Bengali Current Affairs 12th May, 2021
1.আসামের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন কে?
ⓐ রাধাবল্লভ সেন
ⓑ হিমন্ত বিশ্ব শর্মা✓
ⓒ সর্বানন্দ সনোয়াল
ⓓ মৃন্ময় কৃষ্ণ
2. 2021 Laureus Sportsman of the Year Award জিতলেন Rafael Nadal, তিনি কোন দেশের টেনিস খেলোয়াড়?
ⓐ জাপান
ⓑ স্পেন✓
ⓒ অস্ট্রিয়া
ⓓ চীন
3.2021 Laureus Sportwoman of the Year Award জিতলেন Naomi Osaka, তিনি কোন দেশের টেনিস তারকা?
ⓐ জাপান✓
ⓑ সাইবেরিয়া
ⓒ কুয়েত
ⓓ জার্মানি
4. কোন রাজ্য সরকার "মনোজ দাস আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার" প্রদান করার কথা ঘোষণা করল?
ⓐ আসাম
ⓑ উড়িষ্যা✓
ⓒ ত্রিপুরা
ⓓ পশ্চিমবঙ্গ
5.বয়স্ক নাগরিকদের জন্য 'COVI Van Helpline' নাম্বার লঞ্চ করলো কোন রাজ্যের পুলিশ?
ⓐ উত্তরাখণ্ড
ⓑ দিল্লি ✓
ⓒ মহারাষ্ট্র
ⓓ কেরালা
6. নিম্নলিখিত কে বিশ্বের উচ্চতম পর্বত শৃঙ্গ “মাউন্ট এভারেস্ট” 25 বার জয় করেছেন?
[A] বিরাট চন্দ্রা
[B] কামী রিতা শেরপা✓
[C] গীতা মিত্তল
[D] মারিয়া শারাপোভা
7. সম্প্রতি পশ্চিমবঙ্গকে কত কোটি টাকা অর্থনৈতিক সহায়তা দিল National Bank for Agriculture and Rural Development (Nabard)?
ⓐ ১৫০০ কোটি
ⓑ ৮৫০০ কোটি
ⓒ ৯১৬২ কোটি✓
ⓓ ১০০০ কোটি
9. Ambadas Haribhau (আম্বাদাস হরিভাউ) কোন রাজ্যের লোকয়ুক্তা হিসাবে নিযুক্ত হলেন?
ⓐ গোয়া✓
ⓑ মেঘালয়
ⓒ রাজস্থান
ⓓ কর্ণাটক
10. সম্প্রতি প্রকাশিত "Elephant in the Womb" বইটি কে লিখেছেন?
ⓐ অরুন্ধতী রায়
ⓑ দীপিকা পাডুকোন
ⓒ কলকি কোচলিন ✓
ⓓ বিদ্যা বালান
11.New York City International Film Festival-এ সেরা অভিনেতার তকমা পেলেন কে?
ⓐ আয়ুষ্মান খুরানা
ⓑ অনুপম খের✓
ⓒ অমিতাভ বচ্চন
ⓓ নওয়াজউদ্দীন সিদ্দিকী
12.প্রেগন্যান্ট মহিলার মমি আবিষ্কার করলো কোন দেশের গবেষকরা?
ⓐ ইজিপ্ট
ⓑ ফ্রান্স
ⓒ আরব
ⓓ পোল্যান্ড✓
13. কোন ভারতীয় কে আমেরিকার প্রতিষ্ঠিত "National Academy of Sciences" এর জন্য মনোনীত করা হয়েছে ?
ⓐ বিমল জালান
ⓑ শংকর ঘোষ✓
ⓒ বিমান বন্দ্যোপাধ্যায়
ⓓ none
14. কোন রাজ্য সরকার " Door to Door Screaming Drive চালু করল?
ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ রাজস্থান
ⓒ হরিয়ানা✓
ⓓ তামিলনাড়ু
15. সম্প্রতি, কবে “মহরানা প্রতাপ সিং” এর জন্মবার্ষিকী পালিত হয়েছে?
[A] 6 মে
[B] 7 মে
[C] 8 মে
[D] 9 মে✓
16. সম্প্রতি প্রয়াত মহারাজা কিষান কৌশিক কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
[A] ক্রিকেট
[B] ব্যাডমিন্টন
[C] ভলিবল
[D] হকি✓
No comments:
Post a Comment