Tuesday, May 11, 2021

Bengali Current Affairs 10 th May, 2021

 


Bengali Current Affairs 10 th May, 2021

1.World Red Cross Day পালন করা হয় কবে?

ⓐ ৭ই মে
ⓑ ৮ই মে✓
ⓒ ১৬ই জুন
ⓓ ২৬শে মে

2.কোন দেশে ভ্যাকসিন ব্যাবসা শুরু করবে Serum Institute of India (SII)?

ⓐ যুক্তরাজ্য✓
ⓑ যুক্তরাষ্ট্র
ⓒ জাপান
ⓓ চীন

3. কোন দিনটি বিশ্ব থ্যালাসেমিয়া দিবস হিসেবে পালিত হয় ?

ⓐ ৭ই মে
ⓑ ৮ই মে✓
ⓒ ১৬ই মে
ⓓ ২৬শে মে

4. ‘The Bench’ শিরোনামে বই রিলিজ করলেন Meghan Markle , তিনি কোন দেশের অভিনেত্রী?

ⓐ নিউজিল্যান্ড
ⓑ কাতার
ⓒ আমেরিকা✓
ⓓ ইংল্যান্ড

5. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী "সেবা সংকল্প হেল্পলাইন 1100"  চালু করলেন?

ⓐ উত্তর প্রদেশ
ⓑ হিমাচল প্রদেশ✓
ⓒ পশ্চিমবঙ্গ
ⓓ মধ্যপ্রদেশ

6.সম্প্রতি প্রয়াত অজিত সিং কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা ছিলেন?

ⓐ বিজেপি
ⓑ রাষ্ট্রীয় লোক দল✓
ⓒ আম আদমী পার্টি
ⓓ সমাজবাদী পার্টি

7.সম্প্রতি পুদুচেরীর মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন কে?

ⓐ এন. রঙ্গস্বামী✓
ⓑ তিমিলিসাই সৌন্দরাজন
ⓒ রাধানাথ মিশ্র
ⓓ কে. চন্দ্রশেখর রাও

8. 2021 Billboard Music Awards- এ আইকন অ্যাওয়ার্ড পাচ্ছেন Alecia Beth Moore, তিনি কোন নামে বেশি পরিচিত?

ⓐ Singer Green
ⓑ Singer Pink✓
ⓒ Singer Purple
ⓓ Singer Red

9.বিশ্বে প্রথম ২ ন্যানো মিটার প্রসেসর চিপ তৈরি করলো কোন কোম্পানী?

ⓐ Mediatek
ⓑ Snapdragon
ⓒ IBM✓
ⓓ Intel

10.২০২১ দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সিনেমার তকমা পেলো কোন ছবি?

ⓐ KISS
ⓑ Jungle Cry✓
ⓒ Jallikattu
ⓓ Snap

11. “Bengal 2021: An Election Diary” শিরোনামে বই লিখলেন কে?

ⓐ সঞ্জীব হালদার
ⓑ দীপ হালদার✓
ⓒ সুবর্ণ রায়
ⓓ কৌশিক গাঙ্গুলি

12. FICCI Ladies Organisation(FLO)-এর ৩৮তম প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ রোশনী নাদার
ⓑ গীতা গোপিনাথ
ⓒ মিরাজ সিং
ⓓ উজ্জ্বলা সিংঘানিয়া✓

13. Life Insurance Corporation (LIC) -এর বর্তমান ম্যানেজিং ডাইরেক্টর (MD) পদে কে?

[A] সুশান্ত কর
[B] সিদ্বার্থ মোহান্তি✓
[C] সন্দীপ কাটারিয়া
[D] এ. কে সিং

14. সম্প্রতি কোন রাজ্যে Sopropods প্রজাতির ডায়নোসরের 100 মিলিয়ন বছর পুরোনো হাড় পাওয়া গেছে?

[A] বিহার
[B] মেঘালয়✓
[C] সিকিম
[D] কেরালা

15. কোন দিনটি প্রত্যেক বছর বিশ্ব পরিযায়ী পক্ষী  দিবস হিসেবে পালিত  হল ?

ⓐ 7 মে
ⓑ 8 মে ✓
ⓒ 9 মে
ⓓ 10 মে

16. কোন সংস্থা হাইস্পিড ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য 60 টি স্টারলিংক উপগ্রহ লঞ্চ করল?

ⓐ NASA
ⓑ COSMOS
ⓒ Space - x ✓
ⓓ JAXA

17. কোন রাজ্য প্রথম রাজ্য হিসেবে স্বাস্থ্য বীমার মধ্যে কোভিড - 19 কে অন্তর্ভুক্ত করল ?

ⓐ গোয়া ✓
ⓑ রাজস্থান
ⓒ আসাম
ⓓ তামিলনাড়ু



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...