WBP/KP/AbgarI special
পর্ব-১৮
1. হরপ্পা সভ্যতার শিলালিপি গুলো তৈরি হতো কি দিয়ে?
A]পোড়ামাটি [✔]
B]পাথর
C]তামা
D]ব্রোঞ্জ
2.রেগুলেটিং আইন কবে কার্যকর হয়?
A]1773 সালের 10 জুন [✔]
B]172 সালের 20 জুন
C]1771 সালের 15 জুন
D]কোনটি নয়
3.দোহার রচয়িতা কে?
A]মহাবীর
B]কবীর [✔]
C]গুরু নানক
D]শ্রীচৈতন্য দেব
4.'অধিনতামূলক মিত্রতা নীতি' কে প্রচলন করেছিল?
A]লর্ড ডালহৌসি
B]লর্ড কর্নওয়ালিশ
C]লর্ড ওয়েলেসলি [✔]
D]লর্ড ওয়ারেন হেস্টিংস
5.কোন আইনের মাধ্যমে বাংলার গভর্নর পদকে 'বাংলার গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয়?
A]সনদ আইন 1833
B]রেগুলেটিং আইন 1773 [✔]
C]পিটের ভারত শাসন আইন 1784
D]কোনটি নয়
6. 'ডেড ম্যানস ফিঙ্গার ' একপ্রকার-
A] কোরাল
B] স্পঞ্জ✓
C] হাইড্রা
D] পতঙ্গ
7.ভারত সরকার কোন ধারা অনুসারে ভারতরত্ন সহ সকল সামরিক সম্মান প্রদান করে?
A]15 নং ধারা
B]16 নং ধারা
C]18 নং ধারা [✔]
D]19 নং ধারা
8. ভারতের বৃহত্তম দুর্গ হলো -
A] লালকেল্লা
B] চিতোরগড় দুর্গ ✓
C] গোলকুণ্ডা দুর্গ
D] গোয়ালিয়র দুর্গ
9. নিম্নলিখিত কোনটি তড়িৎ এর মধ্যম পরিবাহী ?
A] কার্বন
B] হীরক
C] গ্রাফাইট [✔]
D] সিলিকা
10. ব্যাঙ্গাচি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ হল-
A] ইউরিয়া
B] এমোনিয়া [✔]
C] ইউরিক এসিড
D] কোনোটিই নয়
11. গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল?
A]চিতক
B]পশুপতি
C]কন্টক [✔]
D]চাম্বা
12. ভারতীয় সংবিধানের কত নং ধারায় সম্পত্তির অধিকার উল্লিখিত রয়েছে?
A]300 A নং ধারায় [✔]
B]301 A নং ধারায়
C]302 A নং ধারায়
D]কোনটি নয়
13.যে বর্ণালীতে উপস্থিত বর্ণগুলি একে অপরের উপর আপতিত হয় না এবং বর্ণগুলোকে স্পষ্টভাবে পৃথক স্থানে দেখা যায় তাকে কি বলে?
A] অশুদ্ধ বর্ণালী
B] শুদ্ধ বর্ণালী [✔]
C] নিঃসরণ বর্ণালী
D] শোষণ বর্ণালী
14. পরিবেশ দ্বারা নিম্নলিখিত কোন ধাতু আক্রান্ত হয় না?
A] সোনা[✔]
B] কপার
C] সিলভার
D] আয়রন
15. 1984 সালে ভোপাল গ্যাস দূর্ঘটনার জন্য দায়ী নীচের কোন গ্যাস?
A] মিথাইল আইসোসায়ানেট [✔]
B] মিথাইল আইসোসায়ানাইড
C]মিথাই আইসোক্লোরেট
D]কার্বন-ডাই-অক্সাইড
16. ভারতীয় সংবিধানে কত সালে মৌলিক কর্তব্যগুলো অন্তর্ভুক্ত হয়?
