Monday, February 8, 2021

WBP/Abgari পর্ব-২৬

 

পর্ব-২৬ 

1] অল ইন্ডিয়া ম্যালেরিয়া ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

A]দিল্লী  [✔]

B]মুম্বাই

C]চেন্নাই

D]হায়দ্রাবাদ


2] মারডেকা কাপ কোন খেলার সাথে যুক্ত?

A]ফুটবল  [✔]

B]হকি

C]টেনিস

D]বেসবল


3] অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠাতা করেন?

A] রাজা রামমোহন রায়

B]ডেভিড হেয়ার

C]সৈয়দ আহমেদ খান  [✔]

D]পন্ডিত মদনমোহন মালব্য


4] ভারতের কোথায় প্রথম পুলিশ মিউজিয়াম চালু হয়েছে?

A]দিল্লি  [✔]

B]দেরাদুন

C]কলকাতা

D]মুম্বাই


5] ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি?

A]চিল্কা হ্রদ

B]সম্বর হ্রদ  [✔]

C]ডাল হ্রদ

D]ওয়ালিয়ার হ্রদ


6] মৃণালিনী সারাভাই কোন নৃত্যের জন্য বিখ্যাত?

A]কুচিপুরি

B]কথথক

C]ভাংড়া

D]ভারতনাট্যম  [✔]


7] স্থায়ী চুম্বক তৈরির জন্য কোন ধাতু ব্যবহার করা হয়?

A]অ্যালুমিনিয়াম

B]কাঁচা লোহা

C]ইস্পাত   [✔]

D]তামা


8] দন্ত চিকিৎসার জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় ?

A]সমতল দর্পণ 

B]অবতল দর্পণ   [✔]

C]উত্তল দর্পণ 

D]কোনটি নয়


9] তেলের ল্যাম্পের সলতে দিয়ে তেল যে কারণে উপরে উঠে তা হলো_

A]কৈশিক ক্রিয়া  [✔]

B]তেলের কম সান্দ্রতা

C]অভিকর্ষ বল

D]চাপের পার্থক্য 


10] বায়ুর মাধ্যমে শব্দের গতিবেগ কত?

A]232 মি/সেঃ

B]332 মি/সেঃ  [✔]

C]273 মি/সেঃ

D]উপরের কোনটি নয়


11] সূর্যের তাপ কোন যন্ত্র দিয়ে পরিমাপ করা হয়?

A]থার্মোমিটার

B]ব্যারোমিটার

C]ফ্যাদোমিটার

D]পাইরোমিটার  [✔]


12] আলমাটি বাঁধ কৃষ্ণা নদীর উপর কোন রাজ্যে অবস্থিত?

A] কেরালা 

B] অন্ধপ্রদেশ

C] কর্ণাটক ✓

D] গুজরাট 


13] বিশ্বে প্রথম রেলগাড়ি চালু হয় কত সালে ? 

A] 1825 সাল✓  

B] 1815 সাল

C] 1835 সাল

D] 1845 সাল 


14] ভারতের বৃহত্তম প্লানেটরিয়াম কোথায় অবস্থিত ? 

A] কলকাতা✓ 

B] মুম্বাই 

C] চেন্নাই 

D] ব্যাঙ্গালোর


15] ভারতের সবচেয়ে প্রথম আবিষ্কৃত শহর কোনটি ? 

A] হরপ্পা✓

B] মহেঞ্জোদারো 

C] সিন্ধু 

D] পাঞ্জাব


16] কোন রাজা অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেছিলেন ?

A] চন্দ্রগুপ্ত 

B] বিন্দুসার ✓

C] অশোক 

D] সমুদ্র গুপ্ত 


17] ভারতের কোন রাজ্যে রেললাইন সবচেয়ে বেশি ?

A] উত্তর প্রদেশ ✓ 

B] মধ্যপ্রদেশ 

C] ঝারখান্ড 

D] পশ্চিমবঙ্গ


18] পৃথিবী দিবস কবে পালন করা হয়?

A] 7 এপ্রিল 

B] 22 এপ্রিল ✓

C] 8 মার্চ 

D] 28 ফেব্রুয়ারি 


19] আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করা হয় ?

A] হাইড্রোজেন 

B] অক্সিজেন 

C] নাইট্রোজেন 

D] কার্বন ডাই অক্সাইড ✓


20] জলাতঙ্ক রোগের টিকা কে আবিস্কার করেন ?

