Saturday, February 20, 2021

মৌর্য ও পরবর্তী মৌর্য যুগ দ্বিতীয় অংশ

 

মৌর্য ও পরবর্তী মৌর্য যুগ 

দ্বিতীয় অংশ 

১) হাতিগুম্ফা লিপি তে কোন শাসকের কীর্তির কথা জানা যায় ? 

ক) পরবর্তী মৌর্য রাজ দশরথ 

খ) পুষ্যমিত্র শুঙ্গ 

গ) বাসুদেব 

ঘ) কলিঙ্গরাজ খারবেল ✓ 

২) বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন ? 

ক) হর্যঙ্ক✓ 

খ) মৌর্য

গ) শুঙ্গ 

ঘ) নন্দ 

৩) কে কখন শকাব্দ প্রচলন করেছিলেন ? 

ক) কদফিসিস ,58 খ্রিস্টপূর্ব 

খ) বিক্রমাদিত্য , 58 খ্রিস্টপূর্ব 

গ) রুদ্রদমন, 78 খ্রিস্টপূর্ব 

ঘ) কনিষ্ক ,78 খ্রিস্টপূর্ব ✓

৪) কোন কুষাণ রাজা নিজেকে মহেশ্বর বলে দাবি করেন? 

ক) কুজল কদফিসিস 

খ) বিম কদফিসিস ✓

গ)  কনিষ্ক 

ঘ) সকলে


৫) সাতবাহন দের রাজধানী কোথায় ছিল বলে মনে করা হয় ? 

ক) অমরাবতী 

খ) পৈঠান✓ 

গ) নল দুর্গ 

ঘ) দুর্গ 


৬) "ধর্মাশোক " নামটি কোথায় খুঁজে পাওয়া যায়? 

ক) মাস্কি লিপি

খ) জুনাগর শিলালিপি 

গ) সারনাথ শিলালিপি

ঘ) এলাবাদ লিপি ✓


৭) মৌর্য সাম্রাজ্যের পতনের পর কারা প্রথম ভারত আক্রমণ করে ? 

ক) ব্যাকট্রিয় গ্রিক✓ 

খ) পার্থিয়ান

গ) কুশান 

ঘ) শক 


৮) সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? SSC CGL 2016 

ক)  কাহ্ন

খ) সিমুক ✓

গ) হল

ঘ) গৌতমি পুত্র 


৯) কনিষ্কের রাজধানী ছিল - 

ক) পুরুষপুর✓ 

খ) বেনারস 

গ) এলাহাবাদ 

ঘ) সারনাথ 


১০) কোন রাজবংশ আলেকজান্ডার আক্রমণের সময় উত্তর ভারতের শাসন করছিল ? UPSC 2000 

ক) নন্দ✓ 

খ) মৌর্য 

গ) গুপ্ত 

ঘ) শুঙ্গ 


১১) মৌর্য আমলের কোন সম্রাট প্রথম হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন ? 

ক) চন্দ্রগুপ্ত মৌর্য 

খ) বিন্দুসার 

গ) অশোক✓ 

ঘ) বৃহদ্রথ 


১২) শূন্য আবিষ্কার করেন কে ?

ক) আর্য ভট্ট✓ 

খ) বরাহমিহির 

গ) প্রথম ভাস্কর 

ঘ) এদের কেউ নন


১৩) নিম্নলিখিত দের মধ্যে কে কনিষ্কের সভা -চিকিৎসক  ছিলেন ? SSC.CGL 2016

ক) বসুমিত্র

খ) নাগার্জুন  

গ) চরক✓ 

ঘ) পতঞ্জলি 


১৪) নিচের কোন শিক্ষা কেন্দ্রের সঙ্গে চাণক্য যুক্ত ছিলেন ?

ক) তক্ষশীলা✓ 

খ) নালন্দা 

গ) বিক্রমশিলা 

ঘ) বৈশালী 


১৫) গ্রিক ও আরবিক এই দুই ভাষায় লেখা অশোকের লিপি কোথায় পাওয়া যায় ? 

ক) গিরনার

খ) পাটুলিপুত্র 

গ) কান্দাহার ✓ 

ঘ) মগধ 


১৬) অশোকের শাসন কালে বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 

ক)  মগধ

খ) পাটুলিপুত্র ✓ 

গ) সমস্তিপুর 

ঘ) রাজগৃহ 


১৭) কৌটিল্যের অর্থশাস্ত্র কোন বিষয় নিয়ে আলোচনা করে ?

ক) ধর্মীয় জীবন 

খ) কৃষি পদ্ধতি 

গ) রাজনৈতিক নীতি ✓ 

ঘ) অর্থনৈতিক জীবন 


১৮) চন্দ্রগুপ্ত মৌর্য কার রচিত গ্রন্থ প্রতিফলিত হন ?

ক) ভাষ

খ) শূদ্রক 

গ) বিশাখদত্ত ✓

ঘ) অশ্বঘোষ 


১৯) মেগাস্থিনিস ভারতীয় সমাজকে কয়টি শ্রেনীতে বিভক্ত করেন ? 

ক) 4 

খ) 5 

গ) 6 

ঘ) 7✓ 


২০) সাতবাহন দের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ? 

ক) প্রথম সাতকর্ণী

খ) গৌতমীপুত্র সাতকর্ণী ✓ 

গ) শিমুক

ঘ) হল 


২১) মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয় হয়ে ওঠে ?

