Sunday, January 24, 2021

Abgari/ WBP Special পর্ব-২১

 

Abgari/ WBP Special

পর্ব-২১

১) ভারত সরকার কর্তৃক "100 স্মার্ট সিটিস মিশন" প্রকল্প চালু হয়েছিল কত সালে ?

ক) 2014 

খ) 2015 ✓ 

গ) 2016 

ঘ) 2017 


২) ব্যারেন দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত ? 

ক) দাদরা ও নগর হাভেলি 

খ) পন্ডিচেরি 

গ) আন্দামান নিকোবর দ্বীপ ✓ 

ঘ) লাক্ষাদ্বীপ 


৩) ভারতের কোন রাজ্যে সর্বাধিক দুধ উৎপন্ন হয় ? 

ক) উত্তর প্রদেশ ✓ 

খ) অন্ধ্রপ্রদেশ 

গ) হরিয়ানা 

ঘ) রাজস্থান


৪) সুন্দরী গাছের কাঠ সাধারণত কোন কাজে ব্যবহৃত হয় ?

ক) রেলওয়ে স্লিপার 

খ) নৌকা তৈরিতে ✓ 

গ) ক্রিকেট ব্যাট তৈরি

ঘ) কোনোটিই নয় 


৫) SAARC গঠিত হয়েছে কবে? 

ক) 1981 সালের 8 ডিসেম্বর 

খ) 1982 সাল 8 ডিসেম্বর 

গ) 1985 সাল 8 ডিসেম্বর ✓

ঘ) 1986 সাল 8 ডিসেম্বর 


৬) মনুষ্য নির্মিত বৃহত্তম হ্রদ হল- 

ক) উলার 

খ) গোবিন্দ সাগর✓ 

গ) রানা প্রতাপ সাগর 

ঘ) বৈকাল


৭) নারকেল ছোপড়া  শিল্প ভারতের কোথায় গড়ে উঠেছে ? 

ক) আসাম 

খ) কেরালা ✓ 

গ) কর্ণাটক 

ঘ) মহারাষ্ট্র


৮) মানবদেহের দীর্ঘতম স্নায়ু কোনটি ? 

ক) সায়াটিক ✓ 

খ) অপটিক 

গ) অকুলোমোটর 

ঘ) ভেগাস 


৯) রক্তে ইউরিয়া পরিবহন করে কোনটি ? 

ক) লোহিত কণিকা 

খ) শ্বেত কণিকা 

গ) প্লাজমা ✓ 

ঘ) সবগুলি 


১০) নিচের কোন রাশিটির কোন একক নেই ?

ক) আপেক্ষিক তাপ 

খ) আপেক্ষিক গুরুত্ব✓

গ) রোধ 

ঘ) আপেক্ষিক রোধ


১১) মেঝেতে জল ফেললে জল মেঝেতে সূক্ষ্মভাবে ছড়িয়ে পড়ে কারণ কি ? 

ক) জলের সান্দ্রতা বেশি 

খ) জলের আসঞ্জন বল বেশি✓ 

গ) জলের সংসক্তি বল বেশি 

ঘ) জলের পৃষ্ঠটান খুব বেশি 


১২) ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে কোন ধাতু পাওয়া যায় ? 

ক) আয়রন 

খ) ম্যাগনেসিয়াম 

গ) ক্যালসিয়াম 

ঘ) অ্যালুমিনিয়াম ✓


১৩) বালি এবং ন্যাপথলিন এর মিশ্রণকে কিভাবে পৃথক করা যায় ? 

ক) আংশিক পাতন 

খ) উর্ধ্বপাতন✓ 

গ) পৃথকীকরণ 

ঘ) যেকোনো একটি 


১৪) গন্ধক এর অপর নাম কি ? 

ক) ল্যাপিস লাজুলি 

খ) ফসফরাস 

গ) সালফার✓ 

ঘ) সোডিয়াম 


১৫) একটি কম গলনাংক এর ধাতু হলো - 

ক) সিজিয়াম✓ 

খ) পটাশিয়াম 

গ) নিকেল 

ঘ) দস্তা 


১৬) সাধারণত যে গ্যাসটি অজ্ঞান করতে ব্যবহৃত হয় - 

ক) মিথেন 

খ) নাইট্রাস অক্সাইড ✓ 

গ) নাইট্রোজেন 

ঘ) হাইড্রোজেন পার অক্সাইড 


১৭) নিম্নলিখিত কোনটি তড়িৎ এর সুপরিবাহী ? 