A]1971 সালে
B]1972 সালে
C]1975 সালে
D]1976 সালে [✔]
17. লোহার ক্ষয় থেকে বাঁচাতে নিম্নলিখিত কোন ধাতু এটির উপর লেপন করা হয় ?
A] টিন লেপন
B] জিংক লেপন [✔]
C] কপার লেপন
D] নিকেল লেপন
18. বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাবের নাম কি?
A] কলকাতা ডালহৌসি ক্লাব
B] ইংল্যান্ড শেফিল্ড ক্লাব [✔]
C]ব্রাজিল কসমস
D] উপরের কোনটি নয়
19.কেন্দ্রীয় সরকার ভারতের কোন রাজ্যে প্রথম আধুনিক অঙ্গনওয়ারি কেন্দ্র চালু করেছে?
A]রাজস্থান
B]পাঞ্জাব
C]হরিয়ানা [✔]
D]পশ্চিমবঙ্গ
20. সিওল কোন দেশের রাজধানীর নাম?
A]উত্তর কোরিয়া
B]দক্ষিণ কোরিয়া [✔]
C]চিলি
D]আলজেরিয়া
21. ভারতের কোন রাজা প্রথম আলেকজান্ডারের বশ্যত স্বীকার করেছিল?
A]অম্ভি [✔]
B]পুরু
C]ধননন্দ
D]কৌটিল্য
22. বিদেশের মাটিতে প্রথম কমিউনিস্ট পার্টি তৈরি করেন কে?
A]মাদাম কামা
B]মানবেন্দ্রনাথ রায় [✔]
C]প্রতিলতা
D]মহাত্মা গান্ধী
21. সূর্যের বিপুল শক্তির জন্য স্থায়ী পদ্ধতি কোনটি?
A]নিউক্লিয় সংযোজন [✔]
B]নিউক্লিয় বিভাজন
C]নিউক্লিয় সংযোজন ও বিভাজন
D]কোনটি নয়
22. স্থায়ী চুম্বক তৈরির জন্য কোন ধাতু ব্যবহার করা হয়?
A]অ্যালুমিনিয়াম
B]কাঁচা লোহা
C]ইস্পাত [✔]
D]তামা
23. লোহার মরিচা হয় কিসের উপস্থিতিতে ?
A] শূন্যস্থান
B] আর্দ্রতা
C] অক্সিজেন
D] আদ্রতা ও অক্সিজেন [✔]
24. My Life My Mission বইটির লেখক কে?
A] P.M নরেন্দ্র মোদি
B]বাবা রামদেব [✔]
C]চেতন ভগবত
D]বিক্রম শেঠ
25. ROM এর পুরো নাম কি?
A] Random Access Memory
B] Read Only Memory [✔]
C]Root only Memory
D]Rad only Memory
26. DVD এর পুরো নাম কি?
A] digital video drum
B] digital video disc
C] digital versatile disc [✔]
D] daily video disc
27.কম্পিউটারের মেমোরি ডিভাইসে কোন ধরনের সার্কিট ব্যবহৃত হয়?
A]রেকটিফায়ার
B] Flip - Flop [✔]
C] Comparator
D] Attenuator
28. ‘Best Clean Station’ অ্যাওয়ার্ড পেল কোন রেলওয়ে স্টেশন?
A] বিশাখাপত্তনম✓
B] মুম্বাই
C] হায়দ্রাবাদ
D] চেন্নাই
29. কৃষকদের জন্য ‘FRUITS’-নামে পোর্টাল লঞ্চ করলো কোন রাজ্য?
A] কেরালা
B] কর্নাটক✓
C] পাঞ্জাব
D] উত্তরপ্রদেশ
30. BBC sports personality of the Year 2020 শিরোপা জয় লাভ করলেন কে ?
A] লুইস হ্যামিলটন ✓
B] ব্রেন স্ট্রোক
C] রজার ফেডেরার
D] অ্যান্ডি মারে
,
No comments:
Post a Comment