Monday, February 8, 2021

Bengali Current Affairs 8th February, 2021


Bengali Current Affairs 8th February, 2021

1.‘কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার’-এর ৪৫তম সংস্করণ অনুষ্ঠিত হবে এবছর কোন মাসে?

ⓐ মে

ⓑ জুন

ⓒ জুলাই✓

ⓓ সেপ্টেম্বর

● সল্ট লেকের সেন্ট্রাল পার্ক গ্রাউন্ডে এটি আয়োজিত হবে।

2.আসামের প্রথম ‘হেলিপোর্ট’-এর উদ্বোধন করা হলো কোন জেলায়?

ⓐ ডিব্রুগড়

ⓑ মাজুলি✓

ⓒ গোলাঘাট

ⓓ জোরহাট

● এটির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।

● আসাম এর রাজ্যপাল- জগদীশ মুখী

●  আসাম এর রাজধানী- দিসপুর

3.Renewable Energy-এর ক্ষেত্রে ভারতের সঙ্গে হাত মেলালো কোন দেশ?

ⓐ রাশিয়া

ⓑ বাহরাইন✓

ⓒ মালদ্বীপ

ⓓ জাপান

● রাজধানী- মানামা

● মুদ্রার নাম- দিনার

● বাহরিনের রাজা-  হামাদ বিন ইসা আল খালিফা


4.গ্রাম পঞ্চায়েতের নির্বাচন সংক্রান্ত অভিযোগ গ্রহনের জন্য ‘e-Watch’ মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ উড়িষ্যা

ⓑ অন্ধ্রপ্রদেশ✓

ⓒ অরুনাচলপ্রদেশ

ⓓ বিহার

● মুখ্যমন্ত্রী- জগনমোহন রেড্ডি

● রাজ্যপাল- বিশ্বভূষণ হরিচন্দন

5.রাজ্যকে ভিক্ষাবৃত্তি থেকে মুক্ত করতে ‘Begger Free’ ক্যম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ পশ্চিমবঙ্গ

ⓑ রাজস্থান✓

ⓒ মহারাষ্ট্র

ⓓ দিল্লি

● রাজস্থান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যারা ভিক্ষা করে জীবন যাপন করেন তাদের জন্য আশ্রয় দেবে, বিদ্যুৎ দেবে, এবং ইন্টারনেট কম্পিউটার ব্যবস্থা পর্যন্ত করবে।

▣ রাজস্থানের জয়পুর স্ট্যাচু অব পিস স্থাপন  করা হলো ।

▣ রাজস্থানের পুলিশ একাডেমি শ্রেষ্ঠ একাডেমির তকমা পেল ।

▣ ek poudha suposhit beti ke naam নামক যোজনা চালু হলো।

▣ স্কুল অব পাবলিক হেলথ' চালু হলো।

▣ উড়ান তারা নামক যুব স্বাস্থ্য কার্যক্রম চালু করল রাজস্থান।

◩ সম্প্রতি রাজস্থান ইন্দিরা রসোই যোজনা চালু করেছে ।

◩ জয়পুর শহরে পত্রিকা দ্বার স্থাপন করা হলো ।

◩ ADB 300 মিলিয়ন ডলার অনুদান দিল।

◩ National Institute of Ayurveda তৈরি হচ্ছে রাজস্থানের জয়পুরে।

● রাজধানী- জয়পুর

● মুখ্যমন্ত্রী- অশোক গেহলট

● রাজ্যপাল- কালরাজ মিশ্র

6.আমেরিকার Homeland Security বিভাগে চিফ মেডিকেল অফিসার হিসাবে নিযুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত ডাক্তার?

ⓐ গুরপ্রীত সিং

ⓑ অমরেশ যাদব

ⓒ প্রীতেশ গান্ধী✓

ⓓ হরিহরণ কুমার

7. '2021 Zayed Award for Human Fraternity’ পেলেন António Guterres, তিনি কোন আন্তর্জাতিক সংস্থার বর্তমান সেক্রেটারী জেনারেল?

ⓐ বিশ্ব ব্যাঙ্ক

ⓑ জাতি সংঘ✓

ⓒ মুদ্রা তহবিল

ⓓ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

● হেডকোয়ার্টার- নিউইয়র্ক

● প্রতিষ্ঠা সাল- ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর

8. বিশ্বের প্রথম "Energy Island"  কোথায় তৈরি হতে চলেছে ? 

