Friday, December 18, 2020

General Science পর্ব -৯ Topic - রসায়নবিদ্যা (তেজস্ক্রিয়তা) Radioactivity

 

General Science   পর্ব -৯

 Topic - রসায়নবিদ্যা (তেজস্ক্রিয়তা)

  Radioactivity


১) কোন তেজস্ক্রিয় রশ্মি টি জীব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর ?

ক) গামা রশ্মি ✓

খ) নিউট্রন 

গ) বিটা রশ্মি 

ঘ) আলফা রশ্মি 


২)  কোন নিউক্লিয়ার বিক্রিয়কটি শৃংখল বিক্রিয়া কে নিয়ন্ত্রণ করে ?

ক) ক্যাডমিয়াম রড ✓

খ) আয়রন রড 

গ) প্লাটিনাম রড 

ঘ) গ্রাফাইট রড 


৩) প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ?

ক) রাদারফোর্ড 

খ) বেকারেল ✓

গ) কুরী 

ঘ) স্মিথ 


৪) নিচের মধ্যে কোনটি একটি তেজস্ক্রিয় মৌল ?

ক) সালফার 

খ) পোলোনিয়াম ✓

গ) টেলুরিয়াম 

ঘ) সেলেনিয়াম 


৫) পরমাণুর বিক্রিয়ায় গ্রাফাইট কি হিসেবে ব্যবহৃত হয় ?

ক) পিচ্ছিলকারক পদার্থ 

খ) জ্বালানি 

গ) বিক্রিয়কের সমতুল্য 

ঘ) মধ্যক ✓


৬) পরমাণুর সুস্থিত নিউক্লিয়াস কে ভাঙ্গা যায়। একথা প্রথম কে বলেছিলেন ?

ক) রাদারফোর্ড ✓

খ) মাদাম কুরি 

গ) সেডি 

ঘ) স্মিথ


৭) কোন যন্ত্র দ্বারা তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয় ?

ক) মাসস্পেকট্রোমিটার 

খ) সাইক্লোট্রন 

গ) নিউক্লিয়ার রিঅ্যাক্টর 

ঘ) জিএম কাউন্টার ✓


৮) নিউক্লিয়ার বিক্রিয়া তে নিউট্রনের বেগ কমানো হয় কিসের দ্বারা ?

ক) ভারী জল ✓

খ) সাধারণ জল 

গ) জিংক রড 

ঘ) গলিত কস্টিক সোডা 


৯) X রশ্মি হল -

ক) উচ্চশক্তিসম্পন্ন ইলেকট্রন 

খ) কম শক্তি সম্পন্ন ইলেকট্রন 

গ) উচ্চশক্তিসম্পন্ন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ✓

ঘ) উচ্চশক্তিসম্পন্ন তরঙ্গ


১০) নিচের রশ্মি গুলির মধ্যে কোনটি বায়ু দ্বারা বাধাপ্রাপ্ত হয় ?

ক) আলফা রশ্মি ✓

খ) বিটা রশ্মি 

গ) গামা রশ্মি 

ঘ) X রশ্মি 


১১) যখন ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে নিউট্রন দ্বারা আঘাত করা হয় তখন এটি দুটি প্রায় সমান নিউক্লিয়াসে বিভক্ত হয় এই পদ্ধতিকে কি বলে?

ক) নিউক্লিয় বিভাজন ✓

খ) নিউক্লিয় সংযোজন 

গ) ভৌত পরিবর্তন 

ঘ) কৃত্রিম তেজস্ক্রিয়তা


১২) একটি তেজস্ক্রিয় বস্তু থেকে নির্গত হয়-

ক) আলফা কণা 

খ) বিটা কণা 

গ) গামা কণা 

ঘ) প্রত্যেকটি ✓


১৩) কোন সূত্রের উপর নির্ভর করে হাইড্রোজেন বোমা তৈরি হয় ?

