Bengali Current Affairs 25th January, 2021
1. ‘ভ্যাকসিন মৈত্রী’ উদ্যোগের মাধ্যমে ভারত কোন দেশকে ১ মিলিয়ন কোভিড ভ্যাকসিন উপহার দিল?
ⓐ বাংলাদেশ
ⓑ নেপাল✓
ⓒ ভুটান
ⓓ পাকিস্তান
◐ রাজধানী- কাঠমান্ডু
◐ মুদ্রার নাম- নেপালি রূপি
◐ রাষ্ট্রপতি- বিদ্যা দেবী ভাণ্ডারী
2. Sundaram Finance Ltd-এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ জি. সুন্দরম
ⓑ রাজীব লোচন✓
ⓒ অখিল আররা
ⓓ সঞ্জীব রঞ্জন
◐ হেডকোয়ার্টার- চেন্নাই
◐ প্রতিষ্ঠা সাল- ১৯৫৪ সালের ১১ই আগস্ট
3. Gazprom Brilliancy Prize জিতল ভারতের কোন দাবা খেলোয়াড়?
ⓐ বিশ্বনাথন আনন্দ
ⓑ নিহাল সারিন✓
ⓒ কোনেরু হাম্পি
ⓓ রুচা পুজারী
4. সম্প্রতি কোন মিলিটারি অনুশীলনটি যৌথভাবে অনুষ্ঠিত করবে ইন্ডিয়ান নেভি, আর্মি, এয়ার ফোর্স এবং কোস্ট গার্ডস?
ⓐ Exercise Kavach✓
ⓑ Exercise Maitri
ⓒ Excercise Songkolpa
ⓓ Excercise Fx
◉ এটা আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে আয়োজিত হবে ।
◉ Army Chief : মনোজ মুকুন্দ নারাভানে
◉ বায়ুসেনা প্রধান - আর.কে.এস .ভাদুরিয়া
◉ নৌ সেনাপ্রধান: অ্যাডমিরাল করমবীর সিং
◉ কোস্টগার্ড চিফ : কৃষ্ণস্বামি নটরাজন
5.সম্প্রতি প্রয়াত উন্নিকৃষ্ণন নাম্বুথিরি কোন ভাষার অভিনেতা ছিলেন?
ⓐ হিন্দি
ⓑ তামিল
ⓒ মালায়ালম✓
ⓓ তেলেগু
◐ মৃত্যুকালীন তাঁর বয়স হায়েছিল ৯৮ বছর
6. 'Safe Pay' মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন পেমেন্ট ব্যাঙ্ক?
ⓐ Paytm Payments Bank
ⓑ Airtel Payments Bank✓
ⓒ Jio Payments Bank
ⓓ HDFC Bank
◐ Airtel Payments Bank CEO : Anubrata Biswas
◐ Headquarters location : New Delhi
◐ Founded : 2017
7. 'ভারত গৌরব অ্যাওয়ার্ড ২০২০' পেলেন কোন আইপিএস অফিসার?
ⓐ সৌহার্দ গোস্বামী
ⓑ কৈলাস মোহান্তি
ⓒ করুণা সাগর✓
ⓓ জীবন কুমার
8. কোন সংস্থা অসামান্য অর্থনৈতিক রিপোর্টিংয়ের জন্য ICAI's National Award 2019 পেল ?
ⓐ BHEL✓
ⓑ NTPC
ⓒ DRDI
ⓓ BEML
◐ BHEL - Bharat Heavy Electrical Limited
◐ BHEL founded : 1964
◐ Headquarter: New Delhi
◐ Chairman and Managing Director : Nolin Singhal
◐ ICAI full form: Institute Of Chartered Accountants Of India
9. National Energy Conservation Award 2020 জিতল কে ?
ⓐ Tata Motors ✓
ⓑ TVS
ⓒ Mahindra
ⓓ Ashok Leyland
◐ Tata Motors Founded :1945
◐ Headquarter : Mumbai Maharashtra
◐ Chairman : Notrajon Chandrasekharan
◐ CEO : Guenter Bustschek (গেন্টার বুস্টসেক)
10. পেশাদার ফুটবলার হিসেবে বিশ্বের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা কে ?
ⓐ লিওনেল মেসি
ⓑ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ✓
ⓒ দুজনেই
ⓓ কেউই নয়
◐ পেশাদার ফুটবলার হিসেবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 760 টি গোল করে যা ফিফার বিচারে বিশ্বের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
◐ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বর্তমানে জুভেন্তাস ক্লাবের হয়ে খেলেন ।
11. সম্প্রতি দশম ন্যাশনাল আইস হকি চ্যাম্পিয়নশিপ জয়ী হলো -
ⓐ BSF
ⓑ ITBP ✓
ⓒ CRPF
ⓓ Indian Navy
◐ ITBP : Indo-Tibetan Border Police
◐ দশম ন্যাশনাল আইস হকি চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছিল লাদাখে।
◐ অংশগ্রহণকারী আটটি দলের মধ্যে চ্যাম্পিয়ন হলো ITBP
◐ ITBP Founded: 24 October 1962
◐ Headquarters: New Delhi, India
◐ Director General of ITBP : S S Deswal
12. সম্প্রতি কোথায় বিখ্যাত Toshali National craft Mela শুরু হলো?
