Bengali Current Affairs 14th May, 2021
1.International Nurses Day(আন্তর্জাতিক নার্স দিবস) কবে পালন করা হয়?
ⓐ ৭ই মে
ⓑ ৬ই মে
ⓒ ১২ই মে✓
ⓓ ১৩ই মে
2. সম্প্রতি, কোন সংস্থা “Nature in a Globalised World: Conflict and Conservation” রিপোর্ট জারি করেছে?
[A] International Labour Organization (ILO)
[B] International Union for Conservation of Nature (IUCN)✓
[C] United Nations (UN)
[D] International Monetary Fund (IMF)
3. সম্প্রতি প্রকাশিত, “Buddha in Gandhara” পুস্তকটি কে লিখেছেন?
[A] রাহুল পাঠক
[B] অভিষেক সিংভি
[C] রমেশ কুমার
[D] সুনিতা ত্রিবেদী✓
4.এপ্রিল মাসে ICC Men’s Player of the Month শিরোপা জিতলেন কে?
ⓐ বিরাট কোহলি
ⓑ বাবর আজম✓
ⓒ ডিজে ব্রাভো
ⓓ স্টিভ স্মিথ
5.এপ্রিল মাসে ICC Women’s Player of The Month শিরোপা জিতলেন Alyssa Healy(অ্যালিসা হেলি) , তিনি কোন দেশের ক্রিকেটার?
ⓐ অস্ট্রেলিয়া✓
ⓑ নিউজিল্যান্ড
ⓒ ইংল্যান্ড
ⓓ দক্ষিণ আফ্রিক
6.ফেসবুকের পর Vaccine Finder Tool লঞ্চ করলো কোন কোম্পানী?
ⓐ Paytm✓
ⓑ PhonePe
ⓒ Microsoft
ⓓ Jio
7. কোন সংস্থা ভারতে কোভিড - 19 মোকাবিলায় 15 মিলিয়ন ডলার দান করল ?
ⓒ Twitter ✓
8. সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি গ্রীন হাউজ গ্যাস উৎপন্ন করা দেশ কোনটি ?
ⓐ ভারত
ⓑ চীন ✓
ⓒ জাপান
ⓓ আমেরিকা
10.পঞ্চমবার Spanish Grand Prix title জিতলো কোন রেসিং কার ড্রাইভার?
ⓐ Valtteri Bottas
ⓑ Max Verstappen
ⓒ Lewis Hamilton✓
ⓓ None of these
11. ভারত ও কোন দেশের মধ্যে PASSEX নৌসেনা অভ্যাস আয়োজিত হল ?
ⓐ ইন্দোনেশিয়া ✓
ⓑ চীন
ⓒ শ্রীলংকা
ⓓ বাংলাদেশ
12. নিচের কোন সংস্থা "Green Urja Award" পেল?
ⓐ IREDA ✓
ⓑ ISRO
ⓒ DRDO
ⓓ NASA
13. কোন রাজ্য সরকার মিউকো মাইক্রোসিস ছত্রাক দ্বারা আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা করাবে?
ⓐ উত্তর প্রদেশ
ⓑ মহারাষ্ট্র✓
ⓒ পশ্চিমবঙ্গ
ⓓ মধ্যপ্রদেশ
15. United Nations Climate Change Conference, 2021 (COP26) কোন দেশে অনুষ্ঠিত হবে?
[A] নেদারল্যান্ড
[B] স্কটল্যান্ড✓
[C] নিউজিল্যান্ড
[D] অস্ট্রেলিয়া
No comments:
Post a Comment