Bengali Current Affairs 7th May, 2021
1. সম্প্রতি কবে “ভারতীয় সিনেমার জনক” দাদা সাহেব ফালকে -এর জন্ম বার্ষিকী পালিত হয়েছে?
[A] 29 এপ্রিল
[B] 30 এপ্রিল✓
[C] 1 মে
[D] 2 মে
2.আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ‘Believe in Sport’ ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়?
ⓐ পি.ভি. সিন্ধু✓
ⓑ সাইনা নেহয়াল
ⓒ পুল্লেলা গোপিচাঁদ
ⓓ জ্বলা গুটটা
3.Tehri Hydro Development Corporation (THDC)-এর অ্যাডিশনাল চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে?
ⓐ পিযুষ গোয়েল
ⓑ তরুণ গোয়েল
ⓒ বিজয় গোয়েল✓
ⓓ ঋষি মহান্টি
4. ‘Asian Boxing Chapionship 2021’ কোন দেশে অনুষ্ঠিত হবে?
[A] ভারত
[B] চীন
[C] তুর্কী
[D] সংযুক্ত আরব আমিরাত✓
5.সম্প্রতি ICICI Bank-কে কত কোটি টাকা জরিমানা করলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক?
ⓐ ১ কোটি
ⓑ ২ কোটি
ⓒ ৩ কোটি✓
ⓓ ৪ কোটি
6.Spanish Grand Prix 2021 শিরোপা জিতলেন কোন মোটর সাইকেল রেসিং ড্রাইভার?
ⓐ Jack Miller✓
ⓑ Francesco Bagnaia
ⓒ Franco Morbidelli
ⓓ Pecco Bagnaia
7.ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করায় ৬ বছরের জন্য ব্যান হলেন Nuwan Zoysa (নুওয়ান জোয়েসা) , তিনি কোন দেশের ফাস্ট বোলার?
ⓐ ইংল্যান্ড
ⓑ নিউজিল্যান্ড
ⓒ শ্রীলংকা✓
ⓓ অস্ট্রেলিয়া
8.পাঞ্জাবের আশীর্বাদ স্কিমের আওতায় কত টাকা করে দেওয়া হবে?
ⓐ ৪১ হাজার
ⓑ ৫১ হাজার✓
ⓒ ৩১ হাজার
ⓓ ২১ হাজার
9.সম্প্রতি, 3 মে তারিখে ভারতের কোন পূর্ব-রাষ্ট্রপতির মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে?
[A] ড: সর্বপল্লী রাধাকৃষ্ণন
[B] ভি. ভি গিরি
[C] ড: জাকির হোসেন✓
[D] ড: রাজেন্দ্র প্রাসাদ
10. Axis Bank -এর নতুন MD & CEO পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] সমীর কুমার খারে
[B] ভিনকেশ গুলাটি
[C] রামা মোহন রাও
[D] অমিতাভ চৌধুরী✓
11. ভারতীয় সেনা কোন রাজ্যে প্রথম ‘Green Solar Energy’ প্লান্ট শুরু করেছে?
[A] মিজোরাম
[B] সিকিম✓
[C] অরুণাচল প্রদেশ
[D] তেলেঙ্গানা
12. বিশ্বের প্রথম ‘Artificial Intelligence Ship’ -এর নাম কী?
[A] Mayflower 400✓
[B] Sunflower 40
[C] Seafarer 66
[D] Earth 2030
13. কোন দেশ জুন, 2021 সালে ‘Shangri-La Dialogue’ আয়োজন করবে?
[A] মালেশিয়া
[B] চীন
[C] সিঙ্গাপুর✓
[D] সুইজারল্যান্ড
No comments:
Post a Comment