Thursday, February 11, 2021

Bengali Current Affairs 10th February, 2021


Bengali Current Affairs 10th February, 2021

1. ‘Whereabouts’-শিরোনামে নোভেল লিখলেন কোন প্রখ্যাত লেখিকা?

ⓐ অরুন্ধতি রায়

ⓑ ঝুম্পা লাহিড়ি✓

ⓒ মৌসুমী মজুমদার

ⓓ ময়না দাস

2.৩৭০ ধারা তুলে নেওয়ার প্রায় কত মাস পরে ইন্টারনেট সংযোগ পেল জম্মু-কাশ্মীর?

ⓐ ১৩

ⓑ ১৫

ⓒ ১৬

ⓓ ১৮✓

◧ ২০১৯ সালে ৫ই আগস্ট  ৩৭০ ধারা বাতিল হওয়ার পরই জম্মু-কাশ্মীরে বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা। আশঙ্কা ছিল, ইন্টারনেটের মাধ্যমে উপত্যকায় ছড়াতে পারে হিংসাত্মক পরিবেশ। তার প্রায় ছয় মাস পরে জানুয়ারি মাসে জম্মু-কাশ্মীরে কম গতির ২জি ইন্টারনেট পরিষেবা চালু করার ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র সরকার। 

◧ ১৬ অগস্ট থেকে ফের জম্মু-কাশ্মীরের বাসিন্দারা 4G ইন্টারনেট পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন।

◧ জম্মু-কাশ্মীরের রাজধানী- জম্মু এবং শ্রীনগর

◧ লেফটেন্যান্ট গভর্নর- মনোজ সিনহা

3.সম্প্রতি বৈদ্যুতিক যানবাহনের জন্য ৫০০টি চার্জিং পয়েন্ট স্থাপনের ঘোষণা করলো কোন রাজ্য?

ⓐ মহারাষ্ট্র

ⓑ দিল্লি✓

ⓒ কর্নাটক

ⓓ গুজরাট

◧ মুখ্যমন্ত্রী- অরবিন্দ কেজরীয়াল

◧ রাজ্যপাল- অনিল বৈজাল


4.আমেরিকা যুক্তরাষ্ট্রের থেকে বিশ্বের প্রথম ‘Carbon Neutral Oil’ পেলো কোন কোম্পানী?

ⓐ BPCL

ⓑ HPCL

ⓒ Reliance✓

ⓓ এদের কেউ নয়


◧ হেডকোয়ার্টার- মুম্বাই

◧ প্রতিষ্ঠা সাল- ১৯৭৩ সালের ৮ই মে

◧ বর্তমান CEO- মুকেশ আম্বানী

5.আমেরিকা ও রাশিয়া Nuclear Weapons Control Treaty-এর সময়সীমা বর্ধিত করলো কোন সাল পর্যন্ত?

ⓐ ২০২৩

ⓑ ২০২৬✓

ⓒ ২০২৫

ⓓ ২০২৪

6.. ভবেশ কুমার সিং কোন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন? 

ⓐ উত্তর প্রদেশ✓ 

ⓑ মধ্যপ্রদেশ 

ⓒ অন্ধ্রপ্রদেশ 

ⓓ ত্রিপুরা 

◧ উত্তর প্রদেশের রাজধানী: লখনৌ 

◧ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী : যোগী আদিত্যনাথ 

◧ উত্তর প্রদেশের রাজ্যপাল : আনন্দিবেন প্যাটেল 

◧ উত্তরপ্রদেশের বিখ্যাত ন্যাশনাল পার্ক দুধওয়া ন্যাশনাল  পার্ক ।

7.. কেন্দ্র সরকার পুরানো গাড়ি বাতিল করার জন্য কবে থেকে "Vehicle Scrappage Policy" চালু করবে ? 

