Sunday, January 31, 2021

Bengali Current Affairs 21st January, 2021



Bengali Current Affairs 21st January, 2021

1.আমেরিকা যুক্তরাষ্ট্রের ‘Major Strategic Partners’ হিসাবে ঘোষিত হলো কোন দুটি দেশ?

ⓐ বাহরাইন ও ইজরায়েল

ⓑ সংযুক্ত আরব আমিরশাহী ও বাহরাইন✓

ⓒ আরব ও ইজিপ্ট

ⓓ ভারত ও শ্রীলঙ্কা

∎ UAE-এর রাজধানী- আবু ধাবি

∎ মুদ্রার নাম- দিরহাম

∎ রাষ্ট্রপতি- Khalifa bin Zayed Al Nahyan

∎ বাহরাইন-এর রাজধানী- মানামা

∎ মুদ্রার নাম- দিনার

∎ প্রধানমন্ত্রী- Prince Salman bin Hamad bin Isa Al Khalifa


2. Yonex Thailand open badminton tournament 2021 মহিলা সিঙ্গেলস জয়লাভ করলো Carolina Marin , ইনি কোন দেশের ব্যাডমিন্টন খেলোয়াড়? 

ⓐ ফ্রান্স 

ⓑ জাপান 

ⓒ স্পেন ✓ 

ⓓ শ্রীলংকা

∎ ইনি তাইওয়ানের Tai Tzu Ying কে হারিয়ে এই খেতাব অর্জন করলেন।

∎ Badminton World Federation President : Paul-Eric Hoyer Larsen

∎ Badminton World Federation headquarter :  Kuala Lumpur, Malaysia

∎ স্পেনের রাজধানী : মাদ্রিদ

∎ মুদ্রা : ইউরো


3. Yonex Thailand open badminton tournament 2021পুরুষ সিঙ্গেলসে জয়লাভ করলো Viktor Axelsen, ইনি কোন দেশের ব্যাডমিন্টন খেলোয়াড় ?

ⓐ ডেনমার্ক✓ 

ⓑ রাশিয়া 

ⓒ জার্মানি

ⓓ ইটালি

∎ ডেনমার্কের রাজধানী: কোপেনহেগেন

∎ মুদ্রা : Danish krone


4. ‘কলরব’-নামে প্রথম পাখি উৎসবের উদ্বোধন করল রাজ্য সরকার?

ⓐ নাগাল্যান্ড

ⓑ বিহার✓

ⓒ মনিপুর

ⓓ মেঘালয়

∎ এটি বিহারের জামুই জেলার নাগি পাখিরালয়ে উদ্বোধন করা হলো।

∎ রাজধানী- পাটনা

∎ মুখ্যমন্ত্রী- নীতিশ কুমার

∎ রাজ্যপাল- ফাগু চৌহান


5.বিহারের ড্রাগ বিরোধী প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলো কে?

ⓐ শবনম খাতুন

ⓑ জ্যোতি কুমারী✓

ⓒ জ্যোতি শর্মা

ⓓ রোশনি মেহতা

∎ লকডাউনে সে ভাইরাল হয়েছিল ‘সাইকেল গার্ল’ হিসাবে।

∎ কারণ, লকডাউনে সে তার অসুস্থ বাবাকে গুরুগ্রাম থেকে দারভাঙ্গা পর্যন্ত মোট ১২০০ কিমি পথ সাইকেল চালিয়ে এনেছিল।


6. ‘রক্ষিতা’-নামে মোটরবাইক অ্যাম্বুলেন্স তৈরী করলো কোন সংস্থা?

ⓐ CRPF

ⓑ DRDO✓

ⓒ Indian Army

ⓓ L&T

∎ ৩৫০ সিসি রয়াল এনফিল্ড বাইককে এইভাবে ডিজাইন করা হয়েছে।

∎ এই বাইক অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হলো CRPF-এর হাতে।

∎ DRDO-এর পুরো কথা- Defence Research and Development Organisation

∎ হেডকোয়ার্টার- নিউ দিল্লি

∎ প্রতিষ্ঠা সাল- ১৯৫৮

∎ বর্তমান চেয়ারম্যান- ড. সতিশ রেড্ডি

∎ CRPF-এর পুরো কথা- Central Reserve Police Force

∎হেডকোয়ার্টার- নিউ দিল্লি

∎ বর্তমান ডিরেক্টর- এ.পি. মহেশ্বরী


7. ‘Best Governed Company’-র তকমা পেল কোন কোম্পানী?

ⓐ TATA

ⓑ ITC Limited✓

ⓒ Bajaj

ⓓ Hindustan

∎ হেডকোয়ার্টার- কলকাতা

∎ প্রতিষ্ঠা সাল- ১৯১০ সালের ২৪শে আগস্ট

∎ বর্তমান CEO- সঞ্জীব পুরী


8. ভারত সরকার নেতাজির জন্মদিন কে কি দিবস হিসেবে ঘোষণা করল ?

