Sunday, February 21, 2021

Bengali Current Affairs 20 th February, 2021


Bengali Current Affairs 20 th February, 2021

1.সম্প্রতি কোন দেশ BBC World News চ্যানেলকে ব্যান করল ?

ⓐ আমেরিকা 

ⓑ জাপান 

ⓒ চীন ✓

ⓓ ভারত 

❂ চীনের রাজধানী: বেজিং 

❂ চীনের মুদ্রা: রেনমিনবি 

❂ চীনের রাষ্ট্রপতি :  শি জিনপিং 


2. সম্প্রতি প্রকাশিত সম্রাট অশোকের কাল্পনিক জীবনী ASOCA -A Sutra  বইটি কে লিখেছেন? 

ⓐ Irwin Allan Sealy ✓ 

ⓑ Jhumpa Lahiri 

ⓒ Bimal jalan 

ⓓ Arundhati Roy

❂ ASOCA -A Sutra  বইটি সম্রাট অশোকের একটি কাল্পনিক আত্মজীবনী।

❂ সম্রাট অশোক তৃতীয় দশকে ভারত ও এশিয়ার বেশিরভাগ অঞ্চলে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন, সেই সম্পর্কে এই বইটিতে বলা আছে।

❂ Published by : Penguin Random House India.

❂ Irwin Allan Sealy একজন ভারতীয় লেখক।

❂ 1998 সালে The Everest Hotel: A Calendar এই উপন্যাসটির জন্য তিনি বুকার পুরস্কার পান।


3. ভারতে ইলেকট্রনিক্স প্রোডাক্ট তৈরী করতে চলেছে কোন বিদেশী ই-কমার্স কোম্পানী?

ⓐ Ebay

ⓑ Amazon✓

ⓒ Alibaba

ⓓ Flipkart

❂ হেডকোয়ার্টার- ওয়াসিংটন, ইউনাইটেড স্টেট 

❂ প্রতিষ্ঠা সাল- ১৯৯৪ সালের ৫ই জুলাই

❂ প্রতিষ্ঠাতা- জেফ বেজস

❂ অ্যামাজন CEO - Andy Jassy 


4.পুদুচেরীর লেফটেন্যান্ট গভর্নর হিসাবে অতিরিক্ত দায়িত্ব পেলেন কে?

ⓐ আনন্দিবেন প্যাটেল

ⓑ তমিলিসাই সৌন্দরাজন✓

ⓒ কিরণ বেদী

ⓓ গিরিশচন্দ্র মুর্মু

❂ তেলেঙ্গানার রাজ্যপাল তমিলিসাই সৌন্দরাজন পুডুচেরী -এর উপ-রাজ্যপাল পদে শপথ নিয়েছেন।

মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব ব্যানার্জি তাঁকে শপথ বাক্য পাঠ করান।।


5. ‘Skoch Chief Minister of the Year Award’ জিতলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ উত্তরপ্রদেশ

ⓑ অন্ধ্রপ্রদেশ✓

ⓒ গুজরাট

ⓓ পশ্চিমবঙ্গ

❂ মুখ্যমন্ত্রী- জগনমোহন রেড্ডি

❂ রাজ্যপাল- বিশ্বভূষণ হরিচন্দন

❂ অন্ধ্রপ্রদেশের রাজধানী : Visakhapatnam (executive), Amaravati (legislative),

Kurnool (judicial)

❍ অন্ধ্রপ্রদেশ সরকার জল কলা যোজনা চালু করেছে।

❍ অন্ধ্রপ্রদেশের কডপ্পা জেলা জল সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল।

❍ সম্প্রতি অন্ধ্রপ্রদেশের তুঙ্গভদ্রা পুষ্কর মহোৎসব পালিত হল।

❍ অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন অরুপ কুমার গোস্বামী ।

❍ অন্ধ্রপ্রদেশ রাজ্য কৃষি কাজের ক্ষেত্রে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল ।

❍ রাজ্যের শিক্ষকদের ইংরাজিতে দক্ষ করে তুলতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করলো অন্ধ্রপ্রদেশ।

❍ অন্ধ্রপ্রদেশ সম্প্রতি "দুয়ারে রেশন বিতরণ "প্রকল্প চালু করল।

❍অন্ধ্রপ্রদেশের ন্যাশনাল পার্ক- শ্রী ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক ।


6. হোয়াটসঅ্যাপ এর বিকল্প ভারতীয় অ্যাপের নাম কি? 

ⓐ বার্তা

ⓑ সন্দেশ

ⓒ টেলিগ্রাম

ⓓ উড়ান

❂ ভারতকে আত্মনির্ভর গড়ে তোলার জন্য সম্প্রতি তথ্যপ্রযুক্তি ও সম্প্রচার মন্ত্রী হোয়াটসঅ্যাপ এর সমতুল্য মেসেজিং অ্যাপ লঞ্চ করল। 


7.SERB Women Excellence Award 2021 জিতলো মোট কতজন মহিলা?

