Saturday, February 20, 2021

WBP/AbgarI GK পর্ব-২৯

 

WBP/AbgarI GK

পর্ব-২৯

1] মেধা পাটেকর কোন পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত ? 

A] নর্মদা বাঁচাও ✓

B] সাইলেন্ট ভ্যালি 

C] চিপকো 

D] গ্রিন ভ্যালি 

2] কোন শস্য কে Black Wheat  বলা হয় ?

A] ধান  

B] গম ✓

C] ভুট্টা 

D] রাগী 


3] ভারতের প্রথম রবার বাগিচা কোন রাজ্যে গড়ে ওঠে ?

A] তামিলনাড়ু 

B] কেরালা ✓

C] কর্ণাটক 

D] অন্ধ্রপ্রদেশ 

4] ভারতের সর্বাধিক আফিম উৎপাদক রাজ্য কোনটি ?

A] রাজস্থান 

B] গুজরাট 

C] মধ্যপ্রদেশ ✓

D] হরিয়ানা 


5] কোন মসলা কে queen of aromatic spices  বলা হয় ?

A] লবঙ্গ 

B] এলাচ ✓

C] গোলমরিচ 

D] আদা 

6] ভারতের কোথায় সর্বাধিক তুঁত রেশম উৎপন্ন হয় ?

A] কর্ণাটক ✓

B] জম্মু ও কাশ্মীর 

C] ঝাড়খন্ড 

D] আসাম 


7] "ওলেরিকালচার" হলো - 

A] ফলের চাষ 

B] তৈলবীজ এর চাষ 

C] অর্থকরী ফসলের চাষ 

D] শাক সবজি চাষ ✓

8] নিচের কোন শহরটি স্পর্টস গুডস নির্মাণে প্রসিদ্ধ ? 

A] মিরাট ✓

B] পুনে 

C] কলকাতা 

D] বেঙ্গালুরু 


9] ভারতের Satellite Tracking  এবং Ranging Station কোথায় অবস্থিত ? 

A] থুম্বা (ত্রিবান্দম )

B] শ্রীহরিকোটা (অন্ধ্রপ্রদেশ) 

C] আমেদাবাদ (গুজরাট )

D] কাভালুর (তামিলনাড়ু) ✓


10] আলাউদ্দিন খলজির সেনাপতির দের মধ্যে কে সে যুগের রুস্তম এবং শ্রেষ্ঠ বীর হিসেবে পরিচিত?

A] মালিক কাফুর✓

B] গাজী মালিক 

C] জাফর খান 

D] কোনোটিই নয় 


11] রামপ্রসাদ বিসমিল নিচের কোনটি সঙ্গে যুক্ত ছিলেন?

A] কাকোরি বোমা মামলা ✓

B] আলিপুর বোমা মামলা 

C] মিরাট ষড়যন্ত্র মামলা 

D] কানপুর ষড়যন্ত্র মামলা 


12] তাঞ্জাভুরে সুবিশাল শিব মন্দির নির্মাণ করেছিলেন কে ? 

A] রাজেন্দ্র চোল 

B] রাজ রাজ চোল ✓ 

C] চান্দেল 

D] রাষ্ট্রকূট 


13]  ভগবান বুদ্ধ ও মহাবীর উভয়ই মৃত্যুবরণ করেন কোন রাজার সময় কালে? WBCS main 2017 

A] বিম্বিসার 

B] অজাত শত্রু ✓

C] উদয় 

D] দশরথ 


14] মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয় হয়ে ওঠে?

A] শুঙ্গ যুগ 

B] কুষাণ যুগ ✓ 

C] সাতবাহন যুগ 

D] শক যুগ 


15] বিধবাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোর করে সতী করানোর প্রথা কোন মুঘল সম্রাট রদ করেন ? WBCS main 2008

A] বাবর

B] হুমায়ুন 

C] আকবর ✓

D] ওরঙ্গজেব 

16] তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন ? WBCS prelims 2015 

A] দেবেন্দ্রনাথ ঠাকুর ✓

B] শিবনাথ শাস্ত্রী 

C] কেশব চন্দ্র সেন 

D] রাজা রামমোহন রায় 

17] রেইনকোট তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? 

