Friday, February 19, 2021

Bengali Current Affairs 18th February, 2021

Bengali Current Affairs 18th February, 2021

1. কিংস ইলেভেন পাঞ্জাব এর নাম বদল করে কি রাখা হলো ?

ⓐ ইলেভেন পাঞ্জাব
ⓑ পাঞ্জাব কিংস ✓
ⓒ পাঞ্জাব কিংস ইলেভেন
ⓓ ইলেভেন পাঞ্জাব কিংস

● ক্যাপ্টেন- কে.এল. রাহুল

● হেড কোচ- অনিল কুম্বলে

◓ পাঞ্জাব কিংস Owner - মোহিত বর্মন, নেস ওয়াদিয়া, প্রীতি জিন্তা, করণ পাল


2. কত তারিখ থেকে সমস্ত জাতীয় সড়কে FASTag  বাধ্যতামূলক করা হলো?

ⓐ 13 ফেব্রুয়ারি
ⓑ 14 ফেব্রুয়ারি
ⓒ 15 ফেব্রুয়ারি ✓
ⓓ 16 ফেব্রুয়ারি

3. সম্প্রতি মহারাজা সুহেল দেব স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কে?

ⓐ নরেন্দ্র মোদি ✓
ⓑ রমেশ পক্রিয়াল
ⓒ স্মৃতি ইরানি
ⓓ পীযূষ গোয়েল

◓ নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশে মহারাজা সুহেল দেব স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন।

4. সম্প্রতি কে John florio prize  জিতেছেন ?

ⓐ ঝুম্পা লাহিরি✓
ⓑ অরুন্ধতী রায়
ⓒ শোভা দে
ⓓ বিমল জালান

◓ ইটালিয়ান উপন্যাস "Domenico Starnone's " ইংরেজিতে অনুবাদ করার জন্য ঝুম্পা লাহিরি এই পুরস্কার পেলেন।

5. 20 21 - 22 সালে Institute of Chartered account of India (ICAI) এর প্রেসিডেন্ট পদে কে নির্বাচিত হলেন?

ⓐ Nihar .N. Jambusaria ✓
ⓑ Subrata Trivedi
ⓒ Sukh Manoranjan
ⓓ Nilanjan Mohanty

◓ ICAI প্রতিষ্ঠিত হয় 1 জুলাই 1949 সালে
◓ সদরদপ্তর : নিউ দিল্লি
◓ ভাইস প্রেসিডেন্ট : দেবাশীষ মিত্র

6. কোন রাজ্যে 20 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত খাজুরাহো ডান্স ফেস্টিভেল 2021 অনুষ্ঠিত হতে চলেছে?

ⓐ উত্তর প্রদেশ
ⓑ মধ্যপ্রদেশ✓
ⓒ হিমাচল প্রদেশ
ⓓ অন্ধ্রপ্রদেশ

● মধ্যপ্রদেশের রাজধানী : ভূপাল
● মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী:  শিবরাজ সিং চৌহান
● মধ্যপ্রদেশের রাজ্যপাল :আনন্দিবেন প্যাটেল

● মধ্যপ্রদেশ রাজ্যে 2030 সালের মধ্যে এইডস একেবারে নির্মূল করার সিদ্ধান্ত নিয়েছে।
● ভারতের প্রথম হট এয়ার বেলুন সাফারি পরিষেবা চালু হলো মধ্যপ্রদেশের বান্ধবগড়ে।
● সম্প্রতি Pankh ও লাডলি লক্ষী  যোজনা চালু হলো মধ্যপ্রদেশে ।
● SAANS নামক অভিযান চালু করল মধ্যপ্রদেশ।
● সৌরশক্তি উৎপাদন পাঁচ হাজার মেগাওয়াট থেকে বৃদ্ধি করে 10 হাজার মেগাওয়াট করবে মধ্যপ্রদেশ।
● বিশ্বের সর্বাধিক পুরানো প্রাণীর জীবাশ্ম পাওয়া গেল মধ্যপ্রদেশে

