Monday, February 1, 2021

Bengali Current Affairs 1st February, 2021

 


Bengali Current Affairs 1st February, 2021

1.শহীদ দিবস কবে পালিত হয় ?

ⓐ 30 জানুয়ারি ✓ 

ⓑ 27 জানুয়ারি 

ⓒ 28 জানুয়ারি 

ⓓ 31 জানুয়ারি 

● 1948 সালের 30 জানুয়ারি নাথুরাম গডসের গুলিতে  মহাত্মা গান্ধী নিহত হন ।

● মহাত্মা গান্ধীর মৃত্যু দিন কে স্মরণ করে এই দিনটি পালন করা হয়।

● এবছর এটা 73 তম ।

● গান্ধীজীর সমাধিস্থল রাজঘাট ।

2.  ভারতে প্রথম চন্দনকাঠের মিউজিয়াম কোথায় উদ্বোধন করা হলো ?

ⓐ শিলং 

ⓑ মাইসোর✓ 

ⓒ গ্যাংটক 

ⓓ জয়পুর

● মাইসোরে ভারতের প্রথম চন্দনকাঠের মিউজিয়াম টি উদ্বোধন করবেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদদুরাপ্পা।

● কিভাবে তৈরি করা হয় চন্দন কাঠের জিনিস এবং চন্দন গাছ সম্পর্কে নানা তথ্য এই মিউজিয়ামে গেলে জানতে পারা যাবে।

● মাইসোর স্যান্ডেল উড সিটি (চন্দন কাঠের শহর)  নামে পরিচিত ।


3. মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হলেন ? 

ⓐ A.L .Jarhad✓ 

ⓑ Prahlad Singh 

ⓒ Amish Tripathi

ⓓ Lalji Pathak 

● মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী - উদ্ভব ঠাকরে 

● মহারাষ্ট্রের রাজ্যপাল - ভগৎ সিং কোশিয়ারী

● মহারাষ্ট্রের রাজধানী-  মুম্বাই 

● মহারাষ্ট্রের ন্যাশনাল পার্ক গুলো হলো সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক , টাডোবা ন্যাশনাল পার্ক ।


4. বিশ্বে "Strongest Brands" তালিকায় Reliance Jio-এর স্থান কত?

ⓐ ৩

ⓑ ৫✓

ⓒ ৭

ⓓ ৪

5. হিমাচল প্রদেশ কত তারিখে প্রতিষ্ঠা দিবস পালন করল ? 

ⓐ 26 জানুয়ারি 

ⓑ 25 জানুয়ারি ✓ 

ⓒ 28 জানুয়ারি 

ⓓ 30 জানুয়ারি 

●  হিমাচল প্রদেশ প্রতিষ্ঠা দিবস : 25 জানুয়ারি 1971 

● হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী : সিমলা 

● হিমাচল প্রদেশের শীতকালীন রাজধানী : ধর্মশালা 

● হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী : জয় রাম ঠাকুর

● হিমাচল প্রদেশের রাজ্যপাল : বান্দরু দত্তাত্রেয় 

6. ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমানবাহিনী মধ্যে যৌথ মহড়া AMPHEX- 21 কোথায় অনুষ্ঠিত হলো ?

ⓐ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ✓ 

ⓑ বঙ্গোপসাগর 

ⓒ বিশাখাপত্তনম 

ⓓ ভুবনেশ্বর

● সেনাবাহিনীর প্রধান- জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে 

● বিমান বাহিনী প্রধান - রাকেশ কুমার সিং ভাদুরিয়া 

● নৌবাহিনী প্রধান - অ্যাডমিরাল করমবীর সিং 


7.2022 Women’s Asian Cup হোস্ট করতে চলেছে কোন দেশ?

ⓐ ভারত✓

ⓑ শ্রীলঙ্কা

ⓒ অস্ট্রেলিয়া

ⓓ কাতার

● অনুষ্ঠিত হবে 2022 সালের 20 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত ।

● 2022 সালের মহিলা এশিয়া কাপ 8 তম ।

● 2018 সালের মহিলা এশিয়া কাপ মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছিল।

● 2018 সালের মহিলা এশিয়া কাপ জয় লাভ করেছিল বাংলাদেশ।

● প্রথম মহিলা এশিয়া কাপ 2004 সালে শ্রীলঙ্কা 

● এখনো পর্যন্ত সবচেয়ে বেশি বার Women’s Asian Cup জিতেছে ভারত।


8.কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের সেক্রেটারী পদে নিযুক্ত হলেন কে?