ⓐ ৩ জন

ⓑ ৪ জন✓

ⓒ ৫ জন

ⓓ ২ জন


❂ SERB - Science And Engineering Research Board 

❂ তাঁরা হলেন- ড. শোভনা কাপুর, ড. অন্তরা ব্যানার্জি, ড. সোনু গান্ধী, ড. ঋতু গুপ্ত

8. সম্প্রতি ইরান-রাশিয়া সামাজিক সুরক্ষা বেল্ট 2021 সৈন অভ্যাসে  কোন দেশ যুক্ত হল ? 

ⓐ পাকিস্তান 

ⓑ ভারত ✓ 

ⓒ বাংলাদেশ 

ⓓ আমেরিকা 

❂ এই সৈন্য অভ্যাস আয়োজিত হচ্ছে উত্তর ভারত মহাসাগরে। 

❂ ইরানের রাজধানী : তেহরান

❂ ইরানের রাষ্ট্রপতি : হাসান রুহানি 

❂ ইরানের মুদ্রার : রিয়েল 

❂ রাশিয়ার রাজধানী : মস্কো

❂ রাশিয়ার রাষ্ট্রপতি : ভ্লাদিমির পুতিন 

❂ রাশিয়ার মুদ্রা: রাশিয়ান রুবেল


9 . কোন আইআইটি Pi Beam ইলেকট্রিক বাইক PiMo চালু করল? 

ⓐ IIT Kanpur 

ⓑ IIT Madras ✓

ⓒ IIT Kharagpur 

ⓓ IIT Delhi 

❂ এই ইলেকট্রিক বাইকে স্মার্টফোনের থেকেও তাড়াতাড়ি চার্জ দেওয়া যায় এবং একবার চার্জ দিয়ে 50 কিলোমিটার পথ যাওয়া যায়। 

❂ বাইকের দাম 30 হাজার টাকা।

❂ এই বাইকের জন্য কোন লাইসেন্স বা রেজিস্ট্রেশন এর প্রয়োজন হয় না। 

❂ IIT Madras  Established : 1959; 62 years ago

❂ Chairman : Pawan Kumar Goenka

❂ Director : Bhaskar Ramamurthi


10. কোন দেশ সম্প্রতি "টেরাফুজিয়া ট্রানজিশন" দ্বারা নির্মিত উড়তে সক্ষম হাইব্রিড কারের মঞ্জুরি দিল ?

ⓐ চীন 

ⓑ আমেরিকা ✓ 

ⓒ জাপান 

ⓓ জার্মানি

❂ আমেরিকার রাজধানী : ওয়াশিংটন ডিসি 

❂ আমেরিকার রাষ্ট্রপতি : জো বাইডেন (৪৬তম)

❂ আমেরিকার উপরাষ্ট্রপতি : কমলা হ্যারিস (৪৯তম)

❂ আমেরিকার মুদ্রা: ডলার 

11. সম্প্রতি কে হলেন কাশ্মীরের প্রথম মহিলা ভারোত্তোলক? 

ⓐ নার্গিস বেগম 

ⓑ শায়মা উবেইদ ✓

ⓒ নাজমা খাতুন 

ⓓ আয়েশা সুলতানা 

❂ কাশ্মীরের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর: মনোজ সিনহা 


12. কোন রাজ্যের অলিম্পিয়ান মনিশ রাওয়াত 35 কিমি Race walk এ স্বর্ণপদক পেলেন? 

ⓐ অন্ধ্রপ্রদেশ 

ⓑ উত্তর প্রদেশ 

ⓒ উত্তরাখান্ড ✓ 

ⓓ তামিলনাড়ু


❂ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী: ত্রিবেন্দ্র সিং রাওয়াত 

❂ উত্তরাখণ্ডের রাজ্যপাল : বেবিরানি  মৌর্য 

❂ Capital : Gairsain (summer) , Dehradun (winter)


∎ উত্তরাখণ্ডের শিবালিক হিমালয়ের প্রায় 210 রকম প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ এর জন্য বোটানিক্যাল গার্ডেন উদ্বোধন করা হলো। 

∎ সম্প্রতি সূর্যধার হ্রদের উদ্বোধন করা হলো উত্তরাখণ্ডে ।

∎  উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন রাঘবেন্দ্র সিং চৌহান।

∎ উত্তরাখণ্ডে 24 শে জানুয়ারি মাত্র একদিনের জন্য মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন সৃষ্টি গোস্বামী।

∎ MANREGA প্রকল্পে কার্যদিবস 100 দিন থেকে বৃদ্ধি করে 150 দিন করা হয়েছে। 

∎ উত্তরাখণ্ডের নন্দাদেবী হিমবাহের তুষারধস এর ফলে উত্তরাখণ্ড চামোলি জেলার ধৌলি গঙ্গা নদীতে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

∎ উত্তরাখান্ড রাজ্য প্রথম শিশুবান্ধব পুলিশ স্টেশনের উদ্বোধন করল

∎ ভারতের প্রথম পরাগ পার্ক (pollinator park) এর উদ্বোধন করা হল উত্তরাখণ্ডে।

∎ উত্তরাখণ্ডের বিখ্যাত ন্যাশনাল পার্ক ভ্যালি অফ ফ্লাওয়ার্স, জিম করবেট ন্যাশনাল পার্ক।




No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...