Thursday, February 11, 2021

Bengali Current Affairs 11th February, 2021

 


Bengali Current Affairs 11th February, 2021

1. CRPF এর additional director general হিসেবে কে নিযুক্ত হলেন?

ⓐ রশমি শুক্লা ✓
ⓑ রতন ত্রিপাঠী
ⓒ অরূপ সাক্সেনা
ⓓ জয় চৌধুরী

◥ CRPF Moto : service and loyalty
◥ সদর দপ্তর : নিউ দিল্লি
◥ ডিরেক্টার জেনারেল : এ.পি মহেশ্বরী
◥ CRPF full form: Central Reserve Police Force


2. কোন বীমা কোম্পানি ক্যান্সার আক্রান্ত মানুষদের বেঁচে যাওয়ার জন্য " Salute to Caregivers Ek Naya Nazariya ক্যাম্পেইনে চালু করল?

ⓐ Bajaj Allianz
ⓑ Bharti axa general insurance ✓
ⓒ Birla Sun Life Insurance company
ⓓ None

◥ Bharti axa general insurance MD & CEO : Sanjeev Srinivasan

◥ Founded : 2008
◥ Headquarters : Mumbai, India



3.জাতি সংঘের ‘Climate Envoy’ হিসাবে পুনরায় নিযুক্ত হলেন কে?

ⓐ জোসেফ দগম্যান
ⓑ মাইকেল ব্লুমবার্গ✓
ⓒ ইউনিস পিলসমুন
ⓓ মাইকেল ডাক

◥ জাতি সংঘের হেডকোয়ার্টার-নিউইয়র্ক
◥ প্রতিষ্ঠা সাল- ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর
◥ ডিরেক্টর জেনারেল- António Guterres


4.২০২০-২১ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য কত হাজার কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্র?

ⓐ ১৫ হাজার
ⓑ ১৬ হাজার✓
ⓒ ২০ হাজার
ⓓ ১০ হাজার

◥ এই যোজনাটি লঞ্চ করা হয়েছিল ২০১৬ সালের ১৩ই জানুয়ারী

5.ভারতের প্রথম ভূ-তাপীয় বিদ্যুৎ প্রকল্প (geothermal power project) স্থাপিত হচ্ছে কোথায়?

ⓐ জম্মু-কাশ্মির
ⓑ লাদাখ✓
ⓒ উত্তরাখণ্ড
ⓓ আসাম

◥ এটি পূর্ব লাদাখের পুগা গ্রামে স্থাপিত হবে
◥ 31 অক্টোবর 2019 সালে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়।
◥ লাদাখের রাজধানী- কার্গিল, লে
◥ লেফটেন্যান্ট গভর্নর- রাধাকান্ত মথুর

6.সম্প্রতি Grand Slam Main Draw-তে স্থানাধিকারী পঞ্চম  ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড় হলেন কে?

ⓐ সানিয়া মির্জা
ⓑ রুতুজা ভোসলে
ⓒ অঙ্কিতা রায়না✓
ⓓ করমন কৌর থান্ডি

7. SPHEREx Mission-এর জন্য SpaceX কোম্পানিকে নির্বাচন করলো কোন মহাকাশ গবেষণা সংস্থা?

ⓐ ISRO
ⓑ NASA✓
ⓒ ESA
ⓓ JAXA

◥ NASA-র পুরো কথা- National Aeronautics and Space Administration
◥ হেডকোয়ার্টার- ওয়াশিংটন
◥ প্রতিষ্ঠা সাল- ১৯৫৮ সালের ১লা অক্টোবর
◥ অ্যাডমিনিস্ট্রেটর- Steve Jurczyk
◥ SpaceX-এর হেডকোয়ার্টার- ক্যালিফোর্নিয়া
◥ প্রতিষ্ঠা সাল- ২০০২ সালের ৬ই মে
◥ বর্তমান CEO- Elon Musk

8. কোন রাজ্য সরকার রাজ্য সকল ধরনের জমির মালিকানা চিহ্নিত করার জন্য 16 অংকের Unicode ব্যবস্থা চালু করল?