ⓐ 1 এপ্রিল 2021 

ⓑ 1 এপ্রিল 2022✓ 

ⓒ 1 সেপ্টেম্বর 2021 

ⓓ 1 সেপ্টেম্বর 2022 

◧ Vehicle Scrappage Policy র মাধ্যমে যে সকল গাড়িগুলো পুরানো এবং অতি মাত্রায় দূষণ ঘটায় সেই সকল গাড়িগুলোকে বাতিল বলে ঘোষণা করা হবে। 

8.সম্প্রতি রাশিয়ার তৈরী করোনা ভ্যাকসিন ‘Sputnik V’-এর অনুমোদন করলো কোন দেশ?

ⓐ কম্বোডিয়া

ⓑ মেক্সিকো✓

ⓒ বেলারুস

ⓓ তুরস্ক

◧ রাজধানী- মেক্সিকো সিটি

◧ মুদ্রার নাম- মেক্সিকান পেসো

9. ‘মুখ্যমন্ত্রী বিজ্ঞান প্রতিভা পরীক্ষা’ স্কলারশীপ স্কিমের অনুমোদন করলো কোন সরকার?

ⓐ উত্তরপ্রদেশ

ⓑ দিল্লি✓

ⓒ পশ্চিমবঙ্গ

ⓓ ত্রিপুরা

◧ মুখ্যমন্ত্রী- অরবিন্দ কেজরীয়াল

◧ রাজ্যপাল- অনিল বৈজাল

10.  'ASEAN India Hackathon 2021’ লঞ্চ করলো কোন কেন্দ্রীয় মন্ত্রক?

ⓐ পরিবেশ মন্ত্রক

ⓑ শিক্ষা মন্ত্রক✓

ⓒ নারী ও শিশুকল্যাণ মন্ত্রক

ⓓ কৃষি মন্ত্রক


◧ বর্তমানে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী হলেন- রমেশ পোখরীয়াল

11. কোথায় ভারতে প্রথম "বজ্রবিদ্যুৎ গবেষণা কেন্দ্র " স্থাপন করা হবে? 

ⓐ আসাম 

ⓑ উড়িষ্যা✓ 

ⓒ রাজস্থান 

ⓓ মহারাষ্ট্র 

❏ ভারতে প্রথম "বজ্রবিদ্যুৎ গবেষণা কেন্দ্র " স্থাপন করা হবে উড়িষ্যার বালাসরে।

❏ এই কেন্দ্রের মাধ্যমে বজ্রবিদ্যুৎ এর পূর্বাভাস পাওয়া যাবে। 


◧ উড়িষ্যার চাঁদিপুরেMR- SAM মিসাইল এর সফল পরীক্ষা করা হলো।

◧ ভারতের বৃহত্তম হকি স্টেডিয়াম তৈরি হচ্ছে উড়িষ্যা রাউলকেল্লা তে।

◧ উড়িষ্যার মুখ্য সচিব নিযুক্ত হলেন সুরেশচন্দ্র মহাপাত্র ।

◧ উড়িষ্যার গঞ্জাম জেলায় রাম লিঙ্গেশ্বর মন্দিরের উদ্বোধন করা হলো ।

◧ উড়িষ্যায় চন্দ্রভাগা ও তালসের নামক দুটো সমুদ্র সৈকত নির্মাণ করা হবে ।

◧ ভারতের প্রথম ফায়ার পার্কের উদ্বোধন করা হলো উড়িষ্যায়।

◧ ইকো রিট্রিট উৎসবের দ্বিতীয় সংস্করণ আয়োজিত হল উড়িষ্যায়।

◧ আকাশ - এন জি মিসাইলের সফল পরীক্ষা করা হল উড়িষ্যাতে ।


◧ উড়িষ্যার রাজধানী : ভুবনেশ্বর 

◧ উড়িষ্যার মুখ্যমন্ত্রী : নবীন পট্টনায়েক 

◧ উড়িষ্যার রাজ্যপাল : গণেশী লাল 


12. ঝারগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে? 

