Bengali Current Affairs 11 th May, 2021
1. 25 বৈশাখ (9 th May) রবীন্দ্রনাথ ঠাকুরের কত তম জন্ম দিবস পালিত হল?
ⓐ 160 তম ✓
ⓑ 161 তম
ⓒ 159 তম
ⓓ 162 তম
2.সম্প্রতি কোন আইটি কোম্পানি ভারতে করোনা পরিস্থিতির মোকাবিলার জন্য ১০০ কোটি টাকা দিল?
ⓐ Wipro
ⓑ TCS
ⓒ Infosys✓
ⓓ L&T
3.উত্তরাখণ্ড কোন দেশকে মিলেট শস্য রপ্তানি করবে?
ⓐ ডেনমার্ক✓
ⓑ অস্ট্রেলিয়া
ⓒ ফ্রান্স
ⓓ জাপান
4.সম্প্রতি কোন দেশের সঙ্গে অর্থনৈতিক চুক্তি সাসপেন্ড করলো চীন?
ⓐ ইন্ডিয়া
ⓑ পাকিস্তান
ⓒ অস্ট্রেলিয়া✓
ⓓ শ্রীলংকা
5.১২ থেকে ১৫ বছরের শিশুদের জন্য Pfizer-এর তৈরি ভ্যাকসিনকে অনুমোদন দিলো কোন দেশ?
ⓐ আমেরিকা
ⓑ ঘানা
ⓒ ফিলিপিন্স
ⓓ কানাডা✓
6.সম্প্রতি Amazon- এর কত বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করলো জেফ বেজস?
ⓐ ১০
ⓑ ৬.৬
ⓒ ২.৫✓
ⓓ ৩.৫
7. NASA এর অ্যাডমিনিস্ট্রেটর পদে কে নিযুক্ত হলেন?
ⓐ বিল নেলসন✓
ⓑ মার্ক জুকারবার্গ
ⓒ স্টিভ জবস
ⓓ স্টিভ জুরসিক
8.15th Sheikh Zayed Book Award পাচ্ছেন কে?
ⓐ লতিফা সেন
ⓑ তাহেরা কুতুবুদ্দিন✓
ⓒ রোষদি রাশেদ
ⓓ মুন্নী খাতুন
9. সম্প্রতি, কোন সংস্থা “Starship SN15” রকেট লঞ্চ করেছে?
[A] SpaceX ✓
[B] NASA
[C] ISRO
[D] Blue Origin
10. কে “Laureus World Sportsman of the Year Award 2021” জিতেছে?
[A] Billie Jean King
[B] Max Parrot
[C] Naomi Osaka
[D] Rafael Nadal✓
11. সম্প্রতি, 9 মে তারিখে নিম্নলিখিত কোন দিবসটি পালিত হয়েছে?
[A] International Father’s Day
[B] International sister day
[C] International Nurse Day
[D] International Mother’s Day✓
12. বিমান বন্দ্যোপাধ্যায় কোন রাজ্যের বিধানসভার স্পিকার পদে নির্বাচিত হলেন ?
ⓐ বিহার
ⓑ উত্তর প্রদেশ
ⓒ পশ্চিমবঙ্গ✓
ⓓ ত্রিপুরা
No comments:
Post a Comment