Bengali Current Affairs 22nd December, 2020
1.‘আন্তর্জাতিক মানব সংহতি দিবস’ পালন করা হয় কবে?
ⓐ ২১শে ডিসেম্বর
ⓑ ২০শে ডিসেম্বর✓
ⓒ ২৫শে ডিসেম্বর
ⓓ ২১শে মার্চ
2. MasterCard এর সহযোগিতায় কোন ব্যাংক "yes private Prime credit card" লঞ্চ করল ?
ⓐ Kotak Mahindra Bank
ⓑ ICICI Bank
ⓒ Yes Bank ✓
ⓓ HDFC Bank
● Yes Bank headquarter : Mumbai
● Yes Bank founded in 2004
● Yes Bank founder : Rana Kapoor, Ashok Kapur
● MD and CEO : Prashant Kumar
● Chairman : Sunil Mehta
● MasterCard CEO : Ajaypal Singh Banga
3. ‘Global Visionary of Sustainable Business and Peace’ অ্যাওয়ার্ড পাচ্ছেন কে?
ⓐ মুকেশ আম্বানী
ⓑ রতন টাটা✓
ⓒ উদয় কোটাক
ⓓ আজিম প্রেমজি
● Honoured by Indo- Israel chambers of Commerce for promoting innovation that supports sustainability and peace in the region including with the palestinians.
● রতন টাটা পদ্মবিভূষণ পুরস্কার পায় 2008 সালে।
● পদ্মভূষণ পুরস্কার পায় 2010 সালে।
4.সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন মোহাম্মদ আমির, তিনি কোন দেশের ক্রিকেটার?
ⓐ ভারত
ⓑ পাকিস্তান✓
ⓒ বাংলাদেশ
ⓓ শ্রীলংকা
5.ডোপিং দুর্নীতি করায় ২ বছরের জন্য ব্যান হলো Kate Jessica Foo Kune (কেট জেসিকা ফু কুনে), তিনি কোন দেশের ব্যাডমিন্টন খেলোয়াড়?
ⓐ চীন
ⓑ জাপান
ⓒ মরিশাস✓
ⓓ আইভরিকোস্ট
● রাজধানী- পোর্ট লুইস
● মুদ্রার নাম- রুপী
● বর্তমান প্রধানমন্ত্রী- Pravind Jugnauth
6.UNEP-এর ‘Young Champions of the Earth’ পুরস্কার জিতলেন কোন ভারতীয়?
ⓐ মনিরুল আমিন
ⓑ বিদ্যুৎ মোহন✓
ⓒ কৌশিক মাইতি
ⓓ সৌরভ শর্মা
7. The Shaurya Unbound বইটির লেখক কে ?
ⓐ Neetu
ⓑ B.M Dinakaran
ⓒ A&B✓
ⓓ Shashi Tharoor
8. কোন রাজ্য সরকার রাজ্য প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক ডিভাইস প্রদানের জন্য 'মহাশরদ পোর্টাল ' লঞ্চ করল?
ⓐ অন্ধ্রপ্রদেশ
ⓑ মহারাষ্ট্র ✓
ⓒ উত্তর প্রদেশ
ⓓ বিহার
● মহারাষ্ট্রের রাজধানী : মুম্বাই
● মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী : উদ্ভব ঠাকরে
● মহারাষ্ট্রের রাজ্যপাল : ভগৎ সিং কোশিয়ারী
9. ‘UK’s Icon Award’ পেলেন ভারতের কোন সঙ্গীত শিল্পী?
ⓐ শঙ্কর মহাদেবন✓
ⓑ সলমন আলী
ⓒ সোনু নিগম
ⓓ কুমার শানু
● ভারতের ফ্যাশন ডিজাইনার রাঘবেন্দ্র রাঠোর-ও এই পুরস্কার পেলেন।
10.PETA India’s Hottest Vegetarian Celebrities of 2020 তালিকায় প্রথমস্থানে আছেন কোন বলিযুড অভিনেতা ও অভিনেত্রী?
