Wednesday, December 2, 2020

WBP/KP/Abgari Special পর্ব-৯

 


WBP/KP/Abgari Special

পর্ব-৯

১) সম্বর লেক রাজস্থানের কোন শহরের নিকটে অবস্থিত? IAS pre ২০০৪

ক) ভরতপুর

খ) জয়পুর✓

গ) যোধপুর

ঘ) উদয়পুর


২) প্রথম ভারতের কোন রাজ্যে অমর্ত্য সেন দ্বারা তৈরি মানব উন্নয়ন সূচক রিপোর্টটি আছে? IAS  pre ২০০০

ক) পশ্চিমবঙ্গ

খ) কেরালা

গ) মধ্যপ্রদেশ✓

ঘ) অন্ধ্রপ্রদেশ


৩) শিলং শহর কোথায় অবস্থিত? WBCS ( prelim) ২০১৯

ক) নাগা পর্বতে

খ) গারো পর্বতে

গ) খাসি পর্বতে✓

ঘ) মিকির পর্বতে


৪) ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? WBCS ( main) ২০১৮

ক) চাপড়া সৈকত

খ) দিউ সৈকত

গ) আকসা সৈকত

ঘ) মেরিনা সৈকত✓


৫) কোন সুলতান কমার্শিয়াল দপ্তর স্থাপন করেন?

ক) গিয়াসউদ্দিন তুঘলক 

খ) মুহাম্মদ বিন তুঘলক 

গ) ফিরোজ শাহ তুঘলক ✓

ঘ) আলাউদ্দিন খলজী 


৬) গুরু নানকের মৃত্যুর পর কে দ্বিতীয় শিখ গুরু হন?

ক) অর্জুন সিং 

খ) অঙ্গদ ✓

গ) রামদাস 

ঘ) অমর দাস


৭) হীরক কে উজ্জ্বল লাগে কেন?

ক) তেজস্ক্রিয় তার জন্য

খ) আলো নিক্ষেপ করে বলে 

গ) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এর জন্য✓ 

ঘ) বেশি ঘনত্ব বলে 


৮) খাদ্য পরিপাকের জন্য পাকস্থলীতে কোন এসিড তৈরি হয়? 

ক) ইউরিক অ্যাসিড 

খ) হাইড্রোক্লোরিক অ্যাসিড ✓ 

গ) সালফিউরিক অ্যাসিড 

ঘ) নাইট্রিক অ্যাসিড 


৯) গ্লোমেরুলাস কোথায় থাকে ?

ক) নিউরনে 

খ) নেফ্রনে ✓ 

গ) প্লাস্টিডে

ঘ) কোনোটিই নয় 


১০) কুইনাইন কোন রাসায়নিক যৌগ শ্রেণীর অন্তর্গত? 

ক) ক্ষার 

খ) উপক্ষার ✓ 

গ) ক্ষারক 

ঘ) অ্যাসিড


১১) গাছের বৃদ্ধি পরিপোষক হরমোন হল- 

ক) থাইরক্সিন 

খ) ইথিলিন 

গ) অক্সিন ✓ 

ঘ) ফ্লোরিজেন 


১২) রক্তের অন্যতম উপাদান হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে ? 

ক) ম্যাগনেসিয়াম 

খ) তামা 

গ) দস্তা 

ঘ) লোহা ✓


১৩) স্পর্শ করলে লজ্জাবতী পাতা গুলো বুজে যায়। এটি কি ধরনের চলন? 

ক) সিসমোন্যাস্টিক ✓

খ) ফার্মন্যাস্টিক 

গ) ফটনাস্টিক 

ঘ) থার্মোন্যাস্টিক


১৪) 'M-15' কোন দেশের গুপ্তচর সংস্থা?

ক) রাশিয়া 

খ) ভিয়েতনাম 

গ) ব্রিটেন ✓

ঘ) আমেরিকা


১৫) যে যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ আধানের উপস্থিতি জানা যায় তাকে কি বলে?