ⓐ ডেনমার্ক✓

ⓑ ইটালি 

ⓒ ভিয়েতনাম 

ⓓ শ্রীলংকা

● North Sea তে এটা তৈরি করা হবে ।

●  ১২০,০০০ বর্গমিটার জায়গা জুড়ে Energy Island তৈরি হতে চলেছে।

● সমুদ্রের বায়ু শক্তিকে কাজে লাগিয়ে গ্রীন ইলেকট্রিসিটি তৈরি করে এনার্জি আইল্যান্ডে স্টোর করে রাখা হবে । যে শক্তি পরবর্তীকালে অন্যান্য দেশে বা নিজের দেশে সাপ্লাই করে বিভিন্ন কাজে লাগানো হবে ।

● ডেনমার্কের রাজধানী : কোপেনহেগেন 

● ডেনমার্ক এর মুদ্রা : ড্যানিশ ক্রন

 9 . কোন রাজ্য সরকার তরুণের স্বপ্ন নামে প্রকল্প ঘোষণা করল? 

ⓐ পশ্চিমবঙ্গ✓ 

ⓑ উত্তর প্রদেশ 

ⓒ বিহার 

ⓓ ঝারখান্ড 

● পশ্চিমবঙ্গের  উচ্চ মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের ফ্রীতে ট্যাব দেওয়া এই নতুন প্রকল্পের নাম হল তরুণের স্বপ্ন। 

10. Redmi India এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন? 

ⓐ ঐশ্বর্য রায় 

ⓑ প্রিয়াঙ্কা চোপড়া 

ⓒ সোনু সুদ ✓

ⓓ বিরাট কোহলি 

● Acer India এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হলেন সোনু সুদ।

● সোনু সুদ এর আত্মজীবনীমূলক বইটি হলো I am no Messiah

11. World men's handball championship কে জয়লাভ করলো? 

ⓐ ফ্রান্স

ⓑ ইটালি 

ⓒ সুইডেন 

ⓓ ডেনমার্ক✓ 


● ডেনমার্ক সুইডেন কে হারিয়ে এই খেতাব অর্জন করল।

● এটি মিশরে অনুষ্ঠিত হয়।

● এবছর এটা 27 তম ।





12. কোন ব্যাংক শিশুদের জন্য Fed First Saving Account  স্কিম চালু করলো?

ⓐ IDBI 

ⓑ SBI 

ⓒ Federal Bank ✓ 

ⓓ Bandhan Bank 

● 18 বছরের কম বয়সী শিশুরা সেভিংস একাউন্ট খুলতে পারবে এবং তাদেরকে একটা ডেবিট কার্ড প্রদান করা হবে এবং সেই ডেবিট কার্ডে প্রত্যেকদিন টাকা তোলার উর্ধ্বসীমা 25000 টাকা।

● শিশুদের Money Management এর গুরুত্ব বোঝানোর জন্যই ফেডারেল ব্যাংক এই স্কিম চালু করেছে।

● Federal Bank Founded: 23 April 1931

● Headquarters: Aluva, Kerala 

● CEO: Shyam Srinivasan 

13.কত সালের মধ্যে কেন্দ্র সরকার ব্রডগেজ লাইনের 100% বৈদ্যুতিকরণ করার সিদ্ধান্ত নিয়েছে? 

ⓐ 2023 ✓

ⓑ 2022 

ⓒ 2024

ⓓ 2025 

● বর্তমানে রেলমন্ত্রী পীযূষ গোয়েল ।

14. সম্প্রতি প্রকাশিত Yes Man :  The Untold Story of Rana Kapoor বইটি কে লিখেছেন ? 

ⓐ Shashi Tharoor 

ⓑ Pavan C. Lall✓

ⓒ Arundhati Roy 

ⓓ Chetan Bhagat 

● Published by HarperCollins

15. কোন দিনটি প্রথমবার "আন্তর্জাতিক মানব বন্ধুত্ব দিবস"  পালিত হয় ? 

ⓐ 4 ফেব্রুয়ারি✓ 

ⓑ 5 ফেব্রুয়ারি 

ⓒ 6 ফেব্রুয়ারি 

ⓓ 7 ফেব্রুয়ারি 

● Theme  : A pathway to the future 

16. 4 ফেব্রুয়ারী মহান গায়ক পণ্ডিত ভীমসেন যোশীর জন্ম দিবস পালিত হলো তিনি কোন রাজ্যের অধিবাসী ছিলেন? 

ⓐ কর্ণাটক ✓ 

ⓑ তামিলনাড়ু 

ⓒ গুজরাট 

ⓓ উত্তর প্রদেশ

17. কোন রাষ্ট্র ভূমি থেকে ভূমি আঘাত হানতে পরমাণু সক্ষম ব্যালিস্টিক মিসাইল "গজনবী"র সফল পরীক্ষা করলো? 

ⓐ সৌদি আরব 

ⓑ রাশিয়া 

ⓒ পাকিস্তান ✓

ⓓ আমেরিকা

● এটি 290 কিলোমিটার দূরত্বের বস্তুকে আঘাত হানতে পারে।

● পাকিস্তানের প্রধানমন্ত্রী: ইমরান খান 

● পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভী 

● পাকিস্তানের রাজধানী : ইসলামাবাদ 

● পাকিস্তানের মুদ্রা : পাকিস্তানি রুপিয়



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...