓒ রজার ফেডেরার
ⓓ অ্যান্ডি মারে
▣ লুইস হ্যামিলটন একজন ব্রিটিশ রেসিং ড্রাইভার ।
▣ BBC sports personality of the Year 2020 শিরোপা জয় লাভ করলেন লুইস হ্যামিলটন।
▣ 2014 সালে তিনি এই পুরস্কার পেয়েছিলেন ।
▣ 2019 সালে পুরস্কার পেয়েছিলেন ব্রেন স্ট্রোক ।
▣ অ্যান্ডি মারে একমাত্র ব্যক্তি যিনি পুরস্কারটা তিনবার পেয়েছেন ।
7. ‘Reporting India’-শিরোনামে বই লিখলেন কে?
ⓐ কৌস্তব রায়
ⓑ প্রেম প্রকাশ✓
ⓒ সত্যেন্দ্র শর্মা
ⓓ প্রকাশ জাভেদকার
▣ তিনি Asian News International-এর চেয়ারম্যান।
▣ হেডকোয়াটার- নিউ দিল্লি
▣ প্রতিষ্ঠা সাল- ১৯৭১ সালের ৯ই ডিসেম্বর
8.সম্প্রতি প্রয়াত স্বাধীনতা সংগ্রামী হরিরাম ঢাকা, কোন রাজ্যের বাসিন্দা?
ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ রাজস্থান✓
ⓒ পাঞ্জাব
ⓓ বিহার
▣ রাজধানী- জয়পুর
▣ মুখ্যমন্ত্রী- অশোক গেহলট
▣ রাজ্যপাল- কালরাজ মিশ্র
9.ভারতে ‘Go Green’-নামে ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন কোম্পানী?
ⓐ মাহিন্দ্রা
ⓑ টাটা মোটর✓
ⓒ অশোক লে ল্যান্ড
ⓓ সুজুকি
▣ প্রতিটি বিক্রিত গাড়ি পিছু একটি করে গাছ রোপন করা হবে এই উদ্যোগের মাধ্যমে।
10.Delhi & District Cricket Association-এর প্রধান কোচ হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ রাজকিরণ রাই
ⓑ রাজকুমার শর্মা✓
ⓒ অংশু শর্মা
ⓓ অক্ষয় যাদব
11. India International Science Festival 2020 অনুষ্ঠিত হচ্ছে 22 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর। এ বছর এটা কততম ?
ⓐ 5 th
ⓑ 6th ✓
ⓒ 7th
ⓓ 4 th
▣ Theme 2020 : Science For Self Reliant India and Global Welfare
12. East coast Railway কর্তৃক কোন রেলওয়ে জংশন Best clean railway station এর অ্যাওয়ার্ড জিতল?
ⓐ ভুবনেশ্বর
ⓑ গোহাটি
ⓒ বিশাখাপত্তনম✓
ⓓ জামশেদপুর
13. ক্রীড়া মন্ত্রণালয় Khelo India Youth Games 2021 এ মোট কতগুলো ইভেন্ট কতগুলো ইভেন্ট অন্তর্ভুক্ত করল ?
ⓐ 3
ⓑ 4 ✓
ⓒ 5
ⓓ 6
▣ Khelo India Youth Games 2021 অনুষ্ঠিত হবে হরিয়ানা তে
▣ চারটি নতুন ইভেন্ট হলো -
Gatka(গাটকা) - পাঞ্জাব
Kalaripayattu(কালারিপায়ত্তু) কেরালা
Thang- Ta( থাং- তা) মনিপুর
Mallakhamba (মল্লখম্বা) মধ্যপ্রদেশ ,মহারাষ্ট্র
14. MPEDA অন্ধ্রপ্রদেশের কোথায় ভারতে প্রথম " Aqua farmers call centre " চালু করল ?
ⓐ বিশাখাপত্তনম
ⓑ বিজয়ওয়াড়া ✓
ⓒ ভাইজাক
ⓓ হায়দ্রাবাদ
▣ MPEDA: The Marine Products Export Development Authority
▣ MPEDA founded- 24 August, 1972
▣ Headquarter : Kochi ,Kerala , India
15. Cologne Boxing World Cup 2020 তে পদক তালিকায় শীর্ষস্থানে আছে কোন দেশ ?
ⓐ জার্মানি ✓
ⓑ অস্ট্রেলিয়া
ⓒ নিউজিল্যান্ড
ⓓ ভারত
▣ Cologne Boxing World Cup 2020 তে পদক তালিকায় শীর্ষস্থানে আছে জার্মানি
▣ দ্বিতীয় স্থানে আছে ভারত
▣ ভারতীয় কুস্তিগীর মোট নয়টি পদক পেল- তিনটি সোনা, দুটি রুপা, চারটি ব্রোঞ্চ
16. সম্প্রতি আয়োজিত ভারত- ভিয়েতনাম ভার্চুয়াল সম্মেলনে কে ভারতের সভাপতিত্ব করলেন ?
ⓐ নরেন্দ্র মোদি ✓
ⓑ রাজনাথ সিং
ⓒ এস জয়শঙ্কর
ⓓ অমিত শাহ
▣ ভারত ভিয়েতনাম ভার্চুয়াল সম্মেলনে মোট সাতটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ।
▣ ভিয়েতনামের রাজধানী : হ্যানয়
▣ মুদ্রা : đồng
17. সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কোন রাজ্যে চিতা বাঘের সংখ্যা সর্বাধিক ?
ⓐ মধ্যপ্রদেশ✓
ⓑ মহারাষ্ট্র
ⓒ কর্ণাটক
ⓓ পশ্চিমবঙ্গ
▣ সম্প্রতি ভারতে পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভেদকার 2018 সালের একটি রিপোর্ট প্রকাশ করেছেন।সমীক্ষা থেকে জানা যাচ্ছে যে ভারতে বর্তমানে মধ্যপ্রদেশ রাজ্যে চিতা বাঘের সংখ্যা সর্বাধিক।
▣ মধ্যপ্রদেশে মোট চিতা বাঘের সংখ্যা 3421 টি ।
▣ দ্বিতীয় স্থানে আছে কর্ণাটক সেখানে চিতা বাঘের সংখ্যা 1783 টি ।
▣ তৃতীয় স্থানে আছে মহারাষ্ট্র সেখানে চিতা বাঘের সংখ্যা 1690
18. প্রয়াত হলেন মতিলাল ভোরা । তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন ?
ⓐ উত্তর প্রদেশ
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ কর্ণাটক
ⓓ রাজস্থান
▣ মতিলাল ভোরা একজন বর্ষীয়ান কংগ্রেস নেতা ছিলেন ।
▣ তিনি দুইবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন ।
▣ 1985-1988 এবং 1989 সালে 11 মাসের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন।
▣ তিনি উত্তর প্রদেশের গভর্নর হিসেবে কাজ করেছেন।
▣ তিনি জন্মগ্রহণ করেছিলেন রাজস্থানে।
▣ মধ্য প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী: শিবরাজ সিং চৌহান
▣ মধ্যপ্রদেশের রাজ্যপাল : আনন্দিবেন প্যাটেল
Question of the Day
১) Sakhir Grand Prix 2020 শিরোপা জিতলেন কোন রেসিং কার ড্রাইভার?
২) 'আন্তর্জাতিক বেসামরিক বিমান দিবস’ পালন করা হয় কবে?
No comments:
Post a Comment