ⓐ উড়িষ্যা ✓
ⓑ মিজোরাম
ⓒ আসাম
ⓓ রাজস্থান
◐ উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর সম্প্রতি Toshali National craft Mela শুরু হয়েছে।
◐উড়িষ্যার রাজধানী : ভুবনেশ্বর
◐ উড়িষ্যার মুখ্যমন্ত্রী : নবীন পট্টনায়েক
◐ উড়িষ্যার রাজ্যপাল : গণেশী লাল
◐ ভারতের বৃহত্তম হকি স্টেডিয়াম তৈরি হচ্ছে উড়িষ্যা রাউলকেল্লা তে।
◐ উড়িষ্যার মুখ্য সচিব নিযুক্ত হলেন সুরেশচন্দ্র মহাপাত্র ।
◐ উড়িষ্যার গঞ্জাম জেলায় রাম লিঙ্গেশ্বর মন্দিরের উদ্বোধন করা হলো ।
◐ উড়িষ্যায় চন্দ্রভাগা ও তালসের নামক দুটো সমুদ্র সৈকত নির্মাণ করা হবে ।
◐ ভারতের প্রথম ফায়ার পার্কের উদ্বোধন করা হলো উড়িষ্যায়।
◐ ইকো রিট্রিট উৎসবের দ্বিতীয় সংস্করণ আয়োজিত হল উড়িষ্যায়।
13. সম্প্রতি কে Michael and Sheila held prize 2021 পেলেন?
ⓐ নিখিল শ্রীবাস্তব ✓
ⓑ নিখিল চৌহান
ⓒ বিজয় পট্টনায়েক
ⓓ অজিত সিং
◐ ভারতীয় গণিতবিদ নিখিল শ্রীবাস্তব Michael and Sheila held prize 2021 পেলেন
◐ Srivastava from the University of California, Berkeley, Adam Marcus, the Ecole Polytechnique Federale de Lausanne (EPFL) and Daniel Alan Spielman from Yale University will receive the 2021 Michael and Sheila Held Prize.
◐ কম্পিউটার বিজ্ঞানের অসামান্য, উদ্ভাবনী, সৃজনশীল এবং প্রভাবশালী গবেষণার জন্য Michael and Sheila held prize সম্মান দেওয়া হয়
◐ পুরস্কার স্বরূপ একটি পদক এবং 100,000 মার্কিন ডলার দেওয়া হয় ।
14. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী " শ্রমশক্তি " পোর্টাল লঞ্চ করলেন?
ⓐ ধর্মেন্দ্র প্রধান
ⓑ গজেন্দ্র শেখাওয়াত
ⓒ নরেন্দ্র সিং তোমার
ⓓ অর্জুন মুন্ডা✓
◐ করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকরা অনেকেই কাজ হারিয়ে ছিলেন ।
◐ কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা শ্রম শক্তি পোর্টাল লঞ্চ করলেন যার দ্বারা পরিযায়ী শ্রমিকরা কাজের সন্ধান পাবে।
◐ একই সাথে তিনি পরিযায়ী শ্রমিকদের জন্য "শ্রম সাথী " নামে একটি প্রকল্প চালু করেছেন।
15. কোন রাজ্য যুবকদের ব্যবসায়িক সহায়তা করার জন্য SVAYEM নামক যোজনা চালু করল ?
ⓐ বিহার
ⓑ আসাম✓
ⓒ ঝাড়খন্ড
ⓓ পশ্চিমবঙ্গ
◐ SVAYEM : Swami Vivekananda Assam Youth Empowerment
◐ এই যোজনার মাধ্যমে আসামের প্রায় 2 লক্ষ যুবককে ব্যবসায়ীক সহায়তা করার জন্য 50 হাজার টাকার ঋণ দেওয়া হবে ।
◐ আসামের রাজধানী : দিসপুর
◐ আসামের মুখ্যমন্ত্রী: সর্বানন্দ সোনোয়াল
◐ আসামের রাজ্যপাল : জগদীশ মুখী
◐ অরুণোদয় যোজনা চালু হলো আসামে।
◐ ভারতের দীর্ঘতম নদী রোপওয়ে উদ্বোধন করা হলো আসামে ।
◐ আসামের শিলচরে মাল্টিমিডিয়া লজিস্টিকস পার্ক গড়ে উঠেছে।
16. কোন রাজ্যের পুলিশ একাডেমি দেশের সর্বশ্রেষ্ঠ পুলিশ একাডেমি তকমা পেল ?