ⓐ বরুন ধাওয়ান এবং আলিয়া ভাট
ⓑ সোনু সুদ এবং শ্রদ্ধা কাপুর✓
ⓒ শাহিদ কাপুর এবং কিয়ারা আদভানি
ⓓ রনবীর সিং এবং প্রিয়াঙ্কা চোপড়া
11. কোন ভারতীয় অভিনেতা 2020 সালে " 50 Asian celebrities in the world" তালিকার শীর্ষস্থান দখল করেছে ?
ⓐ অক্ষয় কুমার
ⓑ সনু সুদ ✓
ⓒ অমিতাভ বচ্চন
ⓓ অভিষেক বচ্চন
● বলিউড অভিনেতা সনু সুদ কোভিড 19 মহামারী সময় যে দানশীল মূলক কাজ করেছেন তার জন্য তাকে সম্মানিত করা হলো ।
● দ্বিতীয় স্থানে আছে- Lilly Singh ( social media star, Canadian youtuber ,comedian and TV personality )
● পঞ্চম স্থানে আছে ভারতের সংগীত শিল্পী আরমান মালিক ।
● ষষ্ঠ স্থানে আছে প্রিয়াঙ্কা চোপড়া জোনস
12. কোন মহিলা ফুটবল খেলোয়াড় 2020 ফিফা বর্ষসেরা খেলোয়াড় হয়েছে ?
ⓐ পাইলিং উইনট্রো
ⓑ রবার্ট লেওয়ান্ডোস্কি
ⓒ লুসি ব্রোঞ্চ✓
ⓓ টিবান লিনহফ
● ফুটবল খেলোয়াড় লুসি ব্রোঞ্চ ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছে এবং ফুটবলার রবার্ট লেয়ান্ডবস্কি ফিফার বর্ষসেরা পুরুষ প্লেয়ারের অ্যাওয়ার্ড পেয়েছেন।
13. জম্মু ও কাশ্মীর রাজ্যের চেনাব জেলায় বিশ্বের দীর্ঘতম সেতু টি কোন বছরের মধ্যে নির্মিত হবে?
ⓐ 2022
ⓑ 2021 ✓
ⓒ 2024
ⓓ 2023
● বিশ্বের দীর্ঘতম সেতু টি জম্মু-কাশ্মীর রাজ্যের চেনাব জেলায় 2021 সালের মধ্যে নির্মিত হবে বলে আশা করা হচ্ছে।
● জম্মু-কাশ্মীরের রাজধানীর নাম -জম্মু ও শ্রীনগর
● জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর: মনোজ সিনহা
14. অলিম্পিক ,বিশ্বচ্যাম্পিয়নশিপ বা কোন বড় টুর্নামেন্ট এর পরবর্তী দুই বছরের জন্য কোন দেশ তার নাম ,পতাকা এবং সঙ্গীত ব্যবহার নিষিদ্ধ করেছে?
ⓐ চীন
ⓑ রাশিয়া✓
ⓒ সাউথ কোরিয়া
ⓓ ইরান
● রাশিয়ার রাজধানী : মস্কো
● রাশিয়ার মুদ্রা : রাশিয়ান রুবেল
● রাশিয়ার রাষ্ট্রপতি : ভ্লাদিমির পুতিন
15. WHO নেতৃত্বাধীন টিম Cobid-19 এর উৎস পরীক্ষা করতে কোন দেশ সফর করবে ?
ⓐ মঙ্গোলিয়া
ⓑ চীন✓
ⓒ জাপান
ⓓ পাকিস্তান
● WHO নেতৃত্বাধীন টিম জানুয়ারির প্রথম সপ্তাহে চীনে যাওয়ার কথা বলেছে বিশ্বব্যাপী মহামারীর সূত্রপাতকারি মারাত্মক করোনাভাইরাস এর উৎস অনুসন্ধান পরীক্ষা করার জন্য ।
● WHO: World Health Organisation
● Headquarters: Geneva, Switzerland
● Founded: 7 April 1948,72 years ago
● Director-General : Tedros Adhanom
No comments:
Post a Comment