A] পলিথিন

B] পলিপ্রোপিন

C] টেফলন

D] পলিভিনাইল ক্লোরাইড✓

18] ওজনের পরিমাণে মানবদেহে শতকরা কতটা জল আছে ? WBCS prelims 2009 

A] 66 ✓

B] 50 

C] 30 

D] 10 


19] এমাইলেজ এর উৎপত্তিস্থল কোনটি ?

WBCS prelims 2013 

A] মস্তিষ্ক 

B] রক্ত 

C] থাইরয়েড 

D] অগ্নাশয় ✓

20] কোন পেশীকে ইচ্ছামত পরিচালনা করা যায় ? 

WBCS prelim  2016 

A]  সরেখ  ঐচ্ছিক ✓ 

B]  সরেখ অনৈচ্ছিক 

C] অরেখ ঐচ্ছিক 

D] অরেখ অনৈচ্ছিক 


21] কোন প্রাণীতে অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় পরিপাক উভয় দেখা যায় ?

A] শামুক 

B] অ্যামিবা 

C] হাইড্রা ✓

D] কৃমি 

22] "উড স্পিরিট " নামে নিচের কোন যৌগটি পরিচিত?

A] মিথাইল অ্যালকোহল✓

B] ইথাইল অ্যালকোহল

C] ডাইমিথাইল ইথার

D]  ডাই ইথাইল ইথার


23] একটি বিকারে কিছু পরিমান জলে একটি বরফখণ্ড ভাসছে।  বরফ সম্পূর্ণ গলে গেলে জলতলের কি পরিবর্তন হবে ? 

A] একই থাকবে ✓

B] বৃদ্ধি পাবে 

C] হ্রাস পাবে 

D] প্রথমে বৃদ্ধি পেয়ে পরে হ্রাস পাবে  


24] বীজ হীন  ফল সৃষ্টি করাকে কি বলে ? 

A] পার্থেনোজেনেসিস 

B] পার্থেনোকার্পি ✓ 

C] কনজুগেশন 

D] অ্যাগামোস্পার্মি


25] শীতকালে উলের পোশাক ব্যবহারের কারণ কি ? 

A] তাপের সুপরিবাহী 

B] উচ্চ আপেক্ষিক তাপ যুক্ত পদার্থ 

C] নিম্ন আপেক্ষিক তাপ যুক্ত পদার্থ 

D] তাপের কুপরিবাহী ✓ 


26] শব্দ হলো এক প্রকার- 

A] স্থিতিস্থাপক তরঙ্গ ✓ 

B] তির্যক তরঙ্গ 

C] তড়িৎ চুম্বকীয় তরঙ্গ 

D] মহাকর্ষীয় তরঙ্গ 


27] পারমানবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে কোন পদার্থ ব্যবহার করা হয় ? 

A] তামা 

B] প্লাটিনাম 

C] লোহা 

D] সিসা ✓ 

28] বায়োগ্যাস এবং প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি ? 

A] ইথেন 

B] মিথেন ✓

C] প্রোপেন

D] বিউটেন 


29] সাধারণ টিভি রিমোটে নিচের কোনটি ব্যবহৃত হয় ? 

A] মাইক্রোওয়েভ তরঙ্গ 

B] ইনফ্রারেড তরঙ্গ ✓

C] অতিবেগুনি রশ্মি 

D] LASER 


30] গাছে পটাশিয়ামের অভাব ঘটলে গাছের পাতা-

A]  হলুদ হয়✓

B]  ফ্যাকাসে হয়

C]  জালের মত হয়

D] কোনাে পরিবর্তন হয় না


31] কোনটি সাবান শিল্পে ব্যবহৃত হয়?

A]  পেট্রোল

B] কস্টিক সােডা✓

C]  ব্লিচিং পাউডার

D] ইউরিয়া


32] একই গতি সম্পন্ন কনা গুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ? WBCS prelims2013

A] ইলেকট্রন 

B] প্রোটন 

C] ডিউটেরণ 

D] আলফা কণা ✓


33] সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার কারণে ঘোষণা করা জরুরি অবস্থার মেয়াদ বারাবার সর্বোচ্চ সীমা কত?