ক) নিউক্লিয় বিভাজন 

খ) নিউক্লিয় সংযোজন✓ 

গ) প্রাকৃতিক তেজস্ক্রিয়তা 

ঘ) কৃত্রিম তেজস্ক্রিয়তা 


১৪) কোন কণাটি ইলেকট্রন এর সঙ্গে সমান?

ক) পজিট্রন 

খ) β- কনা ✓

গ) ফোটন 

ঘ) মেসন


১৫) নিচের কোন কণাটি মৌল তে থাকেনা?

ক) আলফা রশ্মি 

খ) বিটা রশ্মি 

গ) গামা রশ্মি✓ 

ঘ) অ্যানোড রশ্মি


১৬) নিউক্লিয় বিক্রিয়ায় শক্তি নির্গত হয়- এ কথা কে বলে?

ক) চার্লসের সূত্র 

খ) গ্রাহামের সূত্র 

গ) গে লুসাকের সূত্র 

ঘ) আইনস্টাইনের সূত্র✓ 


১৭) নিচের কোনটি তেজস্ক্রিয় নয় ?

ক) রেডিয়াম 

খ) ফ্যান্সিয়াম

গ) ট্রাইটিয়াম

ঘ) জারকোনিয়াম✓


১৮) নিউক্লিয়ার বিক্রিয়ক ও পরমাণু বোমার মধ্যে পার্থক্য কি? 

ক) নিউক্লিয় বিক্রিয়কে কোনরূপ শৃংখল বিক্রিয়া ঘটে না, অন্যদিকে শৃংখল বিক্রিয়া পরমাণু বোমায় সংঘটিত হয়

খ) নিউক্লিয় বিক্রিয়কে সংঘটিত শৃংখল বিক্রিয়াটি  নিয়ন্ত্রিত হয় ✓

গ) নিউক্লিয় বিক্রিয়া কে শৃংখল বিক্রিয়া টি অনিয়ন্ত্রিত 

ঘ) পরমাণু বোমায় শৃংখল বিক্রিয়া হয় না কিন্তু নিউক্লিয় বিক্রিয়কে ঘটে


১৯) একটি পরমাণু থেকে β- কনা নির্গত হলে- 

ক) পরমাণুর প্রোটন সংখ্যা বাড়ে ✓

খ) পরমাণুর নিউট্রন সংখ্যা বৃদ্ধি পায় 

গ) পরমাণুতে প্রোটন সংখ্যা কমে 

ঘ) পরমাণুর প্রোটন ও নিউট্রন সংখ্যার মান পরিবর্তন হয় না


২০) বর্ডারের চোরাচালান করা হয় হলুদ কেক হিসেবে একটি পদার্থ কে । যা হল -

ক) হিরোইনের কোন একটি শক্ত রূপ ভেদ 

খ) কোকেনের কোন একটি শক্ত রূপভেদ 

গ) ইউরেনিয়াম অক্সাইড ✓

ঘ) গোল্ড এর আকরিক 


২১) নিউক্লিয়ার বিকারক তৈরি করার জন্য কোন মৌলটি সবচেয়ে প্রয়োজনীয় ?

ক) কোবাল্ট 

খ) নিকেল 

গ) জারকোনিয়াম ✓

ঘ) টাংস্টেন 


২২) নিস্তড়িত পরমাণুসমূহ থেকে আয়ন গঠিত হয় কার মাধ্যমে? misc ২০১৩

ক) ইলেকট্রন গ্রহণের মাধ্যমে 

খ) ইলেকট্রন বর্জন এর মাধ্যমে 

গ) ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে ✓

ঘ) ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে


২৩) গ্রাফাইট কে নিউক্লিয় চুল্লিতে ব্যবহার করা হয়-WBCS mains 2018

ক) পিচ্ছিলকারক পদার্থ রূপে 

খ) জ্বালানি দণ্ড রূপে 

গ) নিয়ন্ত্রক দণ্ড রূপে ✓ 

ঘ) আবরক রূপে 





No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...