Friday, December 18, 2020

WBP/KP/Abgari Special পর্ব-১২

 

WBP/KP/Abgari Special
পর্ব-১২

১) ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্র তৈরি ও ছাপা হয় কোথায়? WBCS main 2018

ক) কলকাতা
খ) মুম্বাই
গ) নিউ দিল্লি
ঘ) পুনে✓

২) বছরের কোন সময় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয় ? WBCS prelim 2010

ক) জানুয়ারি থেকে ফেব্রুয়ারি
খ) মার্চ থেকে জুনের মাঝামাঝি
গ) জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর ✓
ঘ) অক্টোবর থেকে ডিসেম্বর

৩) নিম্নলিখিত কোন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য লক্ষ্য করা যায় ? WBCS main 2018

ক) কালিম্পং এর লাভা অরণ্য
খ) দক্ষিণ 24 পরগনা সজনেখালি অরণ্য ✓
গ) উড়িষ্যার দণ্ডকারণ্য অরণ্য
ঘ) উত্তরপ্রদেশের করবেট ন্যাশনাল পার্ক

৪) হরিয়ানার অতিপরিচিত পক্ষী অভয়ারণ্য হলো (Bird sanctuary) WBCS mains 2018

ক) সুলতানপুর ✓
খ) ভরতপুর
গ) রাজাজি ন্যাশনাল পার্ক
ঘ) সরিস্কা

৫) পাইন অরণ্যের ধূসর মৃত্তিকা কি নামে পরিচিত ?
SSC CGL 2015

ক) লোহিত মৃত্তিকা
খ) তুন্দ্রা মৃত্তিকা
গ) পডসল মৃত্তিকা✓
ঘ) ধূসর মৃত্তিকা


৬) অ্যামোনিয়া সালফেট সার প্রস্তুতিতে কি ব্যবহৃত হয়?

ক) জিপসাম ✓
খ) কেওলিন
গ) ম্যাগনেটাইট
ঘ) স্টেটাটাইট


৭) ভারতে প্রথম সিমেন্ট শিল্প কোথায় গড়ে ওঠে?

ক) চেন্নাই ✓
খ) মুম্বাই
গ) ডালমিয়া নগর
ঘ) হুগলি


৮) কয়না জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত ?

ক) মহারাষ্ট্র ✓
খ) গুজরাট
গ) কর্ণাটক
ঘ) রাজস্থান


৯) অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে ? WBCS prelims 2006

ক) কলকাতা
খ) আসানসোল
গ) মেদিনীপুর
ঘ) হলদিয়া ✓


১০) সালেম স্টিল প্লান্ট কোন রাজ্যে অবস্থিত ?

ক) অন্ধ্রপ্রদেশ
খ) তামিলনাড়ু ✓
গ) কর্ণাটক
ঘ) কেরালা


১১) জীবাণু প্রতিরোধকারী ঔষধ তৈরি হয় কোথায় ?

ক) কানপুর
খ) ঋষিকেশ
গ) ত্রিবান্দম
ঘ) পিম্প্রি ✓


১২) পশ্চিমবঙ্গে এলুমিনিয়াম ফ্যাক্টরি কোথায় অবস্থিত? WBCS main 2011

ক) ফলতা
খ) আসানসোল ✓
গ) দুর্গাপুর
ঘ) বাটানগর


১৩) গুপ্ত শাসন ব্যবস্থায় পুরপাল কে ছিলেন ?

ক) গ্রামীণ প্রশাসক
খ) নগর প্রশাসক ✓
গ) রাজধানীর প্রশাসক
ঘ) বিজিত এলাকার প্রশাসক


১৪) নাট্য শাস্ত্রের উপর ভিত্তি করে কোন তামিল ধ্রুপদী নৃত্য রীতি গড়ে ওঠে ?

ক) কুচিপুড়ি
খ) ভরতনাট্যম ✓
গ) কথাকলি
ঘ) মনিপুরী


১৫) জয়দেবের গীতগোবিন্দ কোন ভগবানের উপাসনা আলোচনা করে?