A] 6 মাস✓             

B] 3 মাস

C] 4 মাস      

D] 2 বছর


34] কনস্টিটিউশন অ্যাসেম্বলির সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?

A] চক্রবর্তী রাজাগোপালাচারী 

B] সর্দার প্যাটেল

C] বি আর আম্বেদকর √

D] জহরলাল নেহেরু


35] ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে?

A] একবার√

B] দুবার

C] তিন বার 

D] কখনোই না


36] পুরো মেয়াদ শেষ হওয়ার আগে রাষ্ট্রপতিকে কার দ্বারা বা কেমন ভাবে পদচ্যুত করা যায়?

A] প্রধানমন্ত্রী দ্বারা

B]  উপরাষ্ট্রপতি দ্বারা 

C] প্রধান বিচারপতি দ্বারা 

D] পার্লামেন্ট বা সংসদ দ্বারা ইমপিচমেন্ট√


37]  ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন-

A] জাতীয় জরুরি অবস্থা

B] শাসনতান্ত্রিক জরুরি অবস্থা 

C] আর্থিক জরুরি অবস্থা 

D]  উপরের সবকটি√


38] ভারতীয় সংবিধানে কতগুলো সিডিউল আছে?

A] ৯টি

B]  ৮টি 

C]১২টি √

D] ১০ টি


39] ফাউন্টেন পেন আবিষ্কার করেন - 

A] ওয়াটার ম্যান  ✓

B] ল্যারিপেজ

C] আর্থার রিম্বন

D]  ম‍্যাডাম কুরী

40] রবীন্দ্রনাথের কোন উপন্যাসের স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? 

A] চোখের বালি 

B] ঘরে বাইরে ✓

C] চতুরঙ্গ 

D] চার অধ্যায় 


41] ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলা হয়?

A]  থাইল্যান্ড

B] ভুটান

C] সুইজারল্যান্ড

D] তুরস্ক✓


42] হোসেন সাগর ঝিল কোথায় অবস্থিত?

A]  হায়দ্রাবাদ✓

B]  রাজস্থান

C] ওড়িশা

D] জম্মু-কাশ্মীর


43] “ডিবলিং” শব্দটি কোন খেলার সাথে যুক্ত? 

A] বাস্কেট বল✓

B] চেজ

C] শুটিং

D] বেসবল


44] 1 ন্যানো সেকেন্ড হলো এক সেকেন্ডের কত ভাগ ?

A] এক শত কোটি ভাগের এক ভাগ সময় ✓

B] এক কোটি ভাগের এক ভাগ সময় 

C] এক লক্ষ ভাগের এক ভাগ সময় 

D] এক হাজার ভাগের এক ভাগ সময় 


45] মাল্টিমিডিয়া বলতে কী বোঝায় ?

A] শব্দের ব্যবহার 

B] ছবির ব্যবহার 

C] বর্ণের ব্যবহার 

D] বর্ণ , শব্দ ও ছবির ব্যবহার ✓


46] India Justice Report (IJR) 2020-তে প্রথমস্থানে আছে কোন রাজ্য?

A] তামিলনাড়ু

B] কেরালা

C] মহারাষ্ট্র✓

D] কর্ণাটক

47] "Player of The Month" অ্যাওয়ার্ড উপস্থাপন করতে চলেছে কোন ক্রীড়া সংস্থা?

A] BCCI

B] ICC✓

C] FIFA

D] IFC


48] মনিপুর রাজ্যের হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে কে নির্বাচিত হলেন ? 

A] রাজেন্দ্র চৌহান 

B] পি.ভি সঞ্জয় কুমার ✓

C] অরূপ কুমার গোস্বামী 

D] জিতেন্দ্র কুমার মহেশ্বরী 

49] ‘The Little Book of Encouragement’শিরোনামে বই লিখলেন কে?

A] চেতন ভগৎ

B] দালাই লামা✓

C] অরুন্ধতী রায়

D] সুখবীর সিং

50] ভারতে করোনামুক্ত প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?

A] লাক্ষাদ্বীপ

B] আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ✓

C] দমন ও দিউ

D] লাদাখ















1 comment:

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...