Wednesday, February 17, 2021

Bengali Current Affairs 17th February, 2021


Bengali Current Affairs 17th February, 2021

1.সম্প্রতি ‘Aarogya Setu’ অ্যাপের সাথে সংযুক্ত করা হলো কোন অ্যাপের?

ⓐ Covid-win

ⓑ CoWIN✓

ⓒ Covac

ⓓ CCVV

◓ এটি একটি ভ্যাকসিন রেজিস্ট্রেশন অ্যাপ


2.CEAT টায়ার কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন তেলেগু অভিনেতা?

ⓐ প্রভাস

ⓑ রানা দাগ্গুবাতি✓

ⓒ মহেশ বাবু

ⓓ রাম চরণ

◓ CEAT-এর হেডকোয়ার্টার- মুম্বাই

◓ প্রতিষ্ঠা সাল- ১৯২৪

◓ ম্যানেজিং ডিরেক্টর- অনন্ত গোয়েঙ্কা

◓ চেয়ারম্যান- হর্ষ গোয়েঙ্কা

3.সম্প্রতি Mario Draghi কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন?

ⓐ জাপান

ⓑ ইতালি✓

ⓒ দক্ষিন আমেরিকা

ⓓ ইরাক

◓ ইনি এর আগে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের চিফ পদে নিযুক্ত ছিলেন।

◓ ইতালির প্রধানমন্ত্রী পদে এর আগে নিযুক্ত ছিলেন Giuseppe Conte

◓ রাজধানী- রোম

◓ মুদ্রার নাম- ইউরো

◓ বর্তমান রাষ্ট্রপতি- Sergio Mattarella


4.ভারতের প্রথম ডলফিন রিসার্চ সেন্টার শুরু হতে চলেছে কোথায়?

ⓐ লক্ষ্ণৌ

ⓑ পাটনা✓

ⓒ চেন্নাই

ⓓ বেঙ্গালুরু

◓ 2009 সালে ডলফিনকে জাতীয় জলজ প্রাণী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

◓ World Wild Life Protection 1972 Act অনুসারে ডলফিন  অতি বিপন্ন প্রজাতির একটি প্রাণী।


◓ বিহারের রাজধানী- পাটনা

◓ মুখ্যমন্ত্রী- নীতিশ কুমার

◓ রাজ্যপাল- ফাগু চৌহান


◓ বিহারের বিখ্যাত ন্যাশনাল পার্ক বাল্মিকী ন্যাশনাল পার্ক।

5.Volvo Cars India-র নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ রোশনি নাদার

ⓑ জ্যোতি মালহোত্রা✓

ⓒ কিরণ সাউ

ⓓ সুহানা কুমারী


◓ Volvo Cars India-র হেডকোয়ার্টার- গুরুগ্রাম, হরিয়ানা


6.অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়নের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ রোশনি সামন্ত

ⓑ রশ্মি সামন্ত✓ 

ⓒ কৃষ্ণা পাঠক

ⓓ মনোরমা যাদব

7.  " Zero covid by Feb 28 " অভিযান চালু করলো কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ?

ⓐ দিল্লি 

ⓑ আন্দামান ও নিকোবর 

ⓒ পুদুচেরি ✓

ⓓ  নয়

◓ পদুচেরির লেফটেন্যান্ট গভর্নর -  Tamilisai Soundararajan (Additional Charge) 

◓ পদুচেরি মুখ্যমন্ত্রী - ভি. নারায়ানস্বামি 

8. সম্প্রতি "  মুসকান মালিক " কোন রাজ্যের সর্বকনিষ্ঠ জেলা পরিষদ সভাপতি নির্বাচিত হলেন ? 

ⓐ বিহার 

ⓑ হিমাচল প্রদেশ ✓ 

ⓒ উত্তর প্রদেশ 

ⓓ ত্রিপুরা 

❏ রাজধানী- ধর্মশালা, শিমলা

❏ মুখ্যমন্ত্রী- জয়রাম ঠাকুর

❏ রাজ্যপাল- Bandaru Dattatreya


❏ হিমাচল প্রদেশ মুখ্যমন্ত্রী শহরী রোজগার যোজনা চালু হলো।

❏ অটল বিহারি বাজপেয়ির 18 ফুট উঁচু মূর্তি স্থাপন করা হলো হিমাচল প্রদেশের সিমলা তে ।

❏ রেডিও স্টেশন radio hills youngistaan Ka Dil লঞ্চ হল হিমাচল প্রদেশ। 

❏ হিমাচল প্রদেশের প্রতিষ্ঠা দিবস 25 জানুয়ারি। 

❏ প্রথম রাজ্য হিসেবে  E- Cabinet  চালু করল হিমাচল প্রদেশ।


❏ হিমাচল প্রদেশের বিখ্যাত ন্যাশনাল পার্ক গুলো হল গ্রেট হিমালায়ান ন্যাশনাল পার্ক , পিনভ্যালি ন্যাশনাল পার্ক খীরগঙ্গা ন্যাশনাল পার্ক।


9. কোন রাজ্য সম্প্রতি " ফসলি ঋণ মাফি যোজনা" চালু করল ? 

