Sunday, January 31, 2021

Bengali Current Affairs 31st January, 2021

 

Bengali Current Affairs 31st January, 2021

1. 2021 সালের প্রজাতন্ত্র দিবসে কোন রাজ্যের ট্যাবলো প্রথম পুরস্কার পেল ?

ⓐ উত্তর প্রদেশ✓
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ অন্ধ্রপ্রদেশ
ⓓ অরুণাচল প্রদেশ

◔ উত্তরপ্রদেশের রাম মন্দিরের ট্যাবলো 2021 সালে প্রজাতন্ত্র দিবসে প্রথম স্থান অধিকার করল।
◔ উত্তরপ্রদেশের ট্যাবলোর থিম : Ayodhya cultural heritage of Uttar Pradesh
◔ ত্রিপুরা রাজ্যের ট্যাবলো দ্বিতীয় স্থান অধিকার করল।
◔ উত্তরাখণ্ডের ট্যাবলো তৃতীয় স্থান অধিকার করল ।
◔ উত্তরাখণ্ডের ট্যাবলোর থিম : Devbhoomi: The Land Of the God
◔ উত্তর প্রদেশের রাজধানী : লখনউ (গোমতী নদীর তীরে অবস্থিত)
◔ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী : যোগী আদিত্যনাথ
◔ উত্তর প্রদেশের রাজ্যপাল : আনন্দিবেন প্যাটেল
◔ উত্তর প্রদেশের বিখ্যাত ন্যাশনাল পার্ক দুধওয়া ন্যাশনাল পার্ক।



2. ‘e-EPIC’-নাম ডিজিটাল ভোটার আইডি কার্ড চালু করলো কোন বিভাগ?

ⓐ বিচার বিভাগ
ⓑ নির্বাচন কমিশন✓
ⓒ শাসন বিভাগ
ⓓ এদের কোনটিই নয়

◔ চিফ ইলেকশন কমিশনার- সুনীল আরোরা
◔ হেডকোয়ার্টার- নিউ দিল্লি
◔ প্রতিষ্ঠা সাল- ১৯৫০ সালের ২৫শে জানুয়ারী


3.বিশ্বে ‘Most Valued IT Services Brand’ তালিকায় ভারতের Tata Consultancy Services (TCS)-এর স্থান কত?

ⓐ প্রথম
ⓑ তৃতীয়✓
ⓒ পঞ্চম
ⓓ সপ্তম

◔ এই তালিকায় প্রথমস্থানে আছে আয়ারল্যান্ডের Accenture
◔ দ্বিতীয় স্থানে আছে IBM
◔  চতুর্থ স্থানে আছে Infosys
◔  সপ্তম স্থানে আছে HCL
◔  নবম স্থানে আছে  Wipro

◔ TCS-এর হেডকোয়ার্টার- মুম্বাই
◔ প্রতিষ্ঠা সাল- ১৯৬৮ সালের ১লা এপ্রিল
◔ বর্তমান CEO- রাজেশ গোপীনাথন

4.পড়ুয়াদের দ্বারা স্যাটেলাইট ডিজাইন, তৈরী এবং লঞ্চ করার জন্য MoU স্বাক্ষর করলো কোন দুটি দেশ?

ⓐ ভারত ও শ্রীলঙ্কা
ⓑ ভারত ও বাংলাদেশ✓
ⓒ পাকিস্তান ও চীন
ⓓ ভারত ও চীন


5.সম্প্রতি Climate Adaptation Summit 2021 হোস্ট করলো কোন দেশ?

ⓐ জাপান
ⓑ নেদারল্যান্ডস✓
ⓒ মালদ্বীপ
ⓓ ইন্দোনেশিয়া

◔ রাজধানী- আমস্টারডাম
◔ মুদ্রার নাম- ইউরো
◔ প্রধানমন্ত্রী- Mark Rutte

6.কৃষকদের জন্য ‘কৃষি সখা’ অ্যাপ লঞ্চ করলো কোন সংস্থা?

ⓐ HDFC Bank
ⓑ Bharti AXA General Insurance✓
ⓒ Paytm Payments Bank
ⓓ Finotech Ltd.

◔ এই অ্যাপটির মাধ্যমে কৃষকরা তাদের ফসলের উৎপাদন বাড়ানোর জন্য নানা তথ্য পাবে।
◔ এই অ্যাপের মাধ্যমে কৃষকরা ফসল বীমা সংক্রান্ত তথ্যের জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা পোর্টালটিও অ্যাক্সেস করতে পারবে।

◔ Bharti AXA General Insurance হেডকোয়ার্টার- মুম্বাই
◔ প্রতিষ্ঠা সাল- ২০০৮
◔ বর্তমান CEO- সঞ্জীব শ্রীনিবাসন

7.দরিদ্র শিশুদের অনলাইন ক্লাস করতে সাহায্য করার জন্য ‘শিক্ষা হার সাথ’ ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন মোবাইল ব্র্যান্ড?