ⓐ সিধু কানু বিশ্ববিদ্যালয় 

ⓑ নেতাজি সুভাষ বিশ্ববিদ্যালয় 

ⓒ সাধু রাম চাঁদ মুর্মু  বিশ্ববিদ্যালয়✓

ⓓ ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় 

◧ সাঁওতালি সাহিত্যিক সাধু রাম চাঁদ মুর্মুর নামে এই বিশ্ববিদ্যালয় নামকরণ করা হলো ।

13. গুজরাট রাজ্য সরকার কোন শহরে Indian Institute of skill (IIS) স্থাপন করতে চলেছে?

ⓐ আমেদাবাদ 

ⓑ জামনগর 

ⓒ সুরাট 

ⓓ গান্ধীনগর✓

◧ গুজরাট রাজ্যের গান্ধীনগর জেলার নাসমেদ গ্রামে এটা তৈরি হতে চলেছে।

◧ গুজরাটের রাজধানী : গান্ধীনগর 

◧ গুজরাটের মুখ্যমন্ত্রী : বিজয় রুপানি 

◧ গুজরাটের রাজ্যপাল : আচার্য দেবব্রত 


◧ গুজরাটের বিখ্যাত ন্যাশনাল পার্ক গুলো হল: গির ন্যাশনাল পার্ক, ভাসদা  ন্যাশনাল পার্ক , মেরিন ন্যাশনাল পার্ক

◍ নতুন সৌর নীতি ঘোষণা করল গুজরাট ।

◍ নতুন পর্যটন নীতি ঘোষণা করল গুজরাট। 

◍ পক্ষী রক্ষার জন্য করুণা অভিযান চালু করল গুজরাট।

◍ ড্রাগন ফলের নাম পরিবর্তন করে "কমলম" বা " পদ্ম" করল গুজরাট ।

◍ শিবদাসপুর সমুদ্র সৈকত পুনঃ নির্মাণ করবে গুজরাট।

14. প্রথম কোন ব্যাটসম্যান 100 তম টেস্টে দ্বিশত রান করলেন? 

ⓐ রহিত শর্মা 

ⓑ জো রুট ✓ 

ⓒ বিরাট কোহলি 

ⓓ মাইকেল ফেড্রিক 

◧ জো রুট ইংল্যান্ডের অধিনায়ক।

15. কোন দেশে বিশ্বের বৃহত্তম সমুদ্র থেকে দূরে বায়ু খামার স্থাপিত হতে চলেছে ? 

ⓐ উত্তর কোরিয়া 

ⓑ দক্ষিণ কোরিয়া✓ 

ⓒ ইতালি 

ⓓ ফ্রান্স


◧ 2030 সালে এই বায়ু খামার স্থাপনের কাজশেষ হবে।

◧ মোট খরচ হবে 43 বিলিয়ন মার্কিন ডলার।


◧ দক্ষিণ কোরিয়ার রাজধানী : সিউল 

◧ দক্ষিণ কোরিয়ার মুদ্রা : কোরিয়ান রিপাবলিক ওন

◧ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি : মুন জে. ইন 

16. কে প্রথম মহিলা হিসেবে WTO এর ডিরেক্টর জেনারেল নিযুক্ত হলেন? 

ⓐ Okonjo Iweala (ওকোনজো আইওয়েলা)✓

ⓑ Danish Oliya 

ⓒ Ansula Kanth 

ⓓ None 

◧ WTO : World Trade Organization

◧ Headquarters: Geneva, Switzerland 

◧ Founded: 1 January ,1995


17. প্রয়াত হলেন আকতার আলী, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? 

ⓐ ক্রিকেট 

ⓑ দাবা 

ⓒ টেনিস ✓ 

ⓓ হকি 

◧ তিনি 1958 থেকে 1964 সালের মধ্যে আটটি ডেভিস কাপে ভারতের হয়ে নেতৃত্ব দেন।


18. সম্প্রতি কে "অসম মালা পরিকল্পনা" উদ্বোধন করলেন ? 