ক) রাম
খ) কৃষ্ণ ✓
গ) শিব
ঘ) কালী

১৬) "রাজমুকুট এর প্রতিটি মুক্তা হলো গরিব কৃষকের অশ্রুপূর্ণ চক্ষু থেকে পতিত জমাটবদ্ধ রক্তবিন্দু"-কে বলেছিলেন? WBCS main 2015

ক) আমির খসরু ✓
খ) বদাউনি
গ) ইবন বতুতা
ঘ) অলবিরুনি


১৭) মানব দেহে মোট পেশি সংখ্যা কত?

ক) 639 ✓
খ) 300
গ) 400
ঘ) 439


১৮) পেশির ক্লান্তির জন্য দায়ী -WBCS prelims 2018

ক) কার্বন ডাই অক্সাইড
খ) ক্রিয়েটিনিন
গ) ল্যাকটিক অ্যাসিড ✓
ঘ) ইথাইল অ্যালকোহল


১৯) এমাইলেজ এর উৎপত্তিস্থল হলো-WBCS prelims 2013

ক) মস্তিষ্ক
খ) রক্ত
গ) থাইরয়েড
ঘ) অগ্নাশয় ✓


২০) চায়ের পাত্র আদর্শগতভাবে কিরূপ হওয়া উচিত ?

ক) কালো ও মসৃণ
খ) সাদা ও  মসৃণ✓
গ) সাদা ও অমসৃণ
ঘ) কালো ও অমসৃণ


২১) জলের মধ্যে বায়ুর বুদবুদ কোন লেন্সের মতো কাজ করে ?

ক) উত্তল লেন্স
খ) অবতল লেন্স ✓
গ) উভয়
ঘ) কোনোটিই নয়

২২) টেলিভিশনের রিমোট কন্ট্রোলের নিচের কোন রশ্মি ব্যবহার করা হয় ?

ক) গামা রশ্মি
খ) অবলোহিত রশ্মি ✓
গ) রেডিও তরঙ্গ
ঘ) মাইক্রো তরঙ্গ


২৩) নিচের কোন গ্রাফিক অ্যাপ্লিকেশন একটি বাছাই করা ডিভাইস ? WBCS main 2016

ক) গ্রাফিক টেবিল
খ) জয় স্টিক
গ) মাউস
ঘ) লাইট পেন ✓


২৪) CCD সম্পূর্ণ নাম কি ?

ক) Charge Coupled  Device ✓
খ) Control Circuit Device
গ) Credit Card Device
ঘ) Configuration Control Device


২৫) সম্প্রতি কোথায় 9th International sand festival শুরু হলো?

ক) মহারাষ্ট্র
খ) উড়িষ্যা ✓
গ) অন্ধ্রপ্রদেশ
ঘ) পশ্চিমবঙ্গ


২৬) International Day of bank হিসেবে পালিত হয়?

ক) 1 ডিসেম্বর
খ) 4 ডিসেম্বর✓
গ) 3 ডিসেম্বর
ঘ) 2 ডিসেম্বর


২৭) ICC T20 cricket এ ভারতের রেঙ্ক কত?

ক) 1st
খ) 2nd
গ) 3rd ✓
ঘ) 4th


২৮) Rabindranath Tagore literary prize 2020 কে পেলেন ?

ক) রাজ কমল ঝা✓
খ) অরুন্ধতী রায়
গ) সমীর কুমার খারে
ঘ) শশী থারুর


২৯) 2021 সালে Asia Cup কোন দেশে অনুষ্ঠিত হবে?

ক) শ্রীলংকা✓
খ) বাংলাদেশ
গ) ভারত
ঘ) নেপাল



৩০) সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন Corey Anderson, তিনি কোন দেশের ক্রিকেটার?

ক) ওয়েস্ট ইন্ডিজ
খ) নিউজিল্যান্ড✓
গ) অস্ট্রেলিয়া
ঘ) ইংল্যান্ড










No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...