WBP/KP/Abgari Special
পর্ব-১১
১) International Day of tropics প্রতি বছর পালন করা হয় কোন দিন ?
ক) 23 মার্চ
খ) 4 জুলাই
গ) 22 সেপ্টেম্বর
ঘ) 29 জুন ✓
২) ভূপৃষ্ঠ থেকে মেসোস্ফিয়ার এর দূরত্ব কত ?
ক) 30 কিমি
খ) 50 কিমি
গ) 70 কিমি
ঘ) 80 কিমি✓
৩) জীবাশ্ম দাহ করলে কোন গ্রিনহাউস গ্যাস নির্গত হয় ?
ক) কার্বন ডাই অক্সাইড ✓
খ) মিথেন
গ) ওজোন
ঘ) নাইট্রাস অক্সাইড
৪) চুম্বি উপত্যকা কোন সীমান্তে রয়েছে ?
ক) সিকিম - ভুটান ✓
খ) নেপাল- সিকিম
গ) বিহার - নেপাল
ঘ) আসাম - বাংলাদেশ
৫) তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত ?
ক) দামোদর
খ) কংসাবতী
গ) শিলাবতী
ঘ) ময়ূরাক্ষী✓
৬) পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে ?
ক) পলিমাটি
খ) লবণাক্ত মাটি
গ) ল্যাটেরাইট মাটি ✓
ঘ) তরাই মাটি
৭) কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে?
ক) 1991 সালে
খ) 1990 সালে
গ) 1992 সালে ✓
ঘ) 1994 সালে
৮) কলকাতার কাছে ঘুসুড়িতে ভারতের প্রথম কার্পাস বস্ত্র বয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয় ?
ক) 1818 সালে ✓
খ) 1821 সালে
গ) 1819 সালে
ঘ) 1823 সালে
৯) বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশ হলো -
ক) ভারত ✓
খ) আমেরিকা যুক্তরাষ্ট্র
গ) চীন
ঘ) অস্ট্রেলিয়া
১০) বাঁশ, তুষ ও ন্যাকরা দ্বারা কোন শিল্প গড়ে ওঠে ?
ক) রাসায়নিক
খ) সার
গ) কার্পাস
ঘ) পেপার ✓
১১) " ডাফরিনের মস্তিষ্ক থেকে কংগ্রেসের জন্ম"- কে এই মত পোষণ করেছিলেন?
ক) লালা লাজপত রায় ✓
খ) উমেশচন্দ্র ব্যানার্জি
গ) সুরেন্দ্রনাথ ব্যানার্জি
ঘ) সিএফ এন্ড্রুজ
১২) ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা কাকে বলা হয়?
ক) উইলিয়াম অ্যাডাম
খ) অ্যানি বেসান্ত
গ) মেটকাফ ✓
ঘ) লর্ড ক্যানিং
১৩) তিলক কাকে "ভারতের হীরা" বলেছেন ?
ক) গোপালকৃষ্ণ গোখলে ✓
খ) জহরলাল নেহেরু
গ) চিত্তরঞ্জন দাস
ঘ) বল্লভ ভাই প্যাটেল
১৪) আমরাবতী শিল্পকলার পৃষ্ঠপোষক কোন রাজারা ছিলেন ?
ক) মৌর্য
খ) কুশান
গ) সাতবাহন ✓
ঘ) পাল
১৫) কোন ভারতীয় রাজা নেপোলিয়নকে ভারত থেকে ইংরেজদের বিতারিত করতে অনুরোধ করেছিলেন?
ক) ঝাঁসির রানী
খ) জয়সিংহ
গ) শিবাজী
ঘ) টিপু সুলতান ✓
১৬) "মিশ্র অর্থনীতি" কথাটির অর্থ কি?
ক) ক্ষুদ্রায়তন এবং বৃহদায়তন শিল্প সহবস্থান✓
খ) ধনী এবং দরিদ্রের সহাবস্থান
গ) সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে র সহাবস্থান
ঘ) কৃষি এবং ভারী শিল্প উভয়কে সমান গুরুত্ব প্রদান
১৭) ধাতু শংকর কি ?
