Sunday, December 13, 2020

Bengali Current Affairs 14th December, 2020

Bengali Current Affairs 14th December, 2020

1. ‘PM-WANI Scheme’-টি কোন বিষয়ের সঙ্গে যুক্ত?

ⓐ মহিলা ক্ষমতায়ন

ⓑ ওয়াই-ফাই পরিষেবা✓

ⓒ জল সরবরাহ

ⓓ কর ব্যবস্থা

◑ এই স্কিমের মাধ্যমে সারা দেশে ওয়াই-ফাই পরিষেবা দেওয়ার জন্য অনুমোদন করলো কেন্দ্র।


2.সম্প্রতি পদত্যাগকারী Ludovic Orban(লুডোভিক অরবান) কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?

ⓐ সুইডেন

ⓑ রোমানিয়া✓

ⓒ ফিলিপাইন

ⓓ ইতালি

◑ রাজধানী-Bucharest

◑ মুদ্রার নাম- রোমানিয়ান লেউ

◑ রাষ্ট্রপতি- Klaus Iohannis(ক্লাউস ইওহান্নিস)


3. ভারতের কোন রাজ্য PETA India's 2020 'most vegan friendly state' award জিতল ?

ⓐ উড়িষ্যা 

ⓑ গোয়া✓ 

ⓒ উত্তর প্রদেশ 

ⓓ মধ্যপ্রদেশ

◑ গোয়ার মুখ্যমন্ত্রী: প্রমোদ সাওয়ান্ত

◑ গোয়ার রাজ্যপাল : ভগৎ সিং কশিয়ারী

◑ গোয়ার রাজধানী - পানাজি


4. FICCI India Sports Awards 2020-তে পুরুষ বিভাগে ‘স্পোর্টস পারসন অফ দ্যা ইয়ার’ সম্মান পেলেন কে?

ⓐ অমিত পানঘল

ⓑ বজরং পুনিয়া✓

ⓒ সুশীল কুমার

ⓓ যোগেশ্বর দত্ত

◑ মহিলা বিভাগে এই সম্মান পেলেন শ্যুটার

 Elavenil Valarivan (ইলাভেনিল ভালারিওয়ান)


5. 2020 সালে Dada Saheb Phalke icon  award কাকে  সম্মানিত করা হলো ?

ⓐ Anangsha Biswas✓

ⓑ Vidya Balan 

ⓒ Sonu Sood 

ⓓ Amitabh bacchan

◑ Web television series Mirzapur & Mirzapur 2 তে Anangsha Biswas জরিনা বেগম এর চরিত্রে অভিনয় করেন।

◑ Mirzapur Director:  Karan Anshuman, Gurmeet Singh, Mihir Desai


6.বিহারের শোন নদীর উপর কোইলওয়ার ব্রিজের উদ্বোধন করলেন কে?

ⓐ নরেন্দ্র মোদী

ⓑ নীতিশ কুমার

ⓒ নিতিন গাদকারী✓

ⓓ রামনাথ কোবিন্দ

◑ তিনি বর্তমানে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী।

◑ ১.৫ কিমি দীর্ঘ এই ব্রিজটি ৩টি লেনে বিভক্ত।

◑ এটিই বিহার ও উত্তরপ্রদেশের মধ্যে পরিবহনের জন্য বৃহত্তম পথ।


7.টাইম ম্যাগাজিনের দ্বারা ‘Person of the Year’ হিসাবে যৌথভাবে সম্মানিত হলেন কারা?

ⓐ জো বাইডেন ও কমলা হ্যারিস✓

ⓑ বিল গেটস ও মেলিন্ডা গেটস

ⓒ নরেন্দ্র মোদী ও নির্মলা সিথারামন

ⓓ এদের কেউই নন

◑ আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন এবং উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস।


8.সম্প্রতি কোন দেশের সঙ্গে প্রথমবার ভার্চুয়াল সামিট অনুষ্ঠিত করলো ভারত?

ⓐ ইজরায়েল

ⓑ উজবেকিস্তান✓

ⓒ আফগানিস্তান

ⓓ কিরগিস্তান

◑ রাজধানী- তাশখন্দ

◑ মুদ্রার নাম- সোম

◑ বর্তমান রাষ্ট্রপতি- Shavkat Mirziyoyev (শওকত মিরজিওয়েভ)


9.রাজ্যে মহিলা ও শিশুদের বিরুদ্ধে নৃশংসতামূলক ঘটনা কমানোর জন্য ‘শক্তি অ্যাক্ট’ বিল পাশ করলো কোন রাজ্য?

ⓐ গুজরাট

ⓑ মহারাষ্ট্র✓

ⓒ উত্তরপ্রদেশ

ⓓ দিল্লি

◑ মহারাষ্ট্রের রাজধানী : মুম্বাই 

◑ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী : উদ্ভব ঠাকরে 

◑ মহারাষ্ট্রের রাজ্যপাল : ভগৎ সিং কষিয়ারী


10. কৃষি মন্ত্রণালয় ভারতের প্রথম কোন কেন্দ্রশাসিত অঞ্চল কে 100% জৈবিক হিসেবে ঘোষণা করল?