ⓐ স্মৃতি ইরানি

ⓑ ইউ.পি. সিং✓

ⓒ ধর্মেন্দ্র প্রধান

ⓓ সোমনাথ সরকার


9.তফসিলি জাতিভুক্ত কলেজ পড়ুয়াদের বিনামূল্যে বই দেবে কোন রাজ্য?

ⓐ পাঞ্জাব

ⓑ মধ্যপ্রদেশ

ⓒ হরিয়ানা✓

ⓓ নাগাল্যান্ড

● রাজধানী- চন্ডিগড়

● মুখ্যমন্ত্রী- মনোহর লাল খট্টার

● রাজ্যপাল- সত্যদেব নারায়ণ আর্য

● হরিয়ানার ন্যাশনাল পার্ক এগুলো হলো সুলতানপুর ন্যাশনাল পার্ক, কালেশ্বর  ন্যাশনাল পার্ক 

10.ভারতের প্রথম কোন রাজ্যের ২টি এক্সপ্রেসওয়েতে এয়ারস্ট্রিপ বানানো হয়েছে?

ⓐ উত্তরপ্রদেশ✓

ⓑ গুজরাট

ⓒ মহারাষ্ট্র

ⓓ কেরালা

● রাজধানী- লক্ষ্ণৌ

● মুখ্যমন্ত্রী- যোগী আদিত্যনাথ

● রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল

11. Luvsannamasri  Kyun Erdene (লুভসাননামাসরী কিউন এরদনে) কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন ? 

ⓐ মঙ্গোলিয়া ✓

ⓑ মালয়েশিয়া  

ⓒ মালদ্বীপ 

ⓓ মালি 

● ইনি মঙ্গোলিয়ার চিফ  ক্যাবিনেট সেক্রেটারি পদে নিযুক্ত ছিলেন ।

● 32 তম প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন ।

●  মঙ্গোলিয়ার রাজধানী : উলানবাটোর 

● মঙ্গোলিয়ার মুদ্রা : তুগ্রিক 


12. Asia Pacific personalised health index 2021 সূচিতে ভারতের রেঙ্ক কত ?

ⓐ 5
ⓑ 9
ⓒ 10 ✓
ⓓ 8

● The Economic Intelligence নামক সংস্থা এই index প্রকাশ  করে ।
● মোট 11 টি দেশের মধ্যে এই রেঙ্ক প্রকাশ করা হয়েছে।
● এই ইনডেক্স এ প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে আছে তাইওয়ান, তৃতীয় স্থানে আছে জাপান।

13. কোন সংস্থা ভারতের প্রথম 5G নেটওয়ার্ক সফল পরীক্ষা প্রদর্শন করলো ?

ⓐ jio
ⓑ Bharti Airtel ✓
ⓒ Vodafone
ⓓ None

● নেটওয়ার্ক সফল পরীক্ষা প্রদর্শন করা হলো হায়দ্রাবাদে।
● Bharti Airtel Founded: 7 July 1995
● CEO: Gopal Vittal
● Founder: Sunil Bharti Mittal

14. প্রয়াত হলেন "ক্লোরিস রিচমেন " তিনি কোন ক্ষেত্রে সঙ্গে যুক্ত ছিলেন ?

ⓐ অভিনয় ✓
ⓑ সাংবাদিক
ⓒ খেলোয়াড়
ⓓ সাহিত্যিক

● তিনি একজন হলিউড অভিনেত্রী ছিলেন।

15. সম্প্রতি ভারত - জাপান Act East forum এর পঞ্চম বৈঠক কোথায় সংঘটিত হলো ?

