Friday, May 14, 2021

Bengali Current Affairs 11 th May, 2021

 


Bengali Current Affairs 11 th May, 2021

1. 25 বৈশাখ (9 th May) রবীন্দ্রনাথ ঠাকুরের কত তম জন্ম দিবস পালিত  হল?

ⓐ 160 তম ✓

ⓑ 161 তম 

ⓒ 159 তম 

ⓓ 162 তম

2.সম্প্রতি কোন আইটি কোম্পানি ভারতে করোনা পরিস্থিতির মোকাবিলার জন্য ১০০ কোটি টাকা দিল?

ⓐ Wipro

ⓑ TCS

ⓒ Infosys✓

ⓓ L&T


3.উত্তরাখণ্ড কোন দেশকে মিলেট শস্য রপ্তানি করবে?

ⓐ ডেনমার্ক✓

ⓑ অস্ট্রেলিয়া

ⓒ ফ্রান্স

ⓓ জাপান


4.সম্প্রতি কোন দেশের সঙ্গে অর্থনৈতিক চুক্তি সাসপেন্ড করলো চীন?

ⓐ ইন্ডিয়া

ⓑ পাকিস্তান

ⓒ অস্ট্রেলিয়া✓

ⓓ শ্রীলংকা

5.১২ থেকে ১৫ বছরের শিশুদের জন্য Pfizer-এর তৈরি ভ্যাকসিনকে অনুমোদন দিলো কোন দেশ?

ⓐ আমেরিকা

ⓑ ঘানা

ⓒ ফিলিপিন্স

ⓓ কানাডা✓

6.সম্প্রতি Amazon- এর কত বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করলো জেফ বেজস?

ⓐ ১০

ⓑ ৬.৬

ⓒ ২.৫✓

ⓓ ৩.৫

7. NASA এর অ্যাডমিনিস্ট্রেটর পদে কে নিযুক্ত হলেন? 

ⓐ বিল নেলসন✓ 

ⓑ মার্ক জুকারবার্গ 

ⓒ স্টিভ জবস 

ⓓ স্টিভ জুরসিক

8.15th Sheikh Zayed Book Award পাচ্ছেন কে?

ⓐ লতিফা সেন

ⓑ তাহেরা কুতুবুদ্দিন✓

ⓒ রোষদি রাশেদ

ⓓ মুন্নী খাতুন

9. সম্প্রতি, কোন সংস্থা “Starship SN15” রকেট লঞ্চ করেছে?

[A] SpaceX ✓

[B] NASA

[C] ISRO

[D] Blue Origin

10. কে “Laureus World Sportsman of the Year Award 2021” জিতেছে?

[A] Billie Jean King

[B] Max Parrot

[C] Naomi Osaka

[D] Rafael Nadal✓

11. সম্প্রতি, 9 মে তারিখে নিম্নলিখিত কোন দিবসটি পালিত হয়েছে?

[A] International Father’s Day

[B] International sister day

[C] International Nurse Day

[D] International Mother’s Day✓

12. বিমান বন্দ্যোপাধ্যায় কোন রাজ্যের বিধানসভার স্পিকার পদে নির্বাচিত হলেন ?

ⓐ বিহার 

ⓑ উত্তর প্রদেশ 

ⓒ পশ্চিমবঙ্গ✓ 

ⓓ ত্রিপুরা 


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...