Bengali Current Affairs 14th January, 2021
1. 51 তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কোন দেশটি ফোকাস দেশ( country in focus) হবে?
ⓐ জাপান
ⓑ বাংলাদেশ✓
ⓒ আমেরিকা
ⓓ ফ্রান্স
✔️ এই অনুষ্ঠানটি 16 জানুয়ারি থেকে 24 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে গোয়াতে ।
✔️ আন্তর্জাতিক 51 তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী সিনেমা হল Another Round
✔️ বাংলাদেশের প্রধানমন্ত্রী - শেখ হাসিনা
✔️ বাংলাদেশের রাষ্ট্রপতি - আব্দুল হামিদ
✔️ বাংলাদেশের রাজধানী - ঢাকা
✔️ বাংলাদেশের মুদ্রা- টাকা
2. ভারতীয় নৌ সেনা দ্বারা কততম উপকূলীয় প্রতিরক্ষা অনুশীলন (coastal defence exercise) sea vigil-21 অনুষ্ঠিত হচ্ছে ?
ⓐ প্রথম
ⓑ দ্বিতীয় ✓
ⓒ তৃতীয়
ⓓ চতুর্থ
✔️ এর প্রথম সংস্করণটি 2019 সালের জানুয়ারি মাসে হয়েছিল।
✔️ দুদিনের এই প্রতিরক্ষা অনুষ্ঠানটি 12 ই জানুয়ারি থেকে 13 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
3.২৬শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হলেন Chandrikapersad Santokhi (চন্দ্রিক্পেরসাদ সন্তোষী) , তিনি কোন দেশের রাষ্ট্রপতি?
ⓐ মালি
ⓑ আইভোরীকোষ্ট
ⓒ সুরিনাম✓
ⓓ নিকারাগুয়া
✔️ এটি দক্ষিন আমেরিকার একটি দেশ।
✔️ ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন এবছর আসার কথা ছিল, কিন্তু তিনি সম্প্রতি তা বাতিল করেছেন।
✔️ সুরিনামের রাজধানী-Paramaribo
✔️ মুদ্রার নাম-সুরিনাম ডলার
4. দিল্লি সরকার কোঙ্কনি একাডেমি স্থাপন করার কথা ঘোষণা করল। কোঙ্কনি কোন রাজ্যের সরকারি ভাষা?
ⓐ গোয়া✓
ⓑ কর্ণাটক
ⓒ তামিলনাড়ু
ⓓ অন্ধপ্রদেশ
✔️ গোয়ার রাজধানী - পানাজি
✔️ গোয়ার মুখ্যমন্ত্রী - প্রমোদ সাওয়ান্ত
✔️ গোয়া রাজ্য সরকার কলেজ শিক্ষার্থীদের জন্য DISHTAVO নামে ইউটিউব চ্যানেল লঞ্চ করল।
5.ভারতের ভ্যানাডিয়াম উৎপাদনকারী প্রধান রাজ্য হচ্ছে কোনটি?
ⓐ হিমাচলপ্রদেশ
ⓑ অরুনাচলপ্রদেশ✓
ⓒ উত্তরপ্রদেশ
ⓓ অন্ধ্রপ্রদেশ
✔️ রাজধানী- ইটানগর
✔️ মুখ্যমন্ত্রী- পেমা খান্ডু
✔️ রাজ্যপাল- বি.ডি. মিশ্র
6.Dhaka Marathon 2021-তে ভারতের Jigmet Dolma, কততম স্থান অর্জন করলো?
ⓐ দ্বিতীয়
ⓑ চতুর্থ✓
ⓒ প্রথম
ⓓ তৃতীয়
✔️ Jigmet Dolma হলেন লাদাখ পুলিশের স্পেশাল পুলিশ অফিসার(SPO)
7.সম্প্রতি কোন কোম্পানীর চিফ ইনফরমেশন অফিসার হিসাবে নিযুক্ত হলেন প্রদীপ্ত কাপুর?
ⓐ Jio
ⓑ Airtel✓
ⓒ Vi
ⓓ BSNL
✔️ হেডকোয়ার্টার- নিউ দিল্লি
✔️ প্রতিষ্ঠা সাল- ১৯৯৫ সালের ৭ই জুলাই
✔️ বর্তমান CEO- গোপাল ভিত্তাল
8.স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে ‘Know Your Constitution’ ক্যাম্পেইন লঞ্চ করছে কে?
ⓐ রাজ্য সরকার
ⓑ কেন্দ্র সরকার✓
ⓒ উভয়ই
ⓓ এদের কেউ নন
9. 'বিন্দু সাগর ক্লিনিং প্রোজেক্ট’ লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
ⓐ উড়িষ্যা✓
ⓑ মহারাষ্ট্র
ⓒ রাজস্থান
ⓓ তামিলনাড়ু
✔️ রাজধানী- ভুবনেশ্বর
✔️ মুখ্যমন্ত্রী- নবীন পটনায়েক
✔️ রাজ্যপাল- গনেশী লাল
10.PPE kits এবং স্যুট তৈরীতে বিশ্বে ভারতের স্থান কত?
