Sunday, January 31, 2021

Bengali Current Affairs 24th January, 2021

 


Bengali Current Affairs 24th January, 2021

1. 2021 সালের 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর কত তম জন্ম দিবস পালিত হল ? 

ⓐ 124 তম 

ⓑ 125 তম✓ 

ⓒ 126 তম 

ⓓ 127 তম 

◉ কেন্দ্রীয় সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23 শে জানুয়ারি  পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে।

◉ নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্ম দিবস উপলক্ষে হাওড়া কালকা মেল এর নতুন নামকরণ করা হলো নেতাজি এক্সপ্রেস।

◉ নেতাজি সুভাষচন্দ্র বসুর 100 তম জন্মবার্ষিকী উপলক্ষে দমদম বিমানবন্দরের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর।

◉ কলকাতা মাঝেরহাট সেতুর নাম বদলে রাখা হয় জয় হিন্দ ।


2. সম্প্রতি কোথায়  850 মেগাওয়াট সম্পন্ন "রাতলে " জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে? 

ⓐ উত্তরাখান্ড 

ⓑ জম্মু-কাশ্মীর  ✓

ⓒ সিকিম 

ⓓ ঝারখান্ড

◉ জম্মু-কাশ্মীরের কিস্তোয়ার জেলাতে চেনাব নদী তে 850 মেগাওয়াট সম্পূর্ণ "রাতলে " জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।

◉ জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে ব্যয় হবে 5282 কোটি টাকা। 


3. Global fire power index 2021  অনুযায়ী কোন দেশ প্রথমে অবস্থিত ? 

ⓐ USA ✓ 

ⓑ Russia 

ⓒ China 

ⓓ Japan 

◉ রাশিয়া দ্বিতীয় স্থানে এবং চীন তৃতীয় স্থানে আছে।

◉ ভারত  চতুর্থ স্থানে অবস্থিত ।

◉ আমেরিকার বর্তমান 46 তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন জো বাইডেন ।

◉ ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহিলা কমলা হ্যারিস 49 তম উপরাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন ।

◉ আমেরিকা বর্তমানে WHO এর সদস্যপদ থেকে বের হয়ে এসেছে।

◉ ওপেন স্কাই ট্রিটি  থেকে আমেরিকা বের হয়ে এসেছে ।


4. কোন রাজ্য প্রথম শিশুবান্ধব পুলিশ স্টেশনের উদ্বোধন করল ? 

ⓐ রাজস্থান 

ⓑ উত্তরাখান্ড ✓

ⓒ গুজরাট 

ⓓ কর্ণাটক 

◉ শিশুবান্ধব পুলিশ স্টেশন তৈরি করার মূল লক্ষ্য হলো অপরাধের সাথে জড়িত শিশুদের বন্ধুত্বপূর্ণ পরিবেশ প্রদান করা।

◉ প্রায় 5 লক্ষ টাকা খরচা করে উত্তরাখণ্ডের দানাওয়ালা থানায় শিশুবান্ধব পুলিশ ইউনিট স্থাপিত হতে চলেছে।

◉ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী : ত্রিবেন্দ্র সিং রাওয়াত 

◉ উত্তরাখণ্ডের রাজ্যপাল : বেবি রানী  মৌর্য 


5. কোন রাজ্য সম্প্রতি প্রজেক্ট লাইটহাউস শুরু করল?

ⓐ গুজরাট 

ⓑ পশ্চিমবঙ্গ  

ⓒ গোয়া✓ 

ⓓ মেঘালয় 

◉ গোয়ার রাজধানী : পানাজি 

◉ গোয়ার মুখ্যমন্ত্রী : প্রমোদ শাওয়ান্ত

◉ গোয়ার রাজ্যপাল : ভগৎ সিং কোশিয়ারি 


6. কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল "মাতা প্রসাদ" প্রয়াত হলেন ?

ⓐ আসাম 

ⓑ অন্ধ্রপ্রদেশ 

ⓒ অরুণাচল প্রদেশ✓ 

ⓓ গুজরাট 

◉ অরুণাচল প্রদেশের রাজধানী : ইটানগর 

◉ অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী:  পেমা খান্ডু 

◉ অরুণাচল প্রদেশের রাজ্যপাল: বি.ডি. মিশ্র 

◉ পক্কে টাইগার রিজার্ভ এবং নামধাপা ন্যাশনাল পার্ক অরুণাচল প্রদেশে অবস্থিত ।

◉ পক্কে পাঘা  হর্নবিল্ ফেস্টিভাল  অরুণাচল প্রদেশের বিখ্যাত  উৎসব। 

◉ 2023 সালের মধ্যে 100% ঘরে জলের ব্যবস্থা করবে অরুণাচল প্রদেশ ।

◉ সম্প্রতি অরুণাচল প্রদেশের পরশুরাম কুন্ড তীর্থ যাত্রা শুরু হয়েছে। 


7. ‘Avolokana’-নামে সফটওয়্যার লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ কর্ণাটক✓