মধ্য প্রদেশের বিখ্যাত ন্যাশনাল পার্ক গুলো হল বান্ধবগড় ন্যাশনাল পার্ক ,কানহা ন্যাশনাল পার্ক, সাতপুরা ন্যাশনাল পার্ক , মাধব ন্যাশনাল পার্ক ,পান্না ন্যাশনাল পার্ক, সঞ্জয় ন্যাশনাল পার্ক , পেঞ্চ ন্যাশনাল পার্ক ,বন বিহার ন্যাশনাল পার্ক, ফসিলস ন্যাশনাল পার্ক ।


7. 2021 সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সেরা মার্চিং কন্টিনজেন্ট পুরস্কার উপস্থাপন করলেন কে?

ⓐ রাজনাথ সিং ✓
ⓑ নরেন্দ্র মোদি
ⓒ অমিত শাহ
ⓓ রামনাথ কোবিন্দ

◓ ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 2021 সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সেরা মার্চিং কন্টিনজেন্ট পুরস্কার উপস্থাপন করলেন।
◓ পুরস্কারটি পেয়েছে দিল্লি পুলিশ।

8. কে BCCI এর গেম ডেভেলপমেন্ট এর জন্য জেনারেল ম্যানেজার হিসেবে নিযুক্ত হলেন?

ⓐ অজয় মাধুর
ⓑ নির্মাল্য কর
ⓒ ধীরাজ মালহোত্রা ✓
ⓓ প্রণব ভাটিয়া

◓ আইপিএল টিমের দিল্লি ক্যাপিটাল এর CEO পদে নিযুক্ত আছেন ধীরাজ মালহোত্রা ।

◓ BCCI এর প্রেসিডেন্ট : সৌরভ গাঙ্গুলী
◓ ভাইস প্রেসিডেন্ট : রাজীব শুক্লা
◓ সেক্রেটারি : জয় শাহ
◓ প্রতিষ্ঠিত : 1928

9. Critics choice Award 2021 এ বছর কততম ?

ⓐ 24 তম
ⓑ 25 তম
ⓒ 26 তম ✓
ⓓ 27 তম

◓ 26th Critics' Choice Awards will be presented on March 7, 2021, honoring the finest achievements of 2020 filmmaking
◓ The film nominations were announced on February 8, 2021



10. পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব  উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের কোন জেলায়?

ⓐ বর্ধমান
ⓑ দক্ষিণ 24 পরগনা
ⓒ কোচবিহার ✓
ⓓ কলকাতা

◓ কোচবিহারের প্রাসাদে রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসবের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার।
◓ বিবিধের মাঝে ঐক্য স্থাপনের জন্য এই উৎসব পালিত হয়।
◓ এবছর এটা 11 তম ।
◓ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী:  মমতা ব্যানার্জি

◓ পশ্চিমবঙ্গের বিখ্যাত  ন্যাশনাল পার্ক গুলো হল -  সুন্দরবন ন্যাশনাল পার্ক , গরুমারা ন্যাশনাল পার্ক, বক্সা ন্যাশনাল পার্ক, নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক , সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক ।


11. কোন রাজ্যের পুলিশ মহিলা সুরক্ষা ও সশক্তিকরণ এর জন্য Digital Outreach Program চালু করল ?

ⓐ সিকিম
ⓑ মেঘালয়
ⓒ উত্তর প্রদেশ ✓
ⓓ ঝাড়খন্ড

◉ উত্তর প্রদেশের রাজধানী : লখনও
◉ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী : যোগী আদিত্যনাথ
◉ উত্তর প্রদেশের রাজ্যপাল : আনন্দিবেন প্যাটেল