ⓐ প্রথম
ⓑ দ্বিতীয় ✓
ⓒ তৃতীয়
ⓓ পঞ্চম
✔️ প্রথমস্থানে আছে- চীন
✔️ PPE-এর পুরো কথা- Personal protective equipment
11. কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী আরোগ্য মেলার সূচনা করলো ?
ⓐ উত্তর প্রদেশ ✓
ⓑ রাজস্থান
ⓒ উড়িষ্যা
ⓓ আসাম
✔️ সকল স্বাস্থ্যকেন্দ্রে কোভিড -১৯ প্রটোকল এর সম্পূর্ণ সম্মতিতে 10 জানুয়ারি থেকে পুনরায় মুখ্যমন্ত্রী আরোগ্য মেলা শুরু হলো ।
✔️এই কর্মসূচির লক্ষ্য হলো স্বাস্থ্য বিভাগ দ্বারা পরিচালিত প্রকল্প গুলি সম্পর্কে জনগণকে সচেতন করা এবং তাদের গোল্ডেন হেলথ কার্ড বিতরণ এবং অন্যান্য সুবিধা প্রদান করা ।
✔️ উত্তর প্রদেশের রাজধানী - লখনৌ
✔️ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী - যোগী আদিত্যনাথ
✔️ উত্তর প্রদেশের রাজ্যপাল - আনন্দিবেন প্যাটেল
12. কোন কেন্দ্রীয় মন্ত্রী Coastal Research Vessel Sagar Anveshika লঞ্চ করল?
ⓐ নরেন্দ্র মোদি
ⓑ ডক্টর হর্ষবর্ধন ✓
ⓒ রাজনাথ সিং
ⓓ অমিত শাহ
✔️ Ministry for Earth science minister Harshvardhan Coastal Research Vehicle( CRV) ' Sagar Anveshika ' লঞ্চ করল ।
13. 2021 সালে পালিত হওয়া 'জাতীয় যুব দিবস ' এর থিম কি ?
ⓐ Sankalp se Siddhi
ⓑ YUVAAH - Utsah Naye Bharat Ka ✓
ⓒ youth for Digital India
ⓓ None
✔️ Due to the COVID-19 pandemic, the 24th National Youth Festival is being held in virtual mode.
14. সম্প্রতি প্রয়াত হলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত তুর্লপতি কুটুম্ব রাও। তিনি কোন ক্ষেত্রে সঙ্গে যুক্ত ?
ⓐ খেলোয়াড়
ⓑ সাংবাদিক✓
ⓒ সঙ্গীতজ্ঞ
ⓓ রাজনীতি
✔️ সাংবাদিকতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য 2002 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পান।
✔️ মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর।
15. আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বৈঠকে ভারতের ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসেবে কাকে বেছে নেওয়া হয়েছে?
ⓐ সৌরভ গাঙ্গুলী
ⓑ জয় শাহ ✓
ⓒ বিরাট কোহলি
ⓓ রবি শাস্ত্রী
✔️ BCCI-এর পুরো কথা- Board of Control for Cricket in India
✔️ হেডকোয়ার্টার- মুম্বাই
✔️ প্রতিষ্ঠা সাল- ডিসেম্বর, ১৯২৮
✔️ প্রেসিডেন্ট- সৌরভ গাঙ্গুলী
✔️ সেক্রেটারী- জয় শাহ
✔️ ICC-র পুরো কথা- International Cricket Council
✔️ হেডকোয়ার্টার- দুবাই
✔️ প্রতিষ্ঠা সাল- ১৯০৯ সালের ১৫ই জুন
✔️ চেয়ারপারসন- গ্রেগ বার্কলে
✔️ বর্তমান CEO- Manu Sawhney
16. কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি "Khadi Prakritik Paint " লঞ্চ করলেন?
ⓐ রাজনাথ সিং
ⓑ নীতিন গড়করি ✓
ⓒ নরেন্দ্র সিং তোমার
ⓓ রমেশ পক্রিয়াল
✔️ Road transport and highways Minister Nitin Gadkari
✔️ The eco-friendly non-toxic plant called "Khadi Prakritik Paint"
17. কোন union territory সম্প্রতি প্রশাসনিক পরিষেবা পরীক্ষার্থীর বয়স 37 বছর থেকে কমিয়ে 32 বছর করেছে?
ⓐ লাদাখ
ⓑ জম্মু-কাশ্মীর ✓
ⓒ পন্ডিচেরি
ⓓ দিল্লি
✔️ জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা
✔️জম্মু-কাশ্মীর 31 অক্টোবর 2019 সালে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়।
No comments:
Post a Comment