Wednesday, January 13, 2021

Bengali Current Affairs 13th January, 2021


Bengali Current Affairs 13th January, 2021

1.MTNL-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে পুনরায় নিযুক্ত হলেন কে?

ⓐ আদিত্য পুরি

ⓑ প্রবীন কুমার পুর্বার✓

ⓒ কেশব প্যাটেল

ⓓ দুর্জয় মোহান্তি

⊕ MTNL-এর পুরো কথা- Mahanagar Telephone Nigam Ltd (MTNL)

⊕ হেডকোয়াটার- নিউ দিল্লি

⊕ প্রতিষ্ঠা সাল- ১৯৮৬ সালের ১লা এপ্রিল


2.গ্রেড-৪ কর্মচারীদের খাদি পোশাক উপহার দেবে কোন রাজ্য?

ⓐ পশ্চিমবঙ্গ

ⓑ আসাম✓

ⓒ উড়িষ্যা

ⓓ ত্রিপুরা

⊕ রাজধানী- দিসপুর

⊕ মুখ্যমন্ত্রী- সর্বানন্দ সনোয়াল

⊕ রাজ্যপাল- জগদীশ মুখী


3.সম্প্রতি J. Venkatramu কোন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন?

ⓐ Paytm Payment Bank

ⓑ India Post Payment Bank✓

ⓒ Airtel Payment Bank

ⓓ None of these


⊕ হেডকোয়াটার- নিউ দিল্লি

⊕ প্রতিষ্ঠা সাল- ২০১৮ সালের ১লা সেপ্টেম্বর


4.বার্ড ফ্লু প্রতিরোধ করতে পোল্ট্রি আমদানি ব্যান করলো কোন রাজ্য?

ⓐ গুজরাট

ⓑ পাঞ্জাব✓

ⓒ হরিয়ানা

ⓓ উত্তরপ্রদেশ

⊕ এবং রাজ্যকে 'controlled area' হিসাবে ঘোষণা করেছে

⊕ রাজধানী- চন্ডিগড়

⊕ মুখ্যমন্ত্রী- অমরিন্দার সিং

⊕ রাজ্যপাল- V. P. Singh Badnore


5.. Kolkata International film festival এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবছর এটা কততম ?

ⓐ 25 তম 

ⓑ 26 তম ✓

ⓒ 23 তম

ⓓ 22 তম

⊕ কলকাতা ইন্টার্নেশনাল ফিলম ফেস্টিভাল এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করেন বলিউড সুপারস্টার তথা পশ্চিমবঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান।

⊕ ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবটি ২০২০ সালের ৫ ই নভেম্বর থেকে ১২ ই নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কোভিড -১৯ মহামারীর কারণে এটি ৮ জানুয়ারী ২০২১ সালের জন্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

⊕ এই অনুষ্ঠানটি শুরু হয় 8 জানুয়ারি চলবে 15 জানুয়ারি পর্যন্ত।

⊕  এই অনুষ্ঠানের উদ্বোধনী ছবি হল অপুর সংসার। 


6. . সম্প্রতি প্রয়াত মাধব সিং সোলাঙ্কি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন ?

ⓐ গুজরাট ✓ 

ⓑ কেরালা 

ⓒ অন্ধ্রপ্রদেশ 

ⓓ রাজস্থান 

⊕ মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর ।

⊕ মাধব সিং সোলাঙ্কি কংগ্রেস দলের প্রবীণ নেতা এবং ভারতের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

⊕ ইনি গুজরাটে চারবার মুখ্যমন্ত্রী ছিলেন।


7. ‘mPension’-নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ কর্নাটক

ⓑ মনিপুর✓

ⓒ উড়িষ্যা

ⓓ কেরালা

⊕ 'mPension’- অ্যাপ অনলাইন প্লাটফর্ম যার মাধ্যমে পেনশন প্রাপকরা ট্রেজারি অফিস গুলিতে না গিয়ে স্ব-আপডেট ( Self updation) করতে পারেন ।

⊕ রাজধানী- ইম্ফল

⊕ মুখ্যমন্ত্রী- এন. বীরেন সিং

⊕ রাজ্যপাল- নাজমা হেপতুল্লা


8.ভারতীয় আর্মির গঠিত ‘Human Rights Cell’-এর হেড হলেন কে?

ⓐ খুশবন্ত সিং

ⓑ গৌতম চৌহান✓

ⓒ রাকেশ আস্থানা

ⓓ বিশ্বজিত দাশগুপ্ত


9.সরকারী অফিসে ‘গ্রীন ট্যাগ’ দেওয়ার ঘোষণা করলো কোন রাজ্য?

ⓐ তামিলনাড়ু

ⓑ কেরালা✓

ⓒ গুজরাট

ⓓ অরুনাচলপ্রদেশ

⊕ রাজধানী- তিরুবনন্তপুরম

⊕ মুখ্যমন্ত্রী- Pinarayi Vijayan

⊕ রাজ্যপাল- আরিফ মহম্মদ খান


10. National Youth Day কবে পালিত হয় ?

ⓐ 12 জানুয়ারি ✓

ⓑ 15 জানুয়ারি 

ⓒ 10 জানুয়ারি

ⓓ 11 জানুয়ারি 

⊕ প্রতিবছর 12 জানুয়ারি জাতীয় যুব দিবস পালিত হয়।

⊕ এই দিনটি উপলক্ষে স্বামী বিবেকানন্দের দার্শনিকতা ও চিন্তাশীল বিষয়গুলোকে তুলে ধরা হয় যা যুবসমাজকে উন্নয়নের পথ দেখাবে।


11. কেন্দ্র সরকার কোন কেন্দ্রশাসিত অঞ্চলের ভাষা সংস্কৃতি এবং ভূমি সুরক্ষার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ? 

ⓐ লাদাখ ✓

ⓑ দিল্লি 

ⓒ পন্ডিচেরি 

ⓓ জম্মু-কাশ্মীর 

⊕ লাদাখ 31 অক্টোবর 2019 সালে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। 

⊕ লাদাখের রাজধানী : লে, কারগিল 

⊕ লাদাখের লেফটেন্যান্ট গভর্নর: রাধাকৃষ্ণ মাথুর 


12. কোন সংস্থা swasthy vayu a non-invasive ventilator তৈরি করল?

ⓐ CSIR✓ 

ⓑ ISRO 

ⓒ DRDO 

ⓓ BARC

⊕ CSIR full form : Council of Scientific and Industrial Research

⊕ Founder(s) : Arcot Ramaswamy Mudaliar and Shanti Swaroop Bhatnagar

⊕ Established: 26 September 1942

⊕ President : Prime Minister of India

⊕ Director General : Shekhar C. Mande







,



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...