ⓐ Realme India
ⓑ Microsoft
ⓒ Mi India✓
ⓓ Apple

◔ সম্প্রতি Mi India সোনু সুদের  সাথে মিলিত ভাবে ‘শিক্ষা হার সাথ’ ইনিশিয়েটিভ লঞ্চ করলো।

8. Hindustan Unilever Ltd-এর চিফ ফিনান্সিয়াল অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ বিজয় কুমার
ⓑ রীতেশ তিয়ারী✓
ⓒ সুমিত দেশমুখ
ⓓ বিকাশ ভট্ট

◔ হেডকোয়ার্টার- মুম্বাই
◔ প্রতিষ্ঠা সাল- ১৯৩৩
◔ বর্তমান CEO- সঞ্জীব মেহতা

9.আর্মি স্টাফের নতুন ভাইস-চিফ হিসাবে নিযুক্ত হচ্ছেন কোন লেফটেন্যান্ট জেনারেল?

ⓐ সতিন্দার কুমার সৈনি
ⓑ চন্ডি প্রসাদ মোহান্তি✓
ⓒ অমরিন্দার সিং
ⓓ বিশ্বজিত সর্দার

◔ সেনাবাহিনীর প্রধান জেনারেল : মনোজ মুকুন্দ নারাভানে
◔ সদরদপ্তর : দিল্লি
◔ Motto :  service before self

10.সম্প্রতি ‘জেন্ডার পার্ক’ স্থাপিত হচ্ছে কেরালার কোন শহরে?

ⓐ ইজিমালা
ⓑ কোঝিকোড়✓
ⓒ তিরুবন্তপুরম
ⓓ কোচি

◔ কেরালার রাজধানী- তিরুবনন্তপুরম
◔ মুখ্যমন্ত্রী- Pinarayi Vijayan
◔ রাজ্যপাল- আরিফ মহম্মদ খান

◍ ভারতের প্রথম Gender Data Hub  নির্মাণের জন্য UN women এর সঙ্গে চুক্তি করলো কেরালা ।
◍ কেরালার রেশমা মরিয়ম মাত্র 21 বছর বয়সে ভারতের কনিষ্ঠা পঞ্চায়েত সভাপতি নির্বাচিত হলেন।
◍ বিশ্ব আয়ুর্বেদ মহোৎসব আয়োজিত হবে কেরালায়।
◍ " One School One IAS " যোজনা চালু করল কেরালা  রাজ্য ।
◍ জিমেদার পর্যটন অভিযান চালু করল কেরালা ।
◍ ভারতের প্রথম শ্রমিক আন্দোলন মিউজিয়াম গড়ে উঠলো কেরালায়।


11. Corruption perception index 2020 ভারতের স্থান কত?

ⓐ 80 তম
ⓑ 85 তম
ⓒ 86 তম✓
ⓓ 90 তম

◔ এই সূচকটি প্রকাশ করে- Transparency International
◔ 2019 সালে ভারতের স্থান ছিল 80 তম।
◔ এই সূচকটি  180 টি দেশের মধ্যে প্রকাশিত হয় ।
◔ এই সূচকে প্রথম স্থানে আছে নিউজিল্যান্ড ও ডেনমার্ক।


12. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন ?

ⓐ স্বামীনাথন জনাকিরামন
ⓑ অশ্বিনী কুমার তিওয়ারি
ⓒ প্রভাত প্যাটেল
ⓓ স্বামীনাথন জনাকিরামন ও অশ্বিনী কুমার তিওয়ারি ✓

◔ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চেয়ারম্যান : Dinesh Kumar Khara
◔ Headquarters: Mumbai
◔ Founded: 1July, 1955

13. ভারতের প্রথম রাজ্য হিসেবে দু'লক্ষ স্বাস্থ্যকর্মীদের করোনার ভ্যাকসিন দিল কোন রাজ্য?

ⓐ কেরালা
ⓑ কর্ণাটক✓
ⓒ উত্তর প্রদেশ
ⓓ মধ্যপ্রদেশ

◔ কর্নাটকের রাজধানী : ব্যাঙ্গালোর
◔ কর্নাটকের রাজ্যপাল : বাজুভাই বালা
◔ কর্নাটকের মুখ্যমন্ত্রী : বিএস ইয়েদদুরাপ্পা

◔ 2025 সালের মধ্যে বায়ো ইকোনমিক গঠন করবে কর্ণাটক রাজ্য ।
◔ কৃষকদের জন্য FRUITS পোর্টাল  লঞ্চ করল ।
◔ প্রথম রাইস ATM চালু হলো কর্ণাটক রাজ্যে ।
◔ কর্নাটকের মুখ্যসচিব নিযুক্ত  হলেন পি. বি. কুমার ।