A] লুই পাস্তুর✓ 

B] চার্লস ডারউইন 

C] হরগোবিন্দ খোরানা 

D] ল্যামার্ক 


21] বেকিং সোডা হল- 

A] সোডিয়াম কার্বনেট 

B] সোডিয়াম বাই কার্বনেট ✓

C] ক্যালসিয়াম কার্বনেট 

D] পটাসিয়াম বাইকার্বনেট


22] লেবুর PH মান কত ? 

A] 6.4 

B] 2.4✓ 

C] 4.2 

D] 4.6

23] শরীরে আয়রনের অভাবে কোন রোগ হয় ? 

A] অ্যানিমিয়া ✓

B] ডায়াবেটিস 

C] রাতকানা 

D] মেনিনজাইটিস


24] মানুষের বক্ষগহ্বর এ দুপাশে মোট কয়টি পঞ্জর অস্থি থাকে ?

A] 48 টি 

B] 24 টি✓ 

C] 40 টি 

D] 30 টি


25] রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি?

A] হাইড্রোমিটার 

B] ব্যারোমিটার

C] স্ফিগমোম্যানোমিটার ✓

D] ল্যাক্টোমিটার

26] মানুষের হৃদপিণ্ড এক মিনিটে কতবার স্পন্দন হয় ? 

A] 130 বার 

B] 72 বার ✓

C] 80 বার

D] 100 বার 


27] মানুষের মাথার খুলিতে কতগুলি হাড় থাকে?

A] 8✓ 

B] 16 

C] 30 

D] 206 


28] কার্বন রেটিং পদ্ধতিতে কিসের বয়স নির্ধারণ করা হয় ? 

A] গাছ 

B] কঙ্কাল 

C] জীবাশ্ম ✓ 

D] পাহাড় 


29] মানব শরীরের ব্লাড ব্যাংক কাকে বলে?

A] প্লীহা✓ 

B] যকৃত 

C] হৃদপিণ্ড 

D] পেশী


30] ভারতের কারেন্সি নোট প্রেস কোথায় অবস্থিত?

A] মুম্বাই 

B] নাসিক ✓ 

C] নাগপুর 

D] পুনে


31] ঘানা পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত ?

A] গুজরাট 

B] মহারাষ্ট্র 

C] রাজস্থান✓

D] উত্তর প্রদেশ 


32] রাজাজি জাতীয় উদ্যান কি জন্য বিখ্যাত?

A] একশৃঙ্গ গন্ডার 

B] এশিয়ান হাতি✓ 

C] এশিয়ান বাঘ 

D] এশিয়ান সিংহ 


33] Email কে আবিষ্কার করেন?

A] রেমন্ড স্যামুয়েল টমলিনসন ✓

B] চার্লস ব্যাবেজ 

C] শিব রামেশ্বরম 

D] ভিন্টন সার্ফ 


34] বর্তমানে সাধারণ মানুষ কম্পিউটারকে ব্যবহার করেছে সবচেয়ে বেশি কোন ক্ষেত্রে? 

A] বিনোদন✓ 

B] অফিসের কাজ 

C] তথ্য আদান-প্রদান 

D] হিসাব নিকাশ


35] WWW কে উদ্ভাবন করেন?

A]চর্লস ব্যাবেজ

B] টিম বার্নার্স লি  [✔]

C]রবাট মরিস

D] বব কোহেন


36] মাইক্রোপ্রসেসর কোন ধাতু দিয়ে তৈরি?

A] ক্রোমিয়াম 

B] প্লাটিনাম 

C] সিলিকন✓ 

D] লিথিয়াম


37] মাইক্রোপ্রসেসর এর কাজ কি?

A] তথ্য ইনপুট 

B] তথ্য সংরক্ষণ 

C] তথ্য মুদ্রণ 

D] তথ্য প্রক্রিয়াকরণ ✓


38] কোন দিনটি প্রত্যেক বছর International Day of Education হিসেবে পালিত হয়? 

A] 24 জানুয়ারি✓ 

B] 25 জানুয়ারি 

C] 26 জানুয়ারি 

D] 27 জানুয়ারি 


39] ভারতের সবচেয়ে বড় মাল্টি-মডেল লজিস্টিক পার্ক তৈরী হতে চলেছে কোথায়?

A] মেঘালয়

B] গুজরাট✓

C] রাজস্থান

D] বিহার


40] সম্প্রতি কোথায় "নেতাজি বাস টার্মিনাস" নির্মাণ করা হবে ?

A] জয়পুর 

B] কটক✓ 

C] কলকাতা 

D] দিল্লি 














,


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...