ⓐ জম্মু-কাশ্মীর 

ⓑ দিল্লি 

ⓒ লাক্ষাদ্বীপ ✓

ⓓ আন্দামান নিকোবর

◑ এখানে কৃষি ক্ষেত্রে কোন কীটনাশক ব্যবহার করা হয় না ফলে খাদ্য থাকে নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত।

◑ ভারতের প্রথম রাজ্য হিসেবে সম্পূর্ণ জৈব হিসেবে ঘোষণা করা হয় সিকিম রাজ্য কে।

◑লাক্ষা দ্বীপের রাজধানী :কাভারাত্তি


11. 'Romancing Targets Get Closer To Selling in 7 Steps ' বইটির লেখক কে ?

ⓐ শশী থারুর 

ⓑ নিধি ভাধেরা✓

ⓒ অরুন্ধতী রায় 

ⓓ বাণী বসু


12. কে " Tie Global summit 2020 lifetime achievement award এ  মনোনীত হলেন ?

ⓐ মুকেশ আম্বানি 

ⓑ বিল গেটস ✓

ⓒ আজিম প্রেমজি 

ⓓ রতন টাটা

◑ বিল গেটস মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা 

◑ Microsoft CEO : Satya Nadella 

◑ Microsoft headquarter : Washington, United State

◑ Microsoft founded : 1975, 4th April 


13.  জম্মু কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন ?

ⓐ রাজেশ বিন্দাল✓

ⓑ সঞ্জয় শর্মা

ⓒ রাজেশ বসু 

ⓓ দীনেশ চাড্ডা

◑ জম্মু-কাশ্মীর হাইকোর্ট 1928 সালে প্রতিষ্ঠিত হয় ।

◑ Jammu Kashmir Lieutenant governor: Manoj Sinha 

◑ জম্মু-কাশ্মীরের রাজধানী - জম্মু (শীত কালীন) শ্রীনগর (গ্রীষ্ম কালীন)

◑Ladakh Lieutenant governor- Radha Krishna Mathur 

◑ Ladakh  capital - Leh


14. International universal health coverage day কবে পালিত হয় ?

ⓐ 10 ডিসেম্বর 

ⓑ 11 ডিসেম্বর 

ⓒ 12 ডিসেম্বর ✓

ⓓ 13 ডিসেম্বর

◑ 12 ডিসেম্বর ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির তরফ থেকে বিশ্বজুড়ে International universal health coverage day পালন করা হয়।

◑ Theme : ' Health for all : PROTECT EVERYONE'


15. পার্বত্য উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য গুলির মধ্যে কোন রাজ্য PM-SVANidhi বাস্তবায়নের ক্ষেত্রে প্রথম স্থান দখল করেছে?

ⓐ ত্রিপুরা

ⓑ মনিপুর ✓

ⓒ মেঘালয় 

ⓓ মিজোরাম 

◑ PM-SVANidhi : Pradhan mantri Street vendors Atma nirbhar Nidhi

◑ মনিপুরের মুখ্যমন্ত্রী  : এন. বীরেন সিং

◑ মণিপুরের রাজ্যপাল : নাজমা হেপতুল্লা

◑ মনিপুরের রাজধানী : ইম্ফল


16. টাইম ম্যাগাজিনের "Athlete of the Year 2020" হিসেবে কে নির্বাচিত হলেন ?

ⓐ Lebron James ✓

ⓑ Lionel Messi

ⓒ Rodger Federer 

ⓓ Virat Kohli 

◑ Lebron Jamesএকজন বিখ্যাত বাস্কেট বল খেলোয়াড়। তিনি আমেরিকার বাসিন্দা।


17. ICC ODI ranking এ ব্যাটসম্যান হিসেবে কে প্রথম স্থান দখল করল ?

ⓐ বিরাট কোহলি✓ 

ⓑ বাবর আজম 

ⓒ রোহিত শর্মা 

ⓓ কেউ নয় 

◑ ICC ODI ranking এ ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করেছে রোহিত শর্মা এবং তৃতীয় স্থানে আছে পাকিস্তানের বাবর আজম।

◑ ICC ODI bowling ranking ব্যাটসম্যান হিসেবে  প্রথম স্থান অধিকার করেছে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট এবং তৃতীয় স্থানে আছে জসপ্রীত বুমরাহ।


18.সম্প্রতি আন্তর্জাতিক ভারতী উৎসব কে উদ্বোধন করলেন ?

ⓐ নরেন্দ্র মোদি ✓

ⓑ রাজনাথ সিং 

ⓒ নির্মলা সীতারামন 

ⓓ কেউ নয়

◑ তামিলনাডুর  বিখ্যাত কবি ,লেখক , ও সাংবাদিক মহাকবি সুব্রমনিয়ম ভারতির 138 তম জন্মবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক ভারতী উৎসবের আয়োজন করা হয়েছে।

◑ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই উৎসবের উদ্বোধন করলেন।


19. 5th India water impact summit 2020 কে উদ্বোধন করলেন?