ক) শুঙ্গ যুগ 

খ) কুষাণ যুগ✓ 

গ) সাতবাহন যুগ 

ঘ) শক যুগ 


২২) কোন অঞ্চলটি গান্ধার শিল্পের ক্ষেত্র হিসেবে বিখ্যাত ছিল ?

ক) পুরুষপুর 

খ) উজ্জয়িনী 

গ) তক্ষশীলা ✓

ঘ)  পাটলিপুত্র 


২৩) চন্দ্রগুপ্তের পর কে সিংহাসনে বসেন ? WBCS prelims 2014 

ক) বিন্দুসার✓ 

খ) অজাত শত্রু 

গ) অশোক 

ঘ) হর্ষবর্ধন 


২৪) কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন ? WBCS prelims 2011 

ক) বিম্বিসার 

খ) বিন্দুসার✓ 

গ) অশোক 

ঘ) কালাশোক 


২৫) চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন ? WBCS prelims 2008

ক) পুরু 

খ) আলেকজান্ডার 

গ) সেলুকাস ✓ 

ঘ) অম্ভি  


২৬) মগধের প্রথম রাজধানী ছিল কোনটি ? WBCS prelims 2005

ক) পাটুলিপুত্র ✓

খ) কাশি 

গ) রাজগৃহ 

ঘ) বৈশালী 


২৭) "Ashoka and decline of the Mauryan  "-গ্রন্থের লেখক কে? WBCS prelims 2017

ক) ডি. এন.  ঝা

খ) রোমিলা থাপার✓ 

গ) রামশরণ শর্মা 

ঘ) এ .এল. ব্যাসাম 


২৮) মেহেরৌলি লৌহস্তম্ভ খোদিত রাজা "চন্দ্র" বলতে কাকে বোঝানো হয়েছে ? WBCS prelims 2017

ক) চন্দ্রগুপ্ত মৌর্য 

খ) প্রথম চন্দ্রগুপ্ত 

গ) চন্দ্রসেন 

ঘ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত ✓


২৯) কোন মৌর্য শাসক তারা আদেশগুলিতে "প্রিয়দর্শী" নামের ব্যবহার করতেন ?WBCS prelims 2017

ক) বিম্বিসার 

খ) অশোক ✓ 

গ) চন্দ্রগুপ্ত মৌর্য 

ঘ) বৃহদ্রথ 


৩০) অশোকের রুমিনদেই স্তম্ভ চিহ্নিত করে বুদ্ধের- WBCS prelims 2014

ক) জন্ম✓ 

খ) বোধিলাভ

গ) প্রথম বাণী প্রচার 

ঘ) মৃত্যু 

৩১) কে প্রথম স্থাপত্য নির্মানে প্রস্তর  ব্যবহার শুরু করে ? 

ক) চন্দ্রগুপ্ত মৌর্য✓ 

খ) বিম্বিসার 

গ) বিন্দুসার 

ঘ) অশোক 


৩২) কোথায় বলা হয়েছে মৌর্যরা শূদ্র বর্ণের অন্তর্ভুক্ত ছিল ? 

ক) পুরান ✓ 

খ) জাতক 

গ) পূর্বা 

ঘ) ইউরোপীয় রচনা


৩৩) মধ্যযুগে কন্টকা শোধনাগার ছিল - 

ক) রাজ কোষাগার 

খ) দেওয়ানী আদালত 

গ) থানা 

ঘ) ফৌজদারি আদালত✓


৩৪) মিলিন্দ পঞ্হ এর বিষয়বস্তু হলো - 

ক) জৈন গল্প গাঁথা বর্ণনা 

খ) জৈন সন্ন্যাসী দের  নিয়মাবলী 

গ) বুদ্ধের শিক্ষার মূল কথা 

ঘ) ইন্দো-গ্রিক শাসক মিনান্দার এর সঙ্গে নাগ সেন এর কথোপকথন✓

৩৫) হাতিগুম্ফা লিপি কে কয়টি লাইন আছে ? 

ক) 47 লাইন ✓ 

খ) 13 লাইন 

গ) 21 লাইন 

ঘ) 35 লাইন 


৩৬) "রাজ তরঙ্গিনী " অনুযায়ী অশোকের প্রিয় দেবতা- WBCS prelims 2017

ক) শিব ✓

খ) বিষ্ণু 

গ) বাসুদেব 

ঘ) বুদ্ধ 


৩৭) মৌর্য সাম্রাজ্যের রাজধানী চিহ্নিত হয়েছে - SSC CGL tier 1 2016 

ক) পাটুলিপুত্র ✓ 

খ) বৈশালী 

গ) লুম্বিনী 

ঘ) গোয়া


৩৮) কোন শিলালিপিতে অশোক কলিঙ্গ যুদ্ধের ক্ষয় ক্ষতির বিষয় এবং যুদ্ধ পরিহার করার বিষয় উল্লেখ করেছেন?

ক) মাস্কি অনুশাসন 

খ) ত্রয়োদশ শিলালিপি ✓ 

গ) একাদশ শিলালিপি 

ঘ) দশম শিলালিপি

৩৯) চন্দ্রগুপ্ত কোন  জৈন সন্তের সঙ্গে দক্ষিণ ভারতে গিয়েছিলেন ?

ক) ভদ্রবাহু✓ 

খ) মহাবীর 

গ) স্থূল বাহু

ঘ) আদিনাথ 

৪০) গান্ধার শিল্প কোন যুগে বিকশিত হয় ? 

ক) মৌর্য 

খ) শুঙ্গ 

গ) কুশান ✓ 

ঘ) সাতবাহন 




No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...