ⓐ গুজরাট
ⓑ নিউ দিল্লি✓
ⓒ জয়পুর
ⓓ চেন্নাই

● উত্তর পূর্ব এশিয়ার দেশগুলোতে যে পরিকল্পনা বা প্রকল্প চলছে সেগুলোর প্রগতি পর্যালোচনা করার জন্য ভারত এবং জাপানের মধ্যে Act East forum এর পঞ্চম বৈঠক  সংঘটিত হলো নিউ দিল্লিতে ।

16. 2020 সালের সর্বাধিক বিক্রিত গাড়ি নির্মাণ সংস্থা কোনটি ?

ⓐ Hyundai
ⓑ Mahindra
ⓒ Toyota ✓
ⓓ TATA

● Toyota হল একটা জাপানের একটি গাড়ি নির্মাণ সংস্থা।

❍ হেড কোয়ার্টার- জাপান

❍ প্রতিষ্ঠা সাল- ১৯৩৭ সালের ২৮শে আগস্ট

❍ বর্তমান চেয়ারম্যান- Takeshi Uchiyamada

❍ বর্তমান প্রেসিডেন্ট- Akio Toyoda

17. সম্প্রতি কোথায় " School of Public Health " চালু হলো ?

ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ রাজস্থান ✓
ⓒ অন্ধ্রপ্রদেশ
ⓓ মহারাষ্ট্র

● National Institute of Ayurveda তৈরি করছে রাজস্থানের জয়পুর।
● স্ট্যাচু অব পিস স্থাপন করা হলো রাজস্থানে।
● রাজস্থানের পুলিশ একাডেমি শ্রেষ্ঠ একাডেমির তকমা পেল ।
● ek poudha suposhit beti ke naam   নামক যোজনা চালু হলো রাজস্থানে।
● রাজস্থানের রাজধানী - জয়পুর
● রাজস্থানের মুখ্যমন্ত্রী - অশোক গেহলট
● রাজস্থানের রাজ্যপাল - কলরাজ মিশ্রা

18. নিম্নের কোন দেশ সবচেয়ে দ্রুত 10 লক্ষ টিকাকরণ করেছে ?

ⓐ আমেরিকা
ⓑ ভারত✓
ⓒ রাশিয়া
ⓓ জাপান

● ছয় দিনে দশ লক্ষ টিকাকরণ এর কাজ সম্পন্ন হয়েছে ভারতে।
● দ্বিতীয় স্থানে আছে আমেরিকা যারা 10 দিনে 10 লক্ষ টিকাকরণ এর কাজ সম্পন্ন করেছে।

19. সম্প্রতি কোন নদীর উপর পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু নির্মিত হলো ?

ⓐ হুগলি
ⓑ  তিস্তা✓
ⓒ জলঢাকা
ⓓ তোরসা

● কোচবিহার জেলার  হলদিবাড়ি ও মেখলিগঞ্জ এর মাঝে তিস্তা নদীর উপর 2709 মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণ শুরু হয়েছিল 2015 সালে।
● সম্প্রতি এই সেতুর নির্মাণ সম্পন্ন হয়েছে।
● এই সেতুর নাম " জয়ী "
● মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 ফেব্রুয়ারি এই সেতুর উদ্বোধন করবেন।








Question of the Day

Question of the Day

১) ভারতের প্রথম চিতা অভয়ারণ্য "Kuno - Palpur National Park " এটা কোন রাজ্যে অবস্থিত?

২) ‘The Population Myth’-শিরোনামে বই লিখলেন কোন প্রাক্তন চিফ ইলেকশন কমিশনার?

৩) রাজ্যের শিক্ষকদের ইংরাজিতে দক্ষ করে তুলতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করলো কোন রাজ্য?

৪) কোন রাজ্য কৃষি কাজের ক্ষেত্রে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল ? 

৫) হুরুন গ্লোবাল 500 রিপোর্ট অনুযায়ী ভারতের কতগুলি কোম্পানি স্থান পেয়েছে? 

.  









No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...