ⓐ গজেন্দ্র সিং 

ⓑ নরেন্দ্র সিং তোমার 

ⓒ নীতিন গড়করি

ⓓ রতনলাল কাটারিয়া ✓

◑ Theme : River Conservation Synchronised Development


20. কোন ভারতীয় সংস্থা বিশ্বে প্রথম NB-IOT( narrow band internet of things)  স্যাটেলাইট লঞ্চ করল?

ⓐ Reliance jio 

ⓑ BSNL ✓

ⓒ Airtel 

ⓓ Tata indicom

◑ BSNL : Bharat sanchar Nigam Limited

◑ উদ্দেশ্য হলো ভারতের একেবারে প্রত্যন্ত অঞ্চলে এমনকি মাঝ সমুদ্রে যাতে কম মূল্যে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া যায়  তাই জন্যBSNL এই স্যাটেলাইট লঞ্চ করল ।

◑ BSNL CEO: Pravin Kumar Purwar 

◑ BSNL Headquarters: New Delhi

◑ Founder: Government of India


21. কোন রাজ্যে জগন্নাথ জীব ক্রান্তি যোজনা চালু হলো

ⓐ ত্রিপুরা 

ⓑ অন্ধ্রপ্রদেশ ✓

ⓒ মেঘালয় 

ⓓ ঝারখান্ড 

◑ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি জগন্নাথ জীব ক্রান্তি যোজনা চালু করেছেন ।

◑ এই প্রকল্পের উদ্দেশ্য হল গৃহপালিত পশুদের জন্য ঋণ প্রদান করা ।

◑ অন্ধ্রপ্রদেশের রাজধানী : Legislative- amaravathi , Executive : Visakhapatnam Judicial :  Kunal 

◑ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী : জগনমোহন রেড্ডি 

◑ অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল : বিশ্ব ভূষণ হরিচন্দন 

◑ অন্ধ্রপ্রদেশ সরকার মোবাইল হ্যান্ডওয়াশ পরিষেবা স্টেশন চালু করেছে, জগন্না  বিদ্যা যোজনা চালু করেছে, কোভিড ফার্মা অ্যাপ চালু করেছে , জল কলা যোজনা চালু করেছে , যোগন্না থারু যোজনা চালু করেছে, কোদপ্পা জেলা জল সংরক্ষণের জন্য জাতীয় পুরষ্কার পেল সারা ভারতে প্রথম, সম্প্রতি তুঙ্গ ভদ্রা পুষ্কর উৎসব পালিত হলো অন্ধ্রপ্রদেশে ।


22. কোন দিনটি আন্তর্জাতিক নিরপেক্ষতা (International Neutrality Day) দিবস হিসেবে পালন করা হয় ?

ⓐ 10 ডিসেম্বর 

ⓑ 11 ডিসেম্বর 

ⓒ 12 ডিসেম্বর✓ 

ⓓ 13 ডিসেম্বর

◑ ইউনাইটেড নেশন এর জেনারেল অ্যাসেম্বলি দ্বারা 2017 সাল থেকে প্রত্যেক বছর 12 ডিসেম্বর দিনটি আন্তর্জাতিক নিরপেক্ষতা দিবস হিসেবে পালন করা হয়।

◑ United Nations Headquarter : New York City

◑ Secretary‑General : António Guterres

◑ Founded: 24 October, 1945


23. প্রয়াত  হলেন পাওলি রশি। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?

ⓐ ক্রিকেট 

ⓑ ফুটবল✓

ⓒ টেনিস 

ⓓ হকি

◑ পাওলি রশি একজন বিখ্যাত ফুটবলার ছিলেন ।

◑ তিনি ইটালির হয়ে খেলতেন।

◑ 1982 সালে ফুটবল বিশ্বকাপ জয়ী হয়েছিল ইটালি। পাওলি রশি 6 টি গোল করেছিলেন ।


24. কোন রাজ্যে রক্ত কিনতে কোন রকমের কর দিতে হবে না ?

ⓐ পশ্চিমবঙ্গ 

ⓑ মহারাষ্ট্র✓ 

ⓒ কর্ণাটক 

ⓓ রাজস্থান

◑ দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে মহারাষ্ট্রে রক্ত কিনতে কোনোরকম কর দিতে হবে না ।

◑ মহারাষ্ট্রের রাজধানী : মুম্বাই 

◑ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী : উদ্ভব ঠাকরে 

◑ মহারাষ্ট্রের রাজ্যপাল : ভগৎ সিং কষিয়ারী

◑ সম্প্রতি বোম্বে হাইকোর্টের চিফ জাস্টিস নিযুক্ত হলেন দীপঙ্কর দত্ত।

◑ সুপ্রিম কোর্ট মারাঠা সম্প্রদায়ের সংরক্ষণ বাতিল করল ।

◑ সম্প্রতি দূষণের কারণে লোনার হ্রদের জল গোলাপি বর্ণ হয়ে গিয়েছিল ।

◑ মহারাষ্ট্র হলো বিনামূল্যে স্বাস্থ্য বীমা প্রদানকারী প্রথম রাজ্য।

◑ সঞ্জয় লীলা মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কষিয়ারী সম্প্রতি "Majhi Bhint" নামক বই প্রকাশ করলেন।











No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...