ⓐ কেরালা 

ⓑ মনিপুর 

ⓒ তামিলনাড়ু ✓ 

ⓓ কর্ণাটক 

◓ এই যোজনার  মাধ্যমে তামিলনাড়ু রাজ্যের প্রায় 16 লক্ষ কৃষকের ফসলের ঋণ মুকুব করা হবে। 


● তামিলনাড়ুর রাজধানী :চেন্নাই 

●  তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী : এডাপ্পাদি. কে. পালানিসমি 

● তামিলনাড়ুর রাজ্যপাল : বানোয়ারী লাল পুরোহিত


● পরপর ছয়বার অঙ্গ দানের শ্রেষ্ঠ স্থান পেল তামিলনাড়ু। 

● পিঁপড়ের নতুন প্রজাতির খোঁজ পাওয়া গিয়েছে যার নাম অমিতাভ যোশীর নামে রাখা হয়েছে ।

● তামিলনাড়ু সরকার ছাত্র-ছাত্রীদের ফ্রিতে প্রত্যেকদিন 2 জিবি ডেটা দেওয়ার কথা ঘোষণা করলেন।

●তামিলনাড়ুর মুখ্য সচিব নিযুক্ত হলেন রাজিব রঞ্জন

● সম্প্রতি তামিলনাড়ুতে থিপুসুম উৎসব পালিত হল

● তামিলনাড়ুতে "শ্রীবিল্লিপুথুর মেগামালায় " ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।

10.Chinese Task Force গঠনের ঘোষণা করলেন কোন দেশের প্রেসিডেন্ট?

ⓐ চীন

ⓑ রাশিয়া

ⓒ আমেরিকা যুক্তরাষ্ট্র✓

ⓓ জাপান

◓ আমেরিকার রাজধানী : ওয়াশিংটন, ডি.সি.

◓ প্রেসিডেন্ট- জো বাইডেন

◓ উপরাষ্ট্রপতি: কমলা হ্যারিস

◓ মুদ্রা : ডলার


11. কোন রাজ্য সরকার Loumi Connect App লঞ্চ করল ? 

ⓐ আসাম 

ⓑ বিহার 

ⓒ মনিপুর ✓ 

ⓓ ঝারখান্ড

◓ এই অ্যাপটির মাধ্যমে কৃষকরা কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। 

◉ মনিপুর রাজ্যের রাজধানী: ইম্ফল 

◉ মনিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী : এন.বীরেন . সিং 

◉ মনিপুর রাজ্যের রাজ্যপাল : নাজমা হেপতুল্লা 


◉ভারতের প্রথম চারা গাছের জন্য চিকিৎসালয় তৈরি করেছে মনিপুর।

◉ মুখ্যমন্ত্রী পুরস্কার যোজনা চালু করেছে মনিপুর।

◉ থওবাল ড্যাম এর উদ্বোধন করা হলো মণিপুরে।

◉ 23 এপ্রিল মণিপুর খংজম দিবস পালন করে 

◉ মনিপুর রাজ্যের রাজ্যপাল making of general Himalayan eco নামক বই প্রকাশ করলেন।

◉ মনিপুর হাই কোর্টের মুখ্য বিচারপতি নিযুক্ত হলেন পুল গরু ভেঙ্কট 

◉21 জানুয়ারি মনিপুর রাজ্য প্রতিষ্ঠা দিবস কবে পালিত হল

◓ 2017 সাল থেকে প্রতিবছর মণিপুরে  cherry blossom festival  উৎসবটি পালন করে আসছে ।

12. "Starstruck :  Confessions of a TV Executive " স্মৃতিকথামূলক বইটির লেখক কে ? 

ⓐ ঝুম্পা লাহিরি 

ⓑ অরুন্ধতী রায় 

ⓒ পিটার মুকার্জিয়া ✓ 

ⓓ শশী থারুর


13. "The Terrible, Horrible, Very bad good News"-  বইটি কে লিখেছেন?

ⓐ মেঘনা পান্ট✓ 

ⓑ অরুন্ধতী রায় 

ⓒ শোভা দে 

ⓓ ঝুম্পা লাহিরি 

◓ এপ্রিল 2021 এ বইটি প্রকাশিত হবে।

◓ Meghna Pant is an Indian author, journalist and speaker


14. Google Map এর বিকল্প তৈরি করার জন্য দেশীয় অ্যাপ সংস্থা MapmyIndia  কার সাথে চুক্তি করলো ?

ⓐ ISRO ✓ 

ⓑ NASA 

ⓒ DRDO

ⓓ Facebook 

◓ MapmyIndia CEO  : Rohan Verma 

◓ ISRO-এর পুরো কথা- Indian Space Research Organisation

◓ হেডকোয়ার্টার- বেঙ্গালুরু

◓ প্রতিষ্ঠা সাল- ১৯৬৯ সালের ১৫ই আগস্ট

◓ বর্তমান চেয়ারম্যান- কে. সিভান


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...