ⓐ জয় ভারত দিবস 

ⓑ পরাক্রম দিবস ✓

ⓒ শহীদ দিবস 

ⓓ আজাদ হিন্দ দিবস 

∎ কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল সাংবাদিক বৈঠকে সরকারিভাবে নেতাজি জয়ন্তী কে দেশব্যাপী "পরাক্রম দিবস" হিসেবে ঘোষণা করল । 


9. Yoweri Museveni (ইওভেরি মিউসেভেনী) কোন দেশের ষষ্ঠ বারের জন্য রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন ?

ⓐ মালয়েশিয়া 

ⓑ উগান্ডা ✓ 

ⓒ ইন্দোনেশিয়া 

ⓓ মালি

∎ উগান্ডার রাজধানী: কাম্পালা 

∎ উগান্ডার মুদ্রা: উগান্ডান সিলিং 


10. RBL Bank এর MD and CEO পদে পুনরায় নিযুক্ত হলেন কে ? 

ⓐ বিশ্ববীর আহুজা ✓

ⓑ আমিশ প্যাটেল 

ⓒ ত্রিদেব দাস 

ⓓ বিকাশ আহুজা 

∎ RBL Bank Limited head quarter: Mumbai, Maharashtra 

∎ RBL Bank Limited tagline : Apnon Ka Bank 


11. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ মন্দিরের ট্রাস্টের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন । সোমনাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত? 

ⓐ অন্ধ্রপ্রদেশ

ⓑ গুজরাট ✓

ⓒ উত্তর প্রদেশ 

ⓓ হরিয়ানা 

∎ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সোমনাথ মন্দিরের ট্রাস্টের 18 তম চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন। 

∎ গুজরাটের রাজধানী : গান্ধীনগর 

∎ গুজরাটের মুখ্যমন্ত্রী :বিজয় রুপানি 

∎  গুজরাটের রাজ্যপাল : আচার্য দেবব্রত 

∎ মুখ্যমন্ত্রী মহিলা উৎকর্ষ যোজনা চালু করল গুজরাট। 

∎ Institute Of Teaching And Research In Ayurveda উদ্বোধন হলো গুজরাটের জামনগরে। 

∎ নতুন সৌর নীতি ঘোষণা করেছে গুজরাট।

∎ নতুন পর্যটন পর্যটন নীতি ঘোষণা করেছে গুজরাট।


12. 148th Session of WHO Executive Board এ সভাপতিত্ব কে করলেন? 

ⓐ নরেন্দ্র মোদি 

ⓑ ডক্টর হর্ষবর্ধন ✓

ⓒ তেদ্রস অধানম 

ⓓ শি জিনপিং

∎ 148th Session of WHO Executive Board এ ভার্চুয়ালি সভাপতিত্ব করলেন ডক্টর হর্ষবর্ধন ।

∎ WHO : World Health Organisation 

∎ Formation : 7 April 1948

∎ Headquarters : Geneva, Switzerland

∎ Head : Tedros Adhanom


13. স্ট্যাচু অফ ইউনিটি কে দেশের বিভিন্ন অংশের সঙ্গে যুক্ত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কতগুলি ট্রেন চালু করলেন? 

ⓐ 10 

ⓑ 8  ✓ 

ⓒ 7

ⓓ 12 


14. প্রধানমন্ত্রী কোন রাজ্যে ভূমিহীন মানুষদের জমি দেওয়ার প্রকল্প চালু করলেন ? 

ⓐ আসাম✓ 

ⓑ উড়িষ্যা

ⓒ পশ্চিমবঙ্গ 

ⓓ ঝারখান্ড 

∎ আসামের প্রায় 1 লক্ষ 3 হজার ভূমিহীন  মানুষদের ভূমি দেবার প্রকল্প চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

∎ আসামের রাজধানী : দিসপুর 

∎ আসামের মুখ্যমন্ত্রী: সর্বানন্দ সোনোয়াল 

∎ আসামের রাজ্যপাল : জগদীশ মুখী 


15. উত্তরাখণ্ডের পর্যটন বৃদ্ধি করার জন্য রিয়্যালিটি শো "100 days in heaven" কে হোস্ট করবেন ?

ⓐ অমিতাভ বচ্চন ✓ 

ⓑ অক্ষয় কুমার 

ⓒ শাহরুখ খান 

ⓓ সালমান খান 

∎ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী : ত্রিবেন্দ্র সিং রাওয়াত

∎ উত্তরাখণ্ডের রাজ্যপাল:  বেবি রানি মৌর্য

∎ উত্তরাখণ্ডের রাজধানী: দেরাদুন 

∎ উত্তরাখণ্ডের গ্রীষ্মকালীন রাজধানী : Garsain 


16. কে National Road Safety Month উদ্বোধন করলেন ? 

ⓐ রাজনাথ সিং 

ⓑ নীতিন গড়করি ✓

ⓒ অমিত শাহ 

ⓓ নরেন্দ্র মোদি 

∎ সম্প্রতি পরিবহনমন্ত্রী নীতিন গড়করি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং National Road Safety Month উদ্বোধন করলেন।

∎ 19 জানুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ।

∎ এর মাধ্যমে বিভিন্ন রকম Road program এর মাধ্যমে মানুষকে সচেতন করা হবে ।









No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...