ⓐ উত্তর প্রদেশ✓
ⓑ অন্ধ্রপ্রদেশ
ⓒ ঝারখান্ড
ⓓ বিহার

◥ এর মূল লক্ষ্য জমিসংক্রান্ত বিরোধের মামলাগুলি পরীক্ষা করা, বিতর্কিত জমির রেজিস্ট্রি কে বন্ধ করা এবং লক্ষ্যে জালিয়াতির হাত থেকে বাঁচানো ।

◥ উত্তর প্রদেশের রাজধানী : লখনউ (গোমতী নদীর তীরে)
◥ উত্তর প্রদেশের রাজ্যপাল: আনন্দিবেন প্যাটেল
◥ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী : যোগী আদিত্যনাথ
◥ উত্তর প্রদেশের বিখ্যাত ন্যাশনাল পার্ক: দুধওয়া  ন্যাশনাল পার্ক



9. 8 ফেব্রুয়ারি কোথায় "জাতীয় উদ্যান পালন মেলা2021" শুরু হলো ?

ⓐ দিল্লি
ⓑ বেঙ্গালুরু ✓
ⓒ চেন্নাই
ⓓ মুম্বাই

◥ কর্নাটকের রাজধানী ব্যাঙ্গালুরুতে "জাতীয় উদ্যান পালন মেলা2021" শুরু হলো ।
◥ এই মেলার আয়োজন করেছে IIHR নামক সংস্থা ।
◥ IIHR : Indian Institute of horticultural Research
◥ Headquarter : Bengaluru
◥ Founded : 1967


10.. সম্প্রতি কোথায় "শ্রীবিল্লিপুথুর মেগামালায় " ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে ?

ⓐ তেলেঙ্গানা
ⓑ তামিলনাড়ু ✓
ⓒ কেরালা
ⓓ অন্ধ্রপ্রদেশ

◥ এটা তামিলনাড়ুর পঞ্চম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র।
◥ এটা ভারতের একান্নতম টাইগার রিজার্ভ।

● তামিলনাড়ুর রাজধানী :চেন্নাই
●  তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী : এডাপ্পাদি. কে. পালানিসমি
● তামিলনাড়ুর রাজ্যপাল : বানোয়ারী লাল পুরোহিত

● পরপর ছয়বার অঙ্গ দানের শ্রেষ্ঠ স্থান পেল তামিলনাড়ু।
● পিঁপড়ের নতুন প্রজাতির খোঁজ পাওয়া গিয়েছে যার নাম অমিতাভ যোশীর নামে রাখা হয়েছে ।
● তামিলনাড়ু সরকার ছাত্র-ছাত্রীদের ফ্রিতে প্রত্যেকদিন 2 জিবি ডেটা দেওয়ার কথা ঘোষণা করলেন।
●তামিলনাড়ুর মুখ্য সচিব নিযুক্ত হলেন রাজিব রঞ্জন।
● সম্প্রতি তামিলনাড়ুতে থিপুসুম উৎসব পালিত হল।



11. কোন ক্রিকেট খেলোয়ার Allan Border 2020-2021 পদক পেলেন ?

ⓐ স্টিভ স্মিথ ✓
ⓑ ডেভিড ওয়ার্নার
ⓒ জো রুট
ⓓ প্যাট কামিন্স

◥ এই নিয়ে স্টিভ স্মিথ তৃতীয় বার এই  পুরস্কার পেলেন।
◥ বিগত এক বছর ধরে অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে  ক্রিকেটে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয় ।



12. সমগ্র শিক্ষা স্কিম এর অন্তর্গত সমস্ত আবাসিক স্কুল ও হোস্টেলের নাম কার নামে রাখা হবে?

ⓐ মহতমা গান্ধী
ⓑ অটল বিহারি বাজপেয়ি
ⓒ নেতাজি সুভাষচন্দ্র বোস ✓
ⓓ আবুল কালাম আজাদ

◥ বর্তমানে ভারতের শিক্ষা মন্ত্রী রমেশ পক্রিয়াল ।

13. কোথায় সম্প্রতি জেনারেল K.S Thimayaaএর নামে মিউজিয়াম স্থাপন করা হলো ?

ⓐ কর্ণাটক ✓
ⓑ কেরালা
ⓒ বিহার
ⓓ অন্ধ্রপ্রদেশ

◥ কর্ণাটক এর কদাগু জেলায় এই মিউজিয়াম স্থাপন করা হলো।
◥ K.S Thimayaa ভারতের প্রাক্তন সেনাপ্রধান ছিলেন(1957-61)।

◥ কর্নাটকের মুখ্যমন্ত্রী : বিএস ইয়েদদুরাপ্পা

◥ কর্নাটকের রাজ্যপাল: বাজুভাই বালা

◍ 2025 সালের মধ্যে বায়ো ইকোনমিক গঠন করবে কর্ণাটক রাজ্য ।
◍ কৃষকদের জন্য FRUITS পোর্টাল  লঞ্চ করল ।
◍ প্রথম রাইস ATM চালু হলো কর্ণাটক রাজ্যে ।
◍ কর্নাটকের মুখ্যসচিব নিযুক্ত  হলেন পি. বি. কুমার ।