◉ উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় 100 মডেল গ্রাম তৈরি করা হবে।
◉ কিষান কল্যাণ যোজনা চালু হলো উত্তরপ্রদেশে।
◉ মুখ্যমন্ত্রী আরোগ্য মেলার উদ্বোধন করা হলো উত্তরপ্রদেশে।
◉ ভারতের প্রথম দুটি এক্সপ্রেস ওয়ের ওপর যুদ্ধবিমান রানওয়ে  নির্মিত হল উত্তরপ্রদেশে।
◉ চামড়া পার্ক নির্মাণ করা হবে উত্তরপ্রদেশে
◉ভবেশ কুমার সিং উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন
◉ উত্তরপ্রদেশের ঝাঁসি শহরে স্ট্রবেরি উৎসব আয়োজন করা হল।
◉ রাজ্য নিয়ন্ত্রণ কক্ষ গঠন করেছে উত্তর প্রদেশ।


12. কোন রাজ্য সম্প্রতি "অভ্যুদয় যোজনা" চালু করল ?

ⓐ তামিলনাড়ু
ⓑ উত্তর প্রদেশ✓
ⓒ রাজস্থান
ⓓ কর্ণাটক

13. কোন দেশ সম্প্রতি " Cargo Spacecraft Progress  77"  লঞ্চ করল ?

ⓐ আমেরিকা
ⓑ রাশিয়া ✓
ⓒ জাপান
ⓓ পাকিস্তান

◓ রাশিয়ার রাজধানী : মস্কো
◓ রাশিয়ার মুদ্রা : রাশিয়ান রুবেল
◓ রাশিয়ার প্রেসিডেন্ট : ভ্লাদিমির পুতিন


14. ভারতের প্রথম ভ্রমের মিউজিয়াম (Museum Of Illusion) কোথায় নির্মাণ করা হলো ?

ⓐ দিল্লি ✓
ⓑ কলকাতা
ⓒ মুম্বাই
ⓓ ব্যাঙ্গালোর

◓ এই মিউজিয়ামে যারা প্রবেশ করবে তারা ভ্রমের শিকার হবে ।

◓ সম্প্রতি দিল্লিতে তামিল একাডেমি চালু হলো।
◓ কোঙ্কণী ভাষা একাডেমি চালু হলো দিল্লিতে।
◓ জীবন সেবা মোবাইল অ্যাপ চালু করেছে দিল্লি।
◓ ভারতের প্রথম প্লাজমা ব্যাংক স্থাপন করা হয়েছে দিল্লিতে।
◓ ভারতের প্রথম e-vehicle charging  প্লাটফর্ম চালু হয়েছে দিল্লিতে।
◓ সুইচ দিল্লি অভিযান চালু হয়েছে দিল্লিতে।

◓ দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী : অরবিন্দ কেজরিওয়াল
◓ লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল।

15.  প্রয়াত হলেন পি.বি সামন্ত। তিনি কোন ক্ষেত্রে সঙ্গে যুক্ত ছিলেন?

ⓐ সঙ্গীত
ⓑ খেলোয়াড়
ⓒ বিচারপতি ✓
ⓓ সাংবাদিক

◓ তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন।
◓ তার লেখা বিখ্যাত বই "A grammar of democracy".


16. সম্প্রতি "Tipane Kashmirchi (Notes On Kashmir) untold stories " শীর্ষক বইটি কে প্রকাশ করলেন?

ⓐ রাজনাথ সিং
ⓑ অমিত শাহ
ⓒ মনোজ সিনহা✓
ⓓ নরেন্দ্র মোদি

◓ জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা "Tipane Kashmirchi (Notes On Kashmir) untold stories " শীর্ষক বইটিকে প্রকাশ করলেন।
◓ বইটি লিখেছেন অরুণ কর্মকার।


17. প্রতিবছর ‘National Productivity Day’ কবে পালিত হয়?

ⓐ 12 ফেব্রুয়ারী✓
ⓑ 13 ফেব্রুয়ারী
ⓒ 14 ফেব্রুয়ারী
ⓓ 15 ফেব্রুয়ারী

◓ প্রতিবছর 12 ফেব্রুয়ারী National Productivity Council (NPC) -এর অধীনে ‘National Productivity Day’ পালিত হয়।

◓ National Productivity Week 2021 পালিত হবে – 12 ফেব্রুয়ারী – 18 ফেব্রুয়ারী পর্যন্ত।



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...