◔ কর্নাটকে লিথিয়াম ভান্ডারের খোঁজ পাওয়া গেছে ।
◔ Avalokan software লঞ্চ করল কর্ণাটক রাজ্য ।

◔  কর্নাটকের বিখ্যাত ন্যাশনাল পার্ক গুলি হল বন্দিপুর ন্যাশনাল পার্ক , কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক।

14. World Leprosy Day (বিশ্ব কুষ্ঠ দিবস) কবে পালিত হয়?

ⓐ 30 জানুয়ারি ✓
ⓑ 29 জানুয়ারি
ⓒ 31 জানুয়ারি
ⓓ 28 জনুয়ারি

◔ কুষ্ঠ রোগ সম্পর্কে জনগণকে সচেতন করতে প্রতি বছর এই দিনটি পালন করা হয় ।
◔ Theme :Beat  Leprosy,  End  Stigma and Advocate for Mental Well - Being

15. সম্প্রতি 35th PRAGATI Meeting  এ সভাপতিত্ব করলেন কে?

ⓐ অমিত শাহ
ⓑ নরেন্দ্র মোদি ✓
ⓒ রাজনাথ সিং
ⓓ রমেশ পক্রিয়াল

◔ PRAGATI full form :  Pro- Active governance and Timely Implementation


16. সম্প্রতি কোন দেশ "ভ্যাকসিন মৈত্রী " উদ্যোগ শুরু করলো ?

ⓐ বাংলাদেশ
ⓑ ভারত ✓
ⓒ নেপাল
ⓓ পাকিস্তান

◔ "ভ্যাকসিন মৈত্রী" উদ্যোগের মাধ্যমে ভারত বিশ্বের অনেকগুলো প্রতিবেশী দেশে ভ্যাকসিন দান করবে ।

◔ সম্প্রতি আফগানিস্তানকে ৫ লক্ষ এবং নেপালকে ১০ লক্ষ ভ্যাকসিন ডোজ উপহার দিলো ভারত ।

17. সম্প্রতি আমেরিকা বাইডেন প্রশাসন কোন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান  কে চিফ অফ স্টাফ নিয়োগ করলেন ?

ⓐ কমলা হ্যারিস
ⓑ তারক শাহ ✓
ⓒ অমিতাভ যোশী
ⓓ অমিতাভ ত্রিবেদী

◔ জো বাইডেন 46 তম রাষ্ট্রপতি
◔ কমলা হ্যারিস  49 তম উপরাষ্ট্রপতি
◔ আমেরিকার রাজধানী : ওয়াশিংটন ডিসি
◔ আমেরিকার মুদ্রা:  ডলার
◔ সম্প্রতি আমেরিকা WHO এবং ওপেন স্কাই ট্রিটি থেকে বেরিয়ে এসেছে।


18. কোন রাজ্য সম্প্রতি " কৃষি পাম্প বিদ্যুৎ সংযোগ নীতি " ঘোষণা করল ?

ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ মহারাষ্ট্র✓
ⓒ ঝারখান্ড
ⓓ বিহার

◔ মহারাষ্ট্রের রাজধানী : মুম্বাই
◔ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী : উদ্ভব ঠাকরে
◔ মহারাষ্ট্রের রাজ্যপাল : ভগৎ সিং কশিয়ারি

◔  সম্প্রতি দূষণের কারণে মহারাষ্ট্রের লোনার হ্রদের জল গোলাপি বর্ণ হয়ে গিয়েছিল ।
◔ মহারাষ্ট্রের রাজ্যপাল সম্প্রতি" Majhi Bhint"  নামক বই প্রকাশ করল।
◔ গরেবারা  চিড়িয়াখানার নাম পরিবর্তন করে বালাসাহেব ঠাকরে গোরেবেরা প্রানী উদ্যান রাখা হলো।
◔ সম্প্রতি মহারাষ্ট্রের জেল পর্যটন শুরু হলো।

19. সম্প্রতি কে হিন্দুস্তান ইউনিলিভার CFO নিযুক্ত হলেন ?

ⓐ রিতেশ তিওয়ারি ✓
ⓑ রিতেশ ভাটিয়া
ⓒ রাকেশ কুমার
ⓓ দীনেশ তিওয়ারি

◔  CFO : Chief Financial Officer


20.  29 জানুয়ারি কে ইকোনমিক সার্ভে 2020- 21 লোক সভায় উপস্থাপন করলেন ?

ⓐ নরেন্দ্র মোদি
ⓑ নির্মলা সীতারামন ✓
ⓒ এন. কে. সিং
ⓓ কৃষ্ণমূর্থি ভেঙ্কাট সুব্রামানিয়ান

◔ প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি ভেঙ্কাট সুব্রহ্মণিয়ামির নেতৃত্বে একটি দল দ্বারা ইকোনমিক সার্ভে 2020- 21  রচিত হয়।
◔ Theme : #SavingLives&Livelihoods



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...