◍ কর্নাটকে লিথিয়াম ভান্ডারের খোঁজ পাওয়া গেছে ।
◍ ভারতীয় Gray Wolf  এর অভয়ারণ্য স্থাপিত হবে কপ্পল জেলার বাঁকাপুরে।
◍ Avalokan software লঞ্চ করল কর্ণাটক রাজ্য ।
◔  কর্নাটকের বিখ্যাত ন্যাশনাল পার্ক গুলি হল বন্দিপুর ন্যাশনাল পার্ক কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক,

14. সম্প্রতি উত্তরাখণ্ডের কোন নদীতে " লখডাক বিদ্যুৎ পরিকল্পনা " নির্মাণ করা হবে ?

ⓐ মন্দাকিনী
ⓑ ধৌলি গঙ্গা
ⓒ যমুনা✓
ⓓ ভাগীরথী

◥ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী: ত্রিবেন্দ্র সিং রাওয়াত
◥ উত্তরাখণ্ডের রাজ্যপাল : বেবিরানি  মৌর্য

∎ উত্তরাখণ্ডের শিবালিক হিমালয়ের প্রায় 210 রকম প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ এর জন্য বোটানিক্যাল গার্ডেন উদ্বোধন করা হলো।
∎ সম্প্রতি সূর্যধার হ্রদের উদ্বোধন করা হলো উত্তরাখণ্ডে ।
∎ উত্তরাখণ্ডের বিখ্যাত ন্যাশনাল পার্ক ভ্যালি অফ ফ্লাওয়ার্স, জিম করবেট ন্যাশনাল পার্ক
∎  উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন রাঘবেন্দ্র সিং চৌহান।
∎ উত্তরাখণ্ডে 24 শে জানুয়ারি মাত্র একদিনের জন্য মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন সৃষ্টি গোস্বামী।
∎ MANREGA প্রকল্পে কার্যদিবস 100 দিন থেকে বৃদ্ধি করে 150 দিন করা হয়েছে।
∎ উত্তরাখণ্ডের নন্দাদেবী হিমবাহের তুষারধস এর ফলে উত্তরাখণ্ড চামোলি জেলার ধৌলি গঙ্গা নদীতে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ।



15. প্রয়াত হলেন রাজীব কাপুর , তিনি কোন ক্ষেত্রে সঙ্গে যুক্ত ছিলেন?

ⓐ অভিনেতা✓
ⓑ খেলোয়াড়
ⓒ সাংবাদিক
ⓓ গায়ক

∎ তিনি একজন বলিউড অভিনেতা ছিলেন।

∎ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল-৫৮ বছর

16. সম্প্রতি কোন রাজ্যে "মান্ডু উৎসব " আয়োজিত হবে ?

ⓐ মেঘালয়
ⓑ মধ্যপ্রদেশ ✓
ⓒ মনিপুর
ⓓ ত্রিপুরা

◥ মান্ডু মধ্যপ্রদেশের একটি ওয়ার্ল্ড হেরিটেজ সিটি।
◥ 13 এবং 14 ফেব্রুয়ারি মান্ডু উৎসব মধ্যপ্রদেশ আয়োজিত হবে ।

● মধ্যপ্রদেশের রাজধানী : ভূপাল
● মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী:  শিবরাজ সিং চৌহান
● মধ্যপ্রদেশের রাজ্যপাল :আনন্দিবেন প্যাটেল

● মধ্যপ্রদেশ রাজ্যে 2030 সালের মধ্যে এইডস একেবারে নির্মূল করার সিদ্ধান্ত নিয়েছে।
● ভারতের প্রথম হট এয়ার বেলুন সাফারি পরিষেবা চালু হলো মধ্যপ্রদেশের বান্ধবগড়ে।
● সম্প্রতি Pankh  যোজনা চালু হলো মধ্যপ্রদেশে ।

● মধ্য প্রদেশের বিখ্যাত ন্যাশনাল পার্ক গুলো হল বান্ধবগড় ন্যাশনাল পার্ক ,কানহা ন্যাশনাল পার্ক, সাতপুরা ন্যাশনাল পার্ক , মাধব ন্যাশনাল পার্ক ,পান্না ন্যাশনাল পার্ক, সঞ্জয় ন্যাশনাল পার্ক , পেঞ্চ ন্যাশনাল পার্ক ,বন বিহার ন্যাশনাল পার্ক, ফসিলস ন্যাশনাল পার্ক


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...