ক) লাল ফসফরাস 

খ) কালো ফসফরাস ✓ 

গ) বেগুনি ফসফরাস 

ঘ) সবকটি 


১৮) ভারতীয় সংবিধান দিবস কবে পালিত হয়?

ক) 26 জানুয়ারী

খ) 26 নভেম্বর  [✔]

গ) 15 আগস্ট 

ঘ) 23 জুন


১৯) সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন?

ক) লর্ড মাউন্টব্যাটেন

খ) রামসে ম্যাকডোনাল [✔]

গ) লর্ড রিপন

ঘ) লর্ড ডালহৌসি 


২০) নাদির শাহ কবে ভারত আক্রমণ করেছিলেন?

ক)1739 খ্রিঃ [✔]

খ)1740 খ্রিঃ

গ) 1738 খ্রিঃ

ঘ) 1206 খ্রিঃ


২১) আলেকজান্ডার কত দিন ভারতে ছিলেন?

ক)16 মাস

খ)19 মাস [✔]

গ) 21 মাস

ঘ) 12 মাস


২২) তিতুমীর এর আসল নাম কি ছিল?

ক) মীর নিশার আলি [✔]

খ) বেবাদল খাঁ

গ) জুনা খাঁ

ঘ) আব্দুল গফ্ফর খান


২৩)  আয়ুর্বেদ ঔষধের জনক কাকে বলা হয়?

 ক) চরক [✔]

 খ) অশ্বঘোষ

 গ) নাগানন্দ

 ঘ) ধনন্তরি


২৪) LAN কথাটির অর্থ কি?

ক) Local area network [✔]

খ) Land area network 

গ) Local access network 

ঘ) none of this 


২৫) ভারতীয় সংসদ গঠিত হয়েছে_

ক)লোকসভা

খ)রাজ্যসভা

গ) লোকসভা ও রাজ্যসভা

ঘ) রাষ্ট্রপতি,লোকসভা ও রাজ্যসভা  [✔]


২৬) সংবিধানে যুদ্ধ ও শান্তি চুক্তির ক্ষমতা কাকে দেওয়া হয়েছে?

ক) প্রধানমন্ত্রী

খ) রাষ্ট্রপতি  [✔]

গ) মন্ত্রী পরিষদ

ঘ) লোকসভা


২৭) ওন কোন দেশের মুদ্রার নাম?

ক) দক্ষিণ কোরিয়া [✔]

খ) উত্তর কোরিয়া

গ) সৌদি আরব

ঘ) সংযুক্ত আরব আমিরাত 


২৮) অস্ট্রেলিয়ার পার্লমেন্টের নাম কি?

ক) মজলিস

খ) কংগ্রেস

গ) ফেডারেল  [✔]

ঘ) ডায়েট


২৯) খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমানে ব্যবহৃত হয়?

ক)  সোডিয়াম বাই কার্বনেট

খ) বেনজোয়িক এসিড  [✔]

গ) টারটারিক এসিড 

ঘ) অ্যাসিটিক এসিড 


৩০) রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত?

ক) ক্রিকেট

খ) ফুটবল

গ) হকি✔

ঘ) ব্যাডমিন্টন  


৩১) আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষ কে আইনি সমর্থন কে করেছিলেন?

 ক) চিত্তরঞ্জন দাশ [✔]

 খ) সুরেন্দ্রনাথ ব্যানার্জি

 গ) বিপিনচন্দ্র পাল

 ঘ) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

   

৩২) Asia Pacific broadcasting Union এর vice president পদে কে নিযুক্ত হলেন?

ক) শেখর কাপুর 

খ) শশী শেখর ভেম্পতি✓

গ) নানা পাটেকার 

ঘ) শাহিদ কাপুর 




৩৩) সম্প্রতি যোগাসনকে প্রতিযোগিতামূলক খেলা হিসাবে ঘোষণা করলো কোন দেশ?

ক) বাংলাদেশ

খ) ভারত✓

গ) ইন্দোনেশিয়া

ঘ) চীন


৩৪) কোন মহিলা ফুটবল খেলোয়াড় 2020 ফিফা বর্ষসেরা খেলোয়াড় হয়েছে ?

ক) পাইলিং উইনট্রো 

খ) রবার্ট লেওয়ান্ডোস্কি

গ) লুসি ব্রোঞ্চ✓

ঘ) টিবান লিনহফ



৩৫) BCCI এর vice president  পদে কে নির্বাচিত হলেন ?

ক) রাজীব শুক্লা ✓

খ) লক্ষ্মীরতন শুক্লা 

গ) কপিল দেব 

ঘ) সুনীল গাভাস্কার 



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...