Bengali Current Affairs 2nd December, 2020
1.ভারত, শ্রীলংকা এবং মালদ্বীপের মধ্যে National Security Advisor Level Meeting-এর চতুর্থ সংস্করণ অনুষ্ঠিত হলো কোথায়?
ⓐ নিউ দিল্লি
ⓑ কলম্বো✓
ⓒ ম্যালে
ⓓ মুম্বাই
∎ National Security Advisor Ajit doval, Sri Lanka Defence Secretary Major General Kamal Gunaratne, Maldives Foreign Minister Maria Didi এই সভায় অংশগ্রহণ করে।
∎ ভারত, শ্রীলংকা এবং মালদ্বীপের এলাকায় নিজেদের মধ্যেকার সুরক্ষা বলয় বাড়িয়ে তোলার জন্য এই সভা অনুষ্ঠিত হয়।
2. ‘পরিবর্তন’-নামে পঞ্চায়েত নিউজলেটার রিলিজ করলো কোন রাজ্য?
ⓐ গোয়া
ⓑ জম্মু-কাশ্মীর✓
ⓒ লাদাখ
ⓓ মহারাষ্ট্র
∎ প্রথমবার জম্মু-কাশ্মীরের অফিসিয়াল ৫টি ভাষায় এটি রিলিজ করলেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা
∎ ৫টি অফিসিয়াল ভাষা হলো- ডোগরী, উর্দু, হিন্দি, কাশ্মীরি এবং ইংরাজি
3.UN World Food Programme-এর সঙ্গে Letter of Understanding(LoU) স্বাক্ষর করলো কোন রাজ্য?
ⓐ গুজরাট
ⓑ রাজস্থান✓
ⓒ অন্ধ্রপ্রদেশ
ⓓ উত্তরপ্রদেশ
∎ রাজধানী- জয়পুর
∎ মুখ্যমন্ত্রী- অশোক গেহলট
∎ রাজ্যপাল- কালরাজ মিশ্র
4.ওড়িশা ক্রিকেট এসোসিয়েশনের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ প্রকাশ রঞ্জন
ⓑ প্রভঞ্জন মল্লিক✓
ⓒ মানস মাইতি
ⓓ প্রদ্যুত মিশ্র
∎ ওড়িশা ক্রিকেট এসোসিয়েশনের হেডকোয়াটার- কটক
∎ প্রতিষ্ঠা সাল- ১৯৬১
∎ প্রেসিডেন্ট- পঙ্কজ লোচন মোহান্তি
5.ভারতীয় ক্রিকেটার হিসাবে দ্রুততম ১০০০ ODI রান করলো কে?
ⓐ কে.এল রাহুল
ⓑ হার্দিক পান্ডিয়া✓
ⓒ বিরাট কোহলি
ⓓ রোহিত শর্মা
∎ ৮৫৭টি বলে এই রান রেকর্ড গড়লেন।
6.ভারতের প্রথম ‘Organ Donor Memorial’ স্থাপিত হলো কোথায়?
ⓐ গুয়াহাটি
ⓑ জয়পুর✓
ⓒ গান্ধীনগর
ⓓ মুম্বাই
7.উচ্চ বিদ্যালয়ে পাশের হার বৃদ্ধি করতে ‘Mission Zero F’ উদ্যোগ লঞ্চ করলো কোন রাজ্য?
ⓐ ত্রিপুরা
ⓑ উড়িষ্যা✓
ⓒ পাঞ্জাব
ⓓ পশ্চিমবঙ্গ
∎ রাজধানী- ভুবনেশ্বর
∎ মুখ্যমন্ত্রী- নবীন পটনায়েক
∎ রাজ্যপাল- গনেশী লাল
8.ললিত কলা একাডেমীর ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন কে?
ⓐ নন্দলাল বোস
ⓑ ড. নন্দ লাল ঠাকুর✓
ⓒ কৃষ্ণেন্দু শর্মা
ⓓ কৌশিক ভট্টাচার্য
∎ হেডকোয়াটার- দিল্লি
∎ প্রতিষ্ঠা সাল- ১৯৫৪ সালের ৫ই আগস্ট
9.Border Roads Organization-এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ রাকেশ কুমার
ⓑ হারপাল সিং
ⓒ রাজীব চৌধুরী✓
ⓓ মোহিত শর্মা
∎ হেডকোয়াটার- নিউ দিল্লি
∎ প্রতিষ্ঠা সাল- ১৯৬০ সালের ৭ই মে
∎ প্রতিষ্ঠাতা- জওহরলাল নেহেরু
10. ‘Computer Security Day’ পালন করা হয় কবে?
ⓐ ২৯শে ডিসেম্বর
ⓑ ৩০শে নভেম্বর✓
ⓒ ১লা ডিসেম্বর
ⓓ ২৮শে নভেম্বর
11. 'বিশ্ব এডস দিবস’ পালন করা হয় কবে?
ⓐ ৩০শে নভেম্বর
ⓑ ১লা ডিসেম্বর✓
ⓒ ২রা ডিসেম্বর
ⓓ ২৫শে জানুয়ারী
∎ বিশ্ব এইডস দিবস একটি আন্তর্জাতিক দিবস।
∎ 1988 সাল থেকে প্রতি বছর ১ ডিসেম্বর দিনটিকে বিশ্ব এইডস দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে।
∎ ২০২০ সালের থিম ছিল-'Ending the HIV/AIDS Epidemic: Resilience and Impact'
12. কোন বেসরকারি ব্যাংক Worldline এর সহযোগিতায় POS terminals গুলোতে এর SMS pay এর কার্যকারিতা চালু হলো?
ⓐ Axis Bank
ⓑ ICICI Bank
ⓒ Yes Bank
ⓓ HDFC Bank
∎ Worldline হল French payment service company
∎ A point of sale POS terminal is a computerized replacement for the cash register which can process credit and debit cards.
∎ Yes Bank MD and CEO : Prashant Kumar
∎ Yes Bank founder : Rana Kapoor
∎ Yes Bank founded : 2004
∎ Yes Bank Headquarters : Mumbai, Maharashtra
13. Livinguard এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন?
ⓐ সৌরভ গাঙ্গুলী✓
ⓑ রাহুল দ্রাবিড়
ⓒ বিরাট কোহলি
ⓓ মহেন্দ্র সিং ধোনি
∎ Livinguard এর Covid-19 সুরক্ষামূলক মুখোশ এবং গ্লাভস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হলেন ।
14. On the Move : My Journey As A Relentless Entrepreneur এই বইটির লেখক কে?
ⓐ রতন নাভাল
ⓑ হরি খেমকা✓
ⓒ অরুন্ধতী রায়
ⓓ শশী থারুর
∎ The Book Published by - Harper Collins India
15. Indian Icon- A Cult Called Royal Enfield এই বইটির লেখক কে?
ⓐ বিক্রম চ্যাটার্জী
ⓑ অমৃত রাজ ✓
ⓒ আর কে নারায়ন
ⓓ শশী থারুর
∎ Royal Enfield brand এবং কে এটা তৈরি করেছে তা নিয়ে এই বইটিতে বর্ণিত আছে।
16. কোন রাজ্য সম্প্রতি project-based লার্নিং চালু করল?
ⓐ কর্ণাটক ✓
ⓑ তামিলনাড়ু
ⓒ অন্ধ্রপ্রদেশ
ⓓ উড়িষ্যা
∎ কর্নাটকের রাজধানী- ব্যাঙ্গালোর
∎ কর্নাটকের মুখ্যমন্ত্রী - বিএস ইয়েদদুরাপ্পা
∎ কর্নাটকের রাজ্যপাল - বাজুভাই বালা
17. সম্প্রতি ভারত কোন দেশের সাথে পরিবেশ ও জীব বৈচিত্র সংরক্ষণের বিষয়ে চুক্তি করলো?
ⓐ নেদারল্যান্ড
ⓑ ফিনল্যান্ড ✓
ⓒ ফ্রান্স
ⓓ জার্মানি
∎ ফিনল্যান্ড এর রাজধানী - হেলসিঙ্কি
∎ ফিনল্যান্ড এর মুদ্রা - ইউরো
18. সম্প্রতি QS Asia University Ranking 2021 এ কোন ইউনিভার্সিটি প্রথম স্থানে অবস্থিত?
ⓐ National University of Singapore ✓
ⓑ Delhi University
ⓒ Jawaharlal Nehru University
ⓓ Beijing University
∎ মোট 650 টি ইউনিভার্সিটির তালিকা এখানে প্রকাশিত হয়েছে।
∎ ভরতের 107 টি ইউনিভার্সিটি এখানে স্থান পেয়েছে।
19. নিম্নের কে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 22000 রান করে রেকর্ড গড়লেন?
ⓐ রোহিত শর্মা
ⓑ শিখর ধাওয়ান
ⓒ বিরাট কোহলি ✓
ⓓ কেউ না
∎ মাত্র 462 টি ইনিংস খেলে এই রেকর্ড গড়লেন ।
20. ভারতীয় সেনা কোথায় সাইকেল অভিযান চালু করলো?
ⓐ গুজরাট
ⓑ রাজস্থান
ⓒ গুজরাট ও রাজস্থান ✓
ⓓ পশ্চিমবঙ্গ
21. 33 তম PRAGATI MEETING এ কে সভাপতিত্ব করলেন ?
ⓐ নরেন্দ্র মোদি ✓
ⓑ রাজনাথ সিং
ⓒ কিরণ রিজিজু
ⓓ নরেন্দ্র সিং তোমার
∎ PRAGATI stands for “Pro-Active Governance and Timely Implementation”.
∎ দশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত প্রায় ১.৪১ লক্ষ কোটি টাকার প্রকল্প করা হয়েছে।
∎ এর মধ্যে ওড়িশা, মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, গুজরাট, হরিয়ানা, মধ্য প্রদেশ, রাজস্থান এবং দাদ্রা এবং নগর হাভেলি অন্তর্ভুক্ত ছিল।
No comments:
Post a Comment