ক) ইলেকট্রোস্কোপ ✓ 

খ) কমিউটেটর

গ) হাইড্রোস্কোপ 

ঘ) ডায়নামোমিটার


১৬) বৃক্কের গঠনগত ও কার্যগত একক কি? 

ক) নেফ্রিডিয়া 

খ) নেফ্রন ✓

গ) বৃক্কীয় নালিকা 

ঘ) ম্যালপিজিয়ান নালিকা 


১৭) নিউট্রন বিহীন পরমাণু নাম কি?

ক) হাইড্রোজেন 

খ) অক্সিজেন 

গ) কার্বন 

ঘ) সাধারণ হাইড্রোজেন ✓


১৮) কত ডিগ্রি উষ্ণতায় পারদ বাষ্পে পরিণত হয়?

ক) 39 ডিগ্রী সেলসিয়াস 

খ) 100 ডিগ্রী সেলসিয়াস 

গ) 357 ডিগ্রী সেলসিয়াস✓ 

ঘ) 257 ডিগ্রী সেলসিয়াস 


১৯) একটি ওয়াটার পোলো দলে কতজন সদস্য থাকেন?

ক) চারজন 

খ) পাঁচজন 

গ) 6 জন 

ঘ) 7 জন✓


২০) বি .ও. টি কিসের একক?

ক) রোধের একক 

খ) আলোকবর্ষের একক 

গ) তড়িৎ শক্তি খরচ এর একক✓

ঘ) রোধাঙ্কের একক 


২১) "প্যাঁক" শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?

ক) ক্রিকেট 

খ) ফুটবল 

গ) আইস্ হকি ✓

ঘ) টেবিল টেনিস


২২) লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি?

ক) নাইট্রাস অক্সাইড ✓

খ) নাইট্রিক অক্সাইড 

গ) নাইট্রিক অ্যাসিড 

ঘ) কোনাটিই নয়


২৩) জন্ডিস শরীরের কোন অংশকে আক্রান্ত করে?

ক) বৃক্ক

খ) যকৃত✓

গ) পাকস্থলী 

ঘ) অগ্নাশয়


২৪) সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে?

ক) প্রধানমন্ত্রী 

খ) রাষ্ট্রপতি 

গ) স্পিকার✓

ঘ) উপরাষ্ট্রপতি


২৫) নিম্নলিখিত কোন টি কম অগ্নিদাহ্য?

ক) সুতি✓ 

খ) রেয়ন 

গ) টেরিকট 

ঘ) নাইলন 


২৬) বিশ্বের সর্বাধিক পরিমাণ নিকেল কোন রাষ্ট্র উৎপাদন করে?

ক) ফ্রান্স 

খ) কানাডা ✓

গ) আর্জেন্টিনা 

ঘ) ব্রিটেন 


২৭) কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল মাস্ক না পরার জন্য 2000 টাকা জরিমানা ঘোষণা করল?

ক) পুদুচেরি

খ) মধ্যপ্রদেশ

গ) দিল্লি✓

ঘ) গুজরাট


২৮) সম্প্রতি কোথায় তুঙ্গভদ্রা পুষ্করম  মহোৎসব এর উদ্বোধন হলো?

ক) অন্ধ্রপ্রদেশ✓

খ) উত্তর প্রদেশ

গ) মধ্যপ্রদেশ

ঘ) কর্ণাটক


২৯) সম্প্রতি কে মহিলাদের স্বশক্তিকরণ এর জন্য লীলাবতী পুরস্কার 2020 চালু করলেন?

ক) নির্মলা সীতারামন

খ) রমেশ পোখরিয়াল✓

গ) স্মৃতি ইরানি

ঘ) নরেন্দ্র মোদি


৩০) British Fashion Council-এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন অভিনেত্রী?

ক) করিনা কাপুর

খ) প্রিয়াঙ্কা চোপড়া✓

গ) ভূমি পাদনেকার

ঘ) কিয়ারা আদভানী











No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...