Bengali Current Affairs 5th May, 2021
1. 2মে 2021 সালে ভারতের মহান চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের কততম জন্মবার্ষিকী পালিত হল?
ⓐ 97 তম
ⓑ 98 তম
ⓒ 100 তম✓
ⓓ 90 তম
2. ভারতের তৃতীয় বৃহত্তম IT services company কোনটি?
ⓐ TCS
ⓑ Wipro ✓
ⓒ HCl ✓
ⓓ Infosys
3. Porsche Tennis Grand Prix 2021-এ মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন টেনিস তারকা?
ⓐ Djokovic
ⓑ Jennifer Brady
ⓒ Aryna Sabalenka
ⓓ Ashleigh Barty✓
4. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডেপুটি গভর্নর পদে কে নিযুক্ত হলেন ?
ⓐ টি রবি শংকর ✓
ⓑ অরুণ রাস্টে
ⓒ বিপিন কোঠারি
ⓓ সম্পদ কুমার
5.Tata Consultancy Services(TCS)-এর চিফ ফিনান্সিয়াল অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ ভি. রামকৃষ্ণন
ⓑ সমীর সেক্সারিয়া✓
ⓒ মনোজ গুপ্ত
ⓓ নাজিম মোল্লা
6.G-7 Digital and Technology Ministerial Meeting-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন কে?
ⓐ রবি শঙ্কর প্রসাদ✓
ⓑ ধর্মেন্দ্র প্রধান
ⓒ নরেন্দ্র মোদী
ⓓ নির্মলা সিথারমণ
7. পৃথিবীর মধ্যে প্রথম প্রাণী দের জন্য 17000 Covid- 19 ভ্যাকসিন দিলো কোন দেশ ?
ⓐ জাপান
ⓑ রাশিয়া✓
ⓒ চীন
ⓓ আমেরিকা
8.সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের সেন্ট্রাল বোর্ডে কে নিযুক্ত হলেন?
ⓐ অজয় শেঠ✓
ⓑ বিপিন কোঠারি
ⓒ সম্পদ কুমার
ⓓ অরুণ রাস্টে
9.World Press Freedom Day পালন করা প্রতিবছর কোন দিন?
ⓐ ১লা মে
ⓑ ৩রা মে✓
ⓒ ৫ই মে
ⓓ ১০ই মে
10. Kotak Mahindra Life Insurance কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ মহেশ বালাসুব্রমনিয়ান✓
ⓑ মহেশ ভূপতি
ⓒ বিজেন্দর সিং
ⓓ মনোময় কাপুর
11.সম্প্রতি প্রয়াত পণ্ডিত দেবব্রত চৌধুরী কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত?
ⓐ বেহালা
ⓑ সেতার✓
ⓒ গিটার
ⓓ সারঙ্গী
12.সম্প্রতি সমস্ত স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করলো কোন রাজ্য সরকার?
ⓐ বিহার✓
ⓑ উত্তরপ্রদেশ
ⓒ মহারাষ্ট্র
ⓓ মধ্যপ্রদেশ
13.সম্প্রতি কোন IIT তাদের নাইট্রোজেন প্লান্টটিকে অক্সিজেন জেনারেটরে পরিণত করলো?
ⓐ IIT DELHI
ⓑ IIT KANPUR
ⓒ IIT BOMBAY✓
ⓓ IIT ROORKEE
✍ Established:1958
✍ Chairman : Dr Pawan Goenka
✍ Director : Subhasis Chaudhuri
14.ভারতের সাথে কোন দেশ 2 + 2 Ministerial Dialogue অনুষ্ঠিত করলো?
ⓐ ইংল্যান্ড
ⓑ যুক্তরাষ্ট্র
ⓒ রাশিয়া✓
ⓓ ইন্দোনেশিয়া
✍ রাজধানী- মস্কো
✍ মুদ্রার নাম- রুবেল
✍ রাষ্ট্রপতি- Vladimir Putin
15.টাইম ম্যাগাজিনের প্রকাশিত 100 Most Influential Companies এর তালিকায় স্থান করে নিল কোন ভারতীয় কোম্পানি?
ⓐ Wipro
ⓑ TCL
ⓒ HCL
ⓓ Jio✓
16. Portuguese Grand Prix কে জয়লাভ করলো?
ⓐ ভল্টেরি বোটটাস
ⓑ লুইস হ্যামিলটন ✓
ⓒ ম্যাক্স ভার্সটেপেন
ⓓ এস পেরেজ
No comments:
Post a Comment