Bengali Current Affairs 8th May, 2021
1. সম্প্রতি, কবে ‘International Astronomy Day’ পালিত হয়েছে?
[A] 30 এপ্রিল
[B] 1 মে
[C] 2 মে✓
[D] 3 মে
2. সম্প্রতি, 2 মে তারিখে নিম্নলিখিত কোন দিনটি পালিত হয়েছে?
[A] World Tuna day✓
[B] World Hydrography Day
[C] World Father’s Day
[D] International Yoga Day
3. সম্প্রতি কোন সংস্থা ‘Global Electric Vehicle Outlook Report 2021’ প্রকাশ করেছে?
[A] UNO
[B] IMF
[C] UNESCO
[D] IEA✓
4. সম্প্রতি, Global Forest Goals Report 2021 কোন সংস্থা প্রকাশ করেছে?
[A] IMF
[B] WB
[C] ADB
[D] UN✓
5. কোন দেশ “G7 Foreign Minister’s Meeting” আয়োজন করবে?
[A] ভারত
[B] ফ্রান্স
[C] কানাডা
[D] ইউনাইটেড কিংডম✓
6. সম্প্রতি কোন আফ্রিকান দেশের রাষ্ট্রপতি ‘রাজ্য জরুরি অবস্থা” করেছে?
[A] কঙ্গো✓
[B] জাম্বিয়া
[C] নাইজের
[D] ঘানা
7. সম্প্রতি খবরে থাকা, পুটোলা নাচ (Putola Nach) কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত?
[A] বিহার
[B] উড়িষ্যা
[C] সিকিম
[D] অসম✓
8. ভারতীয় বিমান বাহিনী (IAF) কোন শহরে Covid-19 -এর জন্য 100 টি বেড স্থাপনার পরিকল্পনা করেছে?
[A] বেঙ্গালুরু✓
[B] দিল্লী
[C] ভোপাল
[D] পুনে
9. সম্প্রতি, কবে ‘International Firefighters Day’ পালিত হয়েছে?
[A] 2 মে
[B] 3 মে
[C] 4 মে✓
[D] 5 মে
10. Indian Institute of Rice Research এর ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?
ⓐ আর এম সুন্দরম ✓
ⓑ টিভি রবিশঙ্কর
ⓒ গৌতম রাস্তে
ⓓ অঙ্কিতা চৌহান
11. কোন রাজ্য সরকার "মাটির খেলনা" কে GI ট্যাগ দেওয়ার কথা ঘোষণা করল ?
ⓐ উত্তর প্রদেশ
ⓑ রাজস্থান
ⓒ তামিলনাড়ু ✓
ⓓ বিহার
12. কোন রাজ্য করোনা আক্রান্তদের জন্য "বিনামূল্যে আহার যোজনা " চালু করেছে?
ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ পাঞ্জাব
ⓒ মধ্যপ্রদেশ✓
ⓓ উত্তর প্রদেশ
13. প্রয়াত হলেন "মানস বিহারী বর্মা", কোন ক্ষেত্রে সঙ্গে যুক্ত ছিলেন ?
ⓐ সাংবাদিক
ⓑ চিকিৎসক
ⓒ অ্যারোনোটিকাল ইঞ্জিনিয়ার ✓
ⓓ অভিনেতা
14. সম্প্রতি কোন রাজ্য “পর্বত ধারা যোজনা” শুরু করেছে?
[A] গুজরাট
[B] উত্তরপ্রদেশ
[C] অন্ধ্রপ্রদেশ
[D] হিমাচল প্রদেশ✓
15. সম্প্রতি UNESCO দ্বারা কাকে " World Press Freedom Prize 2021” দিয়ে সম্মানিত করা হয়েছে?
[A] এলিজা পেরিস
[B] মারিয়া রেসা✓
[C] স্বেতা গুমা
[D] অঙ্কিতা চৌহান
16. World Hand Hygiene Day কবে পালিত হয়?
[A] 4 মে
[B] 5 মে✓
[C] 6 মে
[D] 7 মে
17. প্রতিবছর, 6 মে তারিখে নিম্নলিখিত কোন দিবসটি পালিত হয়?
[A] International Museum Day
[B] International No Diet Day✓
[C] International Food Day
[D] World Health Day
18. সম্প্রতি কবে “International Midwife Day” কবে পালিত হয়?
[A] 4 মে
[B] 5 মে✓
[C] 6 মে
[D] 7 মে
19. সম্প্রতি, 3 মে তারিখে প্রয়াত জম্মু ও কাশ্মীরের পূর্ব রাজ্যপালের নাম কী?
[A] অমিতাভ ঠাকুর
[B] রমেশ কুমার
[C] রোহিত শর্মা
[D] জগমোহন মলহোত্রা✓
No comments:
Post a Comment