ⓐ রাজস্থান✓
ⓑ উত্তর প্রদেশ
ⓒ অন্ধ্রপ্রদেশ
ⓓ মধ্যপ্রদেশ
◐ রাজস্থানের রাজধানী: জয়পুর
◐ রাজস্থানের মুখ্যমন্ত্রী : অশোক গেহলট
◐ রাজস্থানের রাজ্যপাল : কলরাজ মিশ্র
◐ ইন্দিরা রসই যোজনা চালু হলো রাজস্থানে।
◐ রাজস্থানের জয়পুর শহরে পত্রিকা দ্বার প্রতিষ্ঠা করা হলো ।
◐ National Institute of Ayurveda তৈরি হচ্ছে রাজস্থানের জয়পুরে।
◐ স্ট্যাচু অফ পিস স্থাপন করা হলো রাজস্থানে।
17. জম্মু-কাশ্মীরের প্রস্তাবিত "চতুরগোলা সুরঙ্গ" কাশ্মীরের কাঠুয়া জেলা কে কোন জেলার সঙ্গে যুক্ত করবে ?
ⓐ ডোডা✓
ⓑ দ্বারকা
ⓒ কিস্তোয়ার
ⓓ ফলগু
◐ জম্মু-কাশ্মীরের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর : মনোজ সিনহা
18. জাকার্তায় অবস্থিত ASEAN সচিবালয়ে ভারতের রাষ্ট্রদূত কে নির্বাচিত হলেন?
ⓐ সঞ্জীব বক্সী
ⓑ রাকেশ পট্টনায়ক
ⓒ জয়ন্ত খবরাগনে✓
ⓓ অমিত কুমার
◐ ASEAN : Association of Southeast Asian Nations
◐ Headquarters: Jakarta, Indonesia
◐ প্রতিষ্ঠা সাল- ১৯৬৭ সালের ৮ই আগস্ট
◐ সেক্রেটারী জেনারেল- Lim Jock Hoi
19. কোন রাজ্য সম্প্রতি "দুয়ারে রেশন বিতরণ "প্রকল্প চালু করল?
ⓐ উত্তর প্রদেশ
ⓑ অন্ধ্রপ্রদেশ✓
ⓒ কর্ণাটক
ⓓ পশ্চিমবঙ্গ
◐ অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল : বিশ্বভূষণ হরিচন্দন
◐ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী :ওয়াই এস জগনমোহন রেড্ডি
◐ অন্ধ্রপ্রদেশের কদপ্পা জেলা জল সংরক্ষণের জন্য সম্প্রতি জাতীয় জল পুরস্কার পেল ।
◐ জল সংরক্ষণের সারা ভারতে প্রথম স্থান অধিকার করেছে অন্ধপ্রদেশ।
◐ সম্প্রতি তুঙ্গভদ্রা পুষ্করম মহোৎসব পালিত হলো অন্ধ্রপ্রদেশে।
◐ অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন অরুপ কুমার গোস্বামী
◐ অন্ধ্রপ্রদেশ রাজ্য কৃষিকাজের জন্য বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেবে।
◐ জগন্নাথ জীব ক্রান্তি যোজনা অন্ধপ্রদেশে শুরু হয়েছে।
20. Business Standard Banker of the Year 2019-20 কে পেলেন?
ⓐ শ্যাম শ্রীনিবাসন ✓
ⓑ অরূপ গোস্বামী
ⓒ দীনেশ খারে
ⓓ অপরূপ মাহাতো
◐ শ্যাম শ্রীনিবাসন CEO And MD of Federal Bank
◐ Federal Bank founded :1931
◐ Headquarters: Aluva
21. কে মাত্র 19 বছর বয়সে উত্তরাখণ্ডের একদিনের মুখ্যমন্ত্রী নিযুক্ত হতে চলেছেন ?
ⓐ তোরসা গোস্বামী
ⓑ সৃষ্টি গোস্বামী ✓
ⓒ বৃষ্টি মিশ্র
ⓓ বর্ষা চতুর্বেদী
◐ সৃষ্টি গোস্বামী 24 শে জানুয়ারি শুধু মাত্র একদিনের জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হতে চলেছেন।
◐ 24 জানুয়ারি জাতীয় শিশু কন্যা দিবস। এ দিবস উপলক্ষে একদিনের জন্য সৃষ্টি গোস্বামী কে মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত করা হচ্ছে ।
◐ রাজধানী- দেরাদুন, Gairsain
◐ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী : ত্রিবেন্দ্র সিং রাওয়াত
◐ উত্তরাখণ্ডের রাজ্যপাল : বেবি রানী মৌর্য
◐ ভারতের প্রথম তুষার চিতা বাঘ সংরক্ষণ করবে উত্তরাখান্ড।
◐ City forest আনন্দ বনের উদ্বোধন করা হলো উত্তরাখণ্ডে।
◐ নমামি গঙ্গে প্রকল্পের 6 টি মেগা প্রজেক্ট এর উদ্বোধন করা হলো উত্তরাখণ্ডে ।
◐ সূর্যধার হ্রদ এর উদ্বোধন করা হলো উত্তরাখণ্ডে।
◐ উত্তরাখণ্ডের ন্যাশনাল পার্ক গুলি হল- valley of flowers, Jim Corbett National park
◐ উত্তরাখান্ড হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হলেন রাঘবেন্দ্র সিং চৌহান।
No comments:
Post a Comment