ⓑ কেরালা

ⓒ তামিলনাড়ু

ⓓ মহারাষ্ট্র

◉ রাজধানী- বেঙ্গালুরু

◉ মুখ্যমন্ত্রী-B. S. Yediyurappa

◉ রাজ্যপাল- বাজুভাই বালা


8. কোন রাজ্য শিবরাজপুর  সমুদ্র সৈকত পুনঃ নির্মাণ করবে?

ⓐ গুজরাট✓ 

ⓑ পশ্চিমবঙ্গ 

ⓒ উড়িষ্যা 

ⓓ মহারাষ্ট্র 

◉ গুজরাটের রাজধানী : গান্ধীনগর 

◉ গুজরাটের মুখ্যমন্ত্রী : বিজয় রুপানি

◉ গুজরাটের রাজ্যপাল : আচার্য দেবব্রত 

◉ গুজরাট সরকার সম্প্রতি মুখ্যমন্ত্রী মহিলা উৎকর্ষ যোজনা চালু করেছে ।

◉ Institute of teaching and research in Ayurveda এর উদ্বোধন হলো গুজরাটের জামনগরে। 

◉ নতুন সৌর নীতি ঘোষণা করেছে গুজরাট ।

◉ নতুন পর্যটন নীতি ঘোষণা করেছে গুজরাট।

◉ পক্ষী রক্ষার জন্য করুণা অভিযান চালু করল গুজরাট ।

◉ ড্রাগন ফলের নাম পরিবর্তন করে "কমলম" বা পদ্ম ফল করেছে ।


9. কোন ভারতীয় কে Most Excellent Order of the British Empire Award এ ভূষিত করা হলো ?

ⓐ চিত্রা সুন্দরাম ✓ 

ⓑ মাধুরি দিক্সিত

ⓒ প্রিয়াঙ্কা চোপড়া 

ⓓ সালমান খান 

◉ দক্ষিণ এশিয়ার নাচের সাফল্য এবং উন্নয়নে তার  অবদানের জন্য Most Excellent Order of the British Empire Award এ ভূষিত হলেন ।


10. কোন দেশ Tiantong 1-03 নামক নতুন মোবাইল টেলিযোগাযোগ স্যাটেলাইট লঞ্চ করল ? 

ⓐ রাশিয়া 

ⓑ চীন✓ 

ⓒ জাপান 

ⓓ আমেরিকা 

◉ চীনের রাজধানী : বেইজিং 

◉ চীনের মুদ্রা : রেনমিনবি 

◉ চীনের প্রধানমন্ত্রী : শি জিনপিং


11. ভারতীয় সৈন্য দ্বারা যৌথ মহড়া "কবচ "কোথায় আয়োজিত হবে ?

ⓐ আন্দামান সাগর 

ⓑ বঙ্গোপসাগর 

ⓒ আন্দামান সাগর ও বঙ্গোপসাগর ✓ 

ⓓ আরব সাগর 

◉ Army Chief : মনোজ মুকুন্দ নারাভানে 

◉ বায়ুসেনা প্রধান - আর.কে.এস .ভাদুরিয়া 

◉ নৌ সেনাপ্রধান:  অ্যাডমিরাল করমবীর  সিং 

◉ কোস্টগার্ড চিফ :  কৃষ্ণস্বামি নটরাজন 


12. কোন সংস্থা সম্প্রতি গ্লোবাল রিস্ক ইন্ডেক্স 2021 প্রকাশ করল ?

ⓐ WEF✓ 

ⓑ WHO 

ⓒ UNO

ⓓ WTO 

◉ WEF full form: World Economic Forum 

◉ Headquarters: Cologny, Switzerland 

◉ Founder: Klaus Schwab(ক্লাউস সোয়াব)

◉ Founded: January 1971

◉  Motto: Committed to improving the state of the world


13. সম্প্রতি চীন ভারতের কোন রাজ্যের সারি ছু নামক নদীর তীরে একটি সম্পূর্ণ গ্রাম নির্মাণ করেছে ? 

ⓐ উত্তরাখণ্ড 

ⓑ অরুণাচল প্রদেশ✓ 

ⓒ সিকিম 

ⓓ মেঘালয় 







No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...