ⓐ রাজনাথ সিং 

ⓑ রামনাথ কোবিন্দ 

ⓒ নরেন্দ্র মোদি✓ 

ⓓ অমিত শাহ

◧ রাজ্য সড়ক এবং জেলা সড়ক এর মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য সম্প্রতি আসামের সনিৎপুর জেলাতে এই "অসম মালা পরিকল্পনা" উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। 

❏ রাজধানী- দিসপুর

❏ মুখ্যমন্ত্রী- সর্বানন্দ সনোয়াল

❏ রাজ্যপাল- জগদীশ মুখী


❏ সম্প্রতি আসামে অরুণোদয় যোজনা চালু হলো।

❏ SVAYEM যোজনা চালু হয়েছে আসামে।

❏ পর্যটন সঞ্জীবনী যোজনা চালু হয়েছে আসামে।

❏ ভারতের দীর্ঘতম নদী রোপওয়ের  উদ্বোধন করা হলো আসামে। 

❏ আসামের শিলচরে মাল্টিমিডিয়া লজিস্টিক পার্ক গড়ে উঠবে। 

❏ ‘চা বাগিচা ধন পুরস্কার স্কিম’-লঞ্চ হল আসামে।

19. নীতি আয়োগ এর দ্বারা প্রকাশিত "Aspirational District" এর তালিকায় কোন জেলা শীর্ষে অবস্থিত ?

ⓐ শ্রাবস্তী ✓ 

ⓑ ঢালাই 

ⓒ গারবা 

ⓓ আসানসোল 

◧ উত্তরপ্রদেশের শ্রাবস্তী জেলা প্রথম স্থানে ত্রিপুরার ঢালাই জেলা দ্বিতীয় স্থানে , ঝাড়খণ্ডের গারবা জেলা তৃতীয় স্থানে অবস্থিত।

20. কোন রাজ্য সম্প্রতি "প্রজ্ঞান ভারতী" ও "ভাষা গৌরব" নামে দুটি যোজনা চালু করল ?

ⓐ ত্রিপুরা 

ⓑ আসাম✓ 

ⓒ মেঘালয় 

ⓓ রাজস্থান 

◧ আসামের তিন লক্ষ ছাত্র-ছাত্রীকে ১৫০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হবে এবং তার সাথে চার লক্ষের বেশি ছাত্রছাত্রীকে ফ্রী এডমিশন দেওয়া হবে এটাই হলো প্রজ্ঞান ভারতী যোজনা। 

◧ 21টি সাহিত্যিক সভার আয়োজন করা হবে এটাই হলো ভাষা গৌরব যোজনা।

21. প্রয়াত হলেন  ব্রুস টেলর। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ? 

ⓐ ক্রিকেট ✓

ⓑ হকি 

ⓒ টেনিস 

ⓓ ফুটবল 

22. ভারতের স্বাধীনতার 75 তম বর্ষপূর্তি কে কি উৎসব  রূপে পালন করা হবে?

ⓐ ভারত অমৃত উৎসব✓ 

ⓑ ভারত আরোগ্য উৎসব 

ⓒ ভারত সংকল্প উৎসব 

ⓓ ভারত পরাক্রম উৎসব

◧ বাজেট অধিবেশনে  রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঘোষণা করেছেন স্বাধীনতার 75 তম বর্ষপূর্তি "ভারত অমৃত উৎসব"  হিসেবে আয়োজিত হবে । 

23. 28 ফেব্রুয়ারি ISRO কোন দেশের Amazonia -1  উপগ্রহ লঞ্চ করবে? 

ⓐ রাশিয়া 

ⓑ মেক্সিকো 

ⓒ ব্রাজিল✓ 

ⓓ কানাডা 

◧ ISRO : Indian Space Research Organisation

◧ Formed : 15 August 1969 

◧ Headquarters: Bengaluru

◧ Founder: Vikram Sarabhai

◧ Director: K. Sivan



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...