Friday, May 14, 2021

Bengali Current Affairs 13th May, 2021


Bengali Current Affairs 13th May, 2021

1.জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় কবে?

ⓐ ১লা মে

ⓑ ১১ই মে✓

ⓒ ১২ই মে

ⓓ ১৪ই মে

2.  সম্প্রতি কে ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর নিযুক্ত হলেন ? 

ⓐ Jose J Kattor✓

ⓑ বিমল জালান 

ⓒ শংকর ঘোষ

ⓓ বিমান বন্দ্যোপাধ্যায়

3. Madrid Open Women’s singles title জিতলেন Aryna Sabalenka, তিনি কোন দেশের টেনিস তারকা?

ⓐ জাপান

ⓑ চীন

ⓒ বেলারুশ✓

ⓓ অস্ট্রিয়া

4.দ্বিতীয়বার Madrid Open title 2021 Men Single Title জিতলেন Alexander Zverev (আলেকজান্ডার জাভেরেভ), তিনি কোন দেশের টেনিস খেলোয়াড়?

ⓐ স্পেন

ⓑ জার্মানি✓

ⓒ রাশিয়া

ⓓ অস্ট্রেলিয়া

5.  সম্প্রতি প্রকাশিত " Life in the Clock Tower Valley"  বইটি কে লিখেছেন?

ⓐ অরবিন্দ ঘোষ 

ⓑ স্নেহা ঠাকুর 

ⓒ শাকুর রাথের ✓

ⓓ বাণী বসু 

6.মেডিকেল অক্সিজেনের ব্যবস্থা করতে ১২ জন সদস্যের টাস্ক ফোর্স গঠন করলো কে?

ⓐ DRDO

ⓑ ইন্ডিয়ান আর্মি

ⓒ সুপ্রিম কোর্ট✓

ⓓ ICEMR

7.সম্প্রতি প্রয়াত অভিলাষা পাতিল কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?

ⓐ সঙ্গীত

ⓑ অভিনয়✓

ⓒ সংবাদ পরিবেশন

ⓓ ফিল্ম ডিরেকশন

8.হসপিটালে অক্সিজেন পৌঁছে দিতে সঞ্জীবনী ভেহিকেল অক্সিজেন ট্রাক লঞ্চ করলো কোন রাজ্য?

ⓐ উত্তরপ্রদেশ
ⓑ ঝাড়খণ্ড✓
ⓒ মনিপুর
ⓓ বিহার

9.পশ্চিমবঙ্গের নতুন শিক্ষা মন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ সমীর পাত্র

ⓑ পার্থ চ্যাটার্জি

ⓒ ব্রাত্য বসু✓

ⓓ মুকুল রায়

10.Global Prime Residential Index-এ নিউ দিল্লির স্থান কত?

ⓐ ৫৬

ⓑ ৩২✓

ⓒ ৩৬

ⓓ ৩৫

11. কোন মহাকাশ সংস্থা"Doge-1" চন্দ্রযান মিশন লঞ্চ করবে? 

ⓐ NASA 

ⓑ ISRO 

ⓒ Space - X✓

ⓓ roscosmos

12. কোন শিক্ষা বোর্ড সম্প্রতি "দোস্ত ফর লাইফ" মোবাইল অ্যাপ লঞ্চ করল ?

ⓐ WBBSE

ⓑ WBCHSE

ⓒ CBSE ✓

ⓓ ICSE 

13. সম্প্রতি কার দ্বারা, ‘ID-Art’ মোবাইল App লঞ্চ করা হয়েছে?

[A] World Bank

[B] UNESCO

[C] CBI

[D] Interpol✓

14. সম্প্রতি, পুনে মেট্রো রেল প্রকল্পের জন্য ভারত কোন সংস্থার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে?

[A] State Bank of India (SBI)

[B] World Bank (WB)

[C] International Monetary Fund (IMF)

[D] European Investment Bank (EIB)✓







No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...