Bengali Current Affairs 4th May, 2021
1. কোন রাজ্য সরকার ড্রোনের দ্বারা ভ্যাকসিন ডেলিভারির অনুমতি দিল?
ⓐ তামিলনাড়ু
ⓑ তেলেঙ্গানা✓
ⓒ অন্ধ্রপ্রদেশ
ⓓ মহারাষ্ট্র
2. উপজাতি সম্প্রদায়ের ধারাবাহিক উন্নয়নের জন্য TRIFED কার সাথে চুক্তি করলো ?
ⓐ The Link fund ✓
ⓑ World Bank
ⓒ WHO
ⓓ WTO
3. সম্প্রতি প্রকাশিত Brand Finance Insurance 100 রিপোর্ট 2021 এ কোন ভারতীয় সংস্থা প্রথম দশে স্থান পেয়েছে?
ⓐ LIC India ✓
ⓑ Bajaj
ⓒ Ping An Insurance
ⓓ SBI Life Insurance
4. সম্প্রতি প্রয়াত "রহিত সরদানা" তিনি কোন ক্ষেত্রে সঙ্গে যুক্ত ছিলেন ?
ⓐ ক্রিকেটার
ⓑ খেলোয়াড়
ⓒ সাংবাদিক✓
ⓓ চিত্রকর
5. সম্প্রতি কোথায় পৃথিবীর দীর্ঘতম পায়ে-হাঁটা ঝুলন্ত সেতুর উদ্বোধন করা হলো ?
ⓐ ফ্রান্স
ⓑ বাংলাদেশ
ⓒ পর্তুগাল ✓
ⓓ চীন
6. মহারাষ্ট্র রাজ্যের প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয় ?
ⓐ ১ মে ✓
ⓑ ২ মে
ⓒ ৩ মে
ⓓ ৩০ এপ্রিল
7. 2021 World laughter day কবে পালিত হয়?
ⓐ ১ মে
ⓑ ২ মে ✓
ⓒ ৩ মে
ⓓ ৪ মে
8. কোন ব্যাংক টেলিকম সার্ভিস এর জন্য BSNL এর সঙ্গে পার্টনারশিপ করল?
ⓐ SBI Bank
ⓑ United Bank
ⓒ Indian Bank✓
ⓓ Punjab National Bank
9. সম্প্রতি প্রয়াত সোলি সোরাবজি নিম্নের কোনটি সঙ্গে যুক্ত ছিলেন ?
ⓐ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল
ⓑ মুখ্য নির্বাচন কমিশনার
ⓒ অ্যাটর্নি জেনারেল ✓
ⓓ None
10. ত্রিপুরারি শরণকে কোন রাজ্যের মুখ্য সচিব (Chief Secretary) পদে নিয়োগ করা হয়েছে ?
ⓐ ত্রিপুরা
ⓑ রাজস্থান
ⓒ বিহার ✓
ⓓ উত্তর প্রদেশ
11. কোন রাজ্য সরকার সম্প্রতি "করোনা ওয়ারিয়রস" প্রকল্প চালু করেছে?
ⓐ উত্তর প্রদেশ
ⓑ মধ্যপ্রদেশ✓
ⓒ হিমাচল প্রদেশ
ⓓ তামিলনাড়ু
12. "দ্বিতীয় সমুদ্র সেতু" অভিযানে মোট কয়টি ভারতীয় নৌ জাহাজ মোতায়েন করা হয়েছে?
ⓐ 5টি
ⓑ 6 টি
ⓒ 7টি ✓
ⓓ 8টি
No comments:
Post a Comment