ক) মিশ্র ধাতু যাতে কার্বন থাকে
খ) মিশ্র ধাতু যার ক্ষয় রোধের ক্ষমতা বেশি
গ) মিশ্র ধাতু যার একটি উপাদান পারদ ✓
ঘ) উচ্চ রং যুক্ত মিশ্র ধাতু
১৮) ভারতীয় সংসদ কি নিয়ে গঠিত ?
ক) কেবলমাত্র লোকসভা
খ) কেবলমাত্র রাজ্যসভা
গ) লোকসভা এবং রাজ্যসভা
ঘ) লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি ✓
১৯) লবঙ্গ আহরণ করা হয় কোন অংশ থেকে ?
ক) মূল
খ) কান্ড
গ) পাতা
ঘ) ফুলের মুকুল✓
২০) গর্ভাবস্থায় নিচের কোনটির টিকা দেওয়া হয় না ?
ক) হেপাটাইটিস
খ) টাইফয়েড
গ) মামস ✓
ঘ) হেপাটাইটিস B
২১) ম্যাজিক বুলেট কি ?
ক) মানুষ নিধনের জন্য ব্যবহৃত বুলেট
খ) কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া নির্ধারিত অঙ্গে ড্রাগ এর ব্যবহার✓
গ) গাইডেড মিসাইল
ঘ) উচ্চক্ষমতাসম্পন্ন আণুবীক্ষণিক যন্ত্র
২২) মানুষের শরীরের কোন অঙ্গটি ভারসাম্য রক্ষা করে ?
ক) কানের ভেতরের অংশটি ✓
খ) মেরুদন্ড
গ) অগ্রমস্তিষ্ক
ঘ) পিটুইটারি গ্রন্থি
২৩) সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে খানিকটা বেশি চওড়া লাগে। কারণ কি ?
ক) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
খ) বায়ুমণ্ডলীয় প্রতিফলন
গ) বায়ুমণ্ডলীয় প্রতিসরণ✓
ঘ) প্রান্তীয় অবস্থান
২৪) "কৃত্রিম বীজ" তৈরিতে কিসের প্রলেপ দেওয়া হয় ?
ক) সোডিয়াম সাইট্রেট
খ) সোডিয়াম অক্সালেট
গ) সোডিয়াম অ্যালজিনেট ✓
ঘ) সেলুলোজ
২৫) বেগুন আর টমেটোর শংকর কে কি বলে ?
ক) পোমেটো
খ) বোমেটো✓
গ) বিমেটো
ঘ) টয়েন জল
২৬) নিচের কোনটি data processing থেকে প্রাপ্ত ?
ক) তথ্য (information) ✓
খ) ডেটা (data)
গ) সফটওয়্যার প্রোগ্রাম (software program)
ঘ) সিস্টেম (system)
২৭) কম্পিউটারে IC হল -
ক) Internal Circuit
খ) Integrated Circuit ✓
গ) Integrated Current
ঘ) Integrated Charge
২৮) সম্প্রতি কোন দেশ বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে চাঁদের পৃষ্ঠে পতাকা উত্তোলন করল ?
ক) রাশিয়া
খ) জাপান
গ) চীন✓
ঘ) ভারত
২৯) Indian armed forces Flag Day (ভারতীয় সশস্ত্র বাহিনীর পতাকা দিবস) কবে পালিত হয় ?
ক) 5 ডিসেম্বর
খ) 7 ডিসেম্বর ✓
গ) 8 ডিসেম্বর
ঘ) 6 ডিসেম্বর
৩০) দেশের সেরা পুলিশ স্টেশনের তকমা পেল Nongpok Sekmai Police Station, এটি কোন রাজ্যে অবস্থিত?
ক) নাগাল্যান্ড
খ) মেঘালয়
গ) মনিপুর✓
ঘ